Class 11 Sanskrit Suggestion 2023 | একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩
Class 11 Sanskrit Suggestion 2023 | একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩

Class 11 Sanskrit Suggestion 2023

একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩

Class 11 Sanskrit Suggestion 2023 একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩ : পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সাজেশন ২০২৩ (West Bengal Class 11th Sanskrit Suggestion 2023) নিচে দেওয়া হল। এই West Bengal Class 11 Sanskrit Suggestion 2023 WBCHSE Class Eleven – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি আগামী Class 11 Sanskrit 2023 – একাদশ শ্রেণীর সংস্কৃত ২০২৩ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা একাদশ শ্রেণির একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩ – Class 11 Sanskrit Suggestion 2023 খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (Class 11 Sanskrit Suggestion 2023 – একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

  একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩ – Class 11 Sanskrit Suggestion 2023 নিচে দেওয়া হয়েছে। 

West Bengal Class 11th Sanskrit Suggestion 2023 WBCHSE | Class 11 Sanskrit Suggestion 2023 | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023

একাদশ শ্রেণীর সংস্কৃত MCQ সাজেশন ২০২৩ :

  1. ইন্দ্রের প্রধান সহচর কে ? 

(A) যক্ষ 

(B) মেঘ 

(C) হাতি

(D) কুবের 

Ans: B

  1. নরেন্দ্রনাথ কোন বংশের সন্তান ছিলেন ? 

(A) মিত্র

(B) শাস্ত্রী

(C) দত্ত 

(D) যদু

Ans: C

  1. ভারতবিবেকম নাটকে মােট কটি দৃশ্য আছে ?

(A) একটি

(B) পাঁচটি

(C) দশটি

(D) পনেরােটি 

Ans: C

  1. তরুণ বয়সি … সঙ্গীতনিপুণঃ এই উক্তিটি কার ? 

(A) শ্রীরামকৃষ্ণের 

(B) নরেন্দ্রনাথের 

(C) সুরেন্দ্রনাথের 

(D) ভবতারিণীর

Ans: C

  1. নক্তন্দিবম্ কথার অর্থ কী ? 

(A) রাতদিন

(B) যথাপূর্ব 

(C) ভাবব্যাকুল 

(D) কোনােটিই নয়

Ans: A

  1. নরেন্দ্রনাথ কীসের দ্বারা রামকৃষ্ণের চিত্তবিনােদন করেন ? 

(A) বেদপাঠে 

(B) নৃত্যে 

(C) সংগীতে 

(D) আবৃত্তিতে 

Ans: C

  1. কে থাকলে সেই স্থান দেবতুল্য হয় ? 

(A) শ্রীরামকৃষ্ণ

(B) বিবেকানন্দ 

(C) ভবতারিণী 

(D) ভক্তেরা 

Ans: A

  1. মলয় পবণের স্পর্শে কে পুলকাকুল হয় ? 

(A) বেণুবন 

(B) তৃণ 

(C) বৃক্ষশাখা

(D) নদী

Ans: A

  1. নৃমুণ্ডমালিনী কে ? 

(A) শ্রীদুর্গা 

(B) ভবতারিণী 

(C) সরস্বতী 

(D) হরগৌরী 

Ans: B

  1. ভারতবিবেক কী ধরনের নাটক ? 

(A) গীতিনাট্য 

(B) জীবনীমূলক 

(C) প্রেমমূলক 

(D) ভক্তিমূলক 

Ans: B

  1. নরেন্দ্রনাথের চক্ষু যুগল কী রকম ছিল ? 

(A) ক্ষুদ্র 

(B) অতিগভীর 

(C) আকৰ্ণবিস্তৃত 

(D) ভয়ার্থ

Ans: C

  1. ঋগবেদের পুরােহিতদের নাম কী ? 

(A) উদগাতা 

(B) ব্রহ্মা 

(C) হােতা 

(D) অধ্বর্য 

Ans: C

  1. সামবেদের মন্ত্র সংখ্যা কত ? 

(A) ১৭১০ 

(B) ১৮০০ 

(C) ১৮১০ 

(D) ১৯০০

Ans: C

  1. বেদের প্রখ্যাত টীকাকার কে ? 

(A) সায়ন 

(B) কুমারিলভট্ট

(C) শবরস্বামী 

(D) মল্লিনাথ 

Ans: A

15 নিরুত্তের রচয়িতা কে ? 

(A) যাস্ক 

(B) পতঞ্জলি 

(C) কাত্যায়ন 

(D) পাণিনি 

Ans: A

  1. ছয়টি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গের নাম কী ? 

(A) কল্প 

(B) ব্যাকরণ

(C) ছন্দ 

(D) শিক্ষা 

Ans: D

  1. প্রধান বৈদিক ছন্দের সংখ্যা কত ? 

(A) সাতটি 

(B) আটটি 

(C) নয়টি 

(D) দশটি 

Ans: A

  1. উপনিষদের অপর নাম কী ? 

(A) সাধারণ বিদ্যা 

(B) ত্রয়ী বিদ্যা 

(C) ব্রাহ্মণবিদ্যা 

(D) ব্রহ্মবিদ্যা 

Ans: D

  1. মন্ত্রের সমষ্টিকে কী বলে ? 

