বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ
বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর

HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer : বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 12th Philosophy Vedanta: Basic Concepts Question and Answer, Suggestion, Notes | উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) থেকে বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ, Multiple Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Philosophy 3rd Semester Examination – পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

তোমরা যারা বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।

বোর্ড (Board) WBCHSE, West Bengal
পরীক্ষা (Exam)  তৃতীয় সেমিস্টার (3rd Semester)
শ্রেণী (Class) উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী (WB HS Class 12th)
বিষয় (Subject) উচ্চমাধ্যমিক দর্শন (HS Class 12 Philosophy)
ইউনিট-১ (Unit-1) পশ্চিমাত্য ও ভারতীয় অধিবিদ্যা 
চতুর্থ অধ্যায় (Chapter-4) বেদান্তের প্রাথমিক ধারণা (Vedanta: Basic Concepts)

[দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | West Bengal WBCHSE Class 12th Philosophy Vedanta: Basic Concepts 3rd Semester Question and Answer 

MCQ | বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) দ্বাদশ শ্রেণীর দর্শন | WBCHSE HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer:

  1. ‘শারীরকভাষ্য’ গ্রন্থটি কার রচনা?
    (A) শংকর
    (B) ব্যাসদেব
    (C) নিম্বার্ক
    (D) মঞ্চ
    Ans: (A) শংকর
    Explanation: আদি শংকরাচার্য ব্রহ্মসূত্রের উপর রচিত তাঁর টীকাগ্রন্থ ‘শারীরকভাষ্য’।
  2. আচার্য শংকরের গুরু কে?
    (A) গৌড়পাদ
    (B) বাদরায়ন
    (C) গোবিন্দপাদ
    (D) বল্লভাচার্য
    Ans: (C) গোবিন্দপাদ
    Explanation: শংকরাচার্যের গুরু ছিলেন গোবিন্দপাদ, যিনি আবার গৌড়পাদের শিষ্য।
  3. বেদের অপর নাম কী?
    (A) শ্রুতি
    (B) সংহিতা
    (C) বেদান্ত
    (D) মন্ত্র
    Ans: (A) শ্রুতি
    Explanation: বেদকে ‘শ্রুতি’ বলা হয় কারণ এগুলি ঋষিদের ‘শ্রবণ’-প্রাপ্ত জ্ঞান।
  4. ‘মাণ্ডুক্যকারিকা’ গ্রন্থটি কার রচনা?
    (A) রামানুজ
    (B) মঞ্চ
    (C) গৌড়পাদ
    (D) বল্লভাচার্য
    Ans: (C) গৌড়পাদ
    Explanation: অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা গৌড়পাদ রচিত এই গ্রন্থ।
  5. ‘অহং ব্রহ্মাস্মি’ মহাবাক্যটি কোন্ উপনিষদের?
    (A) ছান্দোগ্য
    (B) ঈশ
    (C) বৃহদারণ্যক
    (D) কেন
    Ans: (C) বৃহদারণ্যক
    Explanation: বৃহদারণ্যক উপনিষদে এই মহাবাক্য উল্লেখিত।
  6. শংকরের মতে জগৎ কীরূপ?
    (A) সত্য
    (B) মিথ্যা
    (C) অনির্বচনীয়
    (D) কোনোটিই নয়
    Ans: (B) মিথ্যা
    Explanation: শংকর বলেছেন “ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই”।
  7. ‘ব্রহ্মসূত্র’ গ্রন্থটি কার রচনা?
    (A) শংকর
    (B) রামানুজ
    (C) বাদরায়ন
    (D) গৌড়পাদ
    Ans: (C) বাদরায়ন
    Explanation: বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র রচয়িতা ঋষি বাদরায়ন (ব্যাসদেব)।
  8. বেদের কর্মকাণ্ডে কোন অংশ আছে?
    (A) মন্ত্র ও ব্রাহ্মণ
    (B) ব্রাহ্মণ ও আরণ্যক
    (C) আরণ্যক ও উপনিষদ
    (D) ব্রাহ্মণ ও উপনিষদ
    Ans: (A) মন্ত্র ও ব্রাহ্মণ
    Explanation: বেদ দুই ভাগে বিভক্ত – কর্মকাণ্ড (মন্ত্র-ব্রাহ্মণ) ও জ্ঞানকাণ্ড (আরণ্যক-উপনিষদ)।
  9. আচার্য রামানুজের মতবাদ কী নামে পরিচিত?
    (A) কেবলাদ্বৈতবাদ
    (B) দ্বৈতবাদ
    (C) বিশিষ্টাদ্বৈতবাদ
    (D) অচিন্ত্যভেদাভেদবাদ
    Ans: (C) বিশিষ্টাদ্বৈতবাদ
    Explanation: রামানুজাচার্য ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ প্রচার করেছিলেন।
  10. অদ্বৈত মতে জ্ঞান কী?
    (A) যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায়
    (B) যা বস্তুর স্বরূপ উল্লেখ করে
    (C) যা মায়াকে সূচিত করে
    (D) যা জীব ও ব্রহ্মের ভিন্নতা স্বীকার করে
    Ans: (A) যা অজ্ঞানের নিবৃত্তি ঘটায়
    Explanation: অদ্বৈত মতে জ্ঞান মানেই অজ্ঞানের বিনাশ।
  11. ‘শ্রীভাষ্য’ গ্রন্থটি কার রচনা?
    (A) মাধবাচার্য
    (B) রামানুজ
    (C) শংকর
