পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ or Quiz in Bengali পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ
MCQ | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ Question and Answer :
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর পূর্বে কোন নামে পরিচিত ছিল?
(A) হলদিয়া বন্দর
(B) কলকাতা বন্দর
(C) পারাদ্বীপ বন্দর
(D) বিশাখাপত্তনম বন্দর
Ans: (B) কলকাতা বন্দর
Explanation: ২০২১ সালে কলকাতা বন্দরের নাম পরিবর্তন করা হয়। - কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর রাখা হয় কবে?
(A) ২০১৯
(B) ২০২০
(C) ২০২১
(D) ২০২২
Ans: (C) ২০২১
Explanation: কেন্দ্র সরকার ২০২১ সালে নাম পরিবর্তনের অনুমোদন দেয়। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) হুগলি
(C) দামোদর
(D) ময়ূরাক্ষী
Ans: (B) হুগলি
Explanation: হুগলি নদীর তীরে অবস্থিত একটি নদীবন্দর। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ভারতের কোন শ্রেণির বন্দর?
(A) অপ্রধান বন্দর
(B) ব্যক্তিগত বন্দর
(C) প্রধান বন্দর
(D) মাঝারি বন্দর
Ans: (C) প্রধান বন্দর
Explanation: এটি ভারতের Major Ports-এর অন্তর্ভুক্ত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন ধরনের বন্দর?
(A) সমুদ্রবন্দর
(B) হ্রদবন্দর
(C) নদীবন্দর
(D) কৃত্রিম বন্দর
Ans: (C) নদীবন্দর
Explanation: এটি সমুদ্রতীরে নয়, নদীর উপর অবস্থিত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কার নামে নামকরণ করা হয়েছে?
(A) সুভাষচন্দ্র বসু
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(D) বিধানচন্দ্র রায়
Ans: (C) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
Explanation: বিশিষ্ট নেতা ও শিক্ষাবিদের নামে নামকরণ। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে ছিলেন?
(A) সেনাপতি
(B) বিজ্ঞানী
(C) স্বাধীনতা সংগ্রামী ও নেতা
(D) সাহিত্যিক
Ans: (C) স্বাধীনতা সংগ্রামী ও নেতা
Explanation: তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের প্রশাসনিক সংস্থা—
(A) Port of India
(B) Kolkata Port Trust
(C) Syama Prasad Mookerjee Port Authority
(D) Inland Water Authority
Ans: (C) Syama Prasad Mookerjee Port Authority
Explanation: নতুন Major Port Authorities Act অনুযায়ী পরিচালিত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) বিহার
(D) ঝাড়খণ্ড
Ans: (B) পশ্চিমবঙ্গ
Explanation: বন্দরটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। - বন্দরের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) হলদিয়া
(B) হাওড়া
(C) কলকাতা
(D) শিয়ালদহ
Ans: (C) কলকাতা
Explanation: প্রশাসনিক সদর দপ্তর কলকাতায়। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের প্রধান দুটি অংশ—
(A) উত্তর ও দক্ষিণ ডক
(B) কলকাতা ডক সিস্টেম ও হলদিয়া ডক কমপ্লেক্স
(C) পুরনো ও নতুন ডক
(D) রিভার ও সি ডক
Ans: (B) কলকাতা ডক সিস্টেম ও হলদিয়া ডক কমপ্লেক্স
Explanation: এই দুটি মিলেই বন্দরের কাঠামো। - হলদিয়া ডক কমপ্লেক্স কোন জেলায় অবস্থিত?
(A) হাওড়া
(B) দক্ষিণ ২৪ পরগনা
(C) পূর্ব মেদিনীপুর
(D) পশ্চিম মেদিনীপুর
Ans: (C) পূর্ব মেদিনীপুর
Explanation: হলদিয়া শিল্পাঞ্চল এখানেই অবস্থিত। - হলদিয়া ডক কমপ্লেক্স কবে চালু হয়?
(A) ১৯৬৫
(B) ১৯৭০
(C) ১৯৭৫
(D) ১৯৭৭
Ans: (D) ১৯৭৭
Explanation: বড় জাহাজের জন্য স্থাপিত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন নদী অববাহিকায় অবস্থিত?
(A) ব্রহ্মপুত্র
(B) গঙ্গা
(C) মহানদী
(D) গোদাবরী
Ans: (B) গঙ্গা
Explanation: হুগলি গঙ্গার শাখা নদী। - এই বন্দর কোন সমুদ্রের সঙ্গে যুক্ত?
