পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ or Quiz in Bengali পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ
MCQ | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ Question and Answer :
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) ফালুট
(B) সান্দাকফু
(C) টাইগার হিল
(D) কাংচেনজঙ্ঘা
Ans:(B) সান্দাকফু
Explanation:সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। - সান্দাকফু কোন পর্বতশ্রেণিতে অবস্থিত?
(A) আরাবল্লী
(B) রাজমহল
(C) সিংগালিলা
(D) পাটকাই
Ans:(C) সিংগালিলা
Explanation:সান্দাকফু সিংগালিলা রেঞ্জে অবস্থিত। - সান্দাকফুর উচ্চতা কত?
(A) 3000 মিটার
(B) 3200 মিটার
(C) 3500 মিটার
(D) 3636 মিটার
Ans:(D) 3636 মিটার
Explanation:সান্দাকফুর উচ্চতা প্রায় ৩৬৩৬ মিটার। - সান্দাকফু কোন জেলায় অবস্থিত?
(A) কালিম্পং
(B) দার্জিলিং
(C) জলপাইগুড়ি
(D) আলিপুরদুয়ার
Ans:(B) দার্জিলিং
Explanation:সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চল কোনটি?
(A) দার্জিলিং হিমালয়
(B) দুয়ার্স
(C) তেরাই
(D) সুন্দরবন
Ans:(A) দার্জিলিং হিমালয়
Explanation:দার্জিলিং হিমালয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চল। - ফালুট শৃঙ্গের উচ্চতা কত?
(A) 3500 মিটার
(B) 3600 মিটার
(C) 3840 মিটার
(D) 3000 মিটার
Ans:(C) 3840 মিটার
Explanation:ফালুট উচ্চতায় সান্দাকফুর পরে। - ফালুট শৃঙ্গ কোন রেঞ্জে অবস্থিত?
(A) রাজমহল
(B) সিংগালিলা
(C) পাটকাই
(D) গারো
Ans:(B) সিংগালিলা
Explanation:ফালুটও সিংগালিলা রেঞ্জে অবস্থিত। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন এলাকা কোনটি?
(A) পুরুলিয়া
(B) বাঁকুড়া
(C) সুন্দরবন
(D) দিঘা
Ans:(C) সুন্দরবন
Explanation:সুন্দরবন সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি সর্বনিম্ন এলাকা। - সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা কত?
(A) 50 মিটার
(B) 20 মিটার
(C) 10 মিটার
(D) 1–3 মিটার
Ans:(D) 1–3 মিটার
Explanation:সুন্দরবন প্রায় সমুদ্রপৃষ্ঠের সমান। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন ভূমি কোন জেলায়?
(A) দক্ষিণ ২৪ পরগনা
(B) পূর্ব মেদিনীপুর
(C) হাওড়া
(D) নদিয়া
Ans:(A) দক্ষিণ ২৪ পরগনা
Explanation:সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের কোন সীমান্তের কাছে অবস্থিত?
(A) ভুটান
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) মায়ানমার
Ans:(C) নেপাল
Explanation:সিংগালিলা রেঞ্জ নেপাল সীমান্ত বরাবর। - সান্দাকফু থেকে কোন পর্বত দেখা যায়?
(A) এভারেস্ট
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) নন্দাদেবী
(D) ধৌলাগিরি
Ans:(B) কাঞ্চনজঙ্ঘা
Explanation:সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতার পার্থক্য কত?
(A) 3000 মিটার
(B) 3500 মিটার
(C) 3636 মিটার
(D) প্রায় 3600 মিটার
Ans:(D) প্রায় 3600 মিটার
Explanation:সান্দাকফু ও সুন্দরবনের মধ্যে পার্থক্য। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন অঞ্চল কোন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?
(A) মালভূমি
(B) পাহাড়ি
(C) বদ্বীপ
(D) তেরাই
Ans:(C) বদ্বীপ
Explanation:সুন্দরবন বদ্বীপীয় অঞ্চল। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চল কোন জলবায়ু অঞ্চলে পড়ে?
(A) উষ্ণ আর্দ্র
(B) শুষ্ক
(C) নাতিশীতোষ্ণ পার্বত্য
(D) সামুদ্রিক
Ans:(C) নাতিশীতোষ্ণ পার্বত্য
Explanation:দার্জিলিং হিমালয়ের জলবায়ু এমন। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন অঞ্চল কোন জলবায়ু অঞ্চলে পড়ে?
