
Daily GK – General knowledge
ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
Ans. ভারত ও বাংলাদেশ
2. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে বৃহত্তম কোনটি ?
Ans. আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ
3. ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি ?
Ans. লাক্ষাদীপ।
4. ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans. সিকিম
5. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ? [২০১১ জনগণনা অনুযায়ী]
Ans. বিহার
6. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
Ans. অরুণাচল প্রদেশ
7. ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
Ans. ভুটান
8. ভারতের সহযােগিতায় কোন দেশে জলবিদ্যুত কেন্দ্র নির্মিত হয়েছে ?
Ans. ভুটান
9. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans. শ্রীলঙ্কা
10. ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি?
Ans. গডউইন অস্টিন
11. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
Ans. আরাবল্লী।
12. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযােগ রক্ষা করেছে ?
Ans. শ্রীনগর ও লে।
13. নাথুলা পাস কোথায় অবস্থিত ?
Ans. সিকিমে
14. রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans. হিমাচলপ্রদেশ
15. যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ?
Ans. যমুনােত্রী।
16. ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
Ans. কাঞ্চনজঙ্ঘা
17. নামচাবারওয়া কোন পর্বতশ্রেণীর সবাের্চ শৃঙ্গ?
Ans. হিমাদ্রি
Ans. সতােপন্থ হিমবাহ।
Ans. ইতালি।
Ans. জাপান, ইন্দনেশিয়া।
Ans. রাঁচিতে
Ans. তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং-হিমবাহ
Ans. গোদাবরী
Ans. শিবসমুদ্রম
Ans. এটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার দরুন
Ans. তামিলনাড়ু
Ans. দেরাদুনে
Ans. হ্যামারফাস্ট (নরওয়ে)।
Ans. পুওট উইলিয়াম (চিলি)।
30. পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
Ans. চিলি।
” জেনারেল নলেজ (General knowledge – GK) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।