দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর

Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX History Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর ইতিহাস (Class 9 History)
ষষ্ঠ অধ্যায় (Chapter 6) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (Dwitiyo Biswajuddho O Tarpor)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer 

MCQ | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. ব্রিটিশ লেখক হোমার লি কোন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন-

(A) টিউটনিক 

(B) অ্যাংলো- স্যাক্সন 

(C) লাতিন 

(D) আর্য

Ans: (B) অ্যাংলো- স্যাক্সন।

  1. উগ্র জাতীয়তাবাদের উগ্র সমর্থক ছিলেন-

(A) চার্চিল 

(B) রুজভেল্ট 

(C) হিটলার 

(D) স্ট্যালিন

Ans: (C) হিটলার।

  1. হিটলার ভার্সাই চুক্তিকে অস্বীকার করেন—

(A) 1934 খ্রিস্টাব্দে 

(B) 1935 খ্রিস্টাব্দে 

(C) 1936 খ্রিস্টাব্দে 

(D) 1937 খ্রিস্টাব্দে

Ans: (A) 1934 খ্রিস্টাব্দে

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইটালির প্রধান ফ্যাসিস্ট নেতা ছিলেন—

(A) অ্যাডলফ হিটলার 

(B) তৃতীয় ভিক্টর ইমান্যুয়েল 

(C) হেনরিক হিমলার 

(D) বেনিতো মুসোলিনি

Ans: (D) বেনিতো মুসোলিনি

  1. জার্মানির আগ্রাসী জাতীয়তাবাদ নীতির সূচনা করেন—

(A) বিসমার্ক 

(B) কাইজার প্রথম উইলিয়াম 

(C) কাইজার দ্বিতীয় উইলিয়াম 

(D) হিটলার

Ans: (B) কাইজার প্রথম উইলিয়াম

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির রাষ্ট্রপ্রধান ছিলেন—

(A) চার্চিল 

(B) হিটলার 

(C) মুসোলিনি 

(D) রুজভেল্ট

Ans: (C) মুসোলিনি

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল—

(A) 4 বছর 

(B) 6 বছর 

(C) 8 বছর 

(D) 10 বছর

Ans: (B) 6 বছর

  1. প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় –

(A) হিরোশিমায় 

(B) নাগাসাকিতে 

(C) পোখরানে 

(D) ইসলামাবাদে

Ans: (A) হিরোশিমায়।

  1. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণা করে –

(A) রাশিয়া 

(B) আমেরিকা 

(C) ইংল্যান্ড 

(D) ফ্রান্স

Ans: (B) আমেরিকা।

  1. ফুলটন বক্তৃতা করেন –

(A) চার্চিল 

(B) রুজভেল্ট 

(C) ট্রুম্যান 

(D) জর্জ সি মার্শাল

Ans: (A) চার্চিল।

  1. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হয়-

(A) গণতন্ত্রের মড়ক 

(B) সমাজতন্ত্রের প্রসার

(C) ধনতন্ত্রের পতন 

(D) একনায়কতন্ত্রের পতন

Ans: (A) গণতন্ত্রের মড়ক।

  1. মুসোলিনি ফ্রান্সের কাছ থেকে কোন স্থানটি দাবি করেছিল?

(A) মেমেল 

(B) ফিউম 

(C) ট্যাঞ্জির 

(D) ডানজিগ

Ans: (C) ট্যাঞ্জির।

  1. ইটালিকে ‘আক্রমণকারী’ বলে ঘোষণ করে-

(A) অ্যাবিসিনিয়া 

(B) জাতিসংঘ 

(C) জাতিপুঞ্জ 

(D) ইংল্যান্ড

Ans: খ) জাতিসংঘ।

  1. ইটালির জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে-

(A) ১৯৩৫ খ্রিস্টাব্দে 

(B) ১৯৩৬ খ্রিস্টাব্দে 

(C) ১৯৩৭ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দেm

Ans: (C) ১৯৩৭ খ্রিস্টাব্দে।

  1. নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে –

(A) জাপান 

(B) জার্মানি 

(C) ইটালি (D) আমেরিকা

Ans: নিজের সামরিক শক্তি বৃদ্ধির দাবি গৃহীত না হওয়ায় জাতিসংঘ ত্যাগ করে- (B) জার্মানি।