    (D) গোবিন্দাচার্য
    Ans: (B) রামানুজ
    Explanation: রামানুজাচার্য ব্রহ্মসূত্রের উপর ‘শ্রীভাষ্য’ রচনা করেন।
  12. শংকরের মতে জীব পারমার্থিক দৃষ্টিতে কীরূপ?
    (A) সত্য
    (B) মিথ্যা
    (C) অনির্বচনীয়
    (D) সত্য বা মিথ্যা দুটোই
    Ans: (B) মিথ্যা
    Explanation: শংকরের মতে জীব আসলে ব্রহ্মেরই প্রতিফলন, পারমার্থিকভাবে পৃথক সত্য নয়।
  13. উপনিষদ কতগুলি?
    (A) চারটি
    (B) দশটি
    (C) অসংখ্য
    (D) ছয়টি
    Ans: (C) অসংখ্য
    Explanation: উপনিষদের সংখ্যা অসংখ্য, তবে প্রধান ১০৮টি এবং মূল ১১টি।
  14. ‘তত্ত্বমসি’ মহাবাক্যটি কোন্ উপনিষদের?
    (A) ছান্দোগ্য
    (B) ঐতরেয়
    (C) বৃহদারণ্যক
    (D) শ্বেতাশ্বতর
    Ans: (A) ছান্দোগ্য
    Explanation: ছান্দোগ্য উপনিষদে উল্লিখিত – “তত্ত্বমসি” অর্থাৎ ‘তুমি সেই’।
  15. বেদের জ্ঞানকাণ্ডে কোন কোন অংশ আছে?
    (A) আরণ্যক ও উপনিষদ
    (B) উপনিষদ ও ব্রাহ্মণ
    (C) সংহিতা ও উপনিষদ
    (D) ব্রাহ্মণ ও সংহিতা
    Ans: (A) আরণ্যক ও উপনিষদ
    Explanation: জ্ঞানকাণ্ডে মূলত দর্শনধর্মী অংশ অর্থাৎ আরণ্যক ও উপনিষদ থাকে।
  16. অদ্বৈত মতে মায়ার স্বরূপ কী?
    (A) সৎ
    (B) অসৎ
    (C) অনির্বচনীয়
    (D) সদসৎ
    Ans: (C) অনির্বচনীয়
    Explanation: মায়াকে না সৎ না অসৎ, বরং ‘অনির্বচনীয়’ বলা হয়েছে।
  17. ‘অয়মাত্মা ব্রহ্ম’ মহাবাক্যটি কোন উপনিষদের?
    (A) মাণ্ডুক্য
    (B) কঠ
    (C) ছান্দোগ্য
    (D) ঈশ
    Ans: (A) মাণ্ডুক্য
    Explanation: মাণ্ডুক্য উপনিষদে ‘অয়মাত্মা ব্রহ্ম’ মহাবাক্য পাওয়া যায়।
  18. বেদের অংশ কয়টি?
    (A) দুটি
    (B) চারটি
    (C) ছয়টি
    (D) আটটি
    Ans: (B) চারটি
    Explanation: বেদ চার ভাগে বিভক্ত – সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।
  19. শংকরের মতে অজ্ঞান কীরূপ?
    (A) ভাবরূপ
    (B) অভাবরূপ
    (C) ভাবাভাবরূপ
    (D) কোনোটিই নয়
    Ans: (A) ভাবরূপ
    Explanation: শংকর বলেছেন অজ্ঞানকে ভাবরূপে প্রকাশ করা যায়।
  20. আচার্য গোবিন্দের গুরু কে?
    (A) বাদরায়ন
    (B) বল্লভাচার্য
    (C) গৌড়পাদ
    (D) নিম্বার্ক
    Ans: (C) গৌড়পাদ
    Explanation: গোবিন্দপাদ ছিলেন গৌড়পাদের শিষ্য।
  21. ‘ঐতরেয় উপনিষদ’ কোন বেদের অন্তর্গত?
    (A) ঋগ্বেদ
    (B) যজুর্বেদ
    (C) সামবেদ
    (D) অথর্ববেদ
    Ans: (A) ঋগ্বেদ
    Explanation: ঐতরেয় উপনিষদ ঋগ্বেদের অন্তর্গত।
  22. ‘অহং ব্রহ্মাস্মি’ বাক্যের অর্থ কী?
    (A) আমি ঈশ্বর
    (B) আমি ব্রহ্ম
    (C) আমি আত্মা
    (D) আমি প্রকৃতি
    Ans: (B) আমি ব্রহ্ম
    Explanation: এই বাক্য দ্বারা জীব ও ব্রহ্মের ঐক্য প্রকাশ করা হয়।
  23. শংকরাচার্যের মতে মুক্তির উপায় কী?
    (A) ভক্তি
    (B) কর্ম
    (C) জ্ঞান
    (D) ধ্যান
    Ans: (C) জ্ঞান
    Explanation: অদ্বৈত মতে জ্ঞানই মুক্তির একমাত্র উপায়।
  24. উপনিষদের দর্শনকে আর কী নামে ডাকা হয়?
    (A) জৈন দর্শন
    (B) বেদান্ত
    (C) যোগ
    (D) সাংখ্য
    Ans: (B) বেদান্ত
    Explanation: উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ তা বেদের অন্তিম অংশ।
  25. বেদের ভাষা কী?
    (A) পালি
    (B) সংস্কৃত
    (C) প্রাকৃত
    (D) আর্যভাষা
    Ans: (B) সংস্কৃত
    Explanation: বেদ রচিত হয়েছে বৈদিক সংস্কৃত ভাষায়।
  26. বেদে কতটি সংহিতা আছে?
    (A) দুটি
    (B) চারটি
    (C) ছয়টি
    (D) আটটি
    Ans: (B) চারটি
    Explanation: ঋক, যজু, সাম, অথর্ব—এই চারটি সংহিতা।
  27. ‘উপনিষদ’ শব্দের অর্থ কী?
    (A) গোপন শিক্ষা
    (B) উপদেশ
    (C) ধ্যান
    (D) জপ
    Ans: (A) গোপন শিক্ষা
    Explanation: উপনিষদ মানে গুরু-শিষ্যের মধ্যে গোপন আধ্যাত্মিক শিক্ষা।
  28. ব্রহ্মসূত্র কয়টি?
    (A) ৪৫০
    (B) ৫৫৫
    (C) ৫৪৪
    (D) ৫৬০
    Ans: (B) ৫৫৫
    Explanation: বাদরায়ন রচিত ব্রহ্মসূত্র মোট ৫৫৫টি।
  29. শংকরের মতে ব্রহ্মের স্বরূপ কী?
    (A) সচ্চিদানন্দ
    (B) জগৎকারণ
    (C) নির্গুণ
    (D) সর্বশক্তিমান
    Ans: (A) সচ্চিদানন্দ
    Explanation: অদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ সৎ-চিৎ-আনন্দ।
  30. ‘ঈশোপনিষদ’ কোন্ বেদের অন্তর্গত?
    (A) ঋগ্বেদ
    (B) যজুর্বেদ
    (C) সামবেদ
    (D) অথর্ববেদ
    Ans: (B) যজুর্বেদ
    Explanation: ঈশোপনিষদ যজুর্বেদের অন্তর্গত।
  31. আচার্য মাধবের মতবাদ কী নামে পরিচিত?
    (A) কেবলাদ্বৈতবাদ
    (B) দ্বৈতবাদ
    (C) বিশিষ্টাদ্বৈতবাদ
    (D) ভেদাভেদবাদ
    Ans: (B) দ্বৈতবাদ
    Explanation: মাধবাচার্য দ্বৈতবাদ প্রচার করেন।
  32. ‘ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা’ এই উক্তিটি কার?
    (A) রামানুজ
    (B) মাধব
    (C) শংকর
    (D) বল্লভ
    Ans: (C) শংকর
    Explanation: অদ্বৈতবাদী শংকর এই মতবাদ প্রকাশ করেছিলেন।
  33. ‘শ্বেতাশ্বতর উপনিষদ’ কোন বেদের অন্তর্গত?
    (A) যজুর্বেদ
    (B) সামবেদ
    (C) ঋগ্বেদ
    (D) অথর্ববেদ
    Ans: (A) যজুর্বেদ
    Explanation: শ্বেতাশ্বতর উপনিষদ যজুর্বেদের অন্তর্ভুক্ত।
  34. শংকরের মতে মায়া কাকে বলে?
    (A) অজ্ঞান
    (B) জ্ঞান
    (C) কর্ম
    (D) ভক্তি
    Ans: (A) অজ্ঞান
    Explanation: মায়া আসলে অজ্ঞান, যা ব্রহ্মকে আড়াল করে।
  35. ‘বৃহদারণ্যক উপনিষদ’ কোন্ বেদের অন্তর্গত?
    (A) যজুর্বেদ
    (B) ঋগ্বেদ
    (C) সামবেদ
    (D) অথর্ববেদ
    Ans: (A) যজুর্বেদ
    Explanation: বৃহদারণ্যক উপনিষদ যজুর্বেদের অন্তর্গত।
  36. অদ্বৈত মতে জগৎ কেমন বাস্তব?
    (A) স্বপ্নসদৃশ
    (B) মায়া
    (C) প্রপঞ্চ
    (D) সবকটি
    Ans: (D) সবকটি
    Explanation: অদ্বৈত মতে জগৎ স্বপ্নসদৃশ, মায়াময় ও প্রপঞ্চ।
  37. আচার্য বল্লভের মতবাদ কী নামে পরিচিত?
    (A) শুদ্ধাদ্বৈতবাদ
    (B) বিশিষ্টাদ্বৈতবাদ
    (C) দ্বৈতবাদ
    (D) ভেদাভেদবাদ
    Ans: (A) শুদ্ধাদ্বৈতবাদ
    Explanation: বল্লভাচার্য প্রচার করেন শুদ্ধাদ্বৈতবাদ।
  38. ব্রহ্মসূত্রের প্রথম সূত্র কোনটি?
    (A) अथातो ब्रह्म जिज्ञासा (অথাতো ব্রহ্ম জিজ্ঞানাসা)
    (B) जनमाद्यस्य यतः (জনমাদ্যাস্য যতঃ)
    (C) शास्त्रयोनित्वात् (শাস্ত্রযোনিত্‌বাত্)
    (D) तत्त्वसमन्वयात् (তত্ত্বসমন্বয়াত্)
    Ans: (A) अथातो ब्रह्म जिज्ञासा
    Explanation: ব্রহ্মসূত্রের প্রথম সূত্র – “অথাতো ব্রহ্ম জিজ্ঞানাসা”।
  39. ‘কঠোপনিষদ’ কোন বেদের অন্তর্গত?
    (A) ঋগ্বেদ
    (B) যজুর্বেদ
    (C) সামবেদ
    (D) অথর্ববেদ
    Ans: (B) যজুর্বেদ
    Explanation: কঠোপনিষদ যজুর্বেদের অন্তর্গত।
  40. শংকর কোন মতবাদ প্রচার করেন?
    (A) অদ্বৈতবাদ
    (B) দ্বৈতবাদ
    (C) বিশিষ্টাদ্বৈতবাদ
    (D) শুদ্ধাদ্বৈতবাদ
    Ans: (A) অদ্বৈতবাদ
    Explanation: শংকর অদ্বৈতবাদ প্রচার করেন, যেখানে ব্রহ্মই একমাত্র সত্য।
  41. বেদের শেষাংশকে কেন বেদান্ত বলা হয়?
    (A) কারণ তা গোপন
    (B) কারণ তা অন্তিম অংশ
    (C) কারণ তা কর্মবিষয়ক
    (D) কারণ তা সহজ ভাষায় লেখা
    Ans: (B) কারণ তা অন্তিম অংশ
    Explanation: উপনিষদ বেদের অন্তিম অংশ, তাই বেদান্ত নামে পরিচিত।
  42. শংকরের মতে মুক্তি কাকে বলে?
    (A) জন্মমৃত্যুর অবসান
    (B) স্বর্গলাভ
    (C) ঈশ্বর দর্শন
    (D) ভক্তিলাভ
    Ans: (A) জন্মমৃত্যুর অবসান
    Explanation: অদ্বৈত মতে মুক্তি মানে জন্মমৃত্যুর চক্র থেকে চিরমুক্তি।
  43. আচার্য নিম্বার্ক কোন মতবাদ প্রচার করেন?
    (A) বিশিষ্টাদ্বৈতবাদ
    (B) অচিন্ত্যভেদাভেদবাদ
    (C) দ্বৈতাদ্বৈতবাদ
    (D) শুদ্ধাদ্বৈতবাদ
    Ans: (C) দ্বৈতাদ্বৈতবাদ
    Explanation: নিম্বার্ক প্রচার করেছিলেন দ্বৈতাদ্বৈতবাদ।
  44. ‘প্রজ্ঞা’ শব্দের অর্থ কী?
    (A) অজ্ঞান
    (B) স্বপ্ন
    (C) গভীর নিদ্রা
    (D) সর্বজ্ঞতা
    Ans: (C) গভীর নিদ্রা
    Explanation: মাণ্ডুক্য উপনিষদে ‘প্রজ্ঞা’ দ্বারা গভীর নিদ্রার অবস্থাকে বোঝানো হয়েছে।
  45. আচার্য চৈতন্যের মতবাদ কী নামে পরিচিত?
    (A) বিশিষ্টাদ্বৈতবাদ
    (B) দ্বৈতবাদ
    (C) অচিন্ত্যভেদাভেদবাদ
    (D) শুদ্ধাদ্বৈতবাদ
    Ans: (C) অচিন্ত্যভেদাভেদবাদ
    Explanation: শ্রীচৈতন্য প্রচার করেন অচিন্ত্যভেদাভেদবাদ।
  46. ব্রহ্মসূত্রের ভাষ্য কয় রকম?
    (A) একটি
    (B) দুটি
    (C) তিনটি
    (D) একাধিক
    Ans: (D) একাধিক
    Explanation: শংকর, রামানুজ, মাধব, বল্লভ প্রমুখ বহু আচার্য ব্রহ্মসূত্রে ভাষ্য লিখেছেন।
  47. ‘ছান্দোগ্য উপনিষদ’ কোন্ বেদের অন্তর্গত?
    (A) যজুর্বেদ
    (B) সামবেদ
    (C) ঋগ্বেদ
    (D) অথর্ববেদ
    Ans: (B) সামবেদ
    Explanation: ছান্দোগ্য উপনিষদ সামবেদের অন্তর্গত।
  48. শংকরের মতে জ্ঞানপ্রাপ্তির মূল মাধ্যম কী?
