বিশ্ব আবহাওয়া দিবস – World Meteorological Day

ভারতের আবহাওয়ার রেকর্ড


আজ বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছর ২৩ শে মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস রূপে পালিত হয়। আজকের দিনে আসুন দেখা যাক ভারতের কয়েকটি চরম আবহাওয়ার রেকর্ড।

★ ভারতের উষ্ণতম স্থানঃ- রাজস্থান রাজ্যের যোধপুর জেলার ফালোদি হল ভারতের উষ্ণতম স্থান। ১৯ শে মে, ২০১৬ সালে এখানে রেকর্ডকৃত সর্বোচ্চ উষ্ণতা হল ৫১ ডিগ্রি C।

★ ভারতের শীতলতম স্থানঃ- জম্মু ও কাশ্মীর রাজ্যের কার্গিল জেলার দ্রাস হল ভারতের শীতলতম স্থান। ২২ শে মার্চ, ১৯১১ সালে এখানে রেকর্ডকৃত সর্বনিম্ন উষ্ণতা হল মাইনাস ৩৩.৯ ডিগ্রি C।

★ ভারতের সর্বাধিক গড় বার্ষিক বৃষ্টিপাতযুক্ত স্থানঃ-
মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার মৌসিনরাম হল ভারতের সর্বাধিক গড় বার্ষিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১১,৮৭৩ মিমি। আবার, এখানে ১৯৯৮-২০১০ সাল পর্যন্ত গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১২,৭০১ মিমি।

★ ভারতের একবছরে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানঃ-
মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার চেরাপুঞ্জি (সোহরা) হল ভারতের একবছরে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এখানে ১৮৬০-৬১ বর্ষে (আগস্ট ১৮৬০-জুলাই ১৮৬১) মোট  বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৬,৪৭১ মিমি।

★ ভারতের একমাসে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানঃ-
মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার চেরাপুঞ্জি (সোহরা) হল ভারতের একমাসে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এখানে ১৮৬১ সালের জুলাই মাসে মোট মাসিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৯৩০০ মিমি।

★ ভারতের ৪৮ ঘন্টায়/২দিনে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানঃমেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার চেরাপুঞ্জি (সোহরা) হল ভারতের ৪৮ ঘন্টায়/২দিনে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। এখানে ১৯৯৫ সালের ১৫-১৬ ই জুন ৪৮ ঘন্টায়/২দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৪৯৩ মিমি।

★ ভারতের শুষ্কতম স্থানঃ- জম্মু ও কাশ্মীর রাজ্যের লেহ্ জেলার লেহ্ হল ভারতের শুষ্কতম স্থান। এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১০৫.৫ মিমি, যা ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত স্থান।

তথ্যসূত্রঃ- Google



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে