আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer
আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী - নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer : আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Abohoman Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর বাংলা (Class 9 Bengali)
কবিতা (Kobita) আবহমান (Abohoman)
লেখক (Writer) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Bengali Abohoman Question and Answer 

MCQ | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer :

  1. ‘আবহমান’ কবিতাটির কবি – 

(A) নীরেন্দ্রনাথ চক্রবর্তী 

(B) জীবনানন্দ দাশ 

(C) রবীন্দ্রনাথ ঠাকুর 

(D) জসীমউদ্দীন

Ans: (A) নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

  1. নটে গাছটি বুড়িয়ে ওঠে, কিন্তু – 

(A) ফুরয় না 

(B) জড়ায় না 

(C) মুড়য় না 

(D) বিকোয় না

Ans: (C) মুড়য় না

  1. “কে এইখানে এসেছিল ______ বছর আগে”, 

(A) কয়েক 

(B) দু-এক 

(C) শতেক 

(D) অনেক

Ans: (D) অনেক বছর আগে”।

  1. কার দুরন্ত পিপাসা ফুরোয় না?

(A) দস্যি ছেলেটার

(B) দুষ্টু ছেলেটার

(C) জেদি ছেলেটার

(D) একগুঁয়ে ছেলেটার

Ans: একগুঁয়ে ছেলেটার।

  1. সারাটা দিন আপন মনে কিসের গন্ধ মাখে?

(A) ঘাসের

(B) ফুলের

(C) মাটির

(D) পাতার

Ans: ঘাসের।

  1. “এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল” —

(A) নিবিড় অন্ধকারে 

(B) সন্ধ্যার বাতাসে 

(C) গভীর হাওয়ায় 

(D) স্বপ্নের তারায়

Ans: সন্ধ্যার বাতাসে।

  1. “নেভেনা তার যন্ত্রণা যে, ___ হয় না বাসি।” (শূন্যস্থান পূরণ করো)

(A) সুখ

(B) হাসি

(C) কান্না

(D) দুঃখ

Ans: দুঃখ।

  1. বাগান থেকে কোন ফুলের হাসি হারায় না?

(A) জবা

(B) চাঁপা

(C) কেয়া

(D) কুন্দ

Ans: কুন্দ।

  1. ‘আবহমান’ কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন?

(A) লাউমাচার পাশে 

(B) পুঁইমাচার পাশে 

(C) সন্ধ্যার বাতাসে 

(D) বাড়ির বারান্দায়

Ans: লাউমাচার পাশে।

  1. ছোট ফুল কোন সময়ের বাতাসে দোলে?

(A) দুপুরবেলা

(B) সকালবেলা

(C) বিকেলবেলা

(D) সন্ধ্যাবেলা

Ans: সন্ধ্যাবেলা।

  1. “কে এইখানে এসেছিল ______ বছর আগে” (শূন্যস্থান পূরণ করো)

(A) কয়েক 

(B) দু-এক 

(C) শতেক

(D) পঅনেক

Ans: অনেক।

  1. “কে এখানে ঘর বেঁধেছে ____ অনুরাগে।” (শূন্যস্থান পূরণ করো)

(A) নিবিড়

(B) দারুন

(C) গাঢ়

(D) গভীর

Ans: নিবিড়।

  1. “নটে গাছটি বুড়িয়ে ওঠে, কিন্তু _____ ।” (শূন্যস্থান পূরণ করো)