  1. ‘দেখমাত্র গুলি’ করার নির্দেশ দেয় –

(A) জার্মানি 

(B) জাপান 

(C) আমেরিকা 

(D) ইংল্যান্ড

Ans: আমেরিকা

  1. কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

(A) চেকোস্লোভাকিয়া 

(B) পোল্যাণ্ড (C) অস্ট্রিয়া (D) রাইনল্যান্ড

Ans: কোন দেশ আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়- (B) পোল্যাণ্ড।

  1. ‘তোষণনীতির’ উদ্ভাবক ছিলেন –

(A) ফ্রাঙ্কো 

(B) নেভিল চম্বারলেন 

(C) রিবেনট্রপ 

(D) মলোটভ

Ans: (B) নেভিল চম্বারলেন।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক –

(A) পোল্যান্ড আক্রমণ 

(B) ইঙ্গ-ফরাসি তোষণ নীতি 

(C) ভার্সাই সন্ধির অবিচার 

(D) জাতিসংঘের ব্যর্থতা

Ans: (A) পোল্যান্ড আক্রমণ।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ‘ব্লিৎসক্রিগ’ যুদ্ধপদ্ধতি ব্যবহার করে-

(A) ইংল্যান্ড 

(B) ফ্রান্স 

(C) ইটালি 

(D) জার্মানি

Ans: (D) জার্মানি।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অতি সংক্ষিপ্ত | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. কত খ্রিস্টাব্দে হিটলার রাশিয়া আক্রমণ করেন?

Ans: 22 জুন, 1941 খ্রিস্টাব্দে।

  1. হিরোশিমায় আমেরিকা কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে?

Ans: হিরোশিমায় আমেরিকা 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট পারমাণবিক বোমা নিক্ষেপ করে।

  1. মারিয়া দখলের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans: ইনুকাই।

  1. পার্ল হারবারের ঘটনা কবে ঘটেছিল? 

Ans: 1941 সালের 7ই ডিসেম্বর

  1. সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়?

Ans: 1945 সালে

  1. হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করে?

Ans: 1939 খ্রিস্টাব্দে

  1. লেলিন গ্রাদের অবরোধ কতদিন ধরে চলেছিল?

Ans: 872 দিন ধরে চলেছিল

  1. জাপানের হিরোশিমা শহরে ফেলা পারমানবিক বোমাটির নাম কি?

Ans: লিটল বয় (1945, 6 August)

  1. কে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘হিটলারের যুদ্ধ’ বলেছেন?

Ans: ই-এল-উডওয়ার্ড।

  1. অক্ষশক্তি বলতে কাদের বোঝায়?

Ans: জার্মানি-জাপান ও ইটালির কমিন্টার্ন বিরোধী জোটকে বলা হয় অক্ষশক্তি।

  1. কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে?

Ans: হিটলারের নেতৃত্বে।

  1. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

Ans: 23 আগস্ট, 1939 খ্রিস্টাব্দে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

  1. কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে?

Ans: হিটলারের নেতৃত্বে।

  1. কোন্ সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয়?

Ans: ভার্সাই সন্ধিকে।

  1. ‘গণতন্ত্রের সামরিক কারখানা’ নামে কোন্ দেশ পরিচিত?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের সামরিক কারখানা নামে পরিচিত কারণ তারা ধারে মিত্রপক্ষকে সামরিক সরঞ্জাম দেয়।

সংক্ষিপ্ত | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. কোন দিনটি ‘ডি-ডে’ বা ‘মুক্তি দিবস’ নামে পরিচিত?

Ans: ১৯৪৪ খ্রিষ্টাব্দের ৬ই জুন দিনটিকে ‘মুক্তি দিবস’ বা ‘ডি ডে’ বলা হয়।

  1. কারা কবে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ করে?

Ans: ১৯৪৬ খ্রিষ্টাব্দের ৬ই আগস্ট জাপানের হিরোসিমা শহরে, আমেরিকা প্রথম পারমাণবিক বিস্ফোরন করে।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির গবেষণার উদ্দেশ্যে আমেরিকা কী প্রকল্প গ্রহণ করে?