(A) আরব সাগর
(B) বঙ্গোপসাগর
(C) আন্দামান সাগর
(D) লাক্ষাদ্বীপ সাগর
Ans: (B) বঙ্গোপসাগর
Explanation: হুগলি নদীপথে সংযুক্ত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের প্রধান প্রাকৃতিক সমস্যা—
(A) ঘূর্ণিঝড়
(B) ভূমিকম্প
(C) পলি জমা
(D) জলোচ্ছ্বাস
Ans: (C) পলি জমা
Explanation: নদীতে পলি জমে নাব্যতা কমে। - পলি জমার ফলে বন্দরে কী সমস্যা সৃষ্টি হয়?
(A) জোয়ার বৃদ্ধি
(B) নাব্যতা হ্রাস
(C) লবণাক্ততা বৃদ্ধি
(D) নদী শুকিয়ে যায়
Ans: (B) নাব্যতা হ্রাস
Explanation: বড় জাহাজ প্রবেশে বাধা। - বন্দরের নাব্যতা রক্ষার প্রধান উপায়—
(A) বাঁধ নির্মাণ
(B) বনায়ন
(C) নিয়মিত ড্রেজিং
(D) নদী পরিবর্তন
Ans: (C) নিয়মিত ড্রেজিং
Explanation: পলি অপসারণের একমাত্র কার্যকর উপায়। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে কোন ধরনের জাহাজ বেশি আসে?
(A) সুপার ট্যাঙ্কার
(B) খুব বড় কন্টেইনার জাহাজ
(C) মাঝারি ও ছোট জাহাজ
(D) যুদ্ধজাহাজ
Ans: (C) মাঝারি ও ছোট জাহাজ
Explanation: নদীর গভীরতা সীমিত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর ভারতের কোন অঞ্চলের প্রধান বন্দর?
(A) উত্তর ভারত
(B) পশ্চিম ভারত
(C) পূর্ব ভারত
(D) দক্ষিণ ভারত
Ans: (C) পূর্ব ভারত
Explanation: পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। - এই বন্দর থেকে প্রধান রপ্তানি পণ্য—
(A) চা
(B) কয়লা ও পাটজাত দ্রব্য
(C) সোনা
(D) মাছ
Ans: (B) কয়লা ও পাটজাত দ্রব্য
Explanation: শিল্প ও খনিজ পণ্য রপ্তানি। - বন্দরের প্রধান আমদানি পণ্য—
(A) চাল
(B) চা
(C) খনিজ তেল ও যন্ত্রাংশ
(D) পাট
Ans: (C) খনিজ তেল ও যন্ত্রাংশ
Explanation: শিল্পের কাঁচামাল আমদানি হয়। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন শিল্পাঞ্চলের সঙ্গে যুক্ত?
(A) রাঢ় অঞ্চল
(B) ডুয়ার্স
(C) হুগলি শিল্পাঞ্চল
(D) বরাক উপত্যকা
Ans: (C) হুগলি শিল্পাঞ্চল
Explanation: পাট ও ইঞ্জিনিয়ারিং শিল্প। - এই বন্দর কোন কোন রাজ্যের বাণিজ্যে গুরুত্বপূর্ণ?
(A) কেবল পশ্চিমবঙ্গ
(B) পশ্চিমবঙ্গ ও বিহার
(C) পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্ব রাজ্য
(D) কেবল উত্তর-পূর্ব রাজ্য
Ans: (C) পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্ব রাজ্য
Explanation: বিস্তৃত হিন্টারল্যান্ড রয়েছে। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সঙ্গে কোন রেল জংশন যুক্ত?
(A) দুর্গাপুর
(B) আসানসোল
(C) হাওড়া ও শিয়ালদহ
(D) মালদা
Ans: (C) হাওড়া ও শিয়ালদহ
Explanation: প্রধান রেল গেটওয়ে। - বন্দরটি কোন পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত?
(A) কেবল সড়ক
(B) কেবল রেল
(C) কেবল নদীপথ
(D) রেল, সড়ক ও নদীপথ
Ans: (D) রেল, সড়ক ও নদীপথ
Explanation: সমন্বিত পরিবহণ ব্যবস্থা। - হলদিয়া ডক কমপ্লেক্স কেন গুরুত্বপূর্ণ?
