বিষয়: জলবায়ুবিদ্যা (Climatology)

 
1 . তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ বালির আধিক্য অধিক এবং কাদার ভাগ কম ।
2 . মালভূমি ও রাঢ় অঞ্চলের মাটিকে কি বলে ?
উত্তরঃ ল্যাটেরাইট ।
3 . পশ্চিমবঙ্গের উর্বর প্রকৃতির মাটি কোনটি ?
উত্তরঃ সমভূমি অঞ্চলের পলি মাটি ।
4 . উৎপত্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের পলি মাটি কয় ভাগে বিভক্ত ?
উত্তরঃ দুই ভাগে , প্রাচীন পলি মাটি ও নবীন পলি মাটি।
5 . ন্যাশনাল সুগার ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর প্রদেশের কানপুরে ।
6 . তিরুপতি কোন উপত্যকায় অবস্থিত ?
উত্তরঃ সেষাচালম পাহাড়ী উপত্যকা ।
7 . শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ঝিলাম ।
8 . বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কৃষ্ণা ।
9 . 2002 সালে রেলওয়ে জোন পুনর্গঠনের পূর্বে ভারতে কয়টি জোন ছিল ?
উত্তরঃ 9 টি ।
10 . ঋষিলা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তরঃ দুরবিনদারা ( 1 , 372 মিঃ ) ।
11 . দার্জিলিং কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ নিস শিলা দ্বারা ।
12 . দার্জিলিং হিমালয় হিমালয়ের কোন অংশের অন্তর্গত?
উত্তরঃ হিমাচল হিমালয় ।
13 . দার্জিলিং জেলার কোন মহকুমা উত্তরের পার্বত্যাঞ্চলের অন্তর্গত নয় ?
উত্তরঃ শিলিগুড়ি মহকুমা ।
14 . কোন পর্বতশ্রেণী সিকিম ও দার্জিলিংকে পৃথক করেছে ?
উত্তরঃ সিঙ্গালীলা পর্বত শ্রেণী ।
15 . কার্সিয়াং শহর ডাউহিলের কোন অংশে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিম ঢালে ।
16 . পশ্চিমবঙ্গ ও ভুটানের সংযােগ রক্ষকারী গিরিপথের নাম কি ?
উত্তরঃ বক্সা গিরিপথ ।
17 . টাইগারহিল কোন পর্বত মালার উচ্চতম শৃঙ্গ ?
উত্তরঃ দার্জিলিং – কার্সিয়াং পর্বত মালার ।
18 . রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি কীরূপ ?
উত্তরঃ পশ্চিম থেকে পূর্বে ঢালু ।
19 . রাঢ় অঞ্চল কোন মাটি দ্বারা গঠিত ?
উত্তরঃ প্রাচীন পলি মাটি ।
20 . মূলতঃ কোন কোন নদীর সঞ্চয়ের ফল উত্তরের সমভূমি অঞ্চল ?
উত্তরঃ তিস্তা , তাের্সা ও মহানন্দা ।
21 . পশ্চিমবঙ্গের কোন অংশ পুরােপুরি সক্রিয় বদ্বীপের অন্তর্গত ?
উত্তরঃ সুন্দরবন অঞ্চল ।
22 . তিস্তার কোন দিকের অংশ তরাই নামে পরিচিত ?
উত্তরঃ ডানদিকের অংশ ।
23 . পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্যাঞ্চলের দক্ষিণে কোন প্রাকৃতিক বিভাগ অবস্থিত ?
উত্তরঃ উত্তরের সমভূমি অঞ্চল ।
24 . তাল শব্দের অর্থ কি ?
উত্তরঃ হ্রদ বা জলাভূমি ।
25 . রাঢ় শব্দের অর্থ কি ?
উত্তরঃ পাথুরে জমি ।
26 . পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘােষ ।
27 . পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ?
উত্তরঃ চক্রবর্তী রাজাগােপালাচারী ।
28 . পশ্চিমবঙ্গের লােকসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ 42 টি ।
29 . পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ 16 টি ।
30 . কলকাতা হাইকোর্টের গঠণ হয় কবে ?
উত্তরঃ 1861 সালে ।
 
       ” পশ্চিমবঙ্গের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ পশ্চিমবঙ্গের ভূগােলের প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
 
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন । এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ l
 
সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com