(A) ফুরয় না 

(B) জড়ায় না 

(C) মুড়য় না 

(D) বিকোয় না

Ans: মুড়য় না।

  1. কবি ‘আবহমান’ কবিতায় পাঠককে দাঁড়াতে বলেছেন – 

(A) লাউমাচার পাশে 

(B) পুঁইমাচার পাশে 

(C) সন্ধ্যার বাতাসে 

(D) বাড়ির বারান্দায়

Ans: (A) লাউমাচার পাশে ।

15 ‘কে এইখানে ঘর বেঁধেছে নিবিড়’ – 

(A) গভীরতায় 

(B) অনুরাগে 

(C) ভালোবাসায় 

(D) ভরসায়

Ans: (B) অনুরাগে।

  1. নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না – 

(A) খাঁটি 

(B) পচা 

(C) অসাড় 

(D) বাসি

Ans: (D) বাসি ।

  1. এখনও সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল – 

(A) নিবিড় অন্ধকারে 

(B) সন্ধ্যার বাতাসে 

(C) গভীর হাওয়ায় 

(D) স্বপ্নের তারায়

Ans: (B) সন্ধ্যার বাতাসে।

  1. ‘আবহমান’ কবিতাটির মূল কাব্যগ্রন্থ – 

(A) উলঙ্গ রাজা 

(B) কলকাতার যীশু 

(C) অন্ধকার বারান্দা 

(D) জসীমউদ্দীন

Ans: (C) অন্ধকার বারান্দা।

  1. “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে…” – তারা ফিরে আসে – 

(A) মানুষকে ভালোবেসে 

(B) মাটিকে আর হাওয়াকে ভালোবেসে 

(C) নদী আর আকাশকে ভালোবেসে 

(D) তারা আর চাঁদকে ভালোবেসে

Ans: (B) মাটিকে আর হাওয়াকে ভালোবেসে।

  1. “নেভে না তার” – কী নেভে না? 

(A) বেদনা 

(B) দুঃখের আগুন 

(C) যন্ত্রণা 

(D) ঘরের প্রদীপ 

Ans: (C) যন্ত্রণা।

  1. ‘আবহমান’ কবিতাটির কবি হলেন —

(A) শঙ্খ ঘোষ

(B) জয় গোস্বামী

(C) জসিমদ্দিন

(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

Ans: নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

  1. ‘আবহমান’ কবিতাটির মূল কাব্যগ্রন্থ —

(A) উলঙ্গ রাজা 

(B) কলকাতার যীশু 

(C) অন্ধকার বারান্দা

Ans: অন্ধকার বারান্দা।

অতি সংক্ষিপ্ত | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer :

  1. “কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে।” — হারিয়ে যাওয়ার কারন কি?

Ans: শৈশব পেরিয়ে যৌবনে পৌঁছালে মানুষ বৃহত্তর কর্মজীবনে জড়িয়ে পড়ে। তাই সে তার অতীত জীবন থেকে হারিয়ে যায় না।

  1. “নেবে না তার যন্ত্রণা” — কিসের যন্ত্রণা?

Ans: শৈশব থেকে বিচ্যুত হবার যন্ত্রণাকে এখানে বলা হয়েছে।

  1. “ফুরায় না তার কিছুই ফুরায় না” — কি ফুরায় না?

Ans: শৈশব জীবন এর প্রতি আসক্তি, ভালোবাসা, এই মাটির প্রতি টান-এই সবকিছুই ফুরায় না।

  1. “নটে গাছটি বুড়িয়ে ওঠে” — নটে গাছ বলতে কার বা কিসের কথা বলা হয়েছে?

Ans: নটে গাছ বলতে মানুষের জীবনের কথা বলা হয়েছে।

  1. “তেমনি করে সূর্য ওঠে” বলতে কি বুঝিয়েছেন কবি?

Ans: “তেমনি করে সূর্য ওঠে” বলতে কবি তার শৈশবে দেখা সূর্যোদয়ের কথা বুঝিয়েছন।

  1. ‘আবহমান’ কবিতাটির রচয়িতা কে ?

Ans: ‘আবহমান’ কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা।

  1. কবি কোথায় দাঁড়াতে বলেছে?

Ans: কবি উঠোনে লাউমাচাটির পাশে দাঁড়াতে বলেছেন।

  1. “ছোট একটা ফুল দুলছে” — কিসের ফুল দুলছে?

Ans: বর্তমানে দাঁড়িয়ে কবির মনে শৈশব জীবনের নানা ঘটনা মনে পড়ছে। এই স্মৃতির ফুল দুলছে।

  1. কবির মতে কোন্ গাছ বুড়িয়ে গেলেও শেষপর্যন্ত মুড়ােয় না?

Ans: কবির মতে নটেগাছ বুড়িয়ে গেলেও শেষপর্যন্ত মুড়ােয় না।

  1. “নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।”—“মুড়য় না’ বলতে কী বােঝানাে হয়েছে?

Ans: ‘মুড়য় না’ বলতে বােঝানাে হয়েছে যে, কখনােই শেষ হয়ে যায় না।

  1. ‘আবহমান কবিতায় মানুষের কোথায় হারিয়ে গিয়েও আবার কোথায় ফিরে আসার কথা বলা হয়েছে?