    (A) ধ্যান
    (B) ভক্তি
    (C) শ্রবণ, মনন ও নিধিধ্যাসন
    (D) যজ্ঞ
    Ans: (C) শ্রবণ, মনন ও নিধিধ্যাসন
    Explanation: জ্ঞানলাভের জন্য গুরু থেকে শ্রবণ, চিন্তন ও গভীর ধ্যান অপরিহার্য।
  49. ‘ঐতরেয় ব্রাহ্মণ’ কোন্ বেদের অন্তর্গত?
    (A) যজুর্বেদ
    (B) ঋগ্বেদ
    (C) সামবেদ
    (D) অথর্ববেদ
    Ans: (B) ঋগ্বেদ
    Explanation: ঐতরেয় ব্রাহ্মণ ঋগ্বেদের অন্তর্গত।
  50. আচার্য শংকরের জন্মস্থান কোথায়?
    (A) কাঞ্চিপুরম
    (B) কেরালা (কালাদি)
    (C) উজ্জয়িনী
    (D) বারাণসী
    Ans: (B) কেরালা (কালাদি)
    Explanation: শংকরের জন্ম হয়েছিল কেরালার কালাদিতে।
  51. অদ্বৈত মতে জগতের সত্যতা কত স্তরে বোঝানো হয়?
    (A) একটি
    (B) দুটি
    (C) তিনটি
    (D) চারটি
    Ans: (C) তিনটি
    Explanation: প্রাত্যাক্ষিক (ব্যবহারিক),
  52. ‘ঋগ্বেদ’ এর দেবতা বিষয়ক অংশকে কী বলা হয়?
    (A) আরণ্যক
    (B) উপনিষদ
    (C) সংহিতা
    (D) সূত্র
    Ans: (C) সংহিতা
    Explanation: সংহিতা অংশে দেবতাদের উদ্দেশ্যে স্তোত্র ও মন্ত্রসংগ্রহ আছে।
  53. ‘শরীরকভাষ্য’ গ্রন্থটি কোন্ দর্শনের উপর লেখা?
    (A) যোগ
    (B) সাংখ্য
    (C) বেদান্ত
    (D) ন্যায়
    Ans: (C) বেদান্ত
    Explanation: শংকর বেদান্তসূত্রের উপর শরীরকভাষ্য রচনা করেছিলেন।
  54. ‘ঐতরেয় উপনিষদ’-এ কী আলোচিত হয়েছে?
    (A) আত্মা ও ব্রহ্মের ঐক্য
    (B) কর্মকাণ্ড
    (C) যজ্ঞপদ্ধতি
    (D) মন্ত্রপাঠ
    Ans: (A) আত্মা ও ব্রহ্মের ঐক্য
    Explanation: ঐতরেয় উপনিষদে মূলত আত্মা ও ব্রহ্মের ঐক্য ব্যাখ্যা করা হয়েছে।
  55. ‘মুণ্ডকোপনিষদ’ কোন্ বেদের অন্তর্গত?
    (A) অথর্ববেদ
    (B) সামবেদ
    (C) ঋগ্বেদ
    (D) যজুর্বেদ
    Ans: (A) অথর্ববেদ
    Explanation: মুণ্ডকোপনিষদ অথর্ববেদের অন্তর্গত।
  56. শংকরের মতে জীব কীভাবে ব্রহ্মের সঙ্গে যুক্ত?
    (A) প্রকৃতির মাধ্যমে
    (B) মায়ার মাধ্যমে
    (C) কর্মের মাধ্যমে
    (D) ভক্তির মাধ্যমে
    Ans: (B) মায়ার মাধ্যমে
    Explanation: মায়ার আড়ালে জীব পৃথক মনে হয়, কিন্তু আসলে ব্রহ্মই একমাত্র সত্য।
  57. আচার্য শংকরের মৃত্যুর সময় বয়স কত ছিল?
    (A) ৩২ বছর
    (B) ৪৫ বছর
    (C) ৬০ বছর
    (D) ৭৫ বছর
    Ans: (A) ৩২ বছর
    Explanation: শংকর মাত্র ৩২ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন।
  58. ‘তুরীয়’ কী?
    (A) জাগ্রত অবস্থা
    (B) স্বপ্ন অবস্থা
    (C) সুপ্তি অবস্থা
    (D) চতুর্থ অবস্থা (অদ্বৈতচেতনা)
    Ans: (D) চতুর্থ অবস্থা (অদ্বৈতচেতনা)
    Explanation: মাণ্ডুক্য উপনিষদে ‘তুরীয়’ অবস্থা বর্ণিত হয়েছে।
  59. ‘ঋগ্বেদ’ এর দেবতাদের মধ্যে প্রধান কে?
    (A) ইন্দ্র
    (B) অগ্নি
    (C) বরুণ
    (D) বায়ু
    Ans: (B) অগ্নি
    Explanation: ঋগ্বেদের প্রধান দেবতা অগ্নি।
  60. আচার্য শংকর কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন?
    (A) খ্রিস্টীয় অষ্টম শতক
    (B) খ্রিস্টীয় নবম শতক
    (C) খ্রিস্টীয় দশম শতক
    (D) খ্রিস্টীয় সপ্তম শতক
    Ans: (A) খ্রিস্টীয় অষ্টম শতক
    Explanation: শংকরাচার্যের জন্ম হয়েছিল অষ্টম শতকে।
  61. রামানুজাচার্যের মতবাদ কী নামে পরিচিত?
    (A) বিশিষ্টাদ্বৈতবাদ
    (B) অদ্বৈতবাদ
    (C) দ্বৈতবাদ
    (D) ভেদাভেদবাদ
    Ans: (A) বিশিষ্টাদ্বৈতবাদ
    Explanation: রামানুজ প্রচার করেছিলেন বিশিষ্টাদ্বৈতবাদ।
  62. ‘তত্ত্বমসि’ বাক্যের অর্থ কী?
    (A) তুমিই জগৎ
    (B) তুমিই আত্মা
    (C) তুমিই ব্রহ্ম
    (D) তুমিই প্রকৃতি
    Ans: (C) তুমিই ব্রহ্ম
    Explanation: ছান্দোগ্য উপনিষদের মহাবাক্য – জীব ও ব্রহ্মের ঐক্য প্রকাশ করে।
  63. ‘শ্বেতাশ্বতর উপনিষদ’-এ কোন মতবাদ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে?
    (A) সাংখ্য
    (B) যোগ
    (C) ভক্তি
    (D) ন্যায়
    Ans: (C) ভক্তি
    Explanation: শ্বেতাশ্বতর উপনিষদে ঈশ্বর ভক্তির উপর জোর দেওয়া হয়েছে।
  64. আচার্য শংকরের প্রধান শিষ্যদের একজন কে?
    (A) রামানুজ
    (B) পদ্মপাদ
    (C) মাধব
    (D) বল্লভ
    Ans: (B) পদ্মপাদ
    Explanation: পদ্মপাদ ছিলেন শংকরের বিখ্যাত শিষ্য।
  65. ‘প্রতিবিম্ববাদ’ কার সঙ্গে যুক্ত?
    (A) রামানুজ
    (B) শংকর
    (C) মাধব
    (D) পদ্মপাদ
    Ans: (D) পদ্মপাদ
    Explanation: পদ্মপাদ আত্মা-ব্রহ্ম সম্পর্ক বোঝাতে ‘প্রতিবিম্ববাদ’ দিয়েছেন।
  66. রামানুজাচার্যের জন্মস্থান কোথায়?
    (A) কান্যকুমারী
    (B) শ্রীপেরুম্বুদুর
    (C) কাশী
    (D) উজ্জয়িনী
    Ans: (B) শ্রীপেরুম্বুদুর
    Explanation: রামানুজ জন্মেছিলেন তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে।
  67. ‘আরণ্যক’ গ্রন্থের মূল উদ্দেশ্য কী?
    (A) যজ্ঞবিধি
    (B) দর্শনচর্চা
    (C) উপাসনা ও ধ্যান
    (D) ব্যাকরণ শিক্ষা
    Ans: (C) উপাসনা ও ধ্যান
    Explanation: অরণ্যে বসবাসকারী ঋষিরা ধ্যান ও উপাসনার জন্য এটি রচনা করেন।
  68. ‘ঋগ্বেদ’ এর মোট মন্ত্রসংখ্যা কত?
    (A) ১০১৭
    (B) ১০২৮
    (C) ১০৩৫
    (D) ১০৪০
    Ans: (B) ১০২৮
    Explanation: ঋগ্বেদে মোট ১০২৮টি সূক্ত আছে।
  69. আচার্য মাধব কোথায় জন্মেছিলেন?
    (A) কর্ণাটক
    (B) কেরালা
    (C) অন্ধ্র
    (D) তামিলনাড়ু
    Ans: (A) কর্ণাটক
    Explanation: মাধবাচার্যের জন্ম কর্ণাটকে হয়েছিল।
  70. বল্লভাচার্যের মতবাদ কী নামে পরিচিত?
    (A) বিশিষ্টাদ্বৈতবাদ
    (B) শুদ্ধাদ্বৈতবাদ
    (C) দ্বৈতবাদ
    (D) ভেদাভেদবাদ
    Ans: (B) শুদ্ধাদ্বৈতবাদ
    Explanation: বল্লভ প্রচার করেন শুদ্ধাদ্বৈতবাদ।
  71. বেদান্ত মতে মানবজীবনের চরম লক্ষ্য কী?
    (A) অর্থলাভ
    (B) কর্মসিদ্ধি
    (C) মুক্তি
    (D) ভোগ
    Ans: (C) মুক্তি
    Explanation: বেদান্ত মতে মুক্তিই মানবজীবনের পরম লক্ষ্য।
  72. ‘জনমাদ্যাস্য যতঃ’ সূত্রের অর্থ কী?
    (A) কর্মফল থেকে জগৎ
    (B) যজ্ঞ থেকে জগৎ
    (C) যে থেকে জগতের উৎপত্তি
    (D) ঈশ্বর থেকে মুক্তি
    Ans: (C) যে থেকে জগতের উৎপত্তি
    Explanation: এটি ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্র।
  73. ‘আত্মা’ শব্দের আক্ষরিক অর্থ কী?
    (A) জীবন
    (B) দেহ
    (C) শ্বাস
    (D) অন্তর্সত্তা
    Ans: (C) শ্বাস
    Explanation: সংস্কৃতে ‘আত্মা’ শব্দের আদি অর্থ শ্বাস, পরে তা চৈতন্যসত্ত্বায় ব্যবহৃত হয়।
  74. ‘মাণ্ডুক্য উপনিষদ’-এ কতটি মাত্রা (অবস্থা) বর্ণিত হয়েছে?
    (A) তিনটি
    (B) চারটি
    (C) পাঁচটি
    (D) ছয়টি
    Ans: (B) চারটি
    Explanation: জাগ্রত, স্বপ্ন, সুপ্তি ও তুরীয়—এই চার অবস্থা।
  75. ‘ঈশোপনিষদ’ মোট কতটি মন্ত্র আছে?
    (A) ১৬
    (B) ১৮
    (C) ২০
    (D) ২২
    Ans: (B) ১৮
    Explanation: ঈশোপনিষদে মোট ১৮টি মন্ত্র আছে।
  76. আচার্য রামানুজের প্রধান গ্রন্থ কোনটি?
    (A) শরীরকভাষ্য
    (B) শ্রীভাষ্য
    (C) গীতাভাষ্য
    (D) সদ্বিদ্যাভাষ্য
    Ans: (B) শ্রীভাষ্য
    Explanation: রামানুজ ব্রহ্মসূত্রের উপর ‘শ্রীভাষ্য’ রচনা করেছিলেন।
  77. শংকরের মতে মুক্তি কেমন অভিজ্ঞতা?
    (A) দেহমুক্ত অভিজ্ঞতা
    (B) পরমাত্মার সঙ্গে লয়
    (C) স্বর্গলাভ
    (D) পুনর্জন্ম
    Ans: (B) পরমাত্মার সঙ্গে লয়
    Explanation: অদ্বৈত মতে মুক্তি মানে জীব-আত্মার সঙ্গে ব্রহ্মের ঐক্য।
  78. ‘অথর্ববেদ’ মূলত কী বিষয়ক?
    (A) জ্যোতিষ
    (B) যজ্ঞ
    (C) মন্ত্র, চিকিৎসা ও তন্ত্র
    (D) ব্যাকরণ
    Ans: (C) মন্ত্র, চিকিৎসা ও তন্ত্র
    Explanation: অথর্ববেদে চিকিৎসা, যাদু ও তন্ত্রসংক্রান্ত মন্ত্র আছে।
  79. আচার্য শংকরের শিষ্য টোটকাচার্য কোন গ্রন্থ রচনা করেন?
    (A) টোটকষ্টক
    (B) শ্রীভাষ্য
    (C) সদ্বিদ্যা
    (D) বেদার্তপ্রকাশিকা
    Ans: (A) টোটকষ্টক
    Explanation: টোটকাচার্য রচনা করেছিলেন ‘টোটকষ্টক’।
  80. ‘বেদান্ত’ শব্দের সমার্থক কোনটি?
    (A) উপনিষদ
    (B) সূত্র
    (C) মন্ত্র
    (D) আরণ্যক
    Ans: (A) উপনিষদ
    Explanation: বেদান্ত মানে উপনিষদ, অর্থাৎ বেদের অন্তিম অংশ।
  81. ‘অদ্বৈত’ দর্শনের প্রবর্তক কে?
    (A) রামানুজ
    (B) মাধব
    (C) শংকর
    (D) বল্লভ
    Ans: (C) শংকর
    Explanation: শংকরাচার্য অদ্বৈত বেদান্ত প্রচার করেন।
  82. ‘বিশিষ্টাদ্বৈত’ মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক কেমন?
    (A) মালিক-ভৃত্য
    (B) শরীর-শরীরী
    (C) কারিগর-যন্ত্র
    (D) শিক্ষক-শিষ্য
    Ans: (B) শরীর-শরীরী
    Explanation: রামানুজ জীবকে ব্রহ্মের শরীর আর ব্রহ্মকে শরীরী বলেছেন।
  83. ‘দ্বৈত’ দর্শনের প্রবর্তক কে?
    (A) শংকর
    (B) রামানুজ
    (C) মাধব
    (D) বল্লভ
    Ans: (C) মাধব
    Explanation: মাধবাচার্য দ্বৈতবাদ প্রচার করেছিলেন।
  84. ‘ভক্তিরসামৃতসিন্ধু’ গ্রন্থের রচয়িতা কে?
    (A) বল্লভ
    (B) শ্রীচৈতন্য
    (C) রূপ গোস্বামী
    (D) শংকর
    Ans: (C) রূপ গোস্বামী
    Explanation: রূপ গোস্বামী ভক্তির উপর এই বিখ্যাত গ্রন্থ রচনা করেন।
  85. মাধবের মতে মুক্তি কী?
    (A) ব্রহ্মে লয়
    (B) ব্রহ্মলোকপ্রাপ্তি ও ভক্তি
    (C) স্বর্গপ্রাপ্তি
    (D) কর্মসিদ্ধি
    Ans: (B) ব্রহ্মলোকপ্রাপ্তি ও ভক্তি
    Explanation: মাধব মতে মুক্তি মানে ভগবানের ধাম লাভ ও ভক্তিভোগ।
  86. বল্লভাচার্যের জন্ম কোথায় হয়েছিল?
    (A) বারাণসী
    (B) দক্ষিণ ভারত
    (C) ব্রজভূমি
    (D) কর্ণাটক
    Ans: (A) বারাণসী
    Explanation: বল্লভ জন্মেছিলেন কাশীতে।
  87. ‘শুদ্ধাদ্বৈত’ মতে জগত কেমন?
    (A) মিথ্যা
    (B) ব্রহ্মের রূপ
    (C) মায়ার সৃষ্টি
    (D) অবাস্তব
    Ans: (B) ব্রহ্মের রূপ
    Explanation: বল্লভ মতে জগৎ ব্রহ্মেরই প্রকাশ, তাই সত্য।
  88. শ্রীচৈতন্য কোন ভাব প্রচার করেছিলেন?
    (A) দাস্যভাব
    (B) সখ্যভাব
    (C) মাধুর্যভাব
    (D) শান্তভাব
    Ans: (C) মাধুর্যভাব
    Explanation: চৈতন্য ভগবানের সঙ্গে মাধুর্যভক্তির উপদেশ দেন।
  89. চৈতন্যদেবের ভক্তি মত কী নামে পরিচিত?
    (A) দ্বৈতবাদ
    (B) বিশিষ্টাদ্বৈতবাদ
    (C) অচিন্ত্য ভেদাভেদবাদ
    (D) শুদ্ধাদ্বৈতবাদ
    Ans: (C) অচিন্ত্য ভেদাভেদবাদ
    Explanation: চৈতন্য প্রচার করেন ‘অচিন্ত্য ভেদাভেদবাদ’।
  90. ‘অচিন্ত্য ভেদাভেদ’ কথার অর্থ কী?
    (A) জীব ও ব্রহ্ম পৃথক
    (B) জীব ও ব্রহ্ম এক
    (C) জীব ও ব্রহ্ম একইসাথে ভিন্ন ও অভিন্ন
    (D) জীব কেবল দেহ
    Ans: (C) জীব ও ব্রহ্ম একইসাথে ভিন্ন ও অভিন্ন
    Explanation: চৈতন্যদেব বলেছেন, এ সম্পর্ক মানুষের বুদ্ধির অতীত।
  91. ‘গৌড়ীয় বৈষ্ণব ধর্ম’ কার প্রবর্তিত?
    (A) বল্লভ
    (B) চৈতন্য
    (C) রামানুজ
    (D) মাধব
    Ans: (B) চৈতন্য
    Explanation: চৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার করেন।
  92. শংকর মতে ‘মায়া’র স্বরূপ কী?
    (A) সত্য
    (B) মিথ্যা
    (C) অনির্বচনীয়
    (D) শাশ্বত
    Ans: (C) অনির্বচনীয়
    Explanation: মায়া না একেবারে সত্য, না একেবারে মিথ্যা – বরং অনির্বচনীয়।
  93. রামানুজ মতে ভক্তির চরম ফল কী?
    (A) স্বর্গলাভ
    (B) ভগবানের ধামে গমন
    (C) পুনর্জন্ম
    (D) দেহমুক্তি
    Ans: (B) ভগবানের ধামে গমন
    Explanation: রামানুজ মতে ভক্তিই মুক্তির উপায়, মুক্তি মানে ভগবানের ধামপ্রাপ্তি।
  94. মাধব মতে জীব কত প্রকার?
    (A) দুই
    (B) তিন
    (C) চার
    (D) পাঁচ
    Ans: (D) পাঁচ
    Explanation: মাধব জীবকে পাঁচভাগে ভাগ করেছেন (মুক্তিযোগ্য, চিরবন্ধ, ইত্যাদি)।
  95. বল্লভাচার্যের ভক্তিমত কোন নামে খ্যাত?
    (A) পূর্ণভক্তি
    (B) অচিন্ত্যভক্তি
    (C) পূষ্ঠিভক্তি
    (D) দাস্যভক্তি
    Ans: (C) পূষ্ঠিভক্তি
    Explanation: বল্লভ প্রচার করেছিলেন ‘পূর্ণকৃপাজাত ভক্তি’ – পূষ্ঠিভক্তি।
  96. চৈতন্যদেবের জন্ম কোথায় হয়েছিল?
    (A) নদীয়া (নদিয়া, নবদ্বীপ)
    (B) পুরী
    (C) বারাণসী
    (D) শ্রীপেরুম্বুদুর
    Ans: (A) নদীয়া (নবদ্বীপ)
    Explanation: চৈতন্যদেব জন্মেছিলেন নদীয়ার নবদ্বীপে।
  97. শংকরাচার্য কতটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন?
    (A) ২টি
    (B) ৩টি
    (C) ৪টি
    (D) ৫টি
    Ans: (C) ৪টি
    Explanation: শংকর চারটি পীঠ প্রতিষ্ঠা করেছিলেন (পুরী, দ্বারকা, শ্রৃঙ্গেরি, বদ্রীনাথ)।
  98. রামানুজাচার্য ভগবানকে কেমন বলে মেনেছিলেন?
    (A) নির্গুণ
    (B) সগুণ
    (C) শূন্য
    (D) অচিন্ত্য
    Ans: (B) সগুণ
    Explanation: রামানুজ মতে ভগবান সগুণ, অনন্ত কল্যাণগুণসম্পন্ন।
  99. ‘অচিন্ত্য ভেদাভেদ’ মতে ভক্তির মূল লক্ষ্য কী?
    (A) স্বর্গলাভ
    (B) কৃষ্ণপ্রেম
    (C) কর্মফলভোগ
    (D) জ্ঞান
    Ans: (B) কৃষ্ণপ্রেম
    Explanation: চৈতন্য মতে ভক্তির চরম লক্ষ্য কৃষ্ণপ্রেম।
  100. বেদান্তের চরম উপসংহার কী?
    (A) কর্মই শ্রেষ্ঠ
    (B) জ্ঞানই মুক্তির উপায়
    (C) ভক্তিই মুক্তির উপায়
    (D) অর্থই পরম লক্ষ্য
    Ans: (B) জ্ঞানই মুক্তির উপায়
    Explanation: বেদান্ত মতে ব্রহ্মজ্ঞানের মাধ্যমেই মুক্তি লাভ হয়।

