বিষয় – ভারতের ভূগোল ( Geography of India )

ভারতের ভূপ্রকৃতি ( Relief of India )

1 . ভারতের সঙ্গে কোন দেশটির আন্তর্জাতিক সীমানা দীর্ঘতম ?
— ( a ) বাংলাদেশ ( b ) ভুটান ( c ) চিন ( d ) পাকিস্তান
উত্তরঃ ( c ) চিন

2 . ভারত হল পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং এর মােট আয়তন হল প্রায়
— ( a ) 27OOOO0 বর্গকিমি ( b ) 3000000 বর্গকিমি ( c ) 3200000 বর্গকিমি ( d ) 3600000 বর্গকিমি
উত্তরঃ ( c ) 3200000 বর্গকিমি

3 . ভারতের সর্বাপেক্ষা পূর্বদিকের রাজ্যটি হল
— ( a ) অসম ( b ) নাগাল্যান্ড ( c ) অরুণাচলপ্রদেশ ( d ) মণিপুর
উত্তরঃ

4 . ভারতের দক্ষিণতম একক বৃহত্তম দ্বীপপুঞ্জটি হল
— ( a ) রামেশ্বরম দ্বীপপুঞ্জ ( b ) মিনিকয় দ্বীপপুঞ্জ ( c ) কার নিকোবর দ্বীপপুঞ্জ । ( d ) বৃহৎ নিকোবর দ্বীপপুঞ্জ
উত্তরঃ

5 . নিম্নলিখিত কোন রাজ্যগুলি মণিপুর রাজ্যটির সীমানায় রয়েছে ?
— ( b ) নাগাল্যান্ড , মিজোরাম ও মেঘালয় ( a ) মেঘালয় , মিজোরাম ও ত্রিপুরা ( c ) নাগাল্যান্ড , অসম ও মিজোরাম ( d ) নাগাল্যান্ড , মেঘালয় ও ত্রিপুরা ।
উত্তরঃ

6 . ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত ?
—  ( a ) হিমালয় পর্বত ( b ) সিন্ধু – গাঙ্গেয় সমভূমি ( c ) আরাবল্লী পর্বত ( d ) শিবালিক পর্বত
উত্তরঃ

7 . নিম্নলিখিত কোন্ দুটি দ্বীপের মধ্য ডানকান প্রণালী অবস্থিত ?
— ( a ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ( b ) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান  ( c ) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর ( d ) আমিনদিভি ও লাক্ষা দ্বীপপুঞ্জ
উত্তরঃ

8 . পশ্চিমবঙ্গের পশ্চিমদিকে নিম্নলিখিত কোন্ ভূখণ্ড দ্বারা গঠিত ?
— ( a ) ভৃগু ( b ) অটোকথােনাস ন্যাপ ( c ) চ্যুতি ভৃগু  ( d ) Rockey outlier
উত্তরঃ ( a ) ভৃগু

9 . পূর্ব ও পশ্চিমঘাটের সংযােগস্থল হল
— ( a ) পালনী পর্বত ( b ) নীলগিরি পর্বত ( c ) পালঘাট গ্যাপ ( d ) আন্নামালাই পর্বত
উত্তরঃ ( b ) নীলগিরি পর্বত

10 . নিম্নলিখিত কোন তথ্যজোড়াটি সঠিকভাবে মেলানাে নেই ?
— ( a ) হিমালয় – টার্শিয়ারি ভঙ্গিল পর্বত ( b ) দাক্ষিণাত্যের ট্র্যাপ — শঙ্কু আগ্নেয় উদগম । ( c ) পশ্চিমঘাট – প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত ( d ) আরাবল্লী — প্রি – ক্যামিব্রিয়ান ক্ষয়জাত পর্বত
উত্তরঃ ( c ) পশ্চিমঘাট – প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত

11 . শিলং মালভূমি ‘ মেঘালয় নামে পরিচিত । কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?
— ( a ) ও এইচ কে স্পেট ( b ) এস পি চ্যাটার্জি ( c ) ডি , এন , ওয়াদিয়া ( d ) আর , এল , সিং
উত্তরঃ ( b ) এস পি চ্যাটার্জি

12 . ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য হল প্রায়
— ( a ) 5 , 500 কিমি ( b ) 6000 কিমি ( c ) 6 , 500 কিমি ( d ) 7000 কিমি
উত্তরঃ ( d ) 7000 কিমি

13 . ভারতের জলবায়ু প্রধানত ক্রান্তীয় প্রকৃতির কারণ — ( a ) উত্তরে হিমালয় পর্বতের অবস্থান ( b ) ভারতের অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মন্ডলে অবস্থিত । ( c ) ভারতের মহাসাগরের মাত্রাতিরিক্ত প্রভাব ( d ) জেট স্ট্রীমের ঋতুগত প্রভাব ।
উত্তরঃ ( a ) উত্তরে হিমালয় পর্বতের অবস্থান

14 . লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জটি অবস্থিত — ( a ) ভারত মহাসাগরে ( b ) আরব সাগরে ( c ) বঙ্গোপসাগরে ( d ) এগুলির কোনােটিই নয়
উত্তরঃ ( b ) আরব সাগরে

