মেঘনাদ সাহা জীবনী - Meghnad Saha Biography in Bengali
মেঘনাদ সাহা জীবনী - Meghnad Saha Biography in Bengali

মেঘনাদ সাহা জীবনী – Meghnad Saha Biography in Bengali

মেঘনাদ সাহা জীবনী – Meghnad Saha Biography in Bengali : মেঘনাদ সাহাতার অধ্যবসায় ও ঐকান্তিক চেষ্টায় অতি সাধারণ অবস্থা থেকে ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাBiographyবে খ্যাতি অর্জন করেছিলেন । তিনি যে কেবল একজন বিশ্ববিশ্রুত পদার্থবিদ ছিলেন তাই নয় , ভারতের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা , এমন কি ভারতের নদীবিজ্ঞান গবেষণার সূত্রপাতও তার আন্তরিক প্রচেষ্টার ফলে সুস্পষ্ট রূপ নিতে পেরেছিলাে । দামােদর ভ্যালি কর্পোরেশন । মেঘনাদ সাহার দূরদৃষ্টি ও সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির জন্য গড়ে উঠেছিল । তিনি ছিলেন ভারতের নদী নিয়ন্ত্রণ প্রকল্পের একজন বিশিষ্ট কর্মকর্তা । এর ফলে নদীর সর্বনাশা ভয়ঙ্কর বন্যার হাত থেকে মানুষ , অন্যান্য প্রাণী ও গাছপালা রেহাই পায় । তার প্রচেষ্টায় নদীকে শাসন করে তাকে মানুষের কল্যাণমূলক প্রয়ােজনে নিয়ােজিত করাও সম্ভব হয়েছে। 

মেঘনাদ সাহা কে ছিলেন ? Who is Meghnad Saha ?

মেঘনাদ সাহা (Meghnad Saha) একজন ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি গণিত নিয়ে পড়াশোনা করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়েও গবেষণা করেছেন। তিনি তাত্বিক পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তার আবিস্কৃত সাহা আয়নীভবন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করতে অপরিহার্য। তিনি ভারতে নিউক্লীয় পদার্থবিজ্ঞানে আধুনিক গবেষণার জন্য ১৯৫০ সালে পশ্চিমবঙ্গে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্য ১৯২৭ সালে লন্ডনের রয়াল সোসাইটি তাকে এফআরএস নির্বাচিত করে।

জ্যোতির্বিদ্যা গবেষণার প্রবাদ পুরুষ মেঘনাদ সাহার জীবনী – Meghnad Saha Biography in Bengali

নাম (Name) মেঘনাদ সাহা (Meghnad Saha)
জন্ম (Birthday) অক্টোবর ৬, ১৮৯৩ (6th October 1893)
জন্মস্থান (Birthplace) শেওড়াতলী, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর জেলা, অবিভক্ত ভারত (বর্তমানে বাংলাদেশ)
অভিভাবক (Parents)/ পিতামাতা জগন্নাথ সাহা (বাবা) 

ভুবনেশ্বরী দেবী (মা)

কর্মক্ষেত্র পদার্থবিদ্যা জ্যোতির্বিজ্ঞান এবং গণিত
জাতীয়তা ব্রিটিশ ভারতীয়
প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়
দাম্পত্য সঙ্গী (Spouse) রাধারাণী সাহা
সন্তান
  • ৩ পুত্র : অজিত, রঞ্জিত, প্রসেনজিৎ;
  • ৪ কন্যা: ঊষা, কৃষ্ণা, চিত্রা, সঙ্ঘমিত্রা
উল্লেখোগ্য পুরস্কার
  • ফেলো অফ দ্য রয়েল সোসাইটি
  • গ্রিফিথ পুরস্কার (কলিকাতা বিশ্ববিদ্যালয়)
পরিচিতির কারণ
  • তাপীয় আয়নীকরণ তত্ত্ব
  • সাহা আয়নীভবন সমীকরণ
  • হিন্দু বর্ষপঞ্জি সংস্কার
  • ভারতের নদী পরিকল্পনা
মৃত্যু (Death) ফেব্রুয়ারি ১৬, ১৯৫৬ (16th February 1956)

মেঘনাদ সাহার জন্ম – Meghnad Saha’s Birthday :

 মেঘনাদ সাহা ১৮৯৩ খ্রীষ্টাব্দে ৬ ই অক্টোবর বর্তমান বাংলাদেশের ঢাকার অদূরে শ্যাওড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা জগন্নাথ সাহার গ্রামের বাজারে ছিল একটি মুদির দোকান । সেই দোকানের সামান্য আয়েই কায়ক্লেশে চলত পরিবারের ভরণপােষণ । 

মেঘনাদ সাহার শৈশবকাল – Meghnad Saha’s Childhood :

 বর্ণপরিচয় শেষ হলে মেঘনাদকে গ্রামের প্রাথমিক স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হল।পিতার সঙ্গে মুদি দোকানে বসাটাই ছিল প্রধান কাজ । সেই ফাকে স্কুলে যাওয়ার সুযােগ করে নিতে হত ।

মেঘনাদ সাহার শিক্ষাজীবন – Meghnad Saha’s Education Life :

 ছেলেবেলা থেকেই ছিলেন মেধাবী । তাই যে সামান্য সময়টুকু পড়াশােনার জন্য পেতেন , তাতেই তার স্কুলের পাঠ তৈরি হয়ে যেত ।

 এভাবে দোকানের কাজ আর পড়াশােনার মধ্য দিয়েই প্রাথমিক স্কুলের পাঠ শেষ হল।এরপর ভর্তি হলেন সাত মাইল দূরের শিমুলিয়া গ্রামের মিডল স্কুলে । 