(A) বর্গ

(B) অষ্টক 

(C) অধ্যায় 

(D) সূক্ত

Ans: D

  1. ঈশােপনিষদ কোন বেদের মধ্যে আছে ? 

(A) শুক্লযজুর্বেদ 

(B) কৃষ্ণযজুর্বেদ 

(C) ঋগবেদ 

(D) অথর্ববেদ 

Ans: A

  1. সামবেদের আরণ্যক কী ? 

(A) শতপথ 

(B) মুণ্ডক 

(C) ছান্দগ্য 

(D) ঈশ

Ans: C

  1. বিভিন্ন উপনিষদে জগৎ স্রষ্টাকে কী বলে ? 

(A) দেবতা 

(B) প্রতিপালক 

(C) প্রজাপতি 

(D) সর্বশক্তিমান ।

Ans: C

  1. বেদ কথার অর্থ কী ?

(A) মােক্ষ 

(B) জ্ঞান 

(C) শ্রুতি 

(D) ত্রয়ী

Ans: B

  1. বৃহদ্দেবতার রচনাকার কে ? 

(A) স্কন্দস্বামী 

(B) মহর্ষি শৌণক 

(C) জৈমিনি 

(D) কৌথুম

Ans: B

  1. নিরুক্তকার রূপে কে প্রসিদ্ধ ?

(A) পাণিনি

(B) সায়ন

(C) পিঙ্গল

(D) যাস্ক

Ans: C

  1. পঞ্চতন্ত্রের রচয়িতা কে ? 

(A) শীহর্ষ 

(B) হরিশৰ্মা 

(C) নারায়ণ শৰ্মা 

(D) বিষ্ণুশর্মা

Ans: D

  1. ব্রাহ্মণচৌরপিশাচকথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অংশ ? 

(A) মিত্রভেদ 

(B) মিত্রপ্রাপ্তি 

(C) অপরীক্ষিত কারক 

(D) কাকোলূকীয় 

Ans: D

  1. শ্মশ্রু কথার অর্থ কী ?

(A) চুল 

(B) দাড়ি 

(C) গোঁফ 

(D) নােখ 

Ans: B

  1. গােযুগমিদমপহরিষ্যামি ’ একথা কে বলেছিল ? 

(A) ব্রাহ্মণ 

(B) ব্রহ্মরাক্ষস 

(C) চোর 

(D) যজমান 

Ans: C

  1. পিঙ্গলবর্ণ চুল – দাড়ি কার ছিল ? 

(A) চোরের 

(B) রাজার 

(C) ব্রাহ্মণের 

(D) ব্রহ্মরাক্ষসের 

Ans: D

  1. ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পে ব্রাহ্মণকে গােরু দুটি দান করেছিল কে ? 

(A) শিষ্য

(B) প্রতিবেশি 

(C) রাজা 

(D) যজমান 

Ans: D

  1. ‘ভদ্র ! ষষ্ঠাহ্নকালিকোহহম ৷’ একথা কে বলেছিল ? 

(A) ব্রহ্মরাক্ষস 

(B) চোর 

(C) ব্রাহ্মণ 

(D) কেউ না 

Ans: A

  1. চোর ব্রহ্মরাক্ষসকে কোথায় দেখতে পেয়েছিল ? 

(A) পােড়াে বাড়িতে 

(B) ব্রাহ্মণের বাড়িতে 

(C) মাঝপথে 

(D) ব্রাহ্মণের বাড়ির কাছে ।

Ans: C

  1. অনুকম্পয়া শব্দের অর্থ কী ? 

(A) কম্পমান 

(B) করুণাবশত 

(C) অনুকরণ 

(D) কোনােটিই নয় 

Ans: B

  1. চোর ও রাক্ষস ব্রাহ্মণের ঘরে কখনাে ঢুকেছিল ? 

(A) সন্ধ্যায় 

(B) ভােরে 

(C) ব্রাহ্মণ জেগে থাকলে 

(D) রাতে ব্রাহ্মণ ঘুমােলে 

Ans: D

  1. মগধের রাজার নাম কী ছিল ? 

(A) মানসার 

(B) রাজবাহন 

(C) রাজহংস 

(D) সিতবর্মা 

Ans: C

  1. সত্যবর্মার পিতার নাম কী ? 

(A) ধর্মপাল 

(B) সিতবর্মা 

(C) পদ্মেদ্ভব 

(D) সত্যবর্মা 

Ans: B

38 দশকুমারচরিতম্ এর রচয়িতা কে ? 

(A) সুবন্ধু 

(B) ক্ষপণক 

(C) বিষ্ণুশর্মা 

(D) দণ্ডী 

Ans: D

  1. মন্ত্রীপুত্রদের মধ্যে কে ধার্মিক ছিলেন ? 

(A) সিতবর্মা 

(B) ধর্মপাল 

(C) সত্যবর্মা 

(D) সুমতি 

Ans: C

  1. কুঞ্জর শব্দের অর্থ কী ? 

(A) হস্তী

(B) অশ্ব 

(C) মকর

(D) শত্রু 

Ans: A

  1. দুষ্ট , নট , গণিকাতে কে আসক্ত ছিলেন ? 