15 . আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে — ( a ) 10° চ্যানেল ( b ) 11° চ্যানেল ( c ) আন্দামান সাগর ( d ) বঙ্গোপসাগর ।
উত্তরঃ ( a ) 10° চ্যানেল

16 . ভারতের কোন্ প্রতিবেশী দেশটির আয়তন ক্ষুদ্রতম ?
— ( a ) ভুটান  ( b ) নেপাল ( c ) শ্রীলঙ্কা ( d ) বাংলাদেশ
উত্তরঃ ( a ) ভুটান  

17 , নীচের কোন রাজ্যটির স্থলভাগের আয়তন ক্ষুদ্রতম ? — ( a ) গােয়া ( b ) নাগাল্যান্ড ( c ) সিকিম ( d ) ত্রিপুরা
উত্তরঃ ( a ) গােয়া

18 , ভারতের দুটি আগ্নেয় দ্বীপপুঞ্জের নাম হল — ( a ) কাভারাত্তি এবং নিউমুর ( b ) বিট্রা এবং কাভারাত্তি ( c ) পামবান এবং ব্যারেন  ( d ) নারকোনডাম এবং ব্যারেন ।
উত্তরঃ ( d ) নারকোনডাম এবং ব্যারেন

19 . ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে কার আয়তন বৃহত্তম ? ( a ) পুদুচেরি ( b ) লাক্ষাদ্বীপ ( c ) দমন ও দিউ ( d ) চণ্ডীগড়
উত্তরঃ ( a ) পুদুচেরি

20 . কোন্ দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী ? | ( a ) শ্রীলঙ্কা ( b ) মায়ানমার ( c ) ইন্দোনেশিয়া ( d ) পাকিস্তান উত্তরমালা ।
উত্তরঃ ( b ) মায়ানমার
21 . কাঞ্চনজঙ্ অবস্থিত – – ( a ) নেপালে  ( b ) সিকিমে ( c ) পশ্চিমবঙ্গো ( d ) হিমাচল প্রদেশে
উত্তরঃ ( b ) সিকিমে

22 . কোন্ দেশগুলি অরুণাচল প্রদেশের সীমানায় রয়েছে ? ( a ) ভুটান , বাংলাদেশ ও চিন ( b ) মায়ানমার , বাংলাদেশ এবং চিন ( c ) ভুটান , চিন ও মায়ানমার  ( d ) ভুটান , বাংলাদেশ ও মায়ানমার
উত্তরঃ ( c ) ভুটান , চিন ও মায়ানমার

23 . নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক পতিত জমি রয়েছে ? ( a ) গুজরাট ( b ) মধ্যপ্রদেশ ( c ) জম্মু ও কাশ্মীর ( d ) রাজস্থান
উত্তরঃ ( c ) জম্মু ও কাশ্মীর

24 , আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বদিকে কোন দেশটি অবস্থিত ? | ( a ) থাইল্যান্ড ( b ) শ্রীলঙ্কা ( c ) ইন্দোনেশিয়া ( d ) সবগুলিই
উত্তরঃ ( c ) ইন্দোনেশিয়া

25 . নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি ? ( a ) রাজস্থান ( b ) পশ্চিমবঙ্গ ( c ) ছত্রিশগড় ( d ) ওড়িশা ।
উত্তরঃ ( d ) ওড়িশা

26 , নিম্নলিখিত কোন শহরে বছরে একবার মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপর থাকে ? ( a ) দিল্লি ও চেন্নাই ( b ) শ্রীনগর ও দার্জিলিং ( c ) হায়দ্রাবাদ ও কোহিমা ( d ) নাগপুর ও কলকাতা
উত্তরঃ ( d ) নাগপুর ও কলকাতা

27 . নিম্নলিখিত কোন্ শহর দুটি ভারতীয় প্রমাণ দ্রাঘিমায় অবস্থিত ? ( a ) ব্যাঙ্গালুরু – বারাণসী ( b ) চেন্নাই – বারাণসী ( c ) কাকিনাড়া — পন্ডিচেরি ( d ) পন্ডিচেরি – বারাণসী
উত্তরঃ ( c ) কাকিনাড়া — পন্ডিচেরি

28 . কঙ্কন উপকূল কোন্ রাজ্যের মধ্যে অবস্থিত ? ( a ) গােয়া ও কোচিন ( b ) গােয়া ও মুম্বাই ( c ) গুজরাট ও ওড়িশা ( d ) চেন্নাই ও কেরালা
উত্তরঃ ( a ) গােয়া ও কোচিন

29 . ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত ?  ( a ) সহ্যাদ্রি উপকূল ( b ) উত্তর সরকার উপকূল ( c ) করমন্ডল উপকূল ( d ) মলয়াদ্রি উপকূল ।
উত্তরঃ ( d ) মলয়াদ্রি উপকূল

30 . নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত শহরটি দাদরা ও নগর হাভেলীর রাজধানী ? — ( a ) দাদা । ( b ) নগর হাভেলী ( c ) কাভারাত্তি ( d ) সিলভাসা ।
উত্তরঃ ( d ) সিলভাসা



  ” ভারতের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” ভারতের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ ভারতের ভূগােলের ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( ভারতের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে নিচে দেওয়া লিংক থেকে  অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।




© ভূগোল শিক্ষা

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করাে বন্ধুদের মাঝে