ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী - Ustad Allauddin Khan Biography in Bengali
ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী - Ustad Allauddin Khan Biography in Bengali

ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী

Ustad Allauddin Khan Biography in Bengali

ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী – Ustad Allauddin Khan Biography in Bengali : ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন সর্বকালের একজন শ্রেষ্ঠ সঙ্গীত প্রতিভা । তৎকালীন বৃটিশ সরকার তার সঙ্গীত সাধনার স্বীকৃতি দান ও শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ‘ খাঁ সাহেব ’ উপাধিতে ভূষিত করেন । দিল্লী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ‘ ডিলিট ‘ উপাধি দান করে । ভারত সরকার ১৯৫৮ সালে তাকে ‘ পদ্মভূষণ ’ খেতাবে ভূষিত করে ।

 বাঙালি সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী একটি সংক্ষিপ্ত জীবনী । ওস্তাদ আলাউদ্দিন খাঁ জীবনী – Nabinchandra Sen Biography in Bengali বা ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Allauddin Khan) আত্মজীবনী বা ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

উস্তাদ আলাউদ্দিন খাঁ কে ছিলেন ? Who is Alauddin Khan ? 

ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Allauddin Khan) ছিলেন একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Allauddin Khan) প্রখ্যাত। মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Allauddin Khan) যোগ্যতা ছিল অপরিসীম।

উস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী – Ustad Allauddin Khan’s Biography in Bengali : 

নাম (Name) ওস্তাদ আলাউদ্দিন খাঁ (Ustad Allauddin Khan)
জন্ম (Birthday) ৮ অক্টোবর ১৮৬২ (8th October 1862)
জন্মস্থান (Birthplace) শিবপুর, ত্রিপুরা (বর্তমান বাংলাদেশ)
অভিভাবক (Parents)/ পিতামাতা  সবদার আলী
পেশা (Occupation) সুরকার, সরোদই
সন্তান  ওস্তাদ আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবী
ধরন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
বাদ্যযন্ত্র সমুহ সানাই, সরোদ 
মৃত্যু (Death) ৬ সেপ্টেম্বর ১৯৭২ (6th September 1972)

উস্তাদ আলাউদ্দিন খাঁ এর জন্ম – Alauddin Khan’s Birthday :

  ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালের ৮ ই অক্টোবর ব্রাহ্মণ বাড়িয়ার শিবপুরে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম সবদার আলী । ওস্তাদ আলাউদ্দিন খাঁ পিতা মাতার তৃতীয় সন্তান । 

আলাউদ্দিন খাঁ এর শৈশব – Alauddin Khan’s Childhood :

 ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন প্রকৃতির সন্তান । প্রকৃতির সুর ছন্দ আর ভাষা তিনি খুব ভালােভাবে বুঝতে পেরেছিলেন । আর তাইতাে তিনি মাত্র দশ – বারাে বছর বয়সে সঙ্গীতের মধুর আকর্ষণে গৃহত্যাগ । করে বেরিয়ে পড়েন । প্রথমে এক যাত্রাদলে পালাগান শােনাতেন । যাত্রাদলের সঙ্গে সারা দেশ ঘুরতে ঘুরতে একদিন ঢাকায় এসে পৌঁছালেন । তারপর ঢাকা থেকে সঙ্গীতের পীঠস্থান কলকাতায় ।

আলাউদ্দিন খাঁ এর শিক্ষাজীবন – Alauddin Khan’s Education Life :

 কলকাতা বিশাল নগরী মহানগর । সারাদিন কলকাতার পথে – পথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একদিন সন্ধ্যাবেলায় এক জায়গায় এক দোকানের সিঁড়ির নীচে ঘুমিয়ে পড়লেন । পরদিন ক্ষুধার্ত হয়ে কাদতে লাগলেন । একজন বালককে কাদতে দেখে এক ভদ্রলোেক এগিয়ে এলেন । সব বৃত্তান্ত শুনে তিনি তাকে তখনকার শ্রেষ্ঠ । গােপালকৃষ্ণ ভট্টাচার্যের কাছে নিয়ে গেলেন । পক্ষাঘাতগ্রস্ত গােপালকৃষ্ণের কাছে শুরু হলাে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীত শিক্ষার জীবন । তিনি গুরুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে , তিনি । এক নাগাড়ে বারাে বছর শুধু সারগম সাধনা করবেন । কিন্তু সাত বছর পর গােপালকৃষ্ণের মৃত্যু হলাে । এই সাত বছরেই তিনি সঙ্গীত । সাধনার অনেক কিছুই আয়ত্ব করতে পেরেছিলেন । গান শুনেই তিনি স্বরলিপি তৈরি করতে পারতেন । আস্তে আস্তে তিনি ক্লারিওনেট সানাই , বীণা , সুরশৃঙ্গার ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাতে শেখেন । 