Ans: গ্রামবাংলার নতুন প্রজন্মের মানুষরা নাগরিক যন্ত্রসভ্যতায় হারিয়ে গিয়েও আবার বাঁচার জন্য গ্রামবাংলার বুকেই ফিরে আসে।

  1. ‘আবহমান’ কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে?

Ans: যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি ফিরে আসে, তাকেই একগুঁয়ে বলা হয়েছে। 

  1. ‘আবহমান’ কবিতায় কার যন্ত্রণা নেভে না? 

Ans: ‘আবহমান’ কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না |

  1. “নেভে না তার যন্ত্রণা”—কীসের যন্ত্রণা? 

Ans: এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে।

  1. “যা গিয়ে ওই উঠানে তাের দাড়া,/লাউমাচাটার পাশে”—কবিতায় এই অংশটি কতবার ব্যবহার করা হয়েছে?

Ans: ‘আবহমান’ কবিতায় “যা গিয়ে ওই উঠানে তাের দাড়া,/লাউমাচাটার পাশে”—এই পর্ভূক্তিটি চারবার ব্যবহার করা হয়েছে।

  1. “ফুল দুলছে, ফুল, সন্ধ্যার বাতাসে” — সন্ধ্যার বাতাসে বলতে কবি কী বুঝিয়েছেন?

Ans: জীবনের পড়ন্ত বেলায় পৌঁছে কবিতার শৈশব জীবনের কথা ভাবছেন বলে সন্ধ্যার বাতাস কথাটি ব্যবহার করেছেন।

  1. “কে এখানে এসেছিল অনেক বছর আগে?” — কোনখানে আসার কথা বলা হয়েছে?

Ans: একদিন যেখানে শৈশবের দিনগুলি কেটেছে সেখানকার কথা বলা হয়েছে?

18.আবহমান’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

Ans: ‘আবহমান’ কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি ওই কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা।

  1. ‘আবহমান’ কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন?

Ans: ‘আবহমান’ কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রামবাংলার গরিবের উঠোনে লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন।

  1. কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন?

Ans: কবি লাউমাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লিবাংলার প্রকৃতিলালিত সহজসরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়।

  1. কোন্ ফুল দুলছে?

Ans: পল্লিবাংলায় উঠোনের লাউমাচায় ছােট্ট লাউফুল দুলছে।

  1. কোথায় ছােট্ট ফুল দুলছে?

Ans: ‘আবহমান’ কবিতায় গ্রামবাংলায় গরিবের উঠোনের লাউমাচায় ছােট্ট লাউফুল দোলার কথা বলা হয়েছে।

  1. লাউফুল কখন দোলে?

Ans: সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে লাউফুল দোলে |

  1. ‘আবহমান’ কবিতায় অনেক বছর আগে কার আসার কথাবলা হয়েছে?

Ans: অনেক বছর আগে বাংলায় আশ্রয়ের খোঁজে মানুষের আসার কথা বলা হয়েছে, যারা এদেশেরই বাসিন্দা হয়ে গেছে।

  1. ‘আবহমান’ কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কী করেছিল বলা হয়েছে?

Ans: বাংলার ভূখন্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালােবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে।

সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer :

  1. ‘এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে।’ – এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কী?

Ans: জীবন সৃষ্টির শুরু থেকে মাটি ও হাওয়ার উপরেই নির্ভর করেই জীবন গড়ে উঠেছে। মাটি তার বাসস্থান, বাতাস তার শ্বাসবায়ু। বহু বহু বছর আগে মানুষ যখন প্রথম ঘর বাঁধতে শিখেছিল তখন সে কোনো এক ভূখণ্ডেরর উপরে তৈরি করেছিল তার থাকার আশ্রয়। কোনো কিছু দিয়ে বাসস্থান তৈরী করেছিল সে, খাদ্য উৎপাদনের ব্যবস্থাও করেছিল। তার পর কতযুগ চলে গেছে কিন্তু মানুষের ঘর বাধার আকাঙ্ক্ষা এখনো অটুট আছে। যে জন্মভূমির মাটিতে সে বড় হয়ে উঠেছে, সেই মাটিতে ফিরে আসার তাঁর ইচ্ছা চিরন্তন। মানুষের এই চিরকালীন ঘর বাঁধার ইচ্ছা,ফেলে আসা ঘরের প্রতি তাঁর মমতা, জন্মভূমির প্রতি অদম্য আকর্ষণ তাঁর চিরন্তন। বারংবার এই মাটির টানে মানুষ ফিরে আসে, ভালোবেসে ঘর বাঁধে। বারংবার এই ঘর বাঁধার তাগিদ, জন্মভিটের টান, এইগুলো বোঝাতে কবি ‘আবার’ কথাটা ব্যবহার করেছেন।

  1. ‘ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা।’ – কোন্‌ পিপাসাকে, কেন দুরন্ত বলা হয়েছে?

