Daily GK – General knowledge

General Studies


1. আকাশবাণী নামটি কে দেন..?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
2. কোন সরীসৃপ উড়তে পারে..?
উত্তরঃ ড্রাকে ভোলানার্স
3. ‘ভারতবর্ষ’ কথাটি প্রথম কোথায় পাওয়া যায়..?
উত্তরঃ ঋকবেদ
4. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন..?
উত্তরঃ সুকুমার সেন
5. অন্ধ মানুষের পড়ানোর পদ্ধতিটির নাম কি..?
উত্তরঃ লুইস ব্রেইল পদ্ধতি
6. ক্রিকেট ব্যাট তৈরি হয় কোন কাঠ দিয়ে..?
উত্তরঃ উইলো কাঠ দিয়ে
7.কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হয়..?
উত্তরঃ দঃ আমেরিকার   রাটেল স্নেক
8. লিখে পরীক্ষা দেওয়ার নীতি কবে থেকে চালু হয়..?
উত্তরঃ ১৭০২ খ্রীস্টাব্দে
9. “সারে জাঁহা সে আচ্ছা” গানটি কার লেখা..?
উত্তরঃ মহম্মদ ইকবাল
10. টুথব্রাশের আবিষ্কারক কে..?
উত্তরঃ উইলিয়াম অ্যাডিস।

11. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান..?
উত্তরঃ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ
12. আধুনিক প্রবাবিলিটি তত্ত্বের জনক কে..?
উত্তরঃ ব্লেইজ প্যাসকাল
13. ২০০৯ সালে সমাজসেবার জন্যে কোন ভারতীয় ‘র ্যামন ম্যাগসেসে’ পুরস্কার পান..?
উত্তরঃ দীপ যোশি
14. বিশ্ব খাদ্য দিবস কোন দিনটাতে পালন করা হয়..?
উত্তরঃ ১৬ অক্টোবর
15. জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি কে হন..?
উত্তরঃ বদরুদ্দিন তায়েবজি
16. ISRO কত সালে স্থাপিত হয়..?
উত্তরঃ ১৯৬৯ সালে
17. প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পান..?
উত্তরঃ নার্গিস দত্ত
18. ভারতসভা কে প্রতিষ্ঠা করেন..?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
19. ভারতের প্রথম জাতীয় সম্রাট হিসাবে কাকে চিহ্নিত করা হয়?
উত্তরঃ আকবর
20. কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন..?
উত্তরঃ লর্ড ডালহৌসি।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে