অস্কার ওয়াইল্ড এর জীবনী - Oscar Wilde Biography in Bengali
অস্কার ওয়াইল্ড এর জীবনী - Oscar Wilde Biography in Bengali

অস্কার ওয়াইল্ড এর জীবনী

Oscar Wilde Biography in Bengali

অস্কার ওয়াইল্ড এর জীবনী – Oscar Wilde Biography in Bengali : সম্পূর্ণ নাম ছিল অস্কার ফিঙ্গাল ও ফ্ল্যাহাটি উইলস ওয়াইল্ড । পরবর্তীকালে মাঝের তিনটি শব্দ বাদ রেখে নিজেই পিতৃদত্তনামের পরিবর্তন করে নিয়েছিলেন — অস্কার ওয়াইল্ড ।

 ইংরাজী সাহিত্যের তথা বিশ্বসাহিত্যের অবিস্মরনীয় নাম অস্কার ওয়াইল্ড । গল্প , কবিতা , নাটক , প্রবন্ধ প্রভৃতি সাহিত্যের প্রধান । শাখাগুলােতেই অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) রেখে গেছেন বিশিষ্ট অবদান । 

  বিশ্ববিশ্রুত লেখক অস্কার ওয়াইল্ডের একটি সংক্ষিপ্ত জীবনী । অস্কার ওয়াইল্ড জীবনী – Oscar Wilde Biography in Bengali বা অস্কার ওয়াইল্ডের আত্মজীবনী বা অস্কার ওয়াইল্ড (Oscar Wilde Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

অস্কার ওয়াইল্ড কে ছিলেন ? Who is Oscar Wilde ?

অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) ছিলেন একজন আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) বহু ছোট গল্পও রচনা করেছেন। এছাড়া অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য ছিলেন। ভিক্টোরীয় যুগের লন্ডন শহরে অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। 

বিশ্ববিশ্রুত লেখক অস্কার ওয়াইল্ড এর জীবনী – Oscar Wilde Biography in Bengali :

নাম (Name) অস্কার ওয়াইল্ড (Oscar Wilde) 
জন্ম (Birthday) ১৬ অক্টোবর, ১৮৫৪ (16th October 1854)
জন্মস্থান (Birthplace) ডাবলিন, আয়ারল্যান্ড
অভিভাবক (Parents)/পিতামাতা  স্যার উইলিয়াম ওয়াইল্ড ও জেনি ওয়াইল্ড
পেশা (Occupation) লেখক, কবি, নাট্যকার 
শিক্ষা  পোর্তোরা রয়েল স্কুল
শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ, কেমব্রিজ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

উল্লেখযোগ্য রচনাবলী The Picture of Dorian Gray

The Importance of Being Earnest

দাম্পত্য সঙ্গী (Spouse) কন্সটেন্স লয়েড
সন্তান সাইরেল হল্যান্ড

ভিভিয়ান হল্যান্ড

মৃত্যু (Death) ৩০ নভেম্বর, ১৯০০ (30th November 1900)

অস্কার ওয়াইল্ড এর জন্ম – Oscar Wilde Birthday :

 বিশ্ববিশ্রুত লেখক অস্কার ওয়াইল্ড ১৮৫৪ সালের ১৬ ই অক্টোবর একআইরশ দম্পতির ঘরে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন ।

অস্কার ওয়াইল্ড এর পিতা ও মাতা – Oscar Wilde Parents :

 তার পিতা স্যার উইলিয়াম ওয়াইল্ড ছিলেন শহরের একজন প্রখ্যাত সার্জন এবং তিনি নিজেও একজন লেখক । তিনি বিখ্যাত আইরিশ ব্যঙ্গ রসাত্মক সাহিত্যিক অস্কার ওয়াইল্ডের জীবনীকার । ওয়াইল্ডের মা – ও ছিলেন একজন কবি ও প্রাবন্ধিক ।