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির গবেষণার উদ্দেশ্যে আমেরিকা ‘ম্যানহাটন’ প্রকল্প গ্রহহ্ন করে।

  1. মুসোলিনি কবে কীভাবে ফিউম বন্দর ইটালির অন্তর্ভুক্ত করেন?

Ans: ইটালির একনায়ক শাসক মুসোলিনি নেটিউনো চুক্তির দ্বারা ১৯২৫ খ্রিষ্টাব্দে ফিউম বন্দর ইটালির অন্তর্ভুক্ত করেন।

  1. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে ইটালিকে ‘আক্রমণকারী’ বলে ঘোষণা করে?

Ans: ইটালি ১৯৩৫ খ্রিষ্টাব্দে অ্যাবিসিনিয়া আক্রমণ করলে জাতিসংঘ ইটালিকে ‘আক্রমণকারী’ হিসাবে আখ্যা দেয়।

  1. ‘মাজিনো লাইন’ কী?

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স, সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল তাকে মাজিনো লাইন বলা হয়।

  1. জার্মানির শাসক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন কোন স্থান দখল করেন?

Ans: জার্মানির শাসক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে রাইন ভূখণ্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া ইত্যাদি স্থান দখল করে।

  1. হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন?

Ans: ১৩৩৯ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর জার্মানির শাসক হিটলার পোল্যান্ড আক্রমণ করেন।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এবং কবে শেষ হয়?

Ans: ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২ সেপ্টেম্বর এই যুদ্ধ শেষ হয়।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন দুটি দেশ মিত্রপক্ষে যোগ দেয়?

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ান মিত্রপক্ষে যোগদান করে।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ উল্লেখ করো।

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণগুলি হল –

ক) প্রথম বিশ্বযুদ্ধের পড়ে ইটালি, জার্মানি, জাপান প্রভৃতি দেশে একনায়ক শাসকদের উত্থান।

খ) ঔপনিবেশিক এবং প্রতিযোগী রাষ্ট্রগুলির প্রতিদন্ধিতা।

গ) জাতিসংঘের ব্যর্থতা

  1. হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন?

Ans: হিটলারের রাশিয়া আক্রমণের মূল দুটি কারণ হল –

ক) রাশিয়ার সামরিক আগ্রাসনকে প্রতিহত করা এবং ভবিষ্যতে রাশিয়ার জার্মানি আক্রমণের সম্ভাবনা নির্মূল করা।

খ) রাশিয়ার অন্তর্গত ইউক্রেনের গম ভাণ্ডার এবং পেট্রোলিয়াম ভাণ্ডার দখল করা।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি জোটের উল্লেখ করো।

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওটা দুটি অন্যতম জোট হল –

ক) ১৯৪৯ খ্রিষ্টাব্দে গড়ে ওঠা ন্যাটো (NATO) বা উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা।

খ) ১৯৫৮ খ্রিষ্টাব্দে গড়ে ওঠা সিয়াটো (SEATO) বা দক্ষিন পূর্ব এশিয়া চুক্তি সংস্থা।

  1. ঠাণ্ডা লড়াই কী?

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দুই প্রধান শক্তিশালী দেশ রাশিয়া এবং আমেরিকার নেতৃত্বে দুটি শক্তি জোট গড়ে ওঠে। এই দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে যুদ্ধ না হলেও, যুদ্ধের পরিবেশ বজায় ছিল। এই ঘটনা ঠাণ্ডা লড়াই নামে পরিচিত।

  1. প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রধান একনায়কতান্ত্রিক শাসকদের নাম উল্লেখ করো।

Ans: প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে একনায়কতান্ত্রিক শাসকদের আধিপত্য লক্ষ্য করা যায়। এদের মধ্যে অন্যতম ছিলেন, জার্মানির শাসক হিটলার, ইটালির শাসক মুসোলিনি এবং স্পেনের শাসক জেনারেল ফ্রাঙ্কো।

  1. ইটালির সঙ্গে ইউগোস্লাভিয়ার বিরোধের কয়েকটি কারণ উল্লেখ করো।

Ans: ইটালির সঙ্গে ইউগোস্লাভিয়ার বিরোধের প্রধান কারণগুলি হল –

ক) ইউগোস্লাভিয়ার ফিউম বন্দর ইটালি অন্যায়ভাবে দখল করে।

খ) আলবেনিয়ায় ইটালির আধিপত্য বৃদ্ধি পেলে তা ইউগোস্লাভিয়ার নিরাপত্তাহীনতার কারণে পরিণত হয়।

