বিষয় – জলবায়ু বিদ্যা (Climatology) পর্ব -১


1 . ট্রোপোস্ফিয়ারের কোন অংশটিকে সমোষ্ণ অঞ্চল বলে?
উত্তরঃ ট্রোপোপজ।
2 . বায়ুমন্ডলের কোন স্তরের ওপরে গোধূলির আলো পৌঁছায় না?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার।
3 . পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার।
4  স্ট্রাটোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের ওপরে ১৪ কিমি থেকে ৩০ কিমি পর্যন্ত।
5 . স্ট্রাটো-স্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উত্তরঃ স্ট্রাটোপজ।
6. পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়?
উত্তরঃ মেসোস্ফিয়ার। (এই স্তরটিকে ওজোনোস্ফিয়ার ও বলে।)
7 . মেসোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৩০ কিমি থেকে ৬০ কিমি পর্যন্ত। (অন্য মতে, ৫০ থেকে ৮০ কিমি।)
8 . পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন গ্যাসের গড় পরিমান কত?
উত্তরঃ ০.০০০০৬%
9 . এরোসোল কি?
উত্তরঃ পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প এবং অতি সূক্ষ ধূলিকণা, লবণ কণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে।
10 . পৃথিবীর বায়ুমন্ডলের সমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিমি পর্যন্ত।
11 . পৃথিবীর বায়ুমন্ডলের বিষমমন্ডল অঞ্চলের বিস্তৃতি কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের উর্দ্ধে ৮৫ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত।
12 . পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি?
উত্তরঃ ঘনমন্ডল বা ট্রোপোস্ফিয়ার।
13 . পৃথিবীর বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি?
উত্তরঃ বহিঃমন্ডল বা এক্সোস্ফিয়ার।
14 . সাধারন তাপ হ্রাস-এর হার কত?
উত্তরঃ প্রতি ১০০০ মিটারে ৬.৫ ডিগ্রি C
15 . কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক ?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে।
16 . কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম?
উত্তরঃ মেরু অঞ্চলে।
17 . ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উত্তরঃ সমুদ্রতল থেকে ১২-১৪ কিমি।
18 . নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উত্তরঃ ১৭ কিমি।
19 . মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত?
উত্তরঃ ০৯ কিমি।
20 . ট্রোপোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উত্তরঃ ট্রোপোপজ।
21 . ট্রোপোপজ কথাটির অর্থ কি?
উত্তরঃ গ্রীক শব্দ ট্রোপোপজ এর অর্থ হল ‘Where The Mixing Stops’ অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়।
22 . ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ Sir Napier Shaw
23 . মেসোস্ফিয়ারের উর্দ্ধসীমা কি নামে পরিচিত?
উত্তরঃ মেসোপজ।
24 . পৃথিবীর বায়ুমন্ডলের কোন স্তরে আয়নের উপস্থিতি দেখা যায়?
উত্তরঃ আয়নোস্ফিয়ার।
25 .  আয়নোস্ফিয়ারের বিস্তৃতি কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের ওপরে ৬০ কিমি থেকে ৪০০-৫০০ কিমি পর্যন্ত।
26 . পৃথিবীর বায়ুমন্ডলের উর্দ্ধসীমা কত?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিমি।
27 . পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সর্বাধিক?
উত্তরঃ নাইট্রোজেন (৭৮.০৮%)
28 . পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেন গ্যাসের গড় পরিমান কত?
উত্তরঃ ২০.৯৪%
29 . পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমান কত?
উত্তরঃ ০.০৩%
30 . পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিস্ক্রিয় গ্যাসের পরিমান সর্বাধিক?
উত্তরঃ আর্গন (০.৯৩%)


আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন । এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন, ধন্যবাদ।


সৌজন্যে – দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com