সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali
সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর

Solar System (Geography) Short Question and Answer in Bengali

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali : সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Question and Answer  নিচে দেওয়া হল। এই ” সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।

 তোমরা যারা সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো। 

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali

  1. সৌরজগৎ কাকে বলে ? 

Ans: মহাকাশের সূর্যকে কেন্দ্র করে গ্রহ,উপগ্রহ, ধুমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি মহাজাগতিক বস্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে সূর্য সহ এই সকল মহাজাগতিক বস্তুর বিরাজ ক্ষেত্রই হল সৌরজগৎ।

  1. সৌরজগতের কতগুলো গ্রহ? সৌরজগতের গ্রহগুলি কি কি?

Ans: সৌরজগতের আট টি গ্রহ। সৌরজগতের গ্রহগুলি হলো- বুধ ,শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি ,শনি, ইউরেনাস, নেপচুন। 

  1. প্লুটোকে বামন গ্রহ হিসেবে কবে চিহ্নিত করা হয়?

Ans: ২০০৬ সালে ২৪শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করেছে। এর পূর্বে প্লুটোসহ সৌরজগতে নয়টি গ্রহ ধরা হত। এই নতুন সংজ্ঞার আওতায় প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়।

  1. নক্ষত্র কাকে বলে? 

Ans: মহাকাশে যেসব বৃহৎ জ্যোতিষ্কের নিজস্ব আলো ও তাপ আছে যাদের কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সহ মহাজাগতিক বস্তু সমূহ নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে তাদের নক্ষত্র বলে।

  1. গ্রহ কাকে বলে?

Ans: গ্রহ হল মহাকাশে কোনো নক্ষত্র থেকে সৃষ্ট কঠিন পিণ্ড। গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। এরা নির্দিষ্ট কক্ষপথে উৎস নক্ষত্র কে প্রদক্ষিণ করে।

  1. বামন গ্রহ কাকে বলে? 

Ans: বামন গ্রহ হলো প্লুটো : এটি সূর্যের সবচেয়ে দূরের গ্রহ। সূর্য থেকে  প্লুটোর দূরত্ব প্রায় 590 কোটি 60 লক্ষ কিলোমিটার। প্লুটো বর্তমানে বামন গ্রহ। এই গ্রহটি ভীষণ ঠান্ডা। এর কোন উপগ্রহ নেই ।এটি সৌরজগতের অভ্যন্তরভাগের গ্রহ।

  1. ভলক্যান কি?

Ans: 1972 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানীরা আরও একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন এর নতুন গ্রহ টির নাম হল ভলক্যান।

  1. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

Ans: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3 লক্ষ 84 হাজার কিলোমিটার।

  1. শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ কাকে বলে?

Ans: অমাবস্যা পর থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে শুক্লপক্ষ ও পূর্ণিমার পর থেকে অমাবস্যা পর্যন্ত সময়কালকে কৃষ্ণপক্ষ বলে। 

  1. কোন মহাকাশচারী প্রথম চাঁদে পা রাখেন?

Ans: 1969 খ্রিস্টাব্দের 21 জুলাই নীল আমস্ট্রং এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স মহাকাশচারী প্রথম চাঁদে পা রাখেন।

  1. চাঁদের কলঙ্ক কাকে বলে?

Ans: মেঘের আকাশে পূর্ণিমা তিথিতে আমরা চাঁদের গায়ে অনেক কালো কালো দাগ দেখতে পাই ওগুলোকে চাঁদের কলঙ্ক বলে।

  1. ধুমকেতু কি?

Ans: ধুমকেতু : সৌরজগতের এক বিচিত্র জ্যোতিষ্ক হল ধূমকেতু। ধূমকেতুর আকার অনেকটা ঝাটার মতো হয়। পৃথিবী থেকে দেখা হ্যালির ধূমকেতু বিখ্যাত। 1968 খ্রিস্টাব্দে সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল।

  1. গ্রহাণুপুঞ্জ কাকে বলে?

Ans: মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দুটির মাঝখানে প্রায় 50 হাজার ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ রয়েছে এদের একত্রে গ্রহাণুপুঞ্জ বলে।

  1. নীহারিকা কি?

Ans: মহাকাশে কোথাও কোথাও উজ্জ্বল সাদা মেঘের টুকরোর মতো জ্বলন্ত গ্যাসের পিণ্ড বলি কোটি কোটি মাইল জুড়ে অবিরত চলছে এরা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে এদেরকে বলা হয় নীহারিকা। কালপুরুষ হলো একটি নীহারিকা।

  1. বৃশ্চিক মন্ডল কাকে বলে?