(A) কামপাল 

(B) সুমন্ত্র 

(C) সত্যবর্মা 

(D) রত্নোদ্ভব 

Ans: A

  1. ইন্দ্রপুরীর উদ্যানে ভ্রমণকালে কারা রাজবন্দনার গান গাইত ? 

(A) স্বর্গের অপ্সরীরা 

(B) নাগরিকরা

(C) মন্ত্রীরা 

(D) মন্ত্রীপুত্রেরা 

Ans: A

  1. অমরসরিৎ বলতে কাকে বােঝায় ? 

(A) ভাগিরথী

(B) গঙ্গা 

(C) যমুনা 

(D) মন্দাকিনী

Ans: D

  1. যুদ্ধের পরিণতি কী ? 

(A) মগধের জয় 

(B) মালবের জয় 

(C) কোন মীমাংসা নেই 

(D) উভয়ে নিহত হয় । 

Ans: A

  1. ব্রহ্মার অবস্থান কোথায় ? 

(A) নাভিপথে 

(B) দেবলােকে 

(C) যমলােকে 

(D) ব্রহ্মলােকে 

Ans: A

  1. গীতগােবিন্দ এর কয়টি সর্গ আছে ? 

(A) নয়টি

(B) দশটি 

(C) এগারােটি 

(D) বারােটি 

Ans: D

  1. দশম অবতার কে ? 

(A) কল্কি

(B) বরাহ 

(C) বুদ্ধ 

(D) বামন 

Ans: A

  1. কাকে ভৃগুপতি বলা হয় ? 

(A) বলরামকে 

(B) পরশুরামকে 

(C) রামকে 

(D) লক্ষণকে 

Ans: B

  1. শ্রীবিষ্ণুর কোন অবতার অহিংসার বাণী প্রচার করেন ? 

(A) বামন

(B) বুদ্ধ 

(C) নৃসিংহ 

(D) মৎস্য 

Ans: B

  1. কার পৃষ্ঠদেশে চক্রতুল্য চিহ্ন ছিল ? 

(A) বামন 

(B) রাম 

(C) বলরাম 

(D) কূর্ম 

Ans: D

  1. দৈত্যরাজ বলিকে কে বন্দি করেছিলেন ? 

(A) বামনরূপী বিষ্ণু 

(B) এক ব্রাহ্মণ 

(C) রাবণ 

(D) হিরণ্যাক্ষ 

Ans: A

  1. দশমুখ বলতে কাকে বােঝায় ? 

(A) রামকে 

(B) রাবণকে 

(C) দশদিককে 

(D) ব্রহ্মকে 

Ans: B

  1. পরশুরাম কতবার ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন ? 

(A) উনিশ 

(B) কুড়ি 

(C) একুশ 

(D) বাইশ 

Ans: C

  1. কল্পি অবতাররূপে শ্রীবিষ্ণু কাদের হত্যা করেন ? 

(A) রাক্ষসদের 

(B) ম্লেচ্ছদের 

(C) ক্ষত্রিয়দের 

(D) পশুদের 

Ans: B

  1. গীতগােবিন্দ কোন শ্রেণির কাব্য ? 

(A) গদ্যকাব্য 

(B) গীতিকাব্য 

(C) মহাকাব্য 

(D) নাট্যকাব্য 

Ans: B

  1. যক্ষের প্রভু কে ? 

(A) শিব

(B) মেঘ 

(C) কুবের 

(D) ইন্দ্র 

Ans: C

  1. বিরহবিধুরা পত্নী ’ বলতে কাকে বােঝানাে হয়েছে ? 

(A) কুবেরের পত্নীকে 

(B) যক্ষের পত্নীকে 

(C) ইন্দ্রের পত্নীকে  

(D) শিবের পত্নীকে 

Ans: B

  1. কার ক্রোধে যক্ষ তার প্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছিল ? 

(A) শিবের 

(B) কুবেরের 

(C) ইন্দ্রের 

(D) মেঘের 

Ans: B

  1. মেঘকে উড়তে দেখলে কাদের মনে আশার সঞ্চার হবে ? 

(A) কুমারীদের 

(B) বৃদ্ধাদের 

(C) বিধবাদের 

(D) প্রােষিতভর্তৃকাদের 

Ans: D

  1. যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল ? 

(A) মাল্যবান পর্বতে 

(B) রামগিরিতে 

(C) যক্ষপুরীতে 

(D) অলকাপুরীতে 

Ans: B

একাদশ শ্রেণীর সংস্কৃত SAQ সাজেশন ২০২৩ :

  1. পথিক বণিতা মেঘকে কেমনভাবে দেখবে ? 

Ans: পথিক বণিতা কানের দুপাশ থেকে চোখের উপর ছড়িয়ে পড়া কেশগুচ্ছকে উপরে তুলে স্বামী ঘরে ফিরবে এই আশায় আকাশে আরূঢ় মেঘকে দেখবে ।

  1. “ যাচঞা মােঘা বরমধিগুণে নামে লব্ধকামা ’ – বলতে কী বােঝানাে হয়েছে ? 

