পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali
পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর

Earth Motions (Geography) Short Question and Answer in Bengali

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali : পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Question and Answer  নিচে দেওয়া হল। এই ” পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।

 তোমরা যারা পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো। 

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali

  1. পৃথিবীকেন্দ্রিক সৌরজগতের ধারণা কে দেন?

Ans: পৃথিবীকেন্দ্রিক সৌরজগতের ধারণা বা জিওসেন্ট্রিক ধারণার বিশ্বাসী হলেন-মালে, অ্যানাক্সিম্যান্ডার, প্লেটো, অ্যারিস্টটল ও টলেমি প্রমুখরা।

  1. সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা বাহেলিওসেন্ট্রিক, ধারণার প্রবক্তা কে?

Ans: সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা বাহেলিওসেন্ট্রিক, ধারণার প্রবক্তা নিকোলাস কোপারনিকাস । কোপারনিকাসের ধারণার সমর্থক আর্যভট্ট, জোহান কেপলার, গ্যালিলিও গ্যালিলি, আইজ্যাক নিউটন প্রমুখরা ।

  1. আবর্তনকাল সর্বাধিক এবং সর্বনিম্ন যথাক্রমে কোন কোন গ্রহের?

Ans: আবর্তনকাল সর্বাধিক এবং সর্বনিম্ন যথাক্রমে শুক্রগ্রহের (২৪৩ দিন) এবং বৃহস্পতি গ্রহের (৯ ঘণ্টা ৫০ মি.)। 

  1. পশ্চিম থেকে পূর্বে স্বাভাবিক আবর্তন দিকের ব্যাতিক্রমী আবর্তন গতিবেগ দেখা যায় কোন কোন গ্রহের?

Ans: পশ্চিম থেকে পূর্বে স্বাভাবিক আবর্তন দিকের ব্যাতিক্রমী আবর্তন গতিবেগ দেখা যায় শুক্র (পূর্ব থেকে পশ্চিমে) এবং ইউরেনাস (দক্ষিণ থেকে উত্তরে) গ্রহের।

  1. কুলীন গ্রহগুলির মধ্যে পরিক্রমণ গতিবেগ সর্বাধিক কোন গ্রহের?

Ans: কুলীন গ্রহগুলির মধ্যে পরিক্রমণ গতিবেগ সর্বাধিক (সবচেয়ে দ্রুতগামী গ্রহ) বুধ গ্রহের ৮৭.৯ কিমি/সেকেন্ড এবং সর্বনিম্ন নেপচুন গ্রহের ৫.৪ কিমি/সেকেন্ড।

  1. পৃথিবীর মতােই মেরুরেখার অবস্থান এবং আবর্তন সময় কোন গ্রহের দেখা যায়?

Ans: প্রায় পৃথিবীর মতােই মেরুরেখার অবস্থান এবং আবর্তন সময় মঙ্গল গ্রহে দেখা যায়। 

  1. সূর্যের আপাত দৈনিক গতি দেখা যায়?

Ans: সূর্যের আপাত দৈনিক গতি দেখা যায় পূর্ব থেকে পশ্চিমে। 

  1. সূর্যের আপাত বার্ষিক গতি দেখা যায়? অথবা রবিমার্গ কাকে বলে?

Ans: সূর্যের আপাত বার্ষিক গতি দেখা যায় উত্তর থেকে দক্ষিণে দুই ক্রান্তিরেখার মধ্যে, একে রবিমার্গ বলে। 

  1. পৃথিবীতে প্রথম কোথায় সূর্যোদয় হয়?

Ans: পৃথিবীতে প্রথম সূর্যোদয় হয় জাপানে।

  1. ভারতে প্রথম কোথায় সূর্যোদয় হয়?

Ans: ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে।

  1. কোরিওলিস বল কাকে বলে? অথবা কোরিওলিস বল কি?

Ans: আবর্তনের কারণে পৃথিবীর উপর সৃষ্ট বলকে আবিষ্কর্তা জি.ডি. কোরিওলিস এর (১৮৩৫) নামানুসারে কোরিওলিস বল বলে।

  1. ফেরেল সূত্র কাকে বলে? অথবা ফেরেল সূত্র কি?

Ans: কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ কে ফেরেল সূত্র বলে। 

  1. মহাবিষুব ও জলবিষুব কাকে বলে?

Ans: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর তারিখকে যথাক্রমে মহাবিষুব ও জলবিষুব বলে।

  1. কোন মেরুতে সূর্যকে বেশি দিন দেখা যায়?