(A) পর্যটন
(B) গভীর জলের সুবিধা
(C) মৎস্য বন্দর
(D) নৌবাহিনী ঘাঁটি
Ans: (B) গভীর জলের সুবিধা
Explanation: বড় জাহাজ চলাচলের সুবিধা। - কলকাতা ডক সিস্টেমের প্রাচীনতম ডক—
(A) হলদিয়া ডক
(B) কিডারপুর ডক
(C) বিশাখা ডক
(D) নিউ ডক
Ans: (B) কিডারপুর ডক
Explanation: ব্রিটিশ আমলে নির্মিত। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের প্রধান প্রতিযোগী বন্দর—
(A) মুম্বাই
(B) চেন্নাই
(C) পারাদ্বীপ
(D) কোচিন
Ans: (C) পারাদ্বীপ
Explanation: পূর্ব উপকূলের গভীর জলের বন্দর। - এই বন্দর কোন আন্তর্জাতিক বাণিজ্যে সহায়ক?
(A) ইউরোপ
(B) আফ্রিকা
(C) দক্ষিণ-পূর্ব এশিয়া
(D) আমেরিকা
Ans: (C) দক্ষিণ-পূর্ব এশিয়া
Explanation: ভৌগোলিক নিকটতার কারণে। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ঐতিহাসিক গুরুত্ব—
(A) স্বাধীনতা আন্দোলন
(B) ব্রিটিশ আমলে প্রধান বাণিজ্য কেন্দ্র
(C) নৌঘাঁটি
(D) পর্যটন কেন্দ্র
Ans: (B) ব্রিটিশ আমলে প্রধান বাণিজ্য কেন্দ্র
Explanation: পূর্ব ভারতের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। - বন্দরের কারণে কোন শহরের দ্রুত বিকাশ ঘটেছে?
(A) হলদিয়া
(B) শিলিগুড়ি
(C) কলকাতা
(D) দুর্গাপুর
Ans: (C) কলকাতা
Explanation: বন্দর কেন্দ্রিক নগর বিকাশ। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের জলবায়ু—
(A) শুষ্ক
(B) নাতিশীতোষ্ণ
(C) উষ্ণ আর্দ্র মৌসুমি
(D) শীতল
Ans: (C) উষ্ণ আর্দ্র মৌসুমি
Explanation: উপকূল সংলগ্ন গঙ্গা অববাহিকা। - বর্ষাকালে বন্দরের প্রধান সমস্যা—
(A) ঘূর্ণিঝড়
(B) কুয়াশা
(C) পলি জমা বৃদ্ধি
(D) তুষারপাত
Ans: (C) পলি জমা বৃদ্ধি
Explanation: নদীতে পলি প্রবাহ বেড়ে যায়। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সঙ্গে কোন সেতু যুক্ত?
(A) বিদ্যাসাগর সেতু
(B) হাওড়া ব্রিজ
(C) বালিঘাট সেতু
(D) নৈহাটি সেতু
Ans: (B) হাওড়া ব্রিজ
Explanation: হুগলি নদীর উপর অবস্থিত। - বন্দরের আধুনিকীকরণের প্রধান লক্ষ্য—
(A) পর্যটন বৃদ্ধি
(B) শ্রম হ্রাস
(C) বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি
(D) নদী পরিবর্তন
Ans: (C) বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি
Explanation: প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন শতকে প্রতিষ্ঠিত?
(A) অষ্টাদশ
(B) উনবিংশ
(C) বিংশ
(D) একবিংশ
Ans: (B) উনবিংশ
Explanation: ১৮৭০ সাল উনবিংশ শতক। - এই বন্দরের মাধ্যমে কোন শিল্প বিশেষভাবে বিকশিত হয়েছে?
(A) চা
(B) রেশম
(C) পাট
(D) কফি
Ans: (C) পাট
Explanation: হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্প। - বন্দরের প্রধান ভৌগোলিক সুবিধা—
(A) গভীর সমুদ্রতীর
(B) দ্বীপাঞ্চল
(C) গঙ্গা অববাহিকার কেন্দ্রস্থল
(D) মরু সংলগ্ন
Ans: (C) গঙ্গা অববাহিকার কেন্দ্রস্থল
Explanation: অভ্যন্তরীণ অঞ্চলের সঙ্গে সংযোগ। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের প্রধান সীমাবদ্ধতা—
(A) শ্রম সমস্যা
(B) নদীবন্দর হওয়া
(C) বিদ্যুৎ অভাব
(D) যোগাযোগ বিচ্ছিন্নতা
Ans: (B) নদীবন্দর হওয়া
Explanation: গভীর জলের অভাব। - এই বন্দর কোন পরিবহণ নীতিতে গুরুত্বপূর্ণ?