Ans: বৃশ্চিক মন্ডল: এই নক্ষত্র মন্ডল টিক একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে বৃশ্চিকের মতো দেখতে লাগে তাই এই নক্ষত্রমন্ডল টিকে বৃশ্চিক মন্ডল বলে ।

  1. বৃশ্চিক মন্ডলে কয়টি নক্ষত্র আছে? এই কোথায় ও কখন দেখা যায়?

Ans: বৃশ্চিক মন্ডলে 16 টি নক্ষত্র আছে এটি দক্ষিণ পূর্ব আকাশে আষাঢ়-শ্রাবণ মাসে দেখা যায়।

  1. কালপুরুষ কি? 

Ans: কালপুরুষ: এই নক্ষত্র মন্ডল টিক একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে একজন যোদ্ধার আকৃতি হয় যার হাতে ধনুক, কোমরে তলোয়ার, অন্য হাতে তির আছে বলে মনে হয়। এই নক্ষত্র মন্ডল দিকে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে দক্ষিণ পশ্চিম আকাশে এবং পৌষ মাঘ মাসে পুব আকাশে দেখা যায়।

  1. কোন নক্ষত্র জিজ্ঞাসা চিহ্ন আকৃতির দেখতে হয়?

Ans: সপ্তর্ষিমণ্ডলের মিলিতভাবে সাতটি নক্ষত্র (বশিষ্ঠ, অঙ্গিরা, মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত্য, ও ক্রতু) নক্ষত্র জিজ্ঞাসা চিহ্ন আকৃতির দেখতে হয়।

  1. ধ্রুবতারা কি? কোন আকাশে দেখা যায়?

Ans: ধ্রুবতারা সব সময় উত্তর আকাশে দেখা যায় আগেকার দিনের নাবিকরা এর সাহায্যে দিক নির্ণয় করতো।

  1. বামন গ্রহ কাকে বলে? কয়টি ও কি কি?

Ans: বামন গ্রহ (Dwarf planet) হল সৌরজগতের এক ধরনের জ্যোতিষ্ক যা সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক সজ্ঞায়িত হয়েছে। বামন গ্রহের সংখ্যা হল ৫ টি । এরা হল সেরেস , এরিস, হাউমেয়া, মাকেমাকে ও প্লুটো।

  1. কুলীন গ্রহ কাকে বলে?

Ans: যে সব গ্রহ নিজেদের কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে তাদের কুলীন গ্রহ বলে। যেমন:- বুধ ,শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি ,শনি, ইউরেনাস, নেপচুন, এরা কুলীন গ্রহ।

  1. ঝাঁটার মত দেখতে বাষ্পময় পুচ্ছ যুক্ত উজ্জ্বল জ্যোতিষ্কের নাম কি?

Ans: ঝাঁটার মত দেখতে বাষ্পময় পুচ্ছ যুক্ত উজ্জ্বল জ্যোতিষ্কের নাম ধুমকেতু।

  1. সূর্যের যে অংশটি অতি উজ্জ্বল তাকে কী বলা হয়?

Ans: সূর্যের যে অংশটি অতি উজ্জ্বল তাকে বলা হয় আলােকমন্ডল ।

  1. শনির বলয় প্রথম কে আবিষ্কার করেন?

Ans: শনির বলয় আবিষ্কার করেন বিজ্ঞানী হাইগেন ।

  1. সূর্য পৃথিবীর থেকে কত গুন বড়?

Ans: সূর্য পৃথিবীর থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়।

  1. সূর্য গ্রহণ কোন তিথিতে হয়?

Ans: সূর্য গ্রহণ অমাবস্যার তিথিতে হয়।

  1. ধুমকেতু শব্দের অর্থ কি?

Ans: ধুমকেতু শব্দের অর্থ হল ‘ইয়ার নিশান’।

  1. শুকতারা কি?

Ans: সন্ধ্যা তারা বা শুকতারা আসলে এরা কোনাে তারা নয়, এরা হল একটি গ্রহ তার নাম শুক্র গ্রহ।

  1. সূর্যে প্রায় কত পরিমাণ হিলিয়াম রয়েছে?

Ans: সূর্যে প্রায় ১৮.১৭ % হিলিয়াম রয়েছে।

  1. বৃহত্তম গ্রহানু পুঞ্জ-এর নাম কি?

Ans: সেরেস্ হল বৃহত্তম গ্রহানু পুঞ্জ।

  1. নিহারিকা পুঞ্জ কি?