 যাতায়াতের অসুবিধার জন্য স্কুলের কাছেই এক 

চিকিৎসকের বাড়িতে থাকা – খাওয়ার ব্যবস্থা হল । বিনিময়ে মেঘনাদকে প্রয়ােজন মত বাড়ির কাজকর্ম করে দিতে হতাে ।

 দিনভর অক্লান্ত পরিশ্রমের পর বেশির ভাগ দিন রাত জেগেই । পড়াশােনা করতে হতাে তাকে । ছেলেবেলার এই দুঃখকষ্টের দিনগুলাের স্মৃতি কোনদিনই তিনি ভুলতে পারেননি ।

মেঘনাদ সাহার এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্তি : 

 মিডল স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বৃত্তিলাভকরলেন মেঘনাদ । এরপরে ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন । এই ভাবেই বিভিন্ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন । তিনি কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে এম – এস সি পাস করেন । ১৯১৮ সালে বিজ্ঞান কলেজ এবং ১৯২১ সালে কলকাতা ও ১৯২৩ সালে । এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন । 

মেঘনাদ সাহার আবিষ্কার – Meghnad Saha’s Invention :

 মেঘনাদ সাহা নিরলস গবেষণা চালিয়ে জ্যোতির্বিজ্ঞানে যেনতুন । আলােকপাত করেছিলেন তার নাম থিওরি অব থারমাল । আয়ােনাইজেশান । এর ফলে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন । তিনি সাহা সমীকরণ ‘ নামে এক মূল্যবান সূত্র আবিষ্কার করেন । এই সূত্র থেকে বিভিন্ন চাপে ও উষ্ণতায় কোনাে পদার্থে আয়নের । মাত্রা কতাে হবে সেটা জানা যায় ।

 ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স – এর গােড়াপত্তন ও গবেষণার সূত্রপাত মেঘনাদ সাহাইকরেছিলেন । স্যার এডিংটনের মতােবিজ্ঞানী মেঘনাদ সাহার গবেষণার ভূয়সী প্রশংসা করেছিলেন । সাহা সমীকরণের প্রয়ােগে সূর্যের বর্ণমন্ডলের অনেক রহস্য দূর হয়ে গিয়েছিলাে । জ্যোতির্বিজ্ঞানের আধুনিক গবেষণার ক্ষেত্রেও ঘটেছিলাে আমূল পরিবর্তন । 

মেঘনাদ সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক : 

 মেঘনাদ সাহা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসাবে সাইক্লোট্রান যন্ত্রের মাধ্যমে পারমাণু গবেষণার । ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেন ।

মেঘনাদ সাহার মৃত্যু – Meghnad Saha’s Death :

 মেঘনাল সাহা ১৯৫৬ সালের ১৬ ই ফেব্রুয়ারি ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন । তার রচিত গ্রন্থ “ দি প্রিন্সিপাল অব রিলেটিভিটি ‘ , ‘ ট্রিটাইজ অন হিট ’ , ‘ ট্রিটাইজ অন মর্ডান ফিজিক্স ’ , ‘ জুনিয়র টেক্সট বুক অব হিট উইথ মেটিওরােলজি । 

মেঘনাদ সাহা জীবনী (প্রশ্ন ও উত্তর) – Meghnad Saha Biography in Bengali (FAQ) :

  1. মেঘনাদ সাহার জন্ম কবে হয় ?

Ans: অক্টোবর ৬ ১৮৯৩ সালে ।

  1. মেঘনাদ সাহার পিতামাতার নাম কী ?

Ans: জগন্নাথ সাহা ও ভুবনেশ্বরী দেবী ।

  1. মেঘনাদ সাহার উল্লেখযোগ্য পুরস্কার কী ?

Ans: ফেলো অফ দ্য রয়েল সোসাইটি।

  1. মেঘনাদ সাহার স্ত্রীর নাম কী ?

Ans: রাধারাণী সাহা ।

  1. মেঘনাদ সাহা কত সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ?

Ans: ১৯২৩ সালে ।

  1. মেঘনাদ সাহা কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ?

Ans: ১৯২১ সালে ।

  1. মেঘনাদ সাহার জন্মস্থান কোথায় ?

Ans: শেওড়াতলী, গাজীপুর জেলা । (বর্তমান বাংলাদেশ) ।

  1. মেঘনাদ সাহার রচিত গ্রন্থ গুলির নাম কী ?

Ans:  “ দি প্রিন্সিপাল অব রিলেটিভিটি ‘ , ‘ট্রিটাইজ অন হিট ’ , ‘ ট্রিটাইজ অন মর্ডান ফিজিক্স ’ , ‘ জুনিয়র টেক্সট বুক অব হিট উইথ মেটিওরােলজি ।

  1. মেঘনাদ সাহার পরিচিতির কারণ কী ?

Ans: তাপীয় আয়নীকরণ তত্ত্ব, সাহা আয়নীভবন সমীকরণ, হিন্দু বর্ষপঞ্জি সংস্কার, ভারতের নদী পরিকল্পনা ।

  1. মেঘনাদ সাহা কবে মারা যান ?

Ans: ১৯৫৬ সালের ১৬ ই ফেব্রুয়ারি ।

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, সুকুমার রায় জীবনী – Sukumar Roy Biography in Bengali

আরও দেখুন, প্রেমেন্দ্র মিত্র জীবনী – Premendra Mitra Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography in Bengali

মেঘনাদ সাহা জীবনী – Meghnad Saha Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মেঘনাদ সাহা জীবনী – Meghnad Saha Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।