West Bengal Northeast Frontier Railway - GK Question and Answer in Bengali
West Bengal Northeast Frontier Railway - GK Question and Answer in Bengali

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর

West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ or Quiz in Bengali  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ 

MCQ | পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে  – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ Question and Answer :

  1. উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) ভারতীয় রেলওয়ের কোন স্তরের একক?
    (A) ডিভিশন
    (B) জোন
    (C) বোর্ড
    (D) সার্কেল
    Ans: (B) জোন
    Explanation: NFR ভারতীয় রেলওয়ের একটি জোনাল ইউনিট।
  2. NFR-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    (A) শিলিগুড়ি
    (B) কলকাতা
    (C) মালিগাঁও, গুয়াহাটি
    (D) নিউ জলপাইগুড়ি
    Ans: (C) মালিগাঁও, গুয়াহাটি
    Explanation: আসামের গুয়াহাটির মালিগাঁওয়ে সদর দপ্তর।
  3. উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কবে প্রতিষ্ঠিত হয়?
    (A) 1950
    (B) 1952
    (C) 1958
    (D) 1965
    Ans: (C) 1958
    Explanation: উত্তর-পূর্বাঞ্চলের জন্য পৃথক জোন গঠিত হয়।
  4. NFR মূলত ভারতের কোন অঞ্চলে কার্যকর?
    (A) পূর্ব ভারত
    (B) উত্তর ভারত
    (C) উত্তর-পূর্ব ভারত
    (D) দক্ষিণ ভারত
    Ans: (C) উত্তর-পূর্ব ভারত
    Explanation: NFR উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিচালনা করে।
  5. পশ্চিমবঙ্গের কোন অংশে NFR কার্যকর?
    (A) দক্ষিণবঙ্গ
    (B) রাঢ় অঞ্চল
    (C) উত্তরবঙ্গ
    (D) উপকূল অঞ্চল
    Ans: (C) উত্তরবঙ্গ
    Explanation: NFR উত্তরবঙ্গের রেল পরিচালনা করে।
  6. NFR-এর অধীনে কয়টি ডিভিশন রয়েছে?
    (A) 3
    (B) 4
    (C) 5
    (D) 6
    Ans: (C) 5
    Explanation: কাটিহার, আলিপুরদুয়ার, রংিয়া, লুমডিং, তিনসুকিয়া।
  7. NFR-এর অন্তর্গত কোন ডিভিশন পশ্চিমবঙ্গে অবস্থিত?
    (A) কাটিহার
    (B) রংিয়া
    (C) লুমডিং
    (D) আলিপুরদুয়ার
    Ans: (D) আলিপুরদুয়ার
    Explanation: আলিপুরদুয়ার ডিভিশন পশ্চিমবঙ্গে।
  8. কাটিহার ডিভিশন বর্তমানে কোন জোনের অন্তর্গত?
    (A) ER
    (B) ECR
    (C) NFR
    (D) SER
    Ans: (C) NFR
    Explanation: কাটিহার NFR-এর গুরুত্বপূর্ণ ডিভিশন।
  9. NFR কোন নদী উপত্যকায় সবচেয়ে বেশি বিস্তৃত?
    (A) গঙ্গা
    (B) দামোদর
    (C) ব্রহ্মপুত্র
    (D) বরাক
    Ans: (C) ব্রহ্মপুত্র
    Explanation: আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত নেটওয়ার্ক।
  10. NFR-এর একটি গুরুত্বপূর্ণ দীর্ঘ নদী সেতু কোনটি?
    (A) হাওড়া ব্রিজ
    (B) বগিবিল সেতু
    (C) মহাত্মা গান্ধী সেতু
    (D) বিদ্যাসাগর সেতু
    Ans: (B) বগিবিল সেতু
    Explanation: ব্রহ্মপুত্রের উপর নির্মিত।
  11. বগিবিল সেতু কোন নদীর উপর অবস্থিত?
    (A) বরাক
    (B) গঙ্গা
    (C) তিস্তা
    (D) ব্রহ্মপুত্র
    Ans: (D) ব্রহ্মপুত্র
    Explanation: আসামের প্রধান নদী।
  12. NFR-এর অধীনে কোন বিশ্ব ঐতিহ্যবাহী রেলপথ রয়েছে?
    (A) কালকা–শিমলা
    (B) নীলগিরি মাউন্টেন
    (C) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
    (D) কঙ্কণ রেল
    Ans: (C) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
    Explanation: UNESCO World Heritage Site।
  13. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন গেজে নির্মিত?
    (A) ব্রড গেজ
    (B) মিটার গেজ
    (C) ন্যারো গেজ