গ) ইউগোস্লাভিয়ার সঙ্গে বুলগেরিয়ার চুক্তিতে ইটালি বাঁধা হয়ে দাঁড়ায়।

ঘ) ইউগোস্লাভিয়ার রাজার মৃত্যুর কারণ হিসাবে ইটালির হস্তক্ষেপ সন্দেহ করা হয়।

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব কোন দুটি জোটে বিভক্ত হয়ে পড়ে?

Ans: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব দুটি জোটে বিভক্ত হয়, যথা মিত্র শক্তি ও অক্ষশক্তি।

অক্ষশক্তির প্রধান রাষ্ট্রগুলি হল ইটালি, জার্মানি এবং জাপান অপরদিকে মিত্রশক্তির প্রধান দেশগুলি হল ইংল্যান্ড, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ান।

  1. রাশিয়া কেন জার্মানির সঙ্গে ‘রুশ- জার্মান অনাক্রম চুক্তি’ (১৯৩৯ খ্রি) স্বাক্ষরে আগ্রহী হয়?

Ans: রাশিয়ার তরফে ‘রুশ- জার্মান অনাক্রম চুক্তি’ স্বাক্ষরের অন্যতম কারণগুলি হল –

ক) ইউরোপের অন্যতম দুটি শক্তিশালী রাষ্ট্র ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে রাশিয়ার মিত্রতা স্থাপনে ব্যর্থতা অপর একটি শক্তিশালী দেশ জার্মানির কাছাকাছি নিয়ে আসে।

খ) রাশিয়া, জার্মানির সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে চুক্তি করতে আগ্রহী হয়।

  1. জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?

Ans: প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির শক্তি হ্রাস করা হয়। এর পরবর্তী সময়ে ১৯৩৩ খ্রিষ্টাব্দে জেনিভার নিরস্ত্রিকরণ সম্মেলনে জার্মানি অন্য সকল রাষ্ট্রের ন্যায় সামরিক শক্তি রাখার দাবী জানায়। কিন্তু এই দাবী মান্যতা না পেলে, জার্মানি জেনিভা সম্মেলন এবং জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।

  1. মুসোলিনি ও হিটলারের ঘনিষ্ঠতা বৃদ্ধি ও জোট গঠনের কয়েকটি কারণ উল্লেখ করো।

Ans: ইটালির শাসক মুসোলিনি এবং জার্মানির শাসক হিটলারের মধ্যে জোট গঠনের মূল দুটি কারণ হল –

ক) প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধির মাধ্যমে ইটালি এবং জার্মানি দুটি দেশের সামরিক শক্তি হ্রাস করা হয়। ফলে দুটি দেশেই এর ফল ভোগ করে।

খ) ফ্রান্স ছিল জার্মানি এবং ইটালি দুই দেশেরই শত্রু আবার ইটালি ও জার্মানি দুটি দেশই ছিল উগ্র সাম্রাজ্যবাদের সমর্থক।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের কারণ আলোচনা করো।

Ans: প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা নিরপেক্ষতা নীতি গ্রহণ করে নিজেকে বিশ্ব রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে ছিল।

   দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা প্রথমে নিরপেক্ষতা নীতি গ্রহণ করলেও পরে যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের প্রতি আমেরিকার সমর্থন থাকলেও যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় দুই বছর আমেরিকা নিরপেক্ষতা নীতি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকে। এই সময় আমেরিকা মূলত মিত্র শক্তি রাষ্ট্রগুলির কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করে।

   আমেরিকা মিত্রপক্ষকে অস্ত্র সাহায্য করলে 1941 খ্রিস্টাব্দের শেষদিকে আমেরিকা অক্ষশক্তির মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়ে যায়। জার্মান সাবমেরিন গুলি ক্রমাগত মার্কিন জাহাজ গুলিতে আক্রমন চালাতে থাকে। এর ফলস্বরূপ আমেরিকাও পাল্টা জার্মান সাবমেরিন ও যুদ্ধজাহাজ গুলিকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়। আর এই ভাবেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল।