Ans: দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুতে সূর্যকে টানা ৯ দিন বেশি দেখা যায়।

  1. অধিবর্ষ বা লিপইয়ার কাকে বলে?

Ans: ৪ দ্বারা বিভাজ্য সাল এবং কোনাে সালের শেষের দুটো অঙ্ক শূন্য থাকা সাল ৪০০ দ্বারা বিভাজিত হলে সেই বর্ষকে অধিবর্ষ বা লিপইয়ার বলে। অধিবর্ষ ৩৬৬ দিনের ২ম। অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখে অর্ধদিবস বলে। 

  1. পৃথিবী কখন অনুসুরও অপসূর অবস্থান করে?

Ans: ৩ জানুয়ারি ও ৪ জুলাই কক্ষপথে পৃথিবী যথাক্রমে অনুসুরও অপসূর অবস্থানে থাকে। 

  1. ‘নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?

Ans: নরওয়েকে “নিশীথ সূর্যের দেশ” বলে।

  1. মেরুদ্যুতি বা অরোরা কাকে বলে?

Ans: সূর্য থেকে আগত রশ্মি ও বস্তুকণার সাথে সংঘর্ষে আয়নােস্ফিয়ারের গ্যাসীয় অণু ভেঙে পরমাণুতে পরিণত হয়। ইলেকট্রন ও প্রােটনের সাথে সংঘর্ষে ওই পরমাণু থেকে বেরিয়ে আসা অল লাই মেরুদ্যুতি বা অরোরা।

  1. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত?

Ans: নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ 1670 কিমি।

  1. পৃথিবীর অক্ষরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে থাকে?

Ans: পৃথিবীর অক্ষরেখা কক্ষতলের সঙ্গে 66.5°কোন করে থাকে।

  1. পৃথিবীর অনুসুর অবস্থান কখন হয়?

Ans: পৃথিবীর অনুসুর অবস্থান 3 জানুয়ারি (অনুসূর অবস্থানের সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব 14 কোটি 70 লক্ষ কিমি)।

  1. মকর সংক্রান্তি কবে হয়?

Ans: মকর সংক্রান্তি দিন হল 22 ডিসেম্বর।

  1. কখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?

Ans: 21 জুন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়।

  1. আন্টার্টিকা মহাদেশের গ্রীষ্মকাল কবে শুরু হয়?

Ans: আন্টার্টিকা মহাদেশের গ্রীষ্মকাল শুরু হয় ডিসেম্বর মাসে।

  1. অরোরা বোরিয়ালিস কোথায় দেখা যায়?

Ans: অরোরা বোরিয়ালিস দেখা যায় সুমেরুতে।

  1. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?

Ans: পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার।

  1. কবে সূর্যের উত্তরায়ন শেষ হয়?

Ans: 21 জুন সূর্যের উত্তরায়ন শেষ হয়।

  1. পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন তারিখে?

Ans: পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে।

  1. উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে কি থাকে?

Ans: উত্তর গোলার্ধে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল।

  1. কোথায় সারা বছর প্রায় দিন রাত্রি সমান হয়?

Ans: সারা বছর প্রায় দিন রাত্রি সমান হয় নিরক্ষীয় অঞ্চলে।

  1. পৃথিবীর পরিক্রমণ এর গতিবেগ সেকেন্ডে কত কিমি?

Ans: পৃথিবীর পরিক্রমণ এর গতিবেগ সেকেন্ডে প্রায় 30 কিমি।

  1. অপসুর কবে হয়?

Ans: অপসুর হয় 4 জুলাই (অপসুর অবস্থান এর সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব 15 কোটি 20 লক্ষ কিমি)।

  1. রবিমার্গ কাকে বলে?

Ans: সূর্যের আপাত গতি বার্ষিক পথকে রবিমার্গ বলা হয়।

  1. পৃথিবীর ঋতু পরিবর্তন হয় না কোন অঞ্চলে?

Ans: পৃথিবীর ঋতু পরিবর্তন হয় না নিরক্ষীয় অঞ্চলে।

  1. উত্তর গোলার্ধে কখন সূর্যকে বড় দেখায়?

Ans: উত্তর গোলার্ধে সূর্যকে বড় দেখায় শীতকালে।

  1. কবে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত হয়?

Ans: উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত হয় 22 ডিসেম্বর তারিখে।

  1. কবে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়?

Ans: দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় 22 ডিসেম্বর তারিখে।

  1. বুধের একবার আবর্তন করতে কত সময় লাগে?