(A) নীল বিপ্লব
(B) সবুজ বিপ্লব
(C) পূর্বাঞ্চলীয় শিল্প উন্নয়ন নীতি
(D) শ্বেত বিপ্লব
Ans: (C) পূর্বাঞ্চলীয় শিল্প উন্নয়ন নীতি
Explanation: পূর্ব ভারতের শিল্প বিকাশ। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন জলপথ ব্যবস্থার অংশ?
(A) মহানদী নৌপথ
(B) গোদাবরী নৌপথ
(C) গঙ্গা–ব্রহ্মপুত্র নৌপথ
(D) নর্মদা নৌপথ
Ans: (C) গঙ্গা–ব্রহ্মপুত্র নৌপথ
Explanation: অভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা। - বন্দরের সঙ্গে কোন আন্তর্জাতিক বাণিজ্য যুক্ত?
(A) নেপাল
(B) ভুটান
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা
Ans: (C) বাংলাদেশ
Explanation: সীমান্ত বাণিজ্য ও নৌপথ। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কোন কারণে কর্মসংস্থান সৃষ্টি করে?
(A) পর্যটন
(B) বাণিজ্য ও পরিবহণ কার্যকলাপ
(C) কৃষি
(D) বনজ সম্পদ
Ans: (B) বাণিজ্য ও পরিবহণ কার্যকলাপ
Explanation: বন্দরভিত্তিক অর্থনীতি। - বন্দরের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ—
(A) জমির অভাব
(B) নদীর পলি জমা
(C) শ্রমিক সংখ্যা
(D) বিদ্যুৎ সংকট
Ans: (B) নদীর পলি জমা
Explanation: নাব্যতা রক্ষা কঠিন। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর পূর্ব ভারতের জন্য অপরিহার্য কারণ—
(A) পর্যটন
(B) সামরিক
(C) প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার
(D) কৃষি
Ans: (C) প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার
Explanation: বহু রাজ্যের হিন্টারল্যান্ড। - এই বন্দর কোন উন্নয়ন প্রকল্পে যুক্ত?
(A) স্মার্ট সিটি
(B) বন্দর আধুনিকীকরণ প্রকল্প
(C) মরু উন্নয়ন
(D) পাহাড় উন্নয়ন
Ans: (B) বন্দর আধুনিকীকরণ প্রকল্প
Explanation: সক্ষমতা বৃদ্ধির জন্য। - বন্দরের সঙ্গে যুক্ত প্রধান সড়ক নেটওয়ার্ক—
(A) রাজ্য সড়ক
(B) গ্রাম্য সড়ক
(C) জাতীয় সড়ক নেটওয়ার্ক
(D) সীমান্ত সড়ক
Ans: (C) জাতীয় সড়ক নেটওয়ার্ক
Explanation: মাল পরিবহণের জন্য। - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ফলে কোন ক্ষেত্রে উন্নয়ন ঘটে?
(A) বন সংরক্ষণ
(B) শিল্প ও বাণিজ্য
(C) মরুকরণ
(D) কৃষি হ্রাস
Ans: (B) শিল্প ও বাণিজ্য
Explanation: আমদানি–রপ্তানি কার্যকলাপ। - পশ্চিমবঙ্গের অর্থনীতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের মূল ভূমিকা—
(A) পর্যটন
(B) কৃষি
(C) শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান
(D) বনজ সম্পদ
Ans: (C) শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান
Explanation: রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড।
◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
| Exam Groups | Click Here to Join |
আরোও দেখুন:-
1000 Geography Question and Answer in Bengali PDF Click Here
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here
আরোও দেখুন:-
৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here
পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ Free PDF Download
File Details:
| File Name | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ PDF Download |
| Prepared by | Experienced Teachers |
| Price | FREE |
| Download Link | Click Here To Download |
| Download PDF | Click Here To Download |
Important General Knowledge GK For All Competitive Exam | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ in Bengali | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
” পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ in Bengali / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ / GK Quiz / West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ) সফল হবে।
West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ : এই পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।
Info : পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – West Bengal Syama Prasad Mookerjee Port – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।




