    (D) স্ট্যান্ডার্ড গেজ
    Ans: (C) ন্যারো গেজ
    Explanation: পাহাড়ি রেলপথ।
  14. NFR কোন ঐতিহাসিক রেল উদ্যোগের উত্তরাধিকার বহন করে?
    (A) ইস্ট ইন্ডিয়ান রেল
    (B) আসাম বেঙ্গল রেলওয়ে
    (C) বেঙ্গল নাগপুর রেল
    (D) গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার
    Ans: (B) আসাম বেঙ্গল রেলওয়ে
    Explanation: উত্তর-পূর্বাঞ্চলের প্রাচীন রেল।
  15. আসাম বেঙ্গল রেলওয়ে কবে প্রতিষ্ঠিত হয়?
    (A) 1845
    (B) 1853
    (C) 1891
    (D) 1900
    Ans: (C) 1891
    Explanation: ঔপনিবেশিক যুগে প্রতিষ্ঠা।
  16. NFR উত্তর-পূর্ব ভারতের কোন শহরকে রেল যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে?
    (A) শিলং
    (B) ইম্ফল
    (C) আগরতলা
    (D) গুয়াহাটি
    Ans: (D) গুয়াহাটি
    Explanation: উত্তর-পূর্ব ভারতের রেল প্রবেশদ্বার।
  17. গুয়াহাটি রেল যোগাযোগে কেন গুরুত্বপূর্ণ?
    (A) বন্দর শহর
    (B) শিল্প নগর
    (C) উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
    (D) খনিজ কেন্দ্র
    Ans: (C) উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
    Explanation: সব রুটের কেন্দ্র।
  18. NFR-এর প্রধান মালবাহী পণ্য কোনটি?
    (A) লৌহ আকরিক
    (B) চা
    (C) সিমেন্ট
    (D) তুলা
    Ans: (B) চা
    Explanation: আসাম চা অঞ্চল।
  19. NFR কোন চা উৎপাদন অঞ্চলের সঙ্গে যুক্ত?
    (A) দার্জিলিং
    (B) আসাম
    (C) তেরাই
    (D) সবগুলো
    Ans: (D) সবগুলো
    Explanation: উত্তর-পূর্ব ও উত্তরবঙ্গ চা অঞ্চল।
  20. NFR কোন প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
    (A) খরা
    (B) ভূমিকম্প
    (C) বন্যা ও ভূমিধস
    (D) সাইক্লোন
    Ans: (C) বন্যা ও ভূমিধস
    Explanation: পাহাড়ি ও নদীবহুল অঞ্চল।
  21. NFR-এ রেল নির্মাণের প্রধান চ্যালেঞ্জ কী?
    (A) মরুভূমি
    (B) পাহাড়ি ভূপ্রকৃতি
    (C) তুষারপাত
    (D) বালিয়াড়ি
    Ans: (B) পাহাড়ি ভূপ্রকৃতি
    Explanation: উত্তর-পূর্ব ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্য।
  22. NFR কোন গেজ রূপান্তরে বিশেষ ভূমিকা নিয়েছে?
    (A) স্ট্যান্ডার্ড → ব্রড
    (B) ন্যারো → মিটার
    (C) মিটার → ব্রড
    (D) ব্রড → ন্যারো
    Ans: (C) মিটার → ব্রড
    Explanation: Unigauge প্রকল্প।
  23. NFR-এর অধীনে উত্তর-পূর্ব ভারতের প্রথম ব্রড গেজ রুট কোনটি?
    (A) গুয়াহাটি–ডিব্রুগড়
    (B) নিউ জলপাইগুড়ি–শিলিগুড়ি
    (C) কাটিহার–গুয়াহাটি
    (D) আলিপুরদুয়ার–বনগাঁ
    Ans: (C) কাটিহার–গুয়াহাটি
    Explanation: প্রধান করিডোর।
  24. NFR কোন সীমান্ত দেশের সঙ্গে রেল সংযোগ পুনরায় চালু করেছে?
    (A) নেপাল
    (B) ভুটান
    (C) বাংলাদেশ
    (D) মায়ানমার
    Ans: (C) বাংলাদেশ
    Explanation: হলদিবাড়ি–চিলাহাটি রুট।
  25. হলদিবাড়ি–চিলাহাটি রেলপথ কোন দুই দেশকে যুক্ত করে?
    (A) ভারত–নেপাল
    (B) ভারত–ভুটান
    (C) ভারত–বাংলাদেশ
    (D) ভারত–মায়ানমার
    Ans: (C) ভারত–বাংলাদেশ
    Explanation: আন্তর্জাতিক রেল সংযোগ।
  26. NFR কোন জাতীয় উদ্যান অঞ্চলের সঙ্গে যুক্ত?
    (A) সুন্দরবন
    (B) কাজিরাঙা
    (C) সিমলিপাল
    (D) বান্ধবগড়
    Ans: (B) কাজিরাঙা
    Explanation: আসামের বিখ্যাত জাতীয় উদ্যান।
  27. NFR কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিপূরক?
    (A) কেবল সড়ক
    (B) সড়ক ও অভ্যন্তরীণ নৌপরিবহন
    (C) কেবল আকাশ
    (D) পাইপলাইন
    Ans: (B) সড়ক ও অভ্যন্তরীণ নৌপরিবহন
    Explanation: মাল্টিমোডাল সংযোগ।
  28. NFR-এর প্রশাসনিক প্রধানকে কী বলা হয়?
    (A) DRM