অস্কার ওয়াইল্ড এর শিক্ষা জীবন – Oscar Wilde Education Life :

 শৈশব থেকেই অস্কার ওয়াইল্ড মেধার স্বাক্ষর রাখেন তার স্কুল জীবনে । বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষায় পাস করার পর তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজে ভর্তি হন । এরপর তিনি উচ্চ শিক্ষার্থে ইংল্যান্ডে চলে আসেন । ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে । 

অস্কার ওয়াইল্ড এর কবিতা – Oscar Wilde Poetry :

 যৌবনকালে এই ইংরেজী ভাষার উচ্চাকাঙ্খী ও গর্বিত লেখক অত্যন্ত সুপুরুষ ছিলেন । সৌন্দর্যের পূজারী এই সাহিত্যিক কিছুটা কবিখ্যাতি অর্জন করতে থাকেন । ১৮৭৮ সালে তিনি তার কবিতা রাভিনার জন্য পাওয়া নিউডিগেট পুরস্কারে পুরস্কৃত হন । 

 ১৮৮০ সালের শুরু থেকেই অস্কার ওয়াইল্ড শিল্পের জন্য শিল্প ’ এই মতাদর্শের প্রবর্তক হিসাবে কিছুটা গুরুত্ব অর্জন করতে থাকেন । সাহিত্যিক শিল্পী মহলে । এই সময় থেকেই তিনি সৌন্দর্য সৃষ্টি এবং রস পরিবেশন করাই সাহিত্যিক – শিল্পীদের মূল লক্ষ্য হওয়া উচিত এই মত প্রকাশ করেন তার বিভিন্ন রচনায় । তিনি বিশিষ্ট প্রাবন্ধিক জন রাস্কিন এবং কবি সুইবার্ন আর জন কীটসের ভক্ত ছিলেন।তার মতাদর্শের জন্য তিনি আমেরিকাতেও জনপ্রিয়তা পান এবং আমেরিকা সফরে আমন্ত্রিত হন । তিনি আমেরিকায় গিয়ে দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন , আমার কাছে ঘােষণা করার কিছুই নেই , শুধু আমার প্রতিভা ছাড়া । আমেরিকা সফরকালে একজন সুবক্তা হিসাবে খ্যাতি অর্জন করেন । এজন্যে পরবর্তীকালেতার বিশিষ্ট বন্ধু এবং জগদ্বিখ্যাত প্রতিভা জর্জ বার্নার্ড শর্তাকে উদ্দেশ্য করে বলেন , জগতের সবচেয়ে বড় বাকপটু প্রতিভা । এছাড়া রসাত্মক সংক্ষিপ্ত বচন রচনায় তাঁর পারদর্শিতার জন্য বার্নার্ড শ অস্কার ওয়াইল্ডকে জগতের শ্রেষ্ঠ এপিগ্রামটিস্ট নামে অভিহিত করেন ।

অস্কার ওয়াইল্ড এর বিবাহ – Oscar Wilde Marriage :

 অস্কার ওয়াইল্ড ১৮৮৪ সালে আইরিশ একজন আইনজীবির মেয়েকে বিয়ে করেন । তার দুটো পুত্র সন্তান জন্মায় । 

অস্কার ওয়াইল্ড এর বই ও নাটক – Oscar Wilde Books and Dramas :

 তার চৌত্রিশ বছর বয়সের প্রাক্কালে বের হয় ছােটদের জন্য একটা ছােট রূপকথার বই ‘ দি হ্যাপি প্রিন্স এ্যান্ড আদার টেলস ‘ । এরপর একাধারে তার সৃষ্টিধর্মী নানা ধরনের রচনা প্রকাশিত হতে থাকে । তবে তিনি সবচেয়ে কালজয়ী প্রতিভার স্বাক্ষর রাখেন ৪ টি হাস্যরস সমৃদ্ধ কমেডি নাটকের জন্যে । নাটক ৪ টি হলাে — লেডি উইন্ডার মেয়ারস ফ্যান , ( ১৮৯২ খ্রিঃ ) , এন আইডিয়াল হ্যাজব্যান্ড , ( ১৮৯৫ খ্রিঃ ) , এ ওম্যান অফ নাে ইমপরট্যান্স ( ১৮৯৩ খ্রিঃ ) এবং দ্য ইমপরট্যান্স অফ বিয়িং আর্নেস্ট ( ১৮৯৫ খ্রি 🙂 । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