(A) শীতল
(B) মরুভূমি
(C) উষ্ণ আর্দ্র সামুদ্রিক
(D) নাতিশীতোষ্ণ
Ans:(C) উষ্ণ আর্দ্র সামুদ্রিক
Explanation:সুন্দরবনের জলবায়ু সামুদ্রিক। - সান্দাকফু ট্রেক কোন অঞ্চলে জনপ্রিয়?
(A) কালিম্পং
(B) দার্জিলিং
(C) পুরুলিয়া
(D) আলিপুরদুয়ার
Ans:(B) দার্জিলিং
Explanation:সান্দাকফু ট্রেক দার্জিলিংয়ে জনপ্রিয়। - সুন্দরবন অঞ্চল কেন সর্বনিম্ন?
(A) পাহাড় ক্ষয়
(B) বদ্বীপ গঠন
(C) সমুদ্রের নিকটতা
(D) সব কটি
Ans:(D) সব কটি
Explanation:সমুদ্র ও বদ্বীপের প্রভাবে উচ্চতা কম। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এলাকা কোন ভূপ্রাকৃতিক অঞ্চলে?
(A) মালভূমি
(B) পাহাড়ি অঞ্চল
(C) সমভূমি
(D) উপকূল
Ans:(B) পাহাড়ি অঞ্চল
Explanation:হিমালয় অঞ্চলে সর্বোচ্চ এলাকা। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন এলাকা কোন ধরনের মাটিতে গঠিত?
(A) ল্যাটেরাইট
(B) লোম মাটি
(C) কাদামাটি ও অ্যালুভিয়াল
(D) কালো মাটি
Ans:(C) কাদামাটি ও অ্যালুভিয়াল
Explanation:সুন্দরবনের মাটি এমন। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণির অন্তর্গত?
(A) দার্জিলিং হিমালয়
(B) রাজমহল পর্বত
(C) আরাবল্লী
(D) বিন্ধ্য
Ans:(A) দার্জিলিং হিমালয়
Explanation:সান্দাকফু দার্জিলিং হিমালয়ের অংশ। - সান্দাকফু কোন রেঞ্জের অন্তর্গত?
(A) ডুয়ার্স রেঞ্জ
(B) সিংগালিলা রেঞ্জ
(C) পাটকাই রেঞ্জ
(D) রাজমহল রেঞ্জ
Ans:(B) সিংগালিলা রেঞ্জ
Explanation:সিংগালিলা রেঞ্জে সান্দাকফু অবস্থিত। - সান্দাকফু থেকে কোন কোন শৃঙ্গ দেখা যায়?
(A) নন্দাদেবী
(B) কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট
(C) আনাইমুদি
(D) কৈলাস
Ans:(B) কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট
Explanation:স্বচ্ছ দিনে কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্ট দেখা যায়। - সান্দাকফু কোন জেলার অন্তর্গত?
(A) কালিম্পং
(B) জলপাইগুড়ি
(C) দার্জিলিং
(D) আলিপুরদুয়ার
Ans:(C) দার্জিলিং
Explanation:সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন এলাকা কোথায় অবস্থিত?
(A) সুন্দরবন
(B) দিঘা
(C) কনটাই
(D) কলকাতা
Ans:(A) সুন্দরবন
Explanation:সুন্দরবনের বহু অংশ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বা নিচে। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন উচ্চতা কত?
(A) ৫ মিটার
(B) ২ মিটার
(C) ০ মিটার বা তার নিচে
(D) ১০ মিটার
Ans:(C) ০ মিটার বা তার নিচে
Explanation:কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের সমান বা নিচে। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন এলাকা কোন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?
(A) মালভূমি অঞ্চল
(B) পাহাড়ি অঞ্চল
(C) বদ্বীপ অঞ্চল
(D) টেরাই অঞ্চল
Ans:(C) বদ্বীপ অঞ্চল
Explanation:সুন্দরবন একটি বদ্বীপ অঞ্চল। - সুন্দরবনের ভূমি কোন নদীবিধৌত অঞ্চলে অবস্থিত?