[আরোও দেখুন:- Class 12 Philosophy 3rd Semester Suggestion Click here]

অতিসংক্ষিত বা পয়েন্ট লাইনে | বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) দ্বাদশ শ্রেণীর দর্শন | WBCHSE Class 12 Philosophy Vedanta: Basic Concepts SAQ Question and Answer Point Liner:

  1. ‘বেদান্ত’ শব্দের অর্থ কী? 

Ans: বেদের অন্তিম অংশ।

  1. বেদান্তের প্রধান গ্রন্থ কয়টি? 

Ans: তিনটি (উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা)।

  1. বেদান্তের অপর নাম কী? 

Ans: উত্তর মীমাংসা।

  1. ‘উপনিষদ’ শব্দের অর্থ কী?

Ans: গুরু–শিষ্য নিকট উপবেশন।

  1. বেদান্ত কোন মূল সত্যকে মেনে চলে? 

Ans: ব্রহ্ম।

  1. ব্রহ্ম কেমন? 

Ans: সর্বব্যাপী, অনন্ত, চেতন।

  1. বেদান্ত মতে জগত কী? 

Ans: ব্রহ্মের প্রকাশ।

  1. ‘জীব’ বলতে কী বোঝায়? 

Ans: দেহে সীমাবদ্ধ আত্মা।

  1. বেদান্ত মতে জীব–ব্রহ্ম সম্পর্ক কেমন? 

Ans: অভিন্ন।

  1. বেদান্তের চরম লক্ষ্য কী? 

Ans: মুক্তি।

  1. মুক্তি বলতে কী বোঝায়? 

Ans: জন্ম–মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া।

  1. ব্রহ্ম–জ্ঞানের ফল কী? 

Ans: মোক্ষ (মুক্তি)।

  1. বেদান্ত মতে অজ্ঞানকে কী বলা হয়?