   অক্ষশক্তি ভুক্ত জাপান 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর হঠাৎ হাওয়াই দ্বীপের মার্কিন পার্ল হারবারে বোমাবর্ষণ করে ঘাঁটিটি ধ্বংস করে দেয় এবং পরদিন 8 ডিসেম্বর জাপান আমেরিকা ও মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে আমেরিকা তার বিপুল শক্তি নিয়ে সরাসরি অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে।

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলি আলোচনা করো।

Ans: মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ (1939 – 1945)। জার্মানি, ইতালি, জাপান ও তাদের সহযোগী বিভিন্ন দেশ নিয়ে গঠিত অক্ষশক্তি এবং ইংল্যান্ড, ফ্রান্্‌ রাশিয়া, আমেরিকা ও তাদের সহযোগী বিভিন্ন দেশ নিয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তির পরাজয় ঘটে। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল :

    বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পরে। যেমন –

ধ্বংসলীলা –

   দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক বিশ্বব্যাপী ভয়ংকর ধ্বংসযজ্ঞ ঘটনা । এর ফল হয়েছিল মারাত্মক ও সুদূরপ্রসারী । যুদ্ধের শেষ দিকে 1945 খ্রিস্টাব্দে 6ই আগস্ট জাপানের হিরোসিমায় ও 9ই আগস্ট নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা নিক্ষেপ করে । আমেরিকার নিক্ষিপ্ত পরমাণু বোমায় জাপানের দুটি শহর হিরোসিমা ও নাগাসাকি সম্পূর্ণ ধ্বংস হয় । মানুষের ইতিহাসে এতবড় ধ্বংসলীলা আর সংঘটিত হয়নি । 

আমেরিকা ও রাশিয়ার আধিপত্য বিস্তার –

  এই যুদ্ধের ফলে আমেরিকা ও রাশিয়া পৃথিবীর মধ্যে বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের অধিকারী হয় । ব্রিটেন, ফ্রান্স, ইতালি প্রভৃতি ইউরোপীয় দেশের স্থান হয় দ্বিতীয় সারিতে । ইতালিতে ফ্যাসিবাদী সরকারের জায়গায় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় । জার্মানি দ্বিখন্ডিত হয়ে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি দুইটি দেশে বিভক্ত হয় ।

ঠান্ডা যুদ্ধের সূত্রপাত –

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়ে । সর্বপ্রথম রাশিয়ার সাম্যবাদী আদর্শ জয়যুক্ত হয় । পরে চিন, পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, পূর্ব জার্মানি ইত্যাদি দেশ সাম্যবাদী আদর্শ গ্রহণ করে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় । সমাজতান্ত্রিক প্রবক্তা রূপে পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট দল আত্মপ্রকাশ করে । একে কেন্দ্র করে আবার পৃথিবীর রাষ্ট্রসমূহ দুটি শিবিরে ভাগ হয়ে যায় । একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, পশ্চিম জার্মানি এবং তাঁদের মিত্র দেশগুলি,  আর অন্যদিকে রাশিয়া, পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, পূর্ব জার্মানি ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশ । এর মধ্যে আবার কয়েকটি দেশ নিরপেক্ষ থেকে যায় । ভারত তার অন্যতম । এভাবে দুটি শিবিরে বিভক্ত দেশগুলির মধ্যে এক ধরণের স্নায়ুর লড়াই শুরু হয়, যার নাম ঠান্ডা যুদ্ধ ।

জাতীয়তাবাদের উদ্ভব –

   দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরাধীন দেশগুলিতে শুরু হয়ে যায় স্বাধীনতার লড়াই । সাম্রাজ্যবাদী শক্তিগুলি বুঝতে পরে যে সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটতে আর দেরি নেই । দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলনের কাছে নতি স্বীকার করে তারা নিজ নিজ উপনিবেশগুলিকে স্বাধীনতা দানে তৎপর হয় । ফলে অনেক দেশ স্বাধীনতা লাভ করে ।

সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা –

   দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় । আজ পর্যন্ত এই বিশ্ব সংস্থা পৃথিবীর শান্তি ও নিরাপত্তা অক্ষুন্ন রাখতে ও মানুষের সার্বিক উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে ।