Ans: এই বাক্যাংশে কালিদাস বলেছেন , যার মানসিক ঔদার্য নেই , তার কাছে প্রার্থনা করাই বৃথা এবং মেঘের মতাে উদার ও গুণবানের কাছে প্রার্থনা বিফল হলেও তা অর্থহীন নয় । 

  1. যক্ষ কে ? 

Ans: যক্ষ হল ধনপতি কুবেরের উদ্যানরক্ষক , যাকে কুবের প্রত্যহ শিব আরাধনার জন্য মানস রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করেন । 

  1. ‘ অপূর্বস্তব কণ্ঠস্বরঃ – কে , কাকে , কখন একথা বলেছেন ? 

Ans: সুরেন্দ্রনাথ তাঁর প্রতিবেশি নরেন্দ্রনাথকে ডেকে আনার পর নরেন্দ্রনাথের সুমধুর কণ্ঠসংগীত সুধায় মুগ্ধ রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একথা বলেছিলেন ।

  1. আনন্দেন নৃত্যতি ’ – কে , কেন আনন্দে নৃত্য করেছিলেন ? 

Ans: সুরেন্দ্রনাথের গৃহে নরেন্দ্রনাথ প্রবেশ করামাত্রই শ্রীরামকৃষ্ণ নিশ্চিত হয়ে যান যে এই সেই উত্তর সাধক , যার জন্য দিবারাত্র প্রার্থনা করেছেন সেই কাঙ্ক্ষিত উত্তরসাধকের দর্শনে আনন্দে তিনি নৃত্য শুরু করেছিলেন ।

  1. রামকৃষ্ণ দেবীকে কী কী বিশেষণে ভূষিত করেছেন ? 

Ans: রামকৃষ্ণ দেবীকে সন্ন্যাসীজনের গতিস্বরূপা মা , ভবতারিণী , মােক্ষকারিণী , কোটি দুঃখহারিনী , মমতাময়ী শান্তিকারিণী এবং অকারণ কৃপাকারিণী বলে অলংকৃতা করেছেন ।

  1. কোন সন্ধ্যাকে মধুরা সন্ধ্যা বলা হয়েছে ? 

Ans: সুরেন্দ্রনাথের বাড়িতে যে সন্ধ্যায় গুরুদেব শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন , সেই সন্ধ্যাকে মধুরা সন্ধ্যা বলা হয়েছে । 

  1. রামকৃষ্ণ নরেন্দ্রকে প্রথমে কী বলেছিলেন ? Ans: রামকৃষ্ণ নরেন্দ্রকে প্রথমে বলেছিলেন যে তার মুখ থেকে মাতৃনাম শুনতে খুব ইচ্ছা করছে , সে যেন সংগীতের মাধ্যমে তাঁর চিত্তবিনােদন করে ।
  2. সুরেন্দ্রনাথ কে ? 

Ans: সুরেন্দ্রনাথ ভারতবিবেকম নাটকের একটি চরিত্র যিনি কলকাতার সিমুলিয়া অঞ্চলের বাসিন্দা ও পরম শ্রীরামকৃষ্ণ ভক্ত , যাঁর গৃহে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছেন । 

  1. নরেন্দ্রনাথ কার সঙ্গে রামকৃষ্ণের কাছে এসেছিলেন ? 

Ans: কলকাতার সিমুলিয়ায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে রামকৃষ্ণ মাতৃবন্দনার সংগীত শােনার বাসনা প্রকাশ করলে সুরেন্দ্রনাথ তাঁর প্রতিবেশি ও পরিচিত তরুণ নরেন্দ্রনাথকে ডেকে নিয়ে আসেন ।

  1. বেদের কয় ভাগ ও কী কী ? 

Ans: বেদের দুটি ভাগ মন্ত্র ও ব্রাহ্মণ । আবার ব্রাহ্মণ ভাগের শেষ দুটি অংশ হল আরণ্যক ও উপনিষদ । 

  1. বৈদিক ছন্দগুলি কী কী ? 

Ans: বৈদিক ছন্দগুলি হল -অনুষ্টুপ , গায়ত্রী , ত্রিষ্টুপ , জগতী , উদ্দিক , বৃহতী ও পঙক্তি । 

  1. বেদের অপর নাম কী কী ? 

Ans: বেদের অপর নাম শ্রুতি , ত্রয়ীবিদ্যা , আগমছন্দম । 

  1. ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় কী কী ? 

Ans: ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয়গুলি হল বিধি , অর্থবাদ , নিন্দা , প্রশংসা , পুরাকল্প ও পুরাকৃতি । এই ছয়টি বিষয়ের আলােচনা । 

  1. বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড সংখ্যা কত ও কী কী ? 

Ans: বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড সংখ্যা তিনটি মধুকাণ্ড , যাজ্ঞবল্ক্যকাণ্ড ও খিলকাণ্ড ।

  1. কল্পশাস্ত্রের কয়েকজন প্রণেতার নাম বলাে । 

Ans: কল্পশাস্ত্রের কয়েকজন প্রণেতা হলেন আশ্বলায়ন সাংখ্যায়ন , বৌধায়ন , কাত্যায়ন , অপস্তম্ব প্রভৃতি ঋষি । 

  1. ত্রিমুনি ব্যাকরণ কী ? 

