Daily GK – General knowledge
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
Ans. বর্ধমান
2. সেন্টাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
Ans. কটক।
3. গম উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
4. কোন রাজ্য গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. উত্তরপ্রদেশ
5. চা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম।
6. কোন রাজ্য ভারতে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. আসাম
7. কফি উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. কর্নাটক
8. পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. প্রথম।
9. ভারতের মধ্যে কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?
Ans. পশ্চিমবঙ্গ।
10. কার্পাস বা তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
Ans. তৃতীয়।
11. কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল ?
Ans. কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
12. তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?
Ans. মহারাষ্ট্র
13. আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
14. কোন রাজ্য আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে ?
Ans. উত্তরপ্রদেশ
15. কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে ?
Ans. পঞ্চম।
16. কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশিমবঙ্গ কোন স্থান অধিকার করে ?
Ans. দ্বিতীয়
17. ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
Ans. ঝরিয়া
18. ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কী ?
Ans. তামিলনাড়ু নিয়েভেলী আসামের নাজিয়া
19. গঙ্গার সমস্ত উপনদী ও শাখা নদীগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?
Ans. যমুনা
20. হুডু জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
Ans. রাঁচিতে।
21. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
Ans. সিয়াচেন
22. ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
Ans. লাদাখ
23. লক্টক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. মণিপুর
24. গারাে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans. নকরেক
25. গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
Ans. আরাবল্লী
26. ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয় ?
Ans. ছােটনাগপুর মালভূমি।
27. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে। ?
Ans. নর্মদা
28. নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ?
Ans. ডােডাবেট্টা।
29. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলা হয় ?
Ans. থাঞ্জাভুর
30. গােদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ?
Ans. কোলার।
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।