Ans: বুধের একবার আবর্তন এর সময় লাগে 58 দিন 15 ঘণ্টা।

  1. বুধের পরিক্রমণ এর সময় কত?

Ans: বুধের পরিক্রমণ এর সময় 88 দিন।

  1. নেপচুনের পরিক্রমণকাল কত?

Ans: নেপচুনের পরিক্রমণকাল 165 বছর।

  1. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?

Ans: পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিমি।

  1. মেরু বিন্দুতে পৃথিবীর আবর্তনের বেগ কত?

Ans: মেরু বিন্দুতে পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায় 0 কিমি।

  1. সূর্য থেকে পৃথিবী কত গুণ ছোট?

Ans: সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ ছোট।

  1. কবে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে?

Ans: সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে।

  1. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত কিমি?

Ans: কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1547 কিমি।

  1. 1° দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য কত?

Ans: 1° দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য হয় 4 মিনিট।

  1. অনুসূর অবস্থানের সময় উত্তর গোলার্ধে কি দেখা যায়?

Ans: অনুসূর অবস্থানের সময় উত্তর গোলার্ধে দেখা যায় শীতকাল।

  1. মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তি রেখায় সূর্য রশ্মির সর্বাধিক পতনকোণ হয় কত ডিগ্রী?

Ans: মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তি রেখায় সূর্য রশ্মির সর্বাধিক পতনকোণ হয় 90 ডিগ্রী।

  1. ছায়াবৃত্ত কি?

Ans: পৃথিবীর আলোকিত অর্ধেকাংশ এবং অন্ধকারচ্ছন্ন অর্ধেকাংশ সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।

  1. কে প্রমাণ করেন পৃথিবীর দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল?

Ans: স্যার আইজ্যাক নিউটন প্রমাণ করেন পৃথিবীর দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল।

  1. উত্তরায়ন কি?

Ans: সূর্যের আপাত উত্তরমুখী গতিকে উত্তরায়ন বলে।

  1. নিয়ত বায়ু কাকে বলে?

Ans: পৃথিবীতে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে প্রবাহমান বায়ুকে নিয়ত বায়ু বলে।

  1. পৃথিবীর ঋতু পরিবর্তন হয় কোন গতির জন্য?

Ans: ঋতু পরিবর্তন হয় পৃথিবীর বার্ষিক গতির জন্য।

  1. কোথায় একটানা ছয় মাস রাত্রি থাকে?

Ans: মেরু অঞ্চলে একটানা ছয় মাস রাত্রি থাকে।

  1. বিষুব কথার অর্থ কি?

Ans: বিষুব কথার অর্থ হল সমান।

Geography SAQ Short Question and Answer in Bengali

3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download

File Details: 

PDF File Name পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link Click Here To Download

INFO : পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali

 ” পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9,  Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ | Earth Motions (Geography) SAQ / Short Question and Answer / পৃথিবীর গতি সমূহ (ভূগোল) কুইজ | Earth Motions (Geography) Quiz / পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali QNA / পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali  – পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali 

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali : পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) with Question and Answer in Bengali  | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali. পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।

পৃথিবীর গতি সমূহ – ভূগোল প্রশ্নউত্তর | Earth Motions – Geography SAQ in Bengali 

পৃথিবীর গতি সমূহ – ভূগোল প্রশ্নউত্তর | Earth Motions – Geography SAQ : পৃথিবীর গতি সমূহ – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) with SAQ in Bengali  | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) SAQ in Bengali. পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

পৃথিবীর গতি সমূহ প্রশ্ন ও উত্তর | Earth Motions Question and Answer in Bengali 

পৃথিবীর গতি সমূহ প্রশ্ন ও উত্তর | Earth Motions Question and Answer in Bengali : পৃথিবীর গতি সমূহ প্রশ্ন ও উত্তর | Earth Motions Question and Answer in Bengali  | পৃথিবীর গতি সমূহ প্রশ্ন ও উত্তর | Earth Motions Question and Answer in Bengali. পৃথিবীর গতি সমূহ (ভূগোল) প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Question and Answer in Bengali ।

Earth Motions (Geography) Short Question and Answer in Bengali | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর 

Earth Motions (Geography) Short Question and Answer in Bengali | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  – Earth Motions (Geography) Short Question and Answer in Bengali | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – Earth Motions (Geography) Short Question and Answer in Bengali | পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali PDF

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। 

পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” পৃথিবীর গতি সমূহ (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | Earth Motions (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।