Ans: পাণিনির অষ্ঠাধ্যায়ী কাত্যায়নের বার্তিক ও পতঞ্জলির মহাভাষ্য এই তিনটিকে একত্রে ত্রিমুনি ব্যাকরণ বলে । 

  1. ঋত্বিক কয় প্রকার ও কী কী ? 

Ans: ঋত্বিক চার প্রকার হােতা , উদ্গাতা , অধ্বর্য্য , ব্রহ্মা । 

  1. কল্পসূত্র ক – প্রকার ও কী কী ? 

Ans: কল্পসূত্র চার প্রকার শ্রৌতসূত্র , গৃহ্যসূত্র , ধর্মসূত্র ও শুল্কসূত্র ।

21 রামগিরি পর্বতের আশ্রমটির বর্ণনা দাও ।

Ans: রামগিরি পর্বতের আশ্রমটি রামসীতার স্মৃতি বিজড়িত , বৃক্ষচ্ছায়ায় স্নিগ্ধ এবং জনকদুহিতা সীতার অঙ্গস্পর্শে পবিত্র জলাশয়ও আছে নিকটেই ।

  1. ব্রাহ্মণের আর্থিক অবস্থা কীরূপ ছিল ?

 Ans: ব্রাহ্মণের আর্থিক অবস্থা ছিল খুবই করুণ , কারণ সে অন্যের যৎকিঞ্চিত দান গ্রহণ করে জীবনযাপন করত । 

  1. ব্রাহ্মণচৌরপিশাচকথা গল্পের নীতি কী ? 

Ans: এ গল্পের নীতি হল শত্রুরা নিজেদের মধ্যে বিবাদ করলে তৃতীয় পক্ষের হিতসাধন হয় । 

  1. ব্রহ্মরাক্ষসের শারীরিক বর্ণনা দাও । 

Ans: ব্রহ্মরাক্ষসের তীক্ষ্ণ দন্তপঙক্তি , উচ্চনাসিকা , রক্তবর্ণ চক্ষুদ্বয় , মুখমণ্ডল কঠোর ও শুষ্ক , চুলদাড়ি পিঙ্গল বর্ণ , লােমশ শরীরের শিরা – ধমনি স্পষ্ট দৃশ্যমান । 

  1. ব্রাহ্মণ কীভাবে জেগে উঠেছিল ? 

Ans: চোর ও ব্রহ্মরাক্ষস দুজনে কে আগে তার কাজ সমাধা করবে এই নিয়ে বিবাদে রত হল , তাদের বিবাদ শব্দে ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠল । 

  1. ব্রাহ্মণ কীভাবে চোরের হাত থেকে তার গােবৎস দুটি রক্ষাকরেছিল ? 

Ans: চোর ও ব্রহ্মরাক্ষসের বিবাদের ফলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায় এবং সে মুগুর বা লাঠির সাহায্যে চোরকে বিতাড়িত করে তার গােবৎস দুটি রক্ষা করতে সমর্থ হয় । 

  1. পরশুরাম অবতারের স্বরূপ বিশ্লেষণ করাে । 

Ans: পুরাণ মতে , একদা ক্ষত্রিয়দের চরম অত্যাচারে বিশ্বচরাচর ভীতসন্ত্রস্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছিল বলেই ভগবান শ্রীবিষ্ণু ভৃগুপতি পরশুরামের রূপ ধারণ করে কুঠারাঘাতে একুশবার ক্ষত্রিয়দের বিনাশ করে তাদের রুধিরধারায় জগৎকে পবিত্র করেছিলেন । 

  1. বিষ্ণু কেন নৃসিংহ অবতারের রূপ ধারণ করেছিলেন ? 

Ans: দেবতার বরে দৈত্যরাজ হিরণ্যকশিপু অমর বলেই ভগবান শ্রীবিষ্ণু অর্ধনর ও অর্ধসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেন । 

  1. প্রলয়কালে বেদ কীভাবে রক্ষিত হয়েছিল ?

 Ans: প্রলয়কালে বেদরাশি সমুদ্রগর্ভে নিমজ্জমান হলে ভগবান শ্রীহরি মৎস্যরূপ ধারণ করে নৌকার মত বেদসমূহকে রক্ষা করেছিলেন । 

  1. বিষ্ণুর দশাবতারের নামগুলি লেখাে । 

Ans: বিষ্ণুর দশ অবতার হলেন মৎস্য , কূর্ম , বরাহ , নৃসিংহ , বামন , পরশুরাম , রাম , বলরাম , বুদ্ধ ও কল্কি । 

  1. পৃথিবীকে কখন কেন্দ্র সংলগ্ন কলঙ্করেখার মতাে দেখিয়েছিল ? 

Ans: ভগবান বাহরূপে পৃথিবীকে উদ্ধার করার জন্য দাঁতের অগ্রভাগ দ্বারা ধারণ করলে শুভ্রদন্তলগ্না পৃথিবীকে চন্দ্র সংলগ্ন কলঙ্করেখার মতাে দেখিয়েছিল । 

  1. যমুনা ভীতা হয়েছিলেন কেন ? 