(A) দামোদর
(B) গঙ্গা–ব্রহ্মপুত্র
(C) তিস্তা
(D) সুবর্ণরেখা
Ans:(B) গঙ্গা–ব্রহ্মপুত্র
Explanation:গঙ্গা–ব্রহ্মপুত্র বদ্বীপে সুন্দরবন গঠিত। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকার উচ্চতার পার্থক্য প্রায় কত?
(A) ২০০০ মিটার
(B) ২৫০০ মিটার
(C) ৩০০০ মিটার
(D) ৩৬০০ মিটার
Ans:(D) ৩৬০০ মিটার
Explanation:সান্দাকফু ৩৬৩৬ মিটার ও সুন্দরবন প্রায় ০ মিটার। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এলাকা কোন জলবায়ু অঞ্চলে পড়ে?
(A) উষ্ণ আর্দ্র
(B) নাতিশীতোষ্ণ পার্বত্য
(C) শুষ্ক
(D) মরুভূমি
Ans:(B) নাতিশীতোষ্ণ পার্বত্য
Explanation:দার্জিলিং হিমালয় নাতিশীতোষ্ণ পার্বত্য অঞ্চল। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন এলাকায় কোন বনভূমি দেখা যায়?
(A) শঙ্কুবন
(B) পাতাঝরা বন
(C) ম্যানগ্রোভ বন
(D) ঘাসভূমি
Ans:(C) ম্যানগ্রোভ বন
Explanation:সুন্দরবনে ম্যানগ্রোভ বন রয়েছে। - সান্দাকফু ট্রেকিংয়ের জন্য বিখ্যাত কেন?
(A) সমতল পথ
(B) আগ্নেয়গিরি
(C) উচ্চতা ও দৃশ্য
(D) মরুভূমি
Ans:(C) উচ্চতা ও দৃশ্য
Explanation:উচ্চতা ও হিমালয় দৃশ্যের জন্য বিখ্যাত। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এলাকা কোন দেশের সীমানার কাছে?
(A) বাংলাদেশ
(B) ভুটান
(C) নেপাল
(D) মিয়ানমার
Ans:(C) নেপাল
Explanation:সান্দাকফু নেপাল সীমান্তের কাছে। - সুন্দরবনের ভূমি কেন সর্বনিম্ন হিসেবে পরিচিত?
(A) পাহাড়ি
(B) নদীভাঙন
(C) সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি
(D) পাথুরে
Ans:(C) সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি
Explanation:উচ্চতা খুব কম। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চল কোন নদীর উৎস এলাকার কাছে?
(A) দামোদর
(B) তিস্তা
(C) রূপনারায়ণ
(D) ময়ূরাক্ষী
Ans:(B) তিস্তা
Explanation:তিস্তা হিমালয় থেকে উৎপন্ন। - সান্দাকফু অঞ্চলে কোন কৃষি পদ্ধতি দেখা যায়?
(A) বাণিজ্যিক কৃষি
(B) সোপান কৃষি
(C) জুম চাষ
(D) শুষ্ক কৃষি
Ans:(B) সোপান কৃষি
Explanation:পাহাড়ি ঢালে সোপান কৃষি। - সুন্দরবনের সর্বনিম্ন ভূমির প্রধান সমস্যা কী?
(A) ভূমিধস
(B) খরা
(C) জলোচ্ছ্বাস
(D) তুষারপাত
Ans:(C) জলোচ্ছ্বাস
Explanation:সমুদ্রের প্রভাবের জন্য। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চল কোন জেলার মধ্যে বিস্তৃত?
(A) কালিম্পং
(B) দার্জিলিং
(C) জলপাইগুড়ি
(D) আলিপুরদুয়ার
Ans:(B) দার্জিলিং
Explanation:সান্দাকফু দার্জিলিং জেলায়। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন অঞ্চল কোন জেলায় বেশি বিস্তৃত?
(A) উত্তর ২৪ পরগনা
(B) দক্ষিণ ২৪ পরগনা
(C) হাওড়া
(D) নদিয়া
Ans:(B) দক্ষিণ ২৪ পরগনা
Explanation:সুন্দরবনের বড় অংশ দক্ষিণ ২৪ পরগনায়। - সান্দাকফু অঞ্চলের প্রধান উদ্ভিদ কী?
