ভারতের ভূগোলের 30 টি করে প্রশ্ন ও উত্তর



1 . ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিলাে ?
উত্তরঃ ভাষা ।
2 . ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য কোনটি ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ।
3 . 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন ?
উত্তরঃ হরিয়ানা ।
4 . পূর্ব ও পশ্চিমঘাটের সংযােগস্থলে কোন পর্বত অবস্থিত ?
উত্তরঃ নীলগিরি পর্বত ।
5 . শিলং মালভূমি ‘ মেঘালয় ‘ নামে পরিচিত । কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?
উত্তরঃ এস . পি . চ্যাটার্জি ।
6 . ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত ?
উত্তরঃ 7000 কিমি ।
7 . নীলগিরি কী ধরনের পর্বত ?
উত্তরঃ স্তুপ পর্বত ।
8 . ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ?
উত্তরঃ কন্যাকুমারিকা ।
9 . ভারতের উত্তরতম স্থান কোনটি ?
উত্তরঃ ইন্দিরা কল ।
10 . ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা কয়টি ?
উত্তরঃ 22টি ।
11 . HSL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Hindusthan Steel Limited .
12 . VISL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Visveswarava Iron and Steel Limited .
13 . BSP শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Bhilai Steel Plant .
14 . BSL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Bokaro Steel Limited .
15  . SSP শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Salem Steel Plant .
16 . VSP শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ? উত্তরঃ Valacharabhu Steel Plant .
17 . JVSL শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Jindal Vijaynagar Steel Limited .
18 . দ্বৈতরী স্টিল প্ল্যান্টের সহায়ককারী ভারতীয় শিল্প গােষ্ঠীর নাম কি ?
উত্তরঃ টাটা গ্রুপ ।
19 . ভারতের কোন যন্ত্র শিল্প বিশ্বের প্রাচীনতম ? উত্তরঃ কর্পাস বয়ন শিল্প ।
20 . ভারতে ফ্যাক্টরিজ আইন কবে প্রবর্তন হয় ? উত্তরঃ 1948 সালে ।
21 . ভারতে এটমিক এনার্জি আইন কবে প্রবর্তন হয় ? উত্তরঃ 1962 সালে ।
22 . ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প আরম্ভ হয় ?
উত্তরঃ 1973 সালে ।
23 . ভারতে কবে হস্তী প্রকল্প আরম্ভ হয় ?
উত্তরঃ 1992 সালে |
24 . ভারতে কবে কুমির প্রকল্প আরম্ভ হয় ?
উত্তরঃ 1975 সালে ।
25 . ভারতে কবে সিংহ প্রকল্প আরম্ভ হয় ?
উত্তরঃ 1972 সালে ।
26 . ভারতে কবে চিপকো আন্দোলনের সূচনা হয় ?
উত্তরঃ 1973 সালে ।
27 . TISCO শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Tata Iron and Steel Company .
28 . ISCO শিল্প কেন্দ্রের সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ Indiana Iron and Steel Company .
29 . ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত ?
উত্তরঃ 82°30 ‘ পূর্ব ।
30 . ভারতের কোন রাজ্যের সাথে সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ ।


     ” ভারতের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” ভারতের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ ভারতের ভূগােলের ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( ভারতের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।

সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com