Ans: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অন্ধকার বারন্দা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আবহমান’ কবিতা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। পিপাসা কথার অর্থ হল তৃষ্ণা। তৃষ্ণার্ন্ত মানুষ তার পিপাসা নিবারণের জন্য জল পান করে। এই কবিতা অনুযায়ী পিপাসা বলতে বলা হয়েছে জন্মভূমির প্রতি টান যা মানুষের কাছে অমোঘ, যা মানুষ কখনো অস্বীকার করতে পারে না। জন্মভূমি প্রত্যেকেই তীব্র ভাবে আকর্ষিত করে।

গাছের শিকড় যেমন মাটির তলায় থাকে, কোনো ব্যাক্তি যেখানে বড় হয়ে ওঠে সেখানে তার শিকড় প্রোথিত হয়ে যায়। যদি কোনো কারণে জন্মভূমির সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে, তবুও সে বারবার তাঁর জন্মভিটেতে ফিরে আসতে চায়। কারণ সেই জন্মস্থানের মাটির সঙ্গে তার আত্মিক যোগাযোগ। তাই তাঁর এই পিপাসা দুরন্ত।

  1. “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে” — পঙক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।

Ans: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রামসভ্যতা গড়ে তুলেছিল সেই মানুষই নগরসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহরজীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে।

  1. ‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া’, – উঠানে গিয়ে দাঁড়ালে কী চোখে পড়বে?

Ans: উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অন্ধকার বারন্দা’ কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে।

বাড়ির সামনে যে ফাঁকা জায়গা থাকে তাকেই উঠান বলে। গ্রামবাংলায় যে কুঠির নির্মাণ করা হয়, সেই বাড়ির সামনে অনেকটাই ফাঁকা জায়গা থাকে, তাকে উঠোন বলে। উঠোনে সামনেও বেশ খানিকটা জায়গা থাকলে, ছোটো ছোটো কিছু গাছ সেখানে লাগানো হয় অনেক সময় মাচা করেও সেখানে গাছ লাগাতে দেখা যায়। দাওয়ার পর এই উঠোন পরিষ্কার করে রাখা হয়। কবি বলছেন ঘর থেকে বেরিয়ে এলে লাউ মাচা দেখতে পাওয়া যাবে। লাউ মাচায় ফুল হয়েছে। সন্ধ্যাবেলা নদীর উপর থেকে ঠাণ্ডা হাওয়া ভেসে আসে। সেই হাওয়া নাড়া দিয়ে যায় এই লাউ ফুলগুলিকে এবং হাওয়ায় ফুলগুলি দুলতে থাকে। কবির বক্তব্য অনুযায়ী উঠোনে গিয়ে দাঁড়ালে লাউমাচা ও সান্ধ্যকালীন হাওয়াতে দোদল্যমান লাউফুলটিকে দেখতে পাওয়া যায়।

  1. ‘কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’, – ‘আবার ফিরে আসা’র প্রসঙ্গ উচ্চারিত হয়েছে কেন?

Ans: মানুষের ঘর বাঁধার স্বপ্ন চিরন্তন। বহু বছর আগে মানুষ যখন গোষ্ঠী বদ্ধভাবে বাঁচা শুরু করে তখন থেকেই সে ঘর বাঁধে অতন্ত্য ভালোবাসার সঙ্গে।

মানুষ প্রথম সমাজবদ্ধভাবে গ্রামবাংলার বুকে বসবাস শুরু করে। এই গ্রামবাংলার বুকে মানুষ কতবার ঘর বেঁধেছে ভালোবাসার সঙ্গে। সেখানে তার জীবনকে এগিয়ে নিয়ে চলেছে পরম মমতায়। অনেক সময় অনেক কারণে তাকে সেই ভালোবাসার ঘর ছেড়ে চলে যেতে হয়েছে বহুদূরে। কিন্তু তার জায়গায় আবার অন্য কেউ এসে ঘর বেঁধেছে, জীবন শুরু করেছে। আবার কোনো কারণে কেউ যদি এই ভালোবাসার ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তাহলে সে এই ভিটের টানে আবারো ফিরে এসেছে। এই যাওয়া আসা বারংবার হতেই থাকে। তাই এখানে ‘আবার ফিরে আসার’ কথাটা ব্যবহার করা হয়েছে।

  1. ‘সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে’, – উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।

Ans: উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অন্ধকার বারন্দা’ কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে।

জন্মভিটে জন্মভূমি আকর্ষণর চিরন্তন। যদি কোনো ব্যাক্তি তার দেশকে ছেড়ে যায় তবুও সে বারবার সেই স্থানেি ফিরে আসতে চায়। কারণ সেই জায়গার সঙ্গে তার আত্মার যোগ। সেই স্থানের প্রতিটি ধুলিকণা, প্রতিটি গাছ, প্রতিটি ঘাস তার একান্ত প্রিয়। সব কিছুর মধ্যে মিশে আছে তার ভালোবাসা ভরা জন্মভূমির স্মৃতি। যা কখনো কোনোদিন ভোলা যায় না। মনে সবসময় তার প্রবল ইচ্ছা থাকে মাতৃভূমির বুকে ফিরে আসার জন্য। যখন সে এসে পৌঁছাতে পারে তার মাতৃভূমির কাছে তখন সে প্রকৃতির মধ্যে খুঁজে নিতে চায় তার পুরোনো সময়ের সৌগন্ধ। আপন মনে স্মৃতিচারনায় সে থাকে নিমগ্ন। ঘাস জন্মায় মাটির বুক থেকে। সেই মাটির সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগ। সেই মাটির মধ্যে সে নিজেকে খুঁজে পায়। তাই এখানে কবি বলেছেন সারাটাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখে।

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer : 

1. তেমনই করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া/ নামলে আবার ছুটে সান্ধ্য নদীর হাওয়া।’ – বক্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য অংশে একাধিকবার ‘তেমনি’ ব্যবহারের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। 

Ans: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অন্ধকার বারন্দা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘আবহমান’ কবিতা থেকে এই আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।

বহু বহু বছর আগে মানুষ তার জীবন শুরু করেছিল প্রকৃতির মাঝে। ভালোবাসা দিয়ে সে গড়ে তুলেছিল তার বসতি। সময় চলে গেছে দিন বদলেছে, কিন্তু মানুষের তার জন্মভিটের প্রতি আকর্ষণ আজও অমলিন। তাই বারবার সে জন্মভূমিতে ফিরে আসে। সময় বদলায়, হয়তো তার পরিপ্রেক্ষিতে মানুষগুলোও বদলে যায়। কিন্তু মানুষের এই ঘর বাঁধার ইচ্ছে, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার ইচ্ছে, জন্মভিটের প্রতি টান- এগুলো বদলায় না। এগুলো অপরিবর্তনীয় থেকে যায়। কারণ এই টান চিরন্তন। একই ভাবে যুগ যুগ ধরে প্রকৃতিও কোনো পরিবর্তন ঘটে নি। এই প্রসঙ্গে কবি এই কথা বলেছেন।

‘তেমনি’ ব্যবহারের প্রাসঙ্গিকতা-

নিজের জন্মভূমির প্রতি অদম্য আকর্ষণের কথা বলার সময় কবি আরেক একটি কথাও বলেছেন- সময় বদলে গেলেও প্রকৃতি তার রূপ বদলায় নি। প্রত্যেকদিন আজও সকাল বেলা সূর্য ওঠে, আবার সন্ধ্যেবেলা অস্ত যায়। সূর্যের তাপ অস্তমিত হবার পরে তেমনি ভাবে নদীর হাওয়া বয়ে যায়। এই ঘটনা বারবার ঘটে, প্রতিদিন ঘটে, প্রতিনিয়ত ঘটে। সময় চলে যায়, বছর বাড়তে থাকে। নটে গাছটির বয়স বাড়ে, কিন্তু সেই ঘটনা হারিয়ে যায় না, বারেবারে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এটিই জীবনের বৈশিষ্ট্য, এটাই জীবনের মহিমা। এই চিরন্তন কথাটিকে বোঝানোর জন্যই কবি এই ‘তেমনি’ কথাটি ব্যবহার করেছেন। এইজন্য কবি বলেছেন তেমনই করেই সূর্য ওঠে অর্থাৎ যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, প্রাণ সৃষ্টি হয়েছিল তখন যেমন ভাবে পূর্ব দিগন্তে সূর্য উঠত ঠিক তেমন ভাবে আজও সূর্য ওঠে। এই ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন এই ঘটনা একইরকম ভাবে ঘটে চলবে। এই ঘটনা চিরন্তন। একই ভাবে পশ্চিম দিগন্তে সূর্যের অস্ত যাওয়া অথবা সন্ধ্যাবেলা নদীর ওপার থেকে ঠাণ্ডা হাওয়া বয়ে আসার মতো ঘটনা গুলি বারংবার ঘটতে থাকবে। সেই কথা বোঝানোর জন্য কবি ‘তেমনি’ কথাটি ব্যবহার করেছেন।

2. ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।’ – উদ্ধৃতাংশে নটেগাছের প্রসঙ্গ উত্থাপনে ‘আবহমান’ কবিতায় ‘রূপকথা’র আবেশ কীভাবে রচিত হয়েছে, বিশ্লেষণ করো। 

Ans: রূপকথার গল্পে আমরা কোনো সুয়োরাণী ও দুয়োরাণী বা কোনো দৈত্যের দানবের কথা শুনতাম। সেই গল্পে দুষ্টু রাণী তার সৎ মেয়েকে কষ্ট দিত, দানব বা দৈত্য রাজ্যের প্রজাদের কষ্ট দিত। গল্পের শেষে দুষ্টু বুদ্ধির পরাজয় ঘটত, শুভ বুদ্ধির জয়লাভ ঘটত। যা কিছু ভালো তা চিরস্থায়ী হয়। যা কিছু অন্যায় তার বিনাশ ঘটে এবং গল্পের শেষে লেখা থাকত নটে গাছটি মুড়ালো আমার কথাটি ফুড়লো। গল্পের শেষে এর দ্বারা একটা সুখী পরিসমাপ্তি বোঝানো হত। নটে একবর্ষজীবি গাছ, এক বছর পরে নটে গাছটি শুকিয়ে যায়। কিন্তু এখানে কবিতায় কবি নটে গাছটিকে সময়ের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। মানুষের ঘর গড়ে তোলার ইচ্ছা,এই ভিটের প্রতি অমোঘ আকর্ষণ-এর কোনো পরিবর্তন ঘটে না। সময় চলে যায়, যুগ পরিবর্তন হয়। কিন্তু দূরদুরান্তরে চলে গেলেও মানুষ চেষ্টা করে আবার তার ভিটেতে ফিরে আসতে। এই যে জন্মভূমির প্রতি অদম্য আকর্ষণ তা মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। আবার অন্যদিকে বহুবছর বহুযুগ অতিক্রান্ত হলেও প্রকৃতির রূপ থাকে অমলিন। পূর্ব দিগন্তে সূর্যের উদয়, আবার পশ্চিম দিগন্তে সূর্যের অস্ত যাওয়া, নদীর উপর থেকে শীতল হাওয়া বয়ে আসা, গ্রাম বাংলার বুকে কুটিরে অনতিদূরে লাউমাচা – সবই যেন অপরিবর্তনীয় থাকে। গ্রাম বাংলার এই শান্ত সমাহিত চিত্র বহু বছর পার করেও একই থেকে যায়।

তাই বহু সময় অতিবাহিত হলেও কবি ভাষায় নটে গাছটি বুড়িয়ে ওঠে, নটে গাছটা বুড়িয়ে উঠলেও কখনো ফুরয় না।

3. “এই মাটিকে এই হাওয়াকে আবার ভালােবাসে।” — এই মাটি হাওয়াকে আবার ভালােবাসার কারণ কী?

Ans: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতাটি নিজের শিকড়ের খোঁজে মানুষের অনিঃশেষ পথ চলার কাহিনি| সভ্যতার শুরুতে অরণ্যবাসী মানুষ বল কেটে বসতি গড়েছিল, তৈরি করেছিল তার গ্রামসভ্যতা! ঘর বেঁধেহিন নিবিড় অনুরাগে| সেই মানুষই ধীরে ধীরে নাগরিক হয়েছে। প্রকৃতি এবং গ্রামজীবনের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। কিন্তু শহরজীবনের ব্যস্ততা এবং কৃত্রিমতায় ক্লান্ত মানুষ নিজের মনের মধ্যে ধরে রাখতে চেয়েছে ঘাসের গন্ধ, তারায় ভরা আকাশে সে নিজের স্বপ্ন এঁকে রেখেছে। বাগান থেকে কুন্দফুলের হাসিকে মানুষ কখনও হারিয়ে যেতে দেয়নি। প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়েছে সেই দুরন্ত জীবনপিপাসা চাকচিক্য, আড়ম্বরের কৃত্রিমতায় নয়, মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য জীবনকে তার

