পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ১৯৮ জন জুনিয়র টেলিকম অফিসার (সিভিল ও ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডে। তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

রিক্রুটমেন্ট নম্বর: 12-1/2018-Rectt.


নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।


বয়সসীমা: ১২ মার্চ ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।

যোগ্যতা: জুনিয়র টেলিকম অফিসার সিভিলের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক বা সমতুল। জুনিয়র টেলিকম অফিসার ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক বা সমতুল। সবক্ষেত্রেই গেট ২০১৯ পরীক্ষার জন্য রেজিস্টার্ড হতে হবে। ইলেক্ট্রিক্যালের গেট পেপার কোড ইই এবং সিভিলের গেট পেপার কোড সিই। গেট সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.gate.iitm.ac.in ওয়েবসাইট থেকে।

বেতনক্রম: মূল বেতন ১৬৪০০-৪০৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ২৪: পশ্চিমবঙ্গ: ইলেক্ট্রিক্যাল ৯ (ওবিসি ৬, তপশিলি উপজাতি ৩)। সিভিল ৫ (ওবিসি ৪, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ১: অন্ধ্রপ্রদেশ: ইলেক্ট্রিক্যাল ৩ (ওবিসি)। সিভিল ৩ (ওবিসি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২: অসম: ইলেক্ট্রিক্যাল ৪ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৩)। সিভিল ২ (ওবিসি)। ক্রমিক সংখ্যা ৩: বিহার: ইলেক্ট্রিক্যাল ৪ (ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। সিভিল ৩ (ওবিসি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৪: ছত্তিশগড়: ইলেক্ট্রিক্যাল ৬ (ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। সিভিল ২ (ওবিসি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৫: গুজরাট: ইলেক্ট্রিক্যাল ৪ (ওবিসি ১, তপশিলি উপজাতি ১)। সিভিল ৩ (ওবিসি ২, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ৬: হরিয়ানা: ইলেক্ট্রিক্যাল ১ (ওবিসি)। সিভিল ১ (ওবিসি)। ক্রমিক সংখ্যা ৭: হিমাচল প্রদেশ: ইলেক্ট্রিক্যাল ১ (তপশিলি উপজাতি)। সিভিল ৩ (ওবিসি ২, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ৮: জম্মু ও কাশ্মীর: ইলেক্ট্রিক্যাল ৩ (ওবিসি ১, তপশিলি উপজাতি ২)। সিভিল ৩ (ওবিসি)। ক্রমিক সংখ্যা ৯: ঝাড়খণ্ড: ইলেক্ট্রিক্যাল ৭ (ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। সিভিল ১ (ওবিসি)। ক্রমিক সংখ্যা ১০: কর্নাটক: ইলেক্ট্রিক্যাল ৮ (ওবিসি ৫, তপশিলি উপজাতি ৩)। সিভিল ২ (ওবিসি)। ক্রমিক সংখ্যা ১১: কেরালা: ইলেক্ট্রিক্যাল ২৪ (ওবিসি ১২, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮)। সিভিল ২ (ওবিসি ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ১২: মহারাষ্ট্র: ইলেক্ট্রিক্যাল ১৩ (ওবিসি ৭, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৫)। ক্রমিক সংখ্যা ১৩: মধ্যপ্রদেশ: ইলেক্ট্রিক্যাল ৩ (ওবিসি)। সিভিল ৭ (ওবিসি ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১৪: নর্দার্ন টেলিকম রিজিয়ন: ইলেক্ট্রিক্যাল ১ (ওবিসি)। সিভিল ৩ (ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১৫: নর্থ ইস্ট ওয়ান: ইলেক্ট্রিক্যাল ৪ (ওবিসি ১, তপশিলি উপজাতি ৩)। সিভিল ২ (ওবিসি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১৬: নর্থ ইস্ট টু: ইলেক্ট্রিক্যাল ৫ (ওবিসি ২, তপশিলি উপজাতি ৩)। সিভিল ২ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১৭: ওড়িশা: ইলেক্ট্রিক্যাল ৫ (ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। সিভিল ২ (ওবিসি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ১৮: পাঞ্জাব: ইলেক্ট্রিক্যাল ৪ (ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। সিভিল ২ (তপশিলি জাতি)। ক্রমিক সংখ্যা ১৯: রাজস্থান: ইলেক্ট্রিক্যাল ৫ (ওবিসি)। সিভিল ৫ (ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২০: তামিলনাড়ু: ইলেক্ট্রিক্যাল ১০ (ওবিসি ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ৪)। সিভিল ৩ (ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ক্রমিক সংখ্যা ২১: উত্তর প্রদেশ (পূর্ব): ইলেক্ট্রিক্যাল ৬ (ওবিসি)। সিভিল ৩ (ওবিসি)। ক্রমিক সংখ্যা ২২: উত্তর প্রদেশ (পশ্চিম): ইলেক্ট্রিক্যাল ১ (তপশিলি উপজাতি)। সিভিল ২ (ওবিসি ১, তপশিলি জাতি ১)। ক্রমিক সংখ্যা ২৩: উত্তরাখণ্ড: ইলেক্ট্রিক্যাল ১ (ওবিসি)। সিভিল ৫ (ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

আবেদনের ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৫০০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.bsnl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। প্রার্থী যে-কোনো সার্কেলের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন ০১১-২৩৭১০২৮৪/২৩৩৫২৪৯১ নম্বরে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। নিচের বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করেন।


© ভূগোল শিক্ষা

নিচের শেয়ার বাটনে ক্লিক করেন শেয়ার করাে বন্ধুদের মাঝে