ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর

Climate of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Question and Answer  নিচে দেওয়া হল। এই ” ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।

 তোমরা যারা ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ( Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali

  1. মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলা হয়?

Ans: ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়।

  1. কোন দেশ মৌসুমী বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?

Ans: ভারতের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা সর্বাধিক প্রভাবিত।

  1. আম্রবৃষ্টি কাকে বলে?

Ans: দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বর্জ্য বিদ্যুৎ সহজে ঝড়-বৃষ্টি হয় তাকে আম্রবৃষ্টি বলে।

  1. মৌসুমী কথাটি কোথায় থেকে নেওয়া হয়েছে?

Ans: মৌসুমী কথাটি আরবীয় শব্দ মৌসুম থেকে নেওয়া হয়েছে।

  1. উত্তর পূর্ব মৌসুমি বায়ু কেমন প্রকৃতির?

Ans: উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতল ও শুষ্ক 

প্রকৃতির।

  1. ভারতের একটি শীতল মরুভূমির উদাহরণ দাও?

Ans: লাদাখ ভারতের একটি শীতল মরুভূমি।

  1. ভারতে প্রবাহিত একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও?

Ans: ভারতে প্রবাহিত মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু।

  1. ________ বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ু কে নিয়ন্ত্রণ করে।

Ans: স্থানীয় বায়ু ভারতের স্বাধীনভাবে আবহাওয়া ও জলবায়ু কে নিয়ন্ত্রণ করে।

  1. কর্নাটকে আম্র বৃষ্টি কি নামে পরিচিত?

Ans: কর্নাটকে আম্র বৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত।

  1. ভারতে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়?

Ans: ভারতে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

  1. অক্টোবর-নভেম্বর মাসে ভারতে কোন ঋতু দেখা যায়?

Ans: অক্টোবর-নভেম্বর মাসে ভারতে শরৎ ঋতু দেখা যায়।

  1. nor’wester কাকে বলে?

Ans: উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী আসে বলে একে nor’wester বলে।

  1. ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চল কোনটি?

Ans: ভারতের একটি বন্যা প্রবণ অঞ্চল হল অসম উপত্যকা।

  1. কোন বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সহায়তা করে?

Ans: পূবালী জেট বায়ু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সহায়তা করে।

  1. কোথায় ভারতের স্তেপ জলবায়ু দেখা যায়?

Ans: ভারতের স্তেপ জলবায়ু দেখা যায় রাজস্থানের পূর্বে।

  1. আঁধি কাকে বলে?

Ans: রাজস্থানের ধুলিঝড় আঁধি নামে পরিচিত।

  1. ________ বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ।

Ans: মৌসুমী বায়ু হলো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ।

  1. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?

Ans: বর্ষাকালের শুরুতে যে ঝড় বৃষ্টি হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে।

  1. মৌসুমী বায়ুর প্রকৃতি _________।

Ans: মৌসুমী বায়ুর প্রকৃতি অনিশ্চিত।

  1. ” লু ” কাকে বলে?

Ans: উত্তরপ্রদেশ,বিহার, গ্রীষ্মের দুপুরে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম লু।

  1. ভারতের মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়?

Ans: ভারতের মোট বৃষ্টিপাতের 74% বর্ষাকালে হয়।

  1. প্রশান্ত মহাসাগরে লা নিনা হয়ে আবহাওয়া _____ থাকে।

Ans: প্রশান্ত মহাসাগরে লা নিনা হয়ে আবহাওয়া শান্ত থাকে।

  1. শরতকালে দক্ষিণ পশ্চিম ______ বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে।

Ans: শরতকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে।

  1. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সারাবছরই কোন জলবায়ু বিরাজ করে?

Ans: নিরক্ষরেখার কাছাকাছি বলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সারাবছরই নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে।

  1. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি?

Ans: ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম শিলং।

  1. ভারতের তামিলনাড়ু করমন্ডল উপকূলে কত বার বৃষ্টিপাত হয়?

Ans: ভারতের তামিলনাড়ু করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়।

  1. দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোন পর্বতে বাধা পেয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়?