যুদ্ধাপরাধের বিচার –

   বিজয়ী মিত্রপক্ষ পরাজিত অক্ষশক্তির যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে শাস্তি দানের উদ্যোগ নেই। 21 জন নাৎসি আধিকারিকা শান্তি বিরোধী, মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। তাদের 14 জনকে ফাঁসি দেয়া হয় এবং বাকিদের কারাদণ্ড হয়।

3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।

Ans: প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার 21 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে  উঠেছিল। 1939 খ্রিস্টাব্দে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি বিধ্বংসী এবং ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ :-

ভার্সাই সন্ধির ত্রুটি – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির উপর  মিত্রশক্তি ভার্সাই সন্ধি বলপূর্বক চাপিয়ে দিয়েছিল। এমত অমর্যাদাকর চুক্তির শর্তগুলি জার্মানদের প্রতিশোধস্পৃহায় জাগরণ ঘটিয়ে যুদ্ধ মুখী করে তুলেছিল।

জার্মানির উগ্র জাতীয়তাবাদ – জার্মানির উগ্র জাতীয়তাবাদ এবং হিটলারের আগ্রাসী নীতির সমন্বয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করেছিল। হিটলারের নির্দেশে জার্মানি চেকোস্লোভাকিয়া পোল্যান্ড প্রভৃতি ইউরোপীয় দেশের অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রকাশ্যে বা গোপনে আন্দোলন গড়ে তোলার ইন্ধন জুগিয়েছিল।

ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি – ইংল্যান্ড ও ফ্রান্স ভ্রান্ত তোষণ নীতির ফলে হিটলার এবং মুসোলিনির নেতৃত্বে যথাক্রমে ইতালি জার্মানি নিজ শক্তির বিকাশ ঘটিয়েছিল। ইংল্যান্ড ও ফ্রান্স মনে করেছিল ইতালি ও জার্মানীকে শক্তি অর্জনের সুযোগ দিলে তারা সাম্যবাদী সোভিয়েত রাশিয়াকে দুর্বল করতে সক্ষম হবে। কিন্তু বাস্তবে এমত তোষণনীতি ইতালি ও জার্মানীকে আর সাম্রাজ্যবাদী করেছিল।

ইতালি জাপানের আগ্রাসী নীতি – ইতালি ও জাপানের আগ্রাসী পররাষ্ট্র নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার ক্ষেত্রে অনেকাংশে দায়ী ছিল। ইতালি-আবিসিনিয়া এবং জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ করলে ইংল্যান্ড বা ফ্রান্স নীরব থাকে। ফলে ইতালি ও জাপানের পররাষ্ট্র গ্রাসের প্রবণতা বৃদ্ধি পেয়েছিল।

আদর্শগত মতভেদ – প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে আদর্শগত মতভেদ পরিলক্ষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র। জার্মানি, জাপান, ইতালি প্রভৃতি ছিল স্বৈরতন্ত্রী দেশ। আবার সোভিয়েত রাশিয়াও ছিল সাম্যবাদী রাষ্ট্র। এমত আদর্শগত মতভেদ আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি করেছিল।

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th History Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর ইতিহাস সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 History Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) History Question and Answer Suggestion 

” দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ইতিহাস সাজেশন / নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ও উত্তর । Class 9 History Suggestion / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer / Class 9 History Suggestion / Class 9 Pariksha History Suggestion / History Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 History Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 History Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th History Suggestion / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Exam Guide / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion FREE PDF Download) সফল হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ইতিহাস 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ইতিহাস 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ইতিহাস | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor 

নবম শ্রেণি ইতিহাস (Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor) – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion নবম শ্রেণি ইতিহাস – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) | নবম শ্রেণীর ইতিহাস সহায়ক – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer, Suggestion | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Notes | West Bengal Class 9th History Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 History Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) । Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion.

WBBSE Class 9th History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestions | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর 

Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion | নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 History Suggestion Download WBBSE Class 9th History short question suggestion . Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion download Class 9th Question Paper History. WB Class 9 History suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 History Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX History Dwitiyo Biswajuddho O Tarpor Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX History Suggestion is provided here. Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer with FREE PDF Download Link

PDF File Name দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর (ষষ্ঠ অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Dwitiyo Biswajuddho O Tarpor Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।