(A) ম্যানগ্রোভ
(B) শঙ্কুবন
(C) ঘাসভূমি
(D) মরুভূমি উদ্ভিদ
Ans:(B) শঙ্কুবন
Explanation:উচ্চতায় শঙ্কুবন দেখা যায়। - সুন্দরবনের সর্বনিম্ন ভূমি কোন জলবায়ু বলয়ে পড়ে?
(A) শীতল
(B) নাতিশীতোষ্ণ
(C) উষ্ণ আর্দ্র
(D) শুষ্ক
Ans:(C) উষ্ণ আর্দ্র
Explanation:উপকূলীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চল পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ কেন?
(A) সমুদ্র
(B) মরুভূমি
(C) হিমালয় দৃশ্য
(D) শিল্প
Ans:(C) হিমালয় দৃশ্য
Explanation:কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য। - পশ্চিমবঙ্গের সর্বনিম্ন অঞ্চল জীববৈচিত্র্যে সমৃদ্ধ কেন?
(A) শুষ্কতা
(B) ম্যানগ্রোভ বন
(C) মরুভূমি
(D) তুষারপাত
Ans:(B) ম্যানগ্রোভ বন
Explanation:ম্যানগ্রোভ জীববৈচিত্র্য সমৃদ্ধ। - সান্দাকফু অঞ্চলের শীতকালে কী দেখা যায়?
(A) তাপপ্রবাহ
(B) খরা
(C) তুষারপাত
(D) জলোচ্ছ্বাস
Ans:(C) তুষারপাত
Explanation:উচ্চ অঞ্চলে তুষার পড়ে। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন অঞ্চল কোন দিক থেকে রাজ্যকে বৈচিত্র্যময় করে?
(A) ভাষা
(B) ভূপ্রকৃতি
(C) শিল্প
(D) রাজনীতি
Ans:(B) ভূপ্রকৃতি
Explanation:উচ্চ পাহাড় ও নিম্ন বদ্বীপ। - সান্দাকফু থেকে কোন দেশের শৃঙ্গ দেখা যায়?
(A) চীন
(B) নেপাল
(C) ভুটান
(D) সবকটি
Ans:(D) সবকটি
Explanation:বিভিন্ন দেশের শৃঙ্গ দৃশ্যমান। - সুন্দরবনের সর্বনিম্ন ভূমি গঠনের প্রধান কারণ কী?
(A) আগ্নেয়গিরি
(B) নদীবিধৌত পলি
(C) হিমবাহ
(D) বায়ুক্ষয়
Ans:(B) নদীবিধৌত পলি
Explanation:পলি জমে নিম্নভূমি গঠিত। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এলাকা কোন ভূতাত্ত্বিক অঞ্চলে পড়ে?
(A) স্থিতিশীল
(B) ভূমিকম্পপ্রবণ
(C) মরুভূমি
(D) সমতল
Ans:(B) ভূমিকম্পপ্রবণ
Explanation:হিমালয় ভূমিকম্পপ্রবণ। - সুন্দরবনের সর্বনিম্ন ভূমির প্রধান জীবিকা কী?
(A) খনন
(B) মৎস্য
(C) চা চাষ
(D) শিল্প
Ans:(B) মৎস্য
Explanation:মৎস্য ও চিংড়ি চাষ প্রধান। - পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা তুলনা করলে কী বোঝা যায়?
(A) রাজ্য একরূপ
(B) জলবায়ু এক
(C) ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বেশি
(D) শিল্পভিত্তিক
Ans:(C) ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বেশি
Explanation:পাহাড় থেকে বদ্বীপ—সবই আছে।
◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
| Exam Groups | Click Here to Join |
আরোও দেখুন:-
1000 Geography Question and Answer in Bengali PDF Click Here
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here
আরোও দেখুন:-
৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ Free PDF Download
File Details:
| File Name | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ PDF Download |
| Prepared by | Experienced Teachers |
| Price | FREE |
| Download Link | Click Here To Download |
| Download PDF | Click Here To Download |
Important General Knowledge GK For All Competitive Exam | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ in Bengali | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
” পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ in Bengali / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ / GK Quiz / Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ) সফল হবে।
Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ : এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।
Info : পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন এলাকা – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Highest & Lowest Points of West Bengal – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।





