Ans: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়।

  1. ভারতের জলবায়ু ______ মৌসুমী প্রকৃতির।

Ans: ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

  1. ভারতের ________ উপকূল শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এর নাম।

Ans: ভারতের করমন্ডল উপকূল শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এর নাম।

  1. লাদাখ মালভূমিতে কোন জলবায়ু দেখা যায়?

Ans: লাদাখ মালভূমিতে শীতল মরু জলবায়ু দেখা যায়।

  1. পশ্চিমী ঝঞ্জা দেখা যায় কোন ঋতুতে?

Ans: শীত ঋতুতে পশ্চিমী ঝঞ্জা দেখা যায়।

  1. পূবালী জেট বায়ু কোন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

Ans: পূবালী জেট বায়ু বর্ষাকালীন জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।

  1. আশ্বিনের ঝড় দেখা যায় কোন মাসে?

Ans: আশ্বিনের ঝড় দেখা যায় সেপ্টেম্বর-অক্টোবর মাসে।

  1. মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়?

Ans: মৌসুমী বায়ু কেরল রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়।

  1. ভারতের কোন মাসে সর্বাধিক তাপমাত্রা থাকে?

Ans: ভারতের মে মাসে সর্বাধিক তাপমাত্রা থাকে।

  1. ভারতের চরমভাবাপন্ন জলবায়ু শহরের নাম কি কি?

Ans: ভারতের দিল্লি ও চন্ডিগড় চরমভাবাপন্ন জলবায়ু শহরের নাম।

  1. পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ অঞ্চলের নাম কি?

Ans: পশ্চিমবঙ্গের একটি খরা প্রবণ অঞ্চলের নাম পুরুলিয়া জেলা।

  1. ভারতের  সমভাবাপন্ন জলবায়ু শহরের নাম কি?

Ans: ভারতের  সমভাবাপন্ন জলবায়ু শহরের নাম পুরি ও কোচিন।

  1. এল নিনো কোথায় সৃষ্টি হয়?

Ans: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এল নিনো সৃষ্টি হয়।

  1. আঁধি কি?

Ans: আঁধি এক ধরনের গ্রীষ্মকালীন ধূলিঝড়।

  1. বরদৈছলা কি?

Ans: প্রথম বর্ষার অসমের ঝড়-বৃষ্টি কে বলে বরদৈছলা।

  1. ভারতে নাতিশীতোষ্ণ তৃণভূমির জলবায়ু কোথায় দেখা যায়?

Ans: ভারতে নাতিশীতোষ্ণ তৃণভূমির জলবায়ু দেখা যায় রাজস্থানের পূর্ব দিকে।

  1. _______ রবি শস্য উৎপাদনে ভূমিকা নেয়।

Ans: পশ্চিমী ঝঞ্জা রবি শস্য উৎপাদনে ভূমিকা নেয়।

  1. পশ্চিমী ঝঞ্জা কোথায় সৃষ্টি হয়?

Ans: পশ্চিমী ঝঞ্জা সৃষ্টি হয় ভূমধ্যসাগরে।

  1. ভারতে বৃষ্টিপাতের অধিকাংশই কেমন প্রকৃতির?

Ans: ভারতে বৃষ্টিপাতের অধিকাংশই শৈলোৎক্ষেপ প্রকৃতির।

  1. কোথায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে তুষারপাত হয়?

Ans: পশ্চিমী ঝঞ্ঝার ফলে তুষারপাত হয় জম্মু-কাশ্মীরে।

  1. দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি?

Ans: দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম মালনাদ।

  1. কোথায় শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায়?

Ans: শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় উত্তর ভারতে।

  1. চা বৃষ্টি হয় কোন রাজ্যে?

Ans: চা বৃষ্টি হয় অসম রাজ্যে।

  1. কফি বৃষ্টি হয় কোন রাজ্যে?

Ans: কফি বৃষ্টি হয় কর্ণাটক রাজ্যে।

  1. ভারতের বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য কি?

Ans: ভারতের বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতু কেন্দ্রিকতা।

  1. ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি?

Ans: ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল রাজস্থানের জয়সলমীর (বার্ষিক 12 সেমি)।

  1. ভারতের উষ্ণতম অঞ্চল কোনটি?