Ans: অসংখ্য নক্ষত্রের সমাবেশ কে নিহারিকা পুঞ্জ বলে।

  1. বামন নক্ষত্র কাকে বলে?

Ans: সূর্যের চেয়ে ছােটো মিট মিটে আলােক যুক্ত

নক্ষত্রদের বামন নক্ষত্র বলে।

  1. হ্যালির ধুমকেতু কত বছর অন্তর দেখা যায়?

Ans: হ্যালির ধুমকেতু ৭৬ বছর অন্তর দেখা যায় ।

  1. কত খ্রিস্টাব্দে হ্যালো হ্যালির ধূমকেতু আবিষ্কার করেছিলেন?

Ans: ১৭০৭ খ্রিস্টাব্দে হ্যালো হ্যালির ধূমকেতু আবিষ্কার করেছিলেন।

  1. আলোর গতিবেগ কত?

Ans: আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ২.৯৭ লক্ষ কিমি।

  1. ধ্রুবতারার আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?

Ans: ধ্রুবতারার আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় ৪৭ বছর।

  1. সৌরমুকুট কাকে বলে?

Ans: সূর্যগ্রহন কালে সূর্যের চার দিকে যে সাদা বলয় দেখা যায় তাকেই সৌরমুকুট বলে।

  1. নিউট্রন নক্ষত্র কাকে বলে?

Ans: একটি কাল্পনিক রেখা দ্বারা বিভিন্ন নক্ষত্র যোগ করলে বিভিন্ন ধরনের মূর্তির আকৃতি ধারণ করে,একে  নিউট্রন নক্ষত্র বলে।

  1. বুধ গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো? 

Ans: বুধ গ্রহ (Mercury planet) এর বৈশিষ্ট্য :

  • সূর্যের সবচেয়ে কাছের গ্রহ।
  • সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ।
  • এর কোন প্রাকৃতিক উপগ্রহ নেই। 
  • সংঘর্ষ খাদ ছাড়া এর একমাত্র জানা ভৌগোলিক। ফিচার হচ্ছে লতিযুক্ত রিজ বা rupe।  
  • সূর্য থেকে দূরত্ব 5 কোটি 79 লক্ষ কিমিঃ।
  • এর নিরক্ষীয় ব্যাস 4880 কিমি।
  • সূর্যকে আবর্তনের সময় 58 দিন 17 ঘন্টা।
  • সূর্যকে পরিক্রমণ এর সময় 88 দিন।
  1. শুক্র গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: শুক্র গ্রহ (Venus planet) এর বৈশিষ্ট্য :

  • শুক্র গ্রহের আকার  প্রায় পৃথিবীর সমান ।
  • সূর্য থেকে এর দূরত্ব 10 কোটি 82 লক্ষ কিমি।
  • পৃথিবীর মতই এই গ্রহের ম্যান্ট্‌ল সিলিকেট দ্বারা এবং কেন্দ্রভাগ লৌহ দ্বারা গঠিত।
  •  এর বায়ুমণ্ডল বেশ পুরু এবং এর ভেতরের অংশে বিভিন্ন ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে। 
  • গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক শুষ্ক এবং এর বায়ুমণ্ডল আমাদের থেকে ৯০ গুণ বেশি ঘন।
  •  এরও কোন প্রাকৃতিক উপগ্রহ নেই। 
  • পৃষ্ঠতলের তাপমাত্রা ৪০০° সেলসিয়াস হওয়ায় এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত।
  • বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউজ গ্যাস (কার্বন ডাই অক্সাইড) থাকার কারণেই এর তাপমাত্রা এতো বেশি ।
  • পূর্ব থেকে পশ্চিমে সূর্যকে আবর্তন করে এই গ্রহ।
  • নিরক্ষীয় ব্যাস 12104 কিমি।
  • আবর্তনের সময় 243 দিন।
  • সূর্যকে পরিক্রমণ এর সময় 225 দিন।
  • শুক্রের গড় উষ্ণতা 464 ডিগ্রী সেলসিয়াস।
  • সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে।
  1. পৃথিবী গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: পৃথিবী গ্রহ (Earth planet) এর বৈশিষ্ট্য :

