পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ or Quiz in Bengali পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ
MCQ | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ Question and Answer :
- পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল প্রধানত কোন অংশে অবস্থিত?
(A) উত্তরবঙ্গ
(B) দক্ষিণ-পশ্চিম বঙ্গ
(C) উপকূলীয় অঞ্চল
(D) উত্তর-পূর্ব বঙ্গ
Ans:(B) দক্ষিণ-পশ্চিম বঙ্গ
Explanation:লাল মাটির অঞ্চল প্রধানত দক্ষিণ-পশ্চিম পশ্চিমবঙ্গে বিস্তৃত। - লাল মাটি কোন ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত?
(A) বদ্বীপ
(B) পাহাড়
(C) রাঢ় অঞ্চল
(D) তেরাই
Ans:(C) রাঢ় অঞ্চল
Explanation:রাঢ় অঞ্চলে লাল মাটির বিস্তার বেশি। - লাল মাটির রং লাল হওয়ার প্রধান কারণ কী?
(A) চুন
(B) লোহা অক্সাইড
(C) পটাশ
(D) কার্বন
Ans:(B) লোহা অক্সাইড
Explanation:লোহা অক্সাইডের উপস্থিতির জন্য মাটি লাল হয়। - পশ্চিমবঙ্গের কোন জেলায় লাল মাটি বেশি দেখা যায়?
(A) নদীয়া
(B) হাওড়া
(C) পুরুলিয়া
(D) কোচবিহার
Ans:(C) পুরুলিয়া
Explanation:পুরুলিয়া লাল মাটির প্রধান অঞ্চল। - বাঁকুড়া জেলা কোন মাটির জন্য পরিচিত?
(A) পলিমাটি
(B) লাল মাটি
(C) লবণাক্ত মাটি
(D) কালো মাটি
Ans:(B) লাল মাটি
Explanation:বাঁকুড়া জেলায় লাল মাটির আধিক্য। - পশ্চিম মেদিনীপুরের কোন অংশে লাল মাটি পাওয়া যায়?
(A) পূর্বাংশ
(B) দক্ষিণাংশ
(C) পশ্চিমাংশ
(D) উত্তরাংশ
Ans:(C) পশ্চিমাংশ
Explanation:ঝাড়গ্রাম ও আশপাশে লাল মাটি রয়েছে। - লাল মাটি সাধারণত কোন শিলা থেকে উৎপন্ন?
(A) চুনাপাথর
(B) ব্যাসল্ট
(C) গ্রানাইট ও নাইস
(D) বেলেপাথর
Ans:(C) গ্রানাইট ও নাইস
Explanation:এই শিলার আবহবিকার থেকে লাল মাটি সৃষ্টি। - লাল মাটির প্রধান বৈশিষ্ট্য কী?
(A) খুব উর্বর
(B) কম উর্বর
(C) জলধারণ ক্ষমতা বেশি
(D) লবণাক্ত
Ans:(B) কম উর্বর
Explanation:জৈব পদার্থ কম থাকায় উর্বরতা কম। - লাল মাটিতে কোন উপাদান কম থাকে?
(A) নাইট্রোজেন
(B) লোহা
(C) অ্যালুমিনিয়াম
(D) সিলিকা
Ans:(A) নাইট্রোজেন
Explanation:নাইট্রোজেনের ঘাটতি থাকে। - লাল মাটির জলধারণ ক্ষমতা কেমন?
(A) খুব বেশি
(B) মাঝারি
(C) খুব কম
(D) অত্যন্ত বেশি
Ans:(C) খুব কম
Explanation:মাটি ঝুরঝুরে হওয়ায় জল ধরে না। - লাল মাটিতে কোন ফসল চাষ উপযোগী?
(A) ধান
(B) গম
(C) ডাল ও তেলবীজ
(D) পাট
Ans:(C) ডাল ও তেলবীজ
Explanation:কম জল প্রয়োজনীয় ফসল উপযোগী। - লাল মাটির অঞ্চলে প্রধান কৃষি নির্ভরতা কী?
(A) সেচ
(B) নদী
(C) বৃষ্টি
(D) খাল
Ans:(C) বৃষ্টি
Explanation:এ অঞ্চল বর্ষানির্ভর। - লাল মাটির অঞ্চলের জলবায়ু কেমন?