অস্কার ওয়াইল্ড এর কারাদন্ড – Oscar Wilde Imprisonment :

 শেষ বয়সে এক মামলায় অস্কার ওয়াইল্ডের দুই বছর কারাদন্ড ভােগ করতে হয় । কারাদন্ড ভােগ করার পর নিজের মুখরক্ষা করতে ফ্রান্সে চলে যান ।

অস্কার ওয়াইল্ড এর মৃত্যু – Oscar Wilde Death : 

 শেষ পর্যন্ত ৪৬ বছর বয়সে প্যারিসের এক হােটেলে ১৯০০ খ্রি : ৩০ শে নভেম্বর অস্কারের নাটকীয় ঘটনায় দীর্ণজীবনের অবসান ঘটল ।

 প্যারিসের এক সেমিট্যারিতেসমাহিত করা হয় অস্কার ওয়াইল্ডকে । যিনি যন্ত্র ও বস্তুতন্ত্রের নিন্দা করেছিলেন উচ্চকণ্ঠে , মানুষের মহত্বের । জয়গান করেছিলেন এবং জীবনে সৌন্দর্যের প্রয়ােজনীয়তার কথা । বলে গেছেন মর্মস্পর্শী ভাষায় ।

অস্কার ওয়াইল্ড এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Oscar Wilde Biography in Bengali (FAQ):

  1. অস্কার ওয়াইল্ড কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৬ অক্টোবর, ১৮৫৪ ।

  1. অস্কার ওয়াইল্ড এর পিতার নাম কী ?

Ans. স্যার উইলিয়াম ওয়াইল্ড ।

  1. অস্কার ওয়াইল্ড এর মায়ের নাম কী ?

Ans. জেনি ওয়াইল্ড ।

  1. অস্কার ওয়াইল্ড এর স্ত্রীর নাম কী ?

Ans. কন্সটেন্স লয়েড ।

  1. অস্কার ওয়াইল্ড এর সন্তানের নাম কী ?

Ans. সাইরেল হল্যান্ড , ভিভিয়ান হল্যান্ড ।

  1. অস্কার ওয়াইল্ড এর শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?

Ans. ট্রিনিটি কলেজ, কেমব্রিজ , অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ।

  1. অস্কার ওয়াইল্ড এর নাটক গুলির নাম কী ?

Ans. লেডি উইন্ডার মেয়ারস ফ্যান  , এন আইডিয়াল হ্যাজব্যান্ড , এ ওম্যান অফ নাে ইমপরট্যান্স এবং দ্য ইমপরট্যান্স অফ বিয়িং আর্নেস্ট ।

  1. অস্কার ওয়াইল্ড কবে মারা যান ?

Ans. ১৯০০ খ্রি : ৩০ শে নভেম্বর ।

  1. অস্কার ওয়াইল্ড কোথায় মারা যান ?

Ans. প্যারিসের এক হোটেল এ ।

  1. অস্কার ওয়াইল্ড কত বছর বয়সে মারা যান ?

Ans. ৪৬ বছর বয়সে ।

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali

আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali

আরও দেখুন, জোনাথন সুইফটের জীবনী – Jonathan Swift Biography in Bengali

আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali]

অস্কার ওয়াইল্ড জীবনী – Oscar Wilde Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অস্কার ওয়াইল্ড জীবনী – Oscar Wilde Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।