    (B) CMD
    (C) GM
    (D) CEO
    Ans: (C) GM
    Explanation: জেনারেল ম্যানেজার।
  29. NFR-এর সামাজিক গুরুত্ব কী?
    (A) বিলাসবহুল ভ্রমণ
    (B) দুর্গম অঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম
    (C) কেবল পর্যটন
    (D) সীমিত পরিষেবা
    Ans: (B) দুর্গম অঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম
    Explanation: পাহাড়ি ও সীমান্ত এলাকা।
  30. NFR-এর কৌশলগত গুরুত্ব কী?
    (A) শিল্পায়ন
    (B) পর্যটন
    (C) সীমান্ত নিরাপত্তা ও সংযোগ
    (D) কৃষি উন্নয়ন
    Ans: (C) সীমান্ত নিরাপত্তা ও সংযোগ
    Explanation: আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন।
  31. NFR কোন আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে যুক্ত নয়?
    (A) বাংলাদেশ
    (B) ভুটান
    (C) চীন
    (D) শ্রীলঙ্কা
    Ans: (D) শ্রীলঙ্কা
    Explanation: শ্রীলঙ্কা স্থলসীমান্ত নয়।
  32. NFR-এর অধীনে কোন ডিভিশন আসামের পূর্বাংশে অবস্থিত?
    (A) কাটিহার
    (B) তিনসুকিয়া
    (C) রংিয়া
    (D) আলিপুরদুয়ার
    Ans: (B) তিনসুকিয়া
    Explanation: পূর্ব আসাম অঞ্চল।
  33. NFR শহরতলি রেল পরিষেবা কোথায় বেশি গুরুত্বপূর্ণ?
    (A) শিলং
    (B) দার্জিলিং
    (C) গুয়াহাটি
    (D) আইজল
    Ans: (C) গুয়াহাটি
    Explanation: রাজধানী ও বড় শহর।
  34. NFR বিদ্যুতায়নের প্রধান সুবিধা কী?
    (A) ব্যয় বৃদ্ধি
    (B) ধীর গতি
    (C) পরিবেশবান্ধব ও দক্ষ পরিষেবা
    (D) শব্দ বৃদ্ধি
    Ans: (C) পরিবেশবান্ধব ও দক্ষ পরিষেবা
    Explanation: ইলেকট্রিক ট্র্যাকশন।
  35. NFR-এর একটি গুরুত্বপূর্ণ মাল টার্মিনাল কোথায়?
    (A) শিলং
    (B) গুয়াহাটি
    (C) নিউ জলপাইগুড়ি
    (D) ইম্ফল
    Ans: (C) নিউ জলপাইগুড়ি
    Explanation: উত্তরবঙ্গের প্রধান জংশন।
  36. NFR কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ?
    (A) SSC
    (B) NDA
    (C) WBCS/PSC/UPSC
    (D) CDS
    Ans: (C) WBCS/PSC/UPSC
    Explanation: ভারতীয় রেলওয়ে ও ভূগোল।
  37. NFR উন্নয়নের প্রধান লক্ষ্য কী?
    (A) ট্রেন কমানো
    (B) উত্তর-পূর্ব ভারতের সর্বাঙ্গীণ সংযোগ
    (C) কেবল মাল পরিবহন
    (D) বেসরকারিকরণ
    Ans: (B) উত্তর-পূর্ব ভারতের সর্বাঙ্গীণ সংযোগ
    Explanation: Connectivity mission।
  38. NFR কোন প্রধান ধর্মীয় কেন্দ্রকে রেলপথে যুক্ত করে?
    (A) পুরী
    (B) অযোধ্যা
    (C) কামাখ্যা
    (D) দ্বারকা
    Ans: (C) কামাখ্যা
    Explanation: গুয়াহাটির নিকট।
  39. NFR কোন পর্যটন কেন্দ্রকে রেলপথে যুক্ত করে?
    (A) দার্জিলিং
    (B) কাজিরাঙা
    (C) তাওয়াং (নিকটবর্তী)
    (D) সবগুলো
    Ans: (D) সবগুলো
    Explanation: পর্যটন সহায়তা।
  40. NFR-এর রেল নেটওয়ার্ক প্রধানত কোন ভূপ্রকৃতির মধ্য দিয়ে যায়?
    (A) মরুভূমি
    (B) মালভূমি
    (C) পাহাড়ি ও নদীবহুল
    (D) তুন্দ্রা
    Ans: (C) পাহাড়ি ও নদীবহুল
    Explanation: উত্তর-পূর্ব ভারতের বৈশিষ্ট্য।
  41. NFR-এর অধীনে কোন ডিভিশনটি বিহারের অংশবিশেষে বিস্তৃত?
    (A) কাটিহার
    (B) তিনসুকিয়া
    (C) রংিয়া
    (D) লুমডিং
    Ans: (A) কাটিহার
    Explanation: কাটিহার বিহার সংলগ্ন।
  42. NFR-এর সঙ্গে মিটার গেজ বিলুপ্তির উদ্দেশ্য কী?
    (A) গতি কমানো
    (B) ইউনিগেজ বাস্তবায়ন
    (C) ঐতিহ্য সংরক্ষণ
    (D) ব্যয় বৃদ্ধি
    Ans: (B) ইউনিগেজ বাস্তবায়ন
    Explanation: এক গেজ নীতি।
  43. NFR কোন নদী উপত্যকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলেছে?
    (A) গঙ্গা
    (B) তিস্তা
    (C) বরাক
    (D) মহানন্দা
    Ans: (C) বরাক
    Explanation: দক্ষিণ আসাম।
  44. NFR কোন পরিবেশগত সমস্যার মুখোমুখি হয়?
    (A) মরুকরণ
    (B) বরফপাত
    (C) ভূমিধস ও বন্যা
    (D) আগ্নেয়গিরি
    Ans: (C) ভূমিধস ও বন্যা
    Explanation: ভারী বৃষ্টিপাত।
  45. NFR কোন আন্তর্জাতিক রেল প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে?
    (A) ট্রান্স-সাইবেরিয়ান
    (B) BIMSTEC সংযোগ
    (C) ইউরো রেল
    (D) আফ্রিকান রেল
    Ans: (B) BIMSTEC সংযোগ
    Explanation: আঞ্চলিক কানেক্টিভিটি।
  46. NFR-এর অধীনে কোন ডিভিশন রংিয়া শহরকে কেন্দ্র করে?
    (A) রংিয়া
    (B) লুমডিং
    (C) তিনসুকিয়া
    (D) আলিপুরদুয়ার
    Ans: (A) রংিয়া
    Explanation: আসামের উত্তর অংশ।
  47. NFR-এর একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন কোনটি?
    (A) কাটিহার
    (B) নিউ জলপাইগুড়ি
    (C) গুয়াহাটি
    (D) সবগুলো
    Ans: (D) সবগুলো
    Explanation: সবই বড় জংশন।
  48. NFR-এর বিদ্যুতায়ন কোন খাতে সবচেয়ে সহায়ক?
    (A) কেবল যাত্রী
    (B) কেবল মাল
    (C) যাত্রী ও মাল উভয়
    (D) কেবল পর্যটন
    Ans: (C) যাত্রী ও মাল উভয়
    Explanation: সার্বিক দক্ষতা।
  49. NFR-এর রেল নেটওয়ার্ক সম্প্রসারণে কোন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
    (A) Look West
    (B) Act East
    (C) Green Revolution
    (D) Blue Economy
    Ans: (B) Act East
    Explanation: উত্তর-পূর্ব সংযোগ।
  50. উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সামগ্রিক ভূমিকা কী?
    (A) সীমিত পরিষেবা
    (B) উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের মেরুদণ্ড
    (C) কেবল পর্যটন
    (D) কেবল শিল্প
    Ans: (B) উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের মেরুদণ্ড
    Explanation: সংযোগ ও উন্নয়ন।

◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

Exam Groups Click Here to Join

আরোও দেখুন:-

1000 Geography Question and Answer in Bengali PDF Click Here

আরোও দেখুন:-

পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here

আরোও দেখুন:-

দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here

আরোও দেখুন:-

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here

আরোও দেখুন:-

৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ Free PDF Download

File Details: 

File Name পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ PDF Download
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

Important General Knowledge GK For All Competitive Exam | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ in Bengali | পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর

         ” পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান  জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ in Bengali / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ / GK Quiz / West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ)  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ) সফল হবে।

West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর

West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ

পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ : এই পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।

Info : পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – West Bengal Northeast Frontier Railway – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now