জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 278
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 278

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 278  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 278  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 278  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 278 

 

  1. যক্ষারােগের প্রতিরােধকারী ভ্যাকসিন এর নাম কি ?

Ans :  BCG 

  1. কোন ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয় ?

Ans :  ভিটামিন ‘ A’- এর অভাবে রাতকানা রােগ হয় । 

  1. মানবদেহে রােগজীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম কি ?

Ans :  মানবদেহে রােগজীবাণু ধ্বংসকারী রক্তকণিকার নাম শ্বেত কণিকা । 

  1. রক্তচাপ কমাতে ব্যবহৃত উপক্ষারের নাম লেখ । Ans :  রক্তচাপ কমাতে ব্যবহৃত উপক্ষারের নাম রেসারপিন । 
  2. ACTH- এর পুরাে নাম কি ? 

Ans :  ACTH- এর পুরাে নাম অ্যাডরিনাে কর্টিকো ট্রফিক হরমােন । 

  1. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ’ – কার মতবাদ ? 

Ans :  বিজ্ঞানী ল্যামার্কের মতবাদ । 

7.রামধনু দেখা যায় কেন ? 

Ans :  বৃষ্টির জলবিন্দুর ওপর সূর্যালােক পড়লে আলাের সাতটি রং সাত ভাগে বিভক্ত হয়ে রামধনু আকারে প্রতিফলিত হয় । 

  1. কতদূর পর্যন্ত বাতাস আছে ?

Ans :  পৃথিবীপৃষ্ঠ হইতে ৫০০ মাইল উপর পর্যন্ত ।

  1. রাশি কয় প্রকার ও কি কি ? 

Ans :  দুই প্রকার । যথা— স্কেলার রাশি এবং ভেক্টর রাশি । 

  1. একক কয় প্রকার ও কি কি ?

Ans :  দুই প্রকার । যথা- লব্ধ একক এবং প্রাথমিক একক ।

  1. কোথায় সকল বস্তুর ওজন সমান হয় ?

Ans :  পৃথিবীর কেন্দ্রে । কারণ বস্তুর ওজন = ভর x অভিকর্ষজ ত্বরণ ( 0 ) ।

  1. হর্সপাওয়ার বলতে কি বােঝ ? 

Ans :  অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে ৫৫০ পাউন্ডকে এক ফুট তােলার ক্ষমতাকেই এক হর্সপাওয়া বলে ।

  1. মহাকাশে নক্ষত্রসমূহের দুরত্ব মাপবার জন্য কি একক ব্যবহার করা হয় ?

Ans :  আলােকবর্ষকে দূরত্বের একক ধরা হয়?

  1. জলের মধ্যে একটি দন্ড ডােবালে সেটাকে কেমন দেখায় ? 

Ans :  বাঁকা দেখায়।

  1. মরিচা কি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় ? 

Ans :  না।

  1. সন্ধ্যাবেলায় শিশির দেখা যায় না কেন ?

Ans :   সন্ধ্যাবেলা বায়ুর উষ্ণতা হ্রাস পেলেও শিশিরাঙ্কে পৌছায় না । ফলে সন্ধ্যাবেলা শিশির দেখা যায় না ।

  1. মােটা কাচের পাত্রে গরম জল ঢাললে অনেক সময় তা ফেটে যায় কেন ? 

Ans :  কাঁচ তাপের কুপরিবাহী বলে কাচের পাত্রের ভেতরের দিকের এবং বাইরের দিকের প্রসারণ সমান হয় না , ফলে তা ফেটে যায় । 

  1. সূর্যে যখন প্রচন্ড বিস্ফোরণ ঘটে তখন তার শব্দ শােনা যায় না কেন ?

Ans :  পৃথিবী থেকে সূর্যের দূরত্বের অধিকাংশই মাধ্যমবিহীন । সেই কারণে সূর্যের প্রচন্ড বিস্ফোরজনিত শব্দ আমাদের কানে এসে পৌছায় না । 

  1. বায়ু হাইড্রোজেন অপেক্ষা কতগুণ ভারী ? 

Ans :  14.4 গুণ । 

  1. তেঁতুল টক কেন ?

Ans :  টারটারিক অ্যাসিড থাকে বলে ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 278 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 278 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।