(A) আর্দ্র
(B) শীতল
(C) তুলনামূলক শুষ্ক
(D) সামুদ্রিক
Ans:(C) তুলনামূলক শুষ্ক
Explanation:বৃষ্টিপাত কম হওয়ায় শুষ্কতা বেশি। - লাল মাটির অঞ্চলে প্রধান সমস্যা কী?
(A) বন্যা
(B) খরা
(C) জলোচ্ছ্বাস
(D) তুষারপাত
Ans:(B) খরা
Explanation:কম বৃষ্টির জন্য খরা দেখা যায়। - লাল মাটির অঞ্চলে কোন নদী বেশি দেখা যায়?
(A) গঙ্গা
(B) দামোদর
(C) কংসাবতী
(D) তিস্তা
Ans:(C) কংসাবতী
Explanation:কংসাবতী নদী এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী। - লাল মাটির অঞ্চলে বসতির ধরন কেমন?
(A) ঘন নগর
(B) বিক্ষিপ্ত গ্রামীণ
(C) উপকূলীয়
(D) পাহাড়ি
Ans:(B) বিক্ষিপ্ত গ্রামীণ
Explanation:ভূপ্রকৃতি অনুকূল নয়। - লাল মাটির অঞ্চলের প্রধান জীবিকা কী?
(A) শিল্প
(B) কৃষি
(C) মৎস্য
(D) বাণিজ্য
Ans:(B) কৃষি
Explanation:কৃষিই প্রধান জীবিকা। - লাল মাটিতে সার প্রয়োগ কেন প্রয়োজন?
(A) জল ধরে রাখতে
(B) উর্বরতা বাড়াতে
(C) লবণ কমাতে
(D) ক্ষয় বাড়াতে
Ans:(B) উর্বরতা বাড়াতে
Explanation:প্রাকৃতিক উর্বরতা কম। - লাল মাটির অঞ্চলে কোন গাছ বেশি দেখা যায়?
(A) সুন্দরী
(B) শাল
(C) নারকেল
(D) পাইন
Ans:(B) শাল
Explanation:শাল গাছ লাল মাটিতে জন্মায়। - লাল মাটির অঞ্চলের বনভূমি কেমন?
(A) চিরসবুজ
(B) শুষ্ক পাতাঝরা
(C) ম্যানগ্রোভ
(D) শঙ্কুবন
Ans:(B) শুষ্ক পাতাঝরা
Explanation:শুষ্ক জলবায়ুর কারণে। - লাল মাটি কোন ঋতুতে সবচেয়ে শক্ত হয়?
(A) বর্ষা
(B) শীত
(C) গ্রীষ্ম
(D) শরৎ
Ans:(C) গ্রীষ্ম
Explanation:গ্রীষ্মে আর্দ্রতা কমে যায়। - লাল মাটির অঞ্চলে সেচ ব্যবস্থা কেমন?
(A) উন্নত
(B) মাঝারি
(C) সীমিত
(D) অত্যন্ত উন্নত
Ans:(C) সীমিত
Explanation:নদী ও জলাধার কম। - লাল মাটির অঞ্চলে ভূমিক্ষয় বেশি হয় কেন?
(A) অতিবৃষ্টি
(B) বননিধন
(C) ঢালু ভূমি
(D) সব কটি
Ans:(D) সব কটি
Explanation:এই কারণগুলো মিলিতভাবে ক্ষয় ঘটায়। - লাল মাটির অঞ্চলে কোন খনিজ পাওয়া যায়?
(A) কয়লা
(B) বক্সাইট
(C) তামা
(D) সোনা
Ans:(B) বক্সাইট
Explanation:কিছু এলাকায় বক্সাইট মেলে। - লাল মাটির অঞ্চল পশ্চিমবঙ্গের কোন মালভূমির অংশ?
(A) রাজমহল
(B) চোটানাগপুর
(C) দাক্ষিণাত্য
(D) মেঘালয়
Ans:(B) চোটানাগপুর
Explanation:চোটানাগপুর মালভূমির প্রান্তভাগ। - লাল মাটির অঞ্চলের প্রধান সামাজিক বৈশিষ্ট্য কী?
(A) নগরায়ণ
(B) উপজাতীয় বসতি
(C) শিল্পাঞ্চল
(D) বন্দর
Ans:(B) উপজাতীয় বসতি
Explanation:সাঁওতাল, মুন্ডা বসবাস করে। - লাল মাটির অঞ্চলে কোন উপজাতি বেশি?