  • পৃথিবী সৌরজগতের ভেতরের অংশের সবচেয়ে ঘন ও বড় গ্রহ। 
  • এটিই এ অঞ্চলের একমাত্র গ্রহ যাতে বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে। 
  • একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে।  
  • শতকরা ২১ ভাগ অক্সিজেন থাকার কারণেই জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে। 
  • এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে যার নাম চাঁদ বা ‘মুন’। সৌরজগতের অন্য কোন পার্থিব গ্রহের এত বড় উপগ্রহ নেই।
  • পৃথিবীকে নীল গ্রহ বলে।
  • এর আবর্তন কাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড।
  • পরিক্রমণকাল 365 দিন 6 ঘন্টা।
  • সূর্য থেকে দূরত্ব 14 কোটি 96 লক্ষ কিমি।
  • এর নিরক্ষীয় ব্যাস 12742 কিমি।
  1. মঙ্গল গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: মঙ্গল গ্রহ (Mars planet) এর বৈশিষ্ট্য :

  • মঙ্গল গ্রহ পৃথিবী ও শুক্রের চেয়ে ছোট ।
  • এর একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। 
  • লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচা পড়ার কারণেই গ্রহটির রং লাল। তাই একে লাল গ্রহ বলে।
  • মঙ্গলের দুটি ছোট ছোট উপগ্রহ আছে যাদের নাম ডিমোস এবং ফোবোস। 
  • সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 22 কোটি 79 লক্ষ কিমি।
  • নিরক্ষীয় ব্যাস 6780 কিমি।
  • আবর্তনের সময় 24 ঘণ্টা 37 মিনিট।
  • পরিভ্রমণের সময় 687 দিন।
  • বায়ুতে নাইট্রোজেন বেশি আছে।
  1. বৃহস্পতি গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: বৃহস্পতি গ্রহ (Jupiter planet) এর বৈশিষ্ট্য :

  • বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর ৩১৮ গুণ এবং সবগুলো বহিঃস্থ গ্রহের সম্মলিত ভরের তুলনায়ও সে ২.৫ গুণ ভারী। 
  • গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। 
  • আমাদের জানামতে এই গ্রহের 79টি প্রাকৃতিক উপগ্রহ আছে।
  • চারটি বড় বড় উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা অনেকটা পার্থিব গ্রহগুলোর মত। কারণ এই উপগ্রহগুলোতে অগ্ন্যুৎপাত ও অভ্যন্তরীন তাপ বৃদ্ধির মত ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে।
  • সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমেডের আকার বুধ গ্রহ থেকেও বড়।
  • সূর্য থেকে দূরত্ব 77 কোটি 85 লক্ষ কিমি।
  • নিরক্ষীয় ব্যাস 1,39,822 কিমি।
  • আবর্তনের সময় 9 ঘণ্টা 50 মিনিট।
  • পরিক্রমণ এর সময় 11 বছর 318 দিন।
  • আয়তনে বড় বলে একেই গুরু গ্রহ বলে।
  1. শনি গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: শনি গ্রহ (Saturn planet) এর বৈশিষ্ট্য :

  • শনি হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয়-বৃহত্তম গ্রহ। 
  • লক্ষ লক্ষ সূক্ষ্ম উপগ্রহের যাগ্গে থাকে বলে বলয়ের মতো দেখায় ।
  • ১৬১০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহকে পর্যবেক্ষণ করেন এবং এর দৃষ্টিনন্দন বলয় দেখতে পান।
  • এর ভর পৃথিবীর মাত্র ৯৫ গুণ। 
  • শনির অভ্যন্তরীণ অংশটি সম্ভবত লোহা-নিকেলের একটি কেন্দ্রস্থল ও পাথর (সিলিকন ও অক্সিজেন যৌগ) দ্বারা গঠিত। 
  • সূর্য থেকে দূরত্ব 143 কোটি 30 লক্ষ কিমি।
  • নিরক্ষীয় ব্যাস 1,16,464 কিমি।
  • আবর্তনের সময় 10 ঘন্টা 14 মিনিট।
  • পরিক্রমনের সময়  29 বছর 6 মাস।
  • মূলত শনি গ্রহের রয়েছে ৬২ টি উপগ্রহ , কিন্তু এর মধ্যে নাম দেওয়া হয়েছে মাত্র ৫৩ টি উপগ্রহের।
  • শনির বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ টাইটান হল সৌরজগতের দ্বিতীয়-বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। এটি আকারে বুধ গ্রহের চেয়েও বড়ো। যদিও টাইটানের ভর বুধের ভরের চেয়ে কম। টাইটানই সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যেখানে একটি উল্লেখযোগ্য বায়ুমণ্ডল রয়েছে।
  1. ইউরেনাস গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: ইউরেনাস গ্রহ (Uranus planet) এর বৈশিষ্ট্য :