Ans: একবার বলরামের হল বা লাঙলের আকর্ষণে যমুনার স্রোত পরিবর্তিত হয়েছিল বলেই পুনরায় যাতে যমুনার গতি বা স্রোত পরিবর্তিত না হয় সেই জন্য বলরামের হলে ভীতা হয়েছিলেন । 

  1. কূর্ম অবতাররূপে বিষ্ণু কীভাবে পৃথিবীকে রক্ষা করেছেন ?

Ans: বিষ্ণু কৃর্ম বা কচ্ছপের রূপ ধারণ করে তাঁর পৃষ্ঠদেশে টলমলায়মান ধরণিকে ধারণ করে বিশ্বকে স্থিতি দিয়েছেন । 

  1. কাদের যুদ্ধক্ষেত্রে কম্পন হয়েছিল ? 

Ans: মগধরাজ রাজহংসের যুদ্ধযাত্রাকালে সমুদ্রের গর্জনের থেকে গভীরতর ভেরির শব্দ হঠাৎ শুনে দিগহস্তীদল ভয়ে কম্পিত হয়েছিল । 

  1. সত্যবর্মা কী ?

 Ans: মগধরাজ রাজহংসের মন্ত্রী সিতবর্মার ধর্মপরায়ণ পুত্র সত্যবর্মা সংসারের অসারতর উপলব্ধি করে তীর্থযাত্রার অভিলাষে দেশান্তরে গমন করেন । 

  1. মগধ রাজমহিষী কেমন ছিলেন ? 

Ans: মগধরাজ রাজহংসের মহিষী বসুমতী ছিলেন শুভবুদ্ধিসম্পন্না , লীলাময়ী এবং নারীকুলের শ্রেষ্ঠ রমণী । 

  1. রাজহংসের অস্ত্রনৈপুণ্যের নিদর্শন কী ? 

Ans: বলশালী মগধরাজ রাজহংস একসময় নানাবিধ অস্ত্রনৈপুণ্য অসংখ্য রাজাদের মুকুটের প্রান্তভাগে শরবিদ্ধ করে শত্রুনাশ করেছিলেন ।

  1. যুদ্ধে মালবরাজ পরাজিত হয়েছিলেন কেন ?

 Ans: যুদ্ধে মগধসৈন্যের দ্বারা তাঁর সৈন্যদল হ্রাস পাওয়ায় মানসার যুদ্ধে পরাজিত হন । 

  1. রাজহংসের দিগন্তব্যাপী কীর্তির শুভ্রতা কাদের সঙ্গে তুলনীয় ? 

Ans: রাজহংসের দিগন্তব্যাপী কীর্তির শুভ্রতা শরতের চন্দ্র , কুন্দকুসুম , কপূর , তুষার , মণিহার , শ্বেতপদ্ম রাজহাঁস , ঐরাবত , জল , দুগ্ধ ও শিবের অট্টহাসির সঙ্গে তুলনীয় । 

  1. কন্দর্প সৌন্দর্য বলতে কী বােঝ ? 

Ans: কন্দর্প সৌন্দর্য বলতে কামদেব বা কন্দর্পের মত অতুলনীয় । সৌন্দর্যের অধিকারীকে অর্থাৎ মগধরাজ রাজহংসকে বােঝানাে হয়েছে।

একাদশ শ্রেণীর সংস্কৃত পদ্যাংশঃ সাজেশন ২০২৩ :

(A) মেঘদূতম্ঃ-

  1. মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো।
  2. মেঘের জন্ম ও বংশপরিচয় বা “ধূমজ্যোতিঃ খলিল মরুতাং।”—/যাত্রাপথের আকর্ষণের বর্ননা।

3.. যক্ষ মেঘকে কী বলেছিল ?

  1. বিষয়বস্তু আলোচনা কর।
  2. মেঘ কিভাবে একটি চরিত্র হয়ে উঠেছে?/যক্ষের অন্তর্বেদনা/মেঘের নিকট যক্ষের সবিনয় কাতোরোক্তি।
  3. “তস্য স্থিত্বা কথমপি পুরঃ।”—/”যাঞ্চা মোঘা বরমাধিগুণে লব্ধনামা।”—
  4. “ত্বমারূঢ়া পবনপদবী…পরাধীনবৃত্তি…”—
  5. দশ অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো।

(B) দশাবতারস্তোত্রম্ঃ-

  1. জয়দেবের পরিচয় দাও।
  2. বিষয়বস্তু আলোচনা কর।
  3. দশটি অবতারের বর্ণনা দাও।

একাদশ শ্রেণীর সংস্কৃত গদ্যাংশঃ সাজেশন ২০২৩ :

(A) ব্রাহ্মণচৌরপিশাচকথাঃ-

  1. “শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্”-
  2. ব্রাহ্মণের বর্ননা দাও।/চোরের পরিচয় দাও।/ব্রহ্মরাক্ষসের পরিচয় দাও।
  3. ব্রাহ্মণচৌরপিশাচকথাঃ বিষয়বস্তু।
  4. ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পের সারসংক্ষেপ / বিষয়বস্তু নিজের ভাষায় লেখো ।
  5. ব্রাহ্মণচৌরপিশাচকথা- গল্প অবলম্বনে ব্রহ্মরাক্ষস ও চোরের কথোপকথন
  6. ব্রাহ্মণচৌরপিশাচকথা- গল্প অবলম্বনে ব্রাহ্মণ,ব্রহ্মরাক্ষস ও চোরের বর্ণনা দাও
  7. ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা’ গল্পের সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো ।
  8. ব্রাহ্মণচৌরপিশাচকথা অনুসারে ”শত্রবোহপি হিতায়ৈব বিবদন্ড পরস্পরম্ ”-শ্লোকটির তাৎপর্য বিশ্লেষন কর