Ans: অবিদ্যা বা মায়া।

  1. ‘অবিদ্যা’ কী? 

Ans: ব্রহ্মজ্ঞান আচ্ছাদনকারী শক্তি।

  1. মায়ার স্বরূপ কেমন? 

Ans: অনির্বচনীয়।

  1. বেদান্ত মতে জগতের তিন স্তর সত্য কী? 

Ans: প্রাত্যাক্ষিক, প্রাতিভাসিক, পারমার্থিক।

  1. বেদান্ত মতে সর্বোচ্চ সত্য কোনটি? 

Ans: পারমার্থিক সত্য (ব্রহ্ম)।

  1. ‘তত্ত্বমসি’ কোন উপনিষদের মহাবাক্য?
    Ans: ছান্দোগ্য উপনিষদ
  2. ‘অহম্ ব্রহ্মাস্মি’ কোন উপনিষদের মহাবাক্য?
    Ans: বৃহদারণ্যক উপনিষদ
  3. ‘অয়মাত্মা ব্রহ্ম’ কোন উপনিষদের মহাবাক্য?

Ans: মাণ্ডুক্য।

  1. ‘প্রজ্ঞানং ব্রহ্ম’ কোন উপনিষদের মহাবাক্য? 

Ans: ঐতরেয়।

  1. বেদান্ত মতে জ্ঞানের উপায় কত? 

Ans: তিনটি (শ্রবণ, মনন, নিধিধ্যাসন)।

  1. শ্রবণ বলতে কী বোঝায়? 

Ans: গুরুর কাছ থেকে শোনা।

  1. মনন বলতে কী বোঝায়? 

Ans: যুক্তি দ্বারা চিন্তা করা।

  1. নিধিধ্যাসন বলতে কী বোঝায়? 

Ans: ধ্যান বা অন্তর্দৃষ্টি দ্বারা স্থির হওয়া।

  1. ব্রহ্ম কোন দ্বন্দ্বের ঊর্ধ্বে? 

Ans: সত্য–মিথ্যা, সুখ–দুঃখ, গুণ–দোষ।

  1. জীব কেন সীমাবদ্ধ মনে হয়? 

Ans: মায়ার আচ্ছাদনে।

  1. মুক্ত জীবকে কী বলে? 

Ans: জীবন্মুক্ত।

  1. ব্রহ্ম ও আত্মার ঐক্য উপলব্ধিই কী? 

Ans: জ্ঞান বা মোক্ষ।

  1. বেদান্ত দর্শনের মূল উপসংহার কী? 

Ans: জ্ঞানই মুক্তির উপায়।

◆ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

HS WhatsApp Groups Click Here to Join

HS Class 12 3rd Semester Suggestion – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার সাজেশন

আরোও দেখুন:-

Class 12 Bengali 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 English 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Geography 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 History 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Political Science 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Education 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Philosophy 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Sociology 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 Sanskrit 3rd Semester Suggestion Click here

আরোও দেখুন:-

Class 12 All Subjects 3rd Semester Suggestion Click here

FILE INFO : বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer with FREE PDF Download Link

PDF File Name বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 12th Philosophy Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

দ্বাদশ শ্রেণীর দর্শন সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Info : বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 12 Philosophy Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Philosophy Question and Answer Suggestion 

” বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 12 Exam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ শ্রেণীর দর্শন সাজেশন / দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ও উত্তর । Class-11 Philosophy Suggestion / HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer / Class 12 Philosophy Suggestion / Class-11 Pariksha Philosophy Suggestion / Philosophy Class 12 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 12 Philosophy Suggestion FREE PDF Download উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 12 Philosophy Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Philosophy Suggestion / HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer / Class 12 Philosophy Suggestion / Class 12 Pariksha Suggestion / Class 12 Philosophy Exam Guide / Class 12 Philosophy Suggestion 2025, 2026, 2027, 2028, 2029, 2030 / Class 12 Philosophy Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class-11 Philosophy Suggestion FREE PDF Downloa(D) সফল হবে।

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন ও উত্তর 

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন ও উত্তর | বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন ও উত্তর।

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণীর দর্শন 

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন ও উত্তর | বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন উত্তর।

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি দর্শন | Class 12 Philosophy Vedanta: Basic Concepts 

দ্বাদশ শ্রেণি দর্শন (Class 12 Philosophy Vedanta: Basic Concepts) – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন ও উত্তর | বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) | Class 12 Philosophy Vedanta: Basic Concepts Suggestion দ্বাদশ শ্রেণি দর্শন – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন উত্তর।

উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির দর্শন প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) | উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) | দ্বাদশ শ্রেণীর দর্শন সহায়ক – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন ও উত্তর । HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer, Suggestion | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Notes | West Bengal Class 12th Philosophy Question and Answer Suggestion.

উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Philosophy Question and Answer, Suggestion 

উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) । HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion.

WBCHSE Class 12th Philosophy Vedanta: Basic Concepts Suggestion | উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১)

WBCHSE Class 12 Philosophy Vedanta: Basic Concepts Suggestion উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) | Class 12 Philosophy Vedanta: Basic Concepts Suggestion উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) | উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর 

HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।

WB Class 12 Philosophy Vedanta: Basic Concepts Suggestion | উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর – বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) MCQ প্রশ্ন ও উত্তর । HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 12 Philosophy Suggestion Download WBCHSE Class 12th Philosophy short question suggestion . Class 12 Philosophy Vedanta: Basic Concepts Suggestion download Class 12th Question Paper Philosophy. WB Class 12 Philosophy suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দ্বাদশ শ্রেণীর দর্শন পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer by Bhugol Shiksha .com

HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer prepared by expert subject teachers. WB Class 12 Philosophy Suggestion with 100% Common in the Examination .

Class Twelve XII Philosophy Vedanta: Basic Concepts Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 12 Exam 

HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer, Suggestion Download PDF: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 12 Twelve XII Philosophy Suggestion is provided here. HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.

বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer 

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বেদান্তের প্রাথমিক ধারণা (চতুর্থ অধ্যায় : ইউনিট-১) উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন ও উত্তর | HS Class 12 Philosophy Vedanta: Basic Concepts MCQ Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now