Ans: ভারতের উষ্ণতম অঞ্চল বিকানির জেলা, ব্রিয়াওয়ালি, রাজস্থান,(5 জুন 1991 এর তাপমাত্রা ছিল 56 ডিগ্রী সেন্টিগ্রেড)।

  1. ভারতের শীতলতম অঞ্চল কোনটি?

Ans: ভারতের শীতলতম অঞ্চল জম্মু কাশ্মীরের লাদাখ -৫০°সেন্টিগ্রেড।

  1. ITCZ কি?

Ans: উত্তর ভারতে হিমালয় পর্বতের প্রায় সমান্তরালে এবং পাকিস্তানী বায়ুমন্ডলীয় নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায় ইহা ITCZ (intertropical convergence zone) বা আন্ত ক্রান্তীয় মিলন অঞ্চল নামে পরিচিত।

  1. ছত্রিশগড়ের চেরাপুঞ্জি কাকে বলা হয়?

Ans: ছত্রিশগড়ের চেরাপুঞ্জি বলা হয় আম্বিকাপুর কে।

  1. উড়িষ্যা সাইবেরিয়া হল ________।

Ans: উড়িষ্যা সাইবেরিয়া হল কালাহান্ডি।

  1. আদ্র দিন কাকে বলে?

Ans: 24 ঘন্টায় কমপক্ষে 1 মিমি বৃষ্টিপাত হলে তবে তাকে আদ্র দিন বলে।

  1. আর বৃষ্টির দিন বলতে কি বোঝায়?

Ans: আর বৃষ্টির দিন বলতে 24 ঘন্টায় ন্যূনতম 0.25 মিমি বৃষ্টিপাত হওয়ার ঘটনাকে বোঝায়।

  1. ভারতের বৃহত্তম বন্যাপ্রবণ রাজ্য কোনটি?

Ans: ভারতের বৃহত্তম বন্যাপ্রবণ রাজ্য হল উত্তর প্রদেশ।

  1. মরুস্থলী বা মৃতের দেশ কাকে বলে?

Ans: ভারতের পশ্চিম প্রান্তে পশ্চিম রাজস্থানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। সেইজন্য এখানে জীবনের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তাই এই শুষ্ক নিষ্প্রাণ মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী বা মৃতের দেশ।

  1. উত্তর-পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় কেন?

Ans: শীতকালে ভারতের  প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু উপকূলে এবং 

ভূমধ্যসাগর থেকে আসা পশ্চিমি ঝঞ্জার কারণে উত্তর-পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়।

  1. জেট বায়ু কাকে বলে?

Ans: জেট বায়ু – ট্রপোস্ফিয়ারের উপরের অংশে অতি দ্রুত প্রবাহমান পশ্চিমা বায়ু প্রবাহকে জেট বায়ু বলে। এই বায়ুর গতিবেগ ঘণ্টায় 200-400 কিমি পর্যন্ত হতে পারে। এই বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে।

  1. লু কাকে বলে?

Ans: লু – মার্চ-এপ্রিল মাসে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়। এর ফলে মাঝে মাঝে শুষ্ক এবং উষ্ণ বায়ু প্রবাহ এই অঞ্চলের ওপর প্রবহমান হয়। এই ধরনের উম্ন বায়ু প্রবাহকে লু বলে। যার গতিবেগ ঘণ্টায় 30-35 কিমি। ভারতের পাঞ্জাব,হরিয়ানা,রাজস্থান,উত্তরপ্রদেশ, দিল্লি এবং উত্তর গুজরাতে লু বায়ু প্রবাহিত হয়। এ ছাড়া পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়ও লু বায়ু প্রবাহিত হয়।

  1. আঁধি কাকে বলে?

Ans: আঁধি – গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় হয়, তাকে আঁধি বলে। এই ঝড়ের প্রভাবে প্রবল ধুলো বাতাসে ওড়ে। এই ঝড়ের গতিবেগ ঘন্টায় 50-60 কিমি।

  1. ‘আশ্বিনের ঝড়’ কাকে বলে?

Ans: ‘আশ্বিনের ঝড়’ – শরৎকালে ভারতের উপকূল অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাত হয়। এতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি না হলেও প্রলয়ংকরী ঝড়ের তাণ্ডবে জীবনহানি এবং ধন সম্পত্তি বিপুল ক্ষতি হয়। পশ্চিমবঙ্গের প্রধানত আশ্বিন মাসে এই ধরনের ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে বলে একে আশ্বিনের ঝড় বলা হয়।

66.আম্র বৃষ্টি কি?

Ans: আম্র বৃষ্টি – দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে গ্রীষ্মকালে এপ্রিল মাসে যে বজ্র্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে তাকে আম্র বৃষ্টি বলে । আরব সাগর থেকে আগত এই বৃষ্টিপাত আমের ফলন সাহায্য করে বলে একে আম্রবৃষ্টি বলে। দক্ষিণ ভারতের আম চাষিদের কাছে আম্র বৃষ্টি আশীর্বাদস্বরূপ।

  1. কালবৈশাখী ঝড় কাকে বলে?

Ans: কালবৈশাখী ঝড় – গ্রীষ্মকালের শুরুতে বিকাল বেলায় পশ্চিমবঙ্গ তার নিকটবর্তী অঞ্চলে মাঝেমাঝেই বজ্র বিদ্যুৎ ও বৃষ্টিপাত সহ এক ভীষণ ঝড় এর আবির্ভাব হয় এই ঝড় কালবৈশাখী নামে পরিচিত । উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ের বায়ু প্রবাহিত হয় বলে একে nor’wester বলে।

  1. সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল কোনটি?

Ans: মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত মৌসিনরাম (চেরাপুঞ্জির কাছে) ভারতের সর্বাধিক বর্ষণ সিক্ত স্থান ভারতের সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল রাজস্থানের মরু অঞ্চল বা মরুস্থলী । 

  1. সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল কোনটি?

Ans: জম্মু কাশ্মীরের লাদাখ মালভূমি ও সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চলের অন্তর্গত।

  1. পশ্চিমী ঝঞ্জা বা পশ্চিমী ঝামেলা কাকে বলে?

Ans: ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাংশে শীতকালের যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর আগমন ঘটে তাকে পশ্চিমী ঝঞ্জা বলে । শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট এই ঘূর্ণবাত পশ্চিমা বায়ুর প্রভাবে ইরাক, ইরান, পাকিস্তান প্রভৃতি দেশ অতিক্রম করে উত্তর পশ্চিম ভারতে পৌঁছায় এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ,পাঞ্জাব ,উত্তরাখণ্ড ,উত্তর প্রদেশ প্রবেশ করে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটায় । পশ্চিম দিক থেকে আসা এই ঘূর্ণবাত গুলি শীতের শান্ত আবহাওয়া কে নষ্ট করে দেয় বলে এদের পশ্চিমী ঝামেলা নামে অভিহিত করা হয় ।

Geography SAQ Short Question and Answer in Bengali

3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here

INFO : ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali

 ” ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  [ ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের জলবায়ু (ভূগোল) SAQ | Climate of India (Geography) SAQ / Short Question and Answer / ভারতের জলবায়ু (ভূগোল) কুইজ | Climate of India (Geography) Quiz / ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali QNA / ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download

File Details: 

PDF File Name ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link Click Here To Download

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali  – ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali 

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) with Question and Answer in Bengali  | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali. ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।

ভারতের জলবায়ু – ভূগোল প্রশ্নউত্তর | Climate of India – Geography SAQ in Bengali 

ভারতের জলবায়ু – ভূগোল প্রশ্নউত্তর | Climate of India – Geography SAQ : ভারতের জলবায়ু – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) with SAQ in Bengali  | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) SAQ in Bengali. ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের জলবায়ু প্রশ্ন ও উত্তর | Climate of India Question and Answer in Bengali 

ভারতের জলবায়ু প্রশ্ন ও উত্তর | Climate of India Question and Answer in Bengali : ভারতের জলবায়ু প্রশ্ন ও উত্তর | Climate of India Question and Answer in Bengali  | ভারতের জলবায়ু প্রশ্ন ও উত্তর | Climate of India Question and Answer in Bengali. ভারতের জলবায়ু (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Question and Answer in Bengali ।

Climate of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর 

Climate of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  – Climate of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Climate of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের জলবায়ু (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali PDF

ভারতের জলবায়ু (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। 

ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের জলবায়ু (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Climate of India (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।