আলাউদ্দিন খাঁ এর বিবাহ জীবন – Alauddin Khan’s Marriage Life :

 যৌবনকালে একবার তিনি মেজ ভাইয়ের সাথে দেশে আসেন । অপমতার বাবা – মা মদিনা বিবি নাম্নী এক সুন্দরী তরুণীর সাথে র বিয়ে দিয়ে দেন । কিন্তু বিয়ের রাতেই তিনি ঘুমন্ত স্ত্রীকে ফেলে রেখে কলাঙ্গতায় পলায়ন করেন সঙ্গীত সাধনার ডাকে । 

আলাউদ্দিন খাঁ এর শিষ্যত্ব গ্রহন :

 পরে তিনি ময়মনসিংহের মুক্তাগাছার রাজার দরবারে বিখ্যাত সরােদবাদকওস্তাদ আহমেদ আলী খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন চার বছর । সরােদ বাদ্যযন্ত্রটি তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিলাে । এই যন্ত্র বাজনা থেকেই তিনি সেতারে সরােদের বাজনা প্রয়ােগ করে নতুন এক চাঞ্চল্যকর সুরের । সৃষ্টি করেন । পরে তিনি ওস্তাদ ওয়াজিস খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন । 

 সংকল্প , অধ্যবসায় , ধৈর্য , নিষ্ঠা , ঐকান্তিকতা থাকলে যে – কোনাে সাধনায় যে অসাধ্য সাধন করা যায় , ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন সেই সত্যেরই পরিচায়ক । তিনি তার ঐকান্তিক সাধনা বলে এক অখ্যাত গ্রাম থেকে উঠে এসে বিশ্ববিজয়ী হতে পেরেছিলেন । 

 [আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

আলাউদ্দিন খাঁ এর সন্তান – Alauddin Khan’s Childrens :

ওস্তাদ আলাউদ্দিন খাঁ পরে মদিনা বিবিকে নিয়েই সংসার পেতেছিলেন মাইহার রাজ্যে । তার এক পুত্র তিন মেয়ে । পুত্রের নাম আলী আকবর খা । পুত্র আলী আকবর খাঁ এবং ছােট মেয়ে । অন্নপূর্ণার স্বামী পন্ডিত রবিশঙ্কর পরবর্তীতে পাশ্চাত্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ঘরানার সঙ্গীত পরিবেশন করে যথেষ্ট খ্যাতি অর্জন করেন ।

আলাউদ্দিন খাঁ এর মৃত্যু – Alauddin Khan’s Death :

  ওস্তাদ আলাউদ্দিন খাঁ দীর্ঘজীবী হয়েছিলেন । ১৯৭২ সালের ৬ ই সেপ্টেম্বর ১১০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন । 

আলাউদ্দিন খাঁ এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Alauddin Khan’s Biography in Bengali (FAQ) :

  1. আলাউদ্দিন খাঁ এর জন্ম কবে হয় ?

Ans : ৮ অক্টোবর ১৮৬২ সালে ।

  1. আলাউদ্দিন খাঁ এর পিতার নাম কী ?

Ans : সাবদার আলী ।

  1. আলাউদ্দিন খাঁ এর শিক্ষাজীবন কার কাছে ?

Ans : গোপাল ভট্টাচার্যের কাছে ।

  1. আলাউদ্দিন খাঁ এর সন্তানের নাম কী ?

Ans : ওস্তাদ আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবী ।

  1. আলাউদ্দিন খাঁ কার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন?

Ans : আহমেদ আলী খাঁ এর কাছে ।

  1. আলাউদ্দিন খাঁ কে ছিলেন ? 

Ans : একজন সুরকার ।

  1. আলাউদ্দিন খাঁ এর বিয়ে কে দেন ?

Ans : মদিনা বিবি ।

  1. আলাউদ্দিন খাঁ কবে মারা যায় ?

Ans : ১৯৭২ সালে ৬ সেপ্টেম্বর ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]

🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন 🔘
Join Our Telegram Channel Click Here
Subscribe Our YouTube Channel Click Here
Like Our Facebook Page Click Here

ওস্তাদ আলাউদ্দিন খাঁ জীবনী – Nabinchandra Sen Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ওস্তাদ আলাউদ্দিন খাঁ জীবনী – Nabinchandra Sen Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।