  • ইউরেনাসের ভর পৃথিবীর ১৪ গুণ। কিন্তু বহিঃস্থ গ্রহগুলোর মধ্যে এটিই সবচেয়ে হালকা।
  • এই গ্রহের নিজ অক্ষের চারদিকে পরিভ্রমণ অক্ষ সূর্যের চারদিকে আবর্তন অক্ষের প্রায় সমতলে অবস্থিত। এ কারণে সেখানে কোন ঋতু পরিবর্তন ঘটে না।  
  • এর জানা উপগ্রহের সংখ্যা ২৭টি। এর মধ্যে উপগ্রহগুলিহচ্ছে টাইটানিয়া, ওবেরন,
  •  আমব্রিয়েল, এরিয়েল ও মিরান্ডা।
  • ইউরেনাস সূর্য থেকে দূরত্ব 287 কোটি 7 লক্ষ কিমিঃ
  • নিরক্ষীয় ব্যাস 50,724 কিমি।
  • আবর্তনের সময় 10 ঘন্টা 42 মিনিট।
  • পরিক্রমণ এর সময় 84 বছর 1 মাস।
  • মিথেন গ্যাসে পূর্ণ থাকে।
  • ইউরেনাসকে শীতল গ্রহ বলে।
  1. নেপচুন গ্রহের কিছু বৈশিষ্ট্য লেখো?

Ans: নেপচুন গ্রহ (Neptune planet) এর বৈশিষ্ট্য :

  • নেপচুনের আকার ইউরেনাসের চেয়ে কম হলেও ভর তার থকে বেশি। 
  • ইউরেনাসের ভর পৃথিবীর ১৪ গুণ আর নেপচুনের ভর ১৭ গুণ। 
  • এ কারণে নেপচুনের ঘনত্ব তুলনামূলক বেশি। এটি তুলনামূলক বেশি তাপ বিকিরণ করে তবে এই বিকিরণের পরিমাণ বৃহস্পতি বা শনির থেকে কম।
  • নেপচুনের জানা উপগ্রহের সংখ্যা ১৪। 
  • এর  সবচেয়ে বড় ট্রাইটন ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। 
  • এই উপগ্রহে উষ্ণপ্রস্রবণ ওতরল নাইট্রোজেন আছে। ট্রাইটন একমাত্র বড় উপগ্রহ যার প্রতীপ কক্ষপথ আছে। নেপচুনের কক্ষপথে বেশ কিছু ক্ষুদ্র গ্রহ আছে যেগুলোকে নেপচুন ট্রোজান বলে। 
  • সূর্য থেকে দূরত্ব 450 কোটি 30 লক্ষ কিমি।
  • নিরক্ষীয় ব্যাস 49244 কিমি।
  • আবর্তনের সময় 16 ঘন্টা 7 মিনিট।
  • পরিক্রমণ সময় 165 বছর।
  • এটা খুব শীতল গ্রহ।

Geography SAQ Short Question and Answer in Bengali

3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download

File Details: 

PDF File Name সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link Click Here To Download

INFO : সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali

 ” সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9,  Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / সৌরজগৎ (ভূগোল) SAQ | Solar System (Geography) SAQ / Short Question and Answer / সৌরজগৎ (ভূগোল) কুইজ | Solar System (Geography) Quiz / সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali QNA / সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali  – সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali 

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali : সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) with Question and Answer in Bengali  | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali. সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।

সৌরজগৎ – ভূগোল প্রশ্নউত্তর | Solar System – GeographySAQ in Bengali 

সৌরজগৎ – ভূগোল প্রশ্নউত্তর | Solar System – Geography SAQ : সৌরজগৎ – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) with SAQ in Bengali  | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) SAQ in Bengali. সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

সৌরজগৎ প্রশ্ন ও উত্তর | Solar System Question and Answer in Bengali 

সৌরজগৎ প্রশ্ন ও উত্তর | Solar System Question and Answer in Bengali : সৌরজগৎ প্রশ্ন ও উত্তর | Solar System Question and Answer in Bengali  | সৌরজগৎ প্রশ্ন ও উত্তর | Solar System Question and Answer in Bengali. সৌরজগৎ (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Question and Answer in Bengali ।

Solar System (Geography) Short Question and Answer in Bengali | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর 

Solar System (Geography) Short Question and Answer in Bengali | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  – Solar System (Geography) Short Question and Answer in Bengali | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Solar System (Geography) Short Question and Answer in Bengali | সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

সৌরজগৎ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali PDF

সৌরজগৎ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। 

সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” সৌরজগৎ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Solar System (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।