(A) গারো
(B) সাঁওতাল
(C) খাসি
(D) নাগা
Ans:(B) সাঁওতাল
Explanation:সাঁওতাল জনগোষ্ঠী প্রধান। - লাল মাটির অঞ্চলের অর্থনৈতিক অবস্থা কেমন?
(A) উন্নত
(B) মাঝারি
(C) অনুন্নত
(D) শিল্পসমৃদ্ধ
Ans:(C) অনুন্নত
Explanation:কৃষি উৎপাদন কম। - লাল মাটির অঞ্চলে শিল্প কেন কম গড়ে উঠেছে?
(A) শ্রমিক নেই
(B) কাঁচামাল নেই
(C) পরিকাঠামো দুর্বল
(D) নদী নেই
Ans:(C) পরিকাঠামো দুর্বল
Explanation:যোগাযোগ ও বিদ্যুৎ সীমিত। - লাল মাটির অঞ্চলে প্রধান প্রাকৃতিক দুর্যোগ কী?
(A) বন্যা
(B) খরা
(C) ভূমিকম্প
(D) ঘূর্ণিঝড়
Ans:(B) খরা
Explanation:বর্ষা ব্যর্থ হলে খরা হয়। - লাল মাটির অঞ্চল কৃষির জন্য কীভাবে উন্নত করা যায়?
(A) বননিধন
(B) সার ও সেচ
(C) শিল্পায়ন
(D) নগরায়ণ
Ans:(B) সার ও সেচ
Explanation:উর্বরতা ও জল বাড়াতে হয়। - লাল মাটির অঞ্চলে কোন ফসল সবচেয়ে ঝুঁকিপূর্ণ?
(A) ডাল
(B) তেলবীজ
(C) ধান
(D) ভুট্টা
Ans:(C) ধান
Explanation:ধানের বেশি জল প্রয়োজন। - লাল মাটির অঞ্চলে কৃষি পদ্ধতি কেমন?
(A) বাণিজ্যিক
(B) যান্ত্রিক
(C) অনুন্নত
(D) সমবায়
Ans:(C) অনুন্নত
Explanation:প্রযুক্তির অভাব। - লাল মাটির অঞ্চলে পশুপালন কেন গুরুত্বপূর্ণ?
(A) জমি নেই
(B) কৃষির সহায়ক
(C) শিল্প নেই
(D) নদী নেই
Ans:(B) কৃষির সহায়ক
Explanation:আয় বাড়ানোর মাধ্যম। - লাল মাটির অঞ্চলে কোন ঋতুতে চাষ বেশি হয়?
(A) গ্রীষ্ম
(B) বর্ষা
(C) শীত
(D) বসন্ত
Ans:(B) বর্ষা
Explanation:বর্ষায় প্রাকৃতিক জল মেলে। - লাল মাটির অঞ্চলের প্রধান নদীর চরিত্র কেমন?
(A) চিরস্থায়ী
(B) বর্ষানির্ভর
(C) হিমবাহজাত
(D) জোয়ারভাটা প্রভাবিত
Ans:(B) বর্ষানির্ভর
Explanation:বর্ষাতেই নদী প্রবাহিত। - লাল মাটির অঞ্চলের জনঘনত্ব কেমন?
(A) খুব বেশি
(B) বেশি
(C) কম
(D) মাঝারি
Ans:(C) কম
Explanation:প্রাকৃতিক সীমাবদ্ধতা আছে। - লাল মাটির অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো কেমন?
(A) উন্নত
(B) মাঝারি
(C) দুর্বল
(D) অত্যন্ত উন্নত
Ans:(C) দুর্বল
Explanation:গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চল। - লাল মাটির অঞ্চলে বন সংরক্ষণ কেন জরুরি?
(A) শিল্প গড়তে
(B) ভূমিক্ষয় রোধে
(C) শহর গড়তে
(D) নদী বাড়াতে
Ans:(B) ভূমিক্ষয় রোধে
Explanation:বন মাটি ধরে রাখে। - লাল মাটির অঞ্চল পশ্চিমবঙ্গের কোন ভূপ্রকৃতির উদাহরণ?
(A) বদ্বীপীয়
(B) মালভূমি প্রান্তভাগ
(C) উপকূলীয়
(D) পাহাড়ি
Ans:(B) মালভূমি প্রান্তভাগ
Explanation:চোটানাগপুর মালভূমির প্রান্ত। - লাল মাটির অঞ্চলে কোন কৃষি সমস্যা দীর্ঘস্থায়ী?
(A) লবণাক্ততা
(B) জলাভাব
(C) অতিবৃষ্টি
(D) জলোচ্ছ্বাস
Ans:(B) জলাভাব
Explanation:সেচের অভাব প্রধান সমস্যা। - লাল মাটির অঞ্চলে কোন খনিজ শিল্প গড়ে উঠতে পারে?
(A) পেট্রোলিয়াম
(B) বক্সাইট
(C) স্বর্ণ
(D) কয়লা
Ans:(B) বক্সাইট
Explanation:বক্সাইট সম্ভাবনাময়। - লাল মাটির অঞ্চলে উন্নয়নের জন্য কোনটি জরুরি?
(A) শিল্পায়ন
(B) আধুনিক কৃষি
(C) নগরায়ণ
(D) পর্যটন
Ans:(B) আধুনিক কৃষি
Explanation:কৃষিই প্রধান ভিত্তি। - লাল মাটির অঞ্চলের প্রাকৃতিক উদ্ভিদ কীভাবে অভিযোজিত?
(A) অতিরিক্ত জল সহিষ্ণু
(B) লবণ সহিষ্ণু
(C) খরা সহিষ্ণু
(D) তুষার সহিষ্ণু
Ans:(C) খরা সহিষ্ণু
Explanation:কম জলেও বাঁচে। - লাল মাটির অঞ্চলে কোন সামাজিক সমস্যা বেশি?
(A) জনবিস্ফোরণ
(B) দারিদ্র্য
(C) অতিনগরায়ণ
(D) দূষণ
Ans:(B) দারিদ্র্য
Explanation:কৃষি আয় কম। - লাল মাটির অঞ্চলে ভূমির ব্যবহার কেমন?
(A) নিবিড়
(B) মাঝারি
(C) বিস্তৃত
(D) নগরভিত্তিক
Ans:(C) বিস্তৃত
Explanation:কম উৎপাদনশীল জমি বেশি। - লাল মাটির অঞ্চলে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের প্রয়োজন কেন?
(A) শিল্প বাড়াতে
(B) জীবনমান উন্নত করতে
(C) বন ধ্বংসে
(D) শহর বাড়াতে
Ans:(B) জীবনমান উন্নত করতে
Explanation:সামাজিক উন্নয়নের জন্য। - লাল মাটির অঞ্চলে কোন পরিবেশগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে?
(A) বন্যা
(B) মরুকরণ
(C) খরা
(D) তুষারপাত
Ans:(C) খরা
Explanation:জলাভাব বাড়ছে। - লাল মাটির অঞ্চলে কোন ধরনের চাষাবাদ বেশি নিরাপদ?
(A) জলনির্ভর
(B) খরানির্ভর
(C) লবণনির্ভর
(D) হিমনির্ভর
Ans:(B) খরানির্ভর
Explanation:কম জল প্রয়োজনীয় ফসল। - পশ্চিমবঙ্গের ভূগোলে লাল মাটির অঞ্চলের গুরুত্ব কী?
(A) শিল্প কেন্দ্র
(B) প্রধান কৃষি অঞ্চল
(C) উপজাতীয় ও প্রাকৃতিক অঞ্চল
(D) বন্দর অঞ্চল
Ans:(C) উপজাতীয় ও প্রাকৃতিক অঞ্চল
Explanation:ভৌগোলিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ।
◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
| Exam Groups | Click Here to Join |
আরোও দেখুন:-
1000 Geography Question and Answer in Bengali PDF Click Here
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here
আরোও দেখুন:-
৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here
পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ Free PDF Download
File Details:
| File Name | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ PDF Download |
| Prepared by | Experienced Teachers |
| Price | FREE |
| Download Link | Click Here To Download |
| Download PDF | Click Here To Download |
Important General Knowledge GK For All Competitive Exam | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ in Bengali | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
” পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ in Bengali / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ / GK Quiz / Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ) সফল হবে।
Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ : এই পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।
Info : পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Red Soil Region of West Bengal – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।





