(B) “ষষ্ঠাহ্ণকালিকোহহম্”-

  1. “শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্ ।” – পাঠ্যাংশ অবলম্বনে শ্লোকটির তাৎপর্য্য বিশ্লেষণ করো ।
  2. “এককার্যাবেবাম্ ।” – ব্যাখ্যা করো ।

(C) দশকুমারচরিতম্- পূর্বপীঠিকাঃ-

  1. রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও। 
  2. মালবরাজের সাথে যুদ্ধের পরিচয় দাও।
  3. পুষ্পপুরীর বর্ণনা দাও।
  4. বিষয়বস্তু।/তৎকালীন সমাজব্যবস্থা কেমন ছিল?
  5. মহারাজ রাজহংসের পরিচয় দাও।/পুষ্পনগরী কেমন ছিল?
  6. দন্ডীর রচনাশৈলী আলোচনা কর।
  7. মগধরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখ। 

একাদশ শ্রেণীর সংস্কৃত নাট্যাংশঃ সাজেশন ২০২৩ :

(A) ভারতবিবেকম্ঃ-

  1. সুরেন্দ্রনাথ কে ? তাঁর দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্রর বর্ণনা করো ।
  2. রামকৃষ্ণ দেবের চরিত্রের বর্ননা দাও।/নরেন্দ্র নাথ চরিত্রটি আলোচনা কর।
  3. “সাধবে নমঃ”—/রামকৃষ্ণ দেবের মানসিক ব্যাকুলতা আলোচনা কর।/নরেন্দ্র নাথের চিত্র চাঞ্চল্য।
  4. ভারতবিবেকম্ নাটকের পাত্র, কাল ও পাত্র চিত্রকর্ম করো ।
  5. “গহনা খলু মহতাং চিত্তবৃত্তিঃ”—/”অপূর্বং বস্তু খলু মনো যদনাগতকারণং”—
  6. পাঠ্যাংশের বিষয়বস্তু আলোচনা কর।
  7. রামকৃষ্ণ ও নরেন্দ্র নাথের প্রথম সাক্ষাৎকার আলোচনা কর।
  8. পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতা বর্ণনা কর ।

একাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাসঃ সাজেশন ২০২৩ :

  1. সংস্কৃত গল্প সাহিত্য সম্বন্ধে একটি‌ সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ ।
  2. পঞ্চতন্ত্র ও বিষ্ণুশর্মা।
  3. মহাভারত সম্পর্কে লেখো ।
  4. সংস্কৃত গল্প সাহিত্যের পরিচয় দাও।
  5. রামায়ণের প্রভাব।/মহাভারতের প্রভাব।/রামায়ণ ও মহাভারতের পৌর্বাপর্ব।
  6. ভারতীয় সাহিত্যে রামায়ণের প্রভাব সংক্ষেপে লেখ ।

আরোও দেখুন:-

Class 11 Suggestion 2023 | একাদশ শ্রেণীর সাজেশন ২০২৩

আরোও দেখুন:-

Class 11 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 Political Science Suggestion 2023 Click Here

আরোও দেখুন:-

Class 11 Education Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 Philosophy Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 Sociology Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 Sanskrit Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 11 All Subjects Suggestion 2023 Click here

Info : West Bengal Class 11 Sanskrit Suggestion 2023 | WBCHSE Class 11th Sanskrit Suggestion 2023

Class 11 Sanskrit Suggestion 2023 download with Sure Common in Examination. West Bengal Class 11 2023 Sanskrit Suggestion and new question pattern. WBCHSE Class 11th Class Board Exam suggestive questions. Class 11 Sanskrit Suggestion PDF Download. Important questions for WB Class 11 2023 Sanskrit Subject. West Bengal Council of Higher Secondary Education Class 11 2023 Model Question Paper Download.

West Bengal Class 11  Sanskrit Suggestion 2023 Download. WBCHSE Class 11 Sanskrit short question suggestion 2023 . Class 11 Sanskrit Suggestion 2023  download. Class 11 Question Paper  Sanskrit. WB Class 11 2023 Sanskrit suggestion and important questions. Class 11 Suggestion 2023 pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর  সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। একাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Get the Class 11 Sanskrit Suggestion 2023 by BhugolShiksha.com

 West Bengal Class 11 Sanskrit Suggestion 2023  prepared by expert subject teachers. WB Class 11  Sanskrit Suggestion with 100% Common in the Examination 2023.

Class 11 Sanskrit Suggestion 2023 – একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023

Class 11 Sanskrit Suggestion 2023 Download good quality Suggestions for Class 11 2023 Sanskrit Subject prepared by Expert Sanskrit subject teachers. Get the WBCHSE Class 11 2023 Sanskrit Suggestion. একাদশ শ্রেণীর 2023 সংস্কৃত সাজেশন. একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩, একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023. his Class 11 Sanskrit Suggestion 2023 will help you to find out your Class 11 2023 preparation.

WBCHSE Class 11th Sanskrit Suggestion 2023

West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) will organize Class 11th (Class 11) 2023 Examination on the 2nd week of March and continue up to the Laste of 4th week March. Like every year Team BhugolShiksha.com published Class 11 2023 All subjects suggestion.

     Sanskrit is one of the most scoring subjects on Class 11th course. Students, who are currently studying in Class Class 11th Arts stream and have Sanskrit subject on their course, they have to seat for WBCHSE Class 11 2023 Sanskrit Board Exam.

Class 11 Sanskrit 2023 Exam Date and Time

West Bengal Class 11th 2023 Sanskrit Examination will start in March 2023. This Examination will be arranged by the West Bengal Council of Higher Secondary Education (WBCHSE). West Bengal Class 11 Sanskrit 2023 Examination will start at 2 PM and continue up to 5.15 pm.

EXAM NAME West Bengal Class 11th Sanskrit Examination 2023
SUBJECT Class 11 Sanskrit Suggestion 2023
EXAM DATE 25th March 2023
BOARD WBCHSE
SUGGESTION COMMON 99%

      Students are searching for good Class 11 2023 Suggestion to score better marks on their Sanskrit Examination. To help the students, we published this West Bengal Class 11th 2023 Sanskrit Suggestion on our website. 

 Go to West Bengal Class 11 New Routine 2023 Click Here

Class 11 Sanskrit New syllabus 2023

The West Bengal Class 11 Sanskrit New syllabus .Class 11 2023 Sanskrit question paper will contain 40 Marks Descriptive type questions and 40 Marks MCQ, short answer type questions. Total marks will be 80 for the written exam. Download Last minute Class 11 2023 Sanskrit Suggestion for West Bengal Students.

West Bengal Class 11th Sanskrit New Syllabus 2023 Download click here

WB Class 11 2023 Sanskrit Question Paper

WB Class 11 2023 Sanskrit Question Paper will be prepared on the basis of the new syllabus and marks distribution. There will be alternative questions for each Part of the questions. Practice this Class 11 2023 Sanskrit suggestion and score a good percentage on your exam. This is a Scientific suggestion prepared by expert teachers. Total marks for WBCHSE Class 11th 2023 Sanskrit Examination, will be 100, out of which 80 marks for the written exam and 20 marks for the project.

Download to Class 11 Sanskrit Question Paper 2023 Mark Details Click Here

Class 11 Sanskrit Suggestion 2023

This Class 11 Sanskrit Suggestion 2023  will help the students on their exam preparation. Details information about West Bengal Class 11 Sanskrit Suggestion, given Before downloading the WB Class 11 Sanskrit Suggestion 2023 pdf, read the question paper pattern.

West Bengal Class 11 Sanskrit Suggestion 2023 PDF Download

Class 11 Sanskrit Suggestion 2023

Class 11 Sanskrit Suggestion 2023 PDF Download Now

 West Bengal Class 11 Sanskrit Suggestion 2023 with Sure Common in Examination. WBCHSE 2023 Class 11th Sanskrit Suggestion and Model Question Paper Download. West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) 2023 Sanskrit Suggestion, MCQ Questions and Project download.

   This Class 11th Sanskrit Suggestion prepared on the basis of previous year questions papers and WBCHSE model question paper. We except you will get common from this Class 11 Sanskrit Suggestion on your exam.

Best Class 11 Sanskrit Suggestion 2023 PDF

We always advise, at first read carefully your textbooks and then practice this suggestion paper. Remember, suggestion means probable. So, never go the exam, by depending upon this suggestion only.

   Well known expert teachers helped us to complete this Sanskrit Suggestion for Class 11 2023 or Class 11 Sanskrit Suggestion 2023 PDF Download . By taking Sanskrit Suggestion, you can easily can have 99% Marks in theory part of Sanskrit Exam in Class Class 11th 2023. Download the suggestion in pdf version and take a print out if you want to. If you have any queries, ask us in comments and Subscribe our YouTube Channel . We wishes you best of Luck for your Class 11 Sanskrit exam 2023.  

Class 11 Sanskrit Suggestion 2023 | একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩

     এই সাজেশন (Class 11 Sanskrit Suggestion 2023 | একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩) গুলো একাদশ শ্রেণীর  সংস্কৃত পরীক্ষা 2023 (Class 11 Sanskrit 2023 / Class 11 Sanskrit Class Class 11th / Class 11 Sanskrit Pariksha 2023 ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর (একাদশ শ্রেণী) সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Class 11 Sanskrit Suggestion 2023 PDF Download / West Bengal Class 11 Sanskrit Suggestion 2023 / WB Class 11 Class Class 11th Sanskrit Suggestion 2023) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন 2023 / একাদশ শ্রেণী সংস্কৃত সাজেশন 2023 (Class 11 Sanskrit Suggestion 2023) সফল হবে।

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই পােস্টটি (Class 11 Sanskrit Suggestion 2023 | একাদশ শ্রেণীর সংস্কৃত সাজেশন ২০২৩) পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।