সহজভাবে রূপরস-গন্ধ-স্পর্শ-সহ উপলব্ধি করতে চেয়েছে। তাই প্রকৃতির কাছে, তার ফেলে আসা গ্রামজীবনের কাছে ফিরে যাওয়ার তাগিদ উপলব্দি করেছে সে। সেখানে লাউমাচায় সন্ধ্যার বাতাসে ছােট্ট একটা ফুল আজও দোল খায়৷ সেই মাটিকে আর হাওয়াকে ভালােবেসে ফিরে যাওয়াটা যেন

জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করার ও বেঁচে থাকার জন্য অবশ্য প্রয়ােজনীয় হয়ে ওঠে।

4. ‘আবহমান’ শব্দের অর্থ কী? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? 

Ans: আবহমান কথাটার আক্ষরিক অর্থ হল যা অনন্ত কাল ধরে বহমান।এখানে চিরকালীন বা চিরন্তন অর্থ বোঝাতে আবহমান শব্দটি ব্যবহার করা হয়েছে।

বহু বছর আগে মানুষের ঘর বাঁধা শুরু হয়েছে। মানুষ তাঁর কুটির নির্মিত করছে সযত্নে। বেঁচে থাকার জন্য সবজি ফলিয়েছে। বহমান সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। কিন্তু ‘নিবিড় অনুরাগে’ এই ঘর বাঁধার ইচ্ছা, জন্মভূমির মাটিকে, হাওয়াকে ভালোবাসার অদম্য ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভিটে, ভিটের সংলগ্ন ছোটো একটি লাউমাচা, যা কবি এখানে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, তাঁর টান সার্বজনীন। যদি কখনো কাউকে কোনো প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যেতে হয়, তবুও চেনা ভিটের জন্য সবসময় তার মন অস্থির হয়ে থাকে। পরিচিত ‘ঘাসের গন্ধ’ মাখার জন্য মন ভরে থাকে ‘দূরন্ত পিপাসায়’। সময় এগিয়ে চলে প্রতিদিন সূর্য উঠে, প্রতিদিন অস্ত যায়, সন্ধ্যা নামে, সন্ধ্যার বাতাস নদীর উপর থেকে গ্রামের বুকে ছুটে আসে। অফুরণ এই প্রাকৃতিক সৌন্দর্য তা চিরকালীন। বারবার, প্রতিদিন, অবিরাম একই ঘটনা ঘটে চলেছে। তবু এর কোনো শেষ নেই। ঠিক তেমনি মানুষের মনে ঘর বাঁধার আখাঙ্খাও চিরকালীন। এই ঘটনাগুলি আবহমান কাল ধরে লক্ষ্য করা যায়। তাই কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করি।

আরোও দেখুন :-

নবম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

FILE INFO : আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer with FREE PDF Download Link

PDF File Name আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

Info : আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Bengali Question and Answer Suggestion 

” আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali Abohoman Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Bengali Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali Abohoman Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali Exam Guide / Class 9 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন ও উত্তর 

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – প্রশ্ন ও উত্তর | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন ও উত্তর।

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা 

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন ও উত্তর | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন উত্তর।

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা 

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali Abohoman 

নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali Abohoman) – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – প্রশ্ন ও উত্তর | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী | Class 9 Bengali Abohoman Suggestion নবম শ্রেণি বাংলা – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নবম শ্রেণীর বাংলা সহায়ক – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Abohoman Question and Answer, Suggestion | Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion | Class 9 Bengali Abohoman Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী । Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion.

WBBSE Class 9th Bengali Abohoman Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

WBBSE Class 9 Bengali Abohoman Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী | Class 9 Bengali Abohoman Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Bengali Abohoman Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 9 Bengali Abohoman Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Abohoman Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Bengali Abohoman Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali Abohoman Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Bengali Abohoman Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Bengali Abohoman Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Bengali Abohoman Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Bengali Abohoman Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Bengali Suggestion is provided here. Class 9 Bengali Abohoman Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” আবহমান (কবিতা) নীরেন্দ্রনাথ চক্রবর্তী – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Abohoman Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।