পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
North Bengal Tourism – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর – North Bengal Tourism – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ or Quiz in Bengali পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ
MCQ | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্ন ও উত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ Question and Answer :
- উত্তরবঙ্গ পর্যটন প্রধানত কোন ধরনের পর্যটনের অন্তর্গত?
(A) উপকূলীয় পর্যটন
(B) পাহাড়ি ও বনভিত্তিক পর্যটন
(C) মরু পর্যটন
(D) শিল্প পর্যটন
Ans: (B) পাহাড়ি ও বনভিত্তিক পর্যটন
Explanation: উত্তরবঙ্গ পাহাড়, বন ও নদীসমৃদ্ধ অঞ্চল। - উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের কোন অংশে অবস্থিত?
(A) দক্ষিণাংশে
(B) পূর্বাংশে
(C) উত্তরাংশে
(D) পশ্চিমাংশে
Ans: (C) উত্তরাংশে
Explanation: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চল। - উত্তরবঙ্গের প্রধান পাহাড়ি পর্যটন জেলা কোনটি?
(A) মালদা
(B) কোচবিহার
(C) দার্জিলিং
(D) উত্তর ২৪ পরগনা
Ans: (C) দার্জিলিং
Explanation: পাহাড়ি পর্যটনের কেন্দ্র। - উত্তরবঙ্গের ‘Queen of Hills’ কোনটি?
(A) মিরিক
(B) কার্শিয়াং
(C) দার্জিলিং
(D) কালিম্পং
Ans: (C) দার্জিলিং
Explanation: পাহাড়ি সৌন্দর্যের জন্য। - উত্তরবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) ফালুট
(B) টাইগার হিল
(C) সান্দাকফু
(D) কালিম্পং হিল
Ans: (C) সান্দাকফু
Explanation: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। - সান্দাকফু কোন জেলায় অবস্থিত?
(A) জলপাইগুড়ি
(B) দার্জিলিং
(C) কোচবিহার
(D) আলিপুরদুয়ার
Ans: (B) দার্জিলিং
Explanation: সিংঅলিিলা রিজে অবস্থিত। - উত্তরবঙ্গের বনভিত্তিক পর্যটনের প্রধান অঞ্চল কোনটি?
(A) তরাই
(B) রাঢ়
(C) ডুয়ার্স
(D) উপকূল
Ans: (C) ডুয়ার্স
Explanation: জাতীয় উদ্যানসমৃদ্ধ অঞ্চল। - ডুয়ার্স অঞ্চল কোন দুই প্রাকৃতিক অঞ্চলের মধ্যবর্তী?
(A) পাহাড় ও মালভূমি
(B) তরাই ও সমভূমি
(C) হিমালয় ও তরাই
(D) উপকূল ও বদ্বীপ
Ans: (C) হিমালয় ও তরাই
Explanation: পাদদেশ অঞ্চল। - ডুয়ার্স অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোনটি?
(A) সুন্দরবন
(B) গরুমারা
(C) সিংঅলিিলা
(D) নেহরু পার্ক
Ans: (B) গরুমারা
Explanation: জলপাইগুড়ি জেলায় অবস্থিত। - গরুমারা জাতীয় উদ্যান কেন বিখ্যাত?
(A) বাঘ
(B) একশৃঙ্গ গণ্ডার
(C) উট
(D) তিমি
Ans: (B) একশৃঙ্গ গণ্ডার
Explanation: প্রধান আকর্ষণ। - জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
(A) দার্জিলিং
(B) জলপাইগুড়ি
(C) আলিপুরদুয়ার
(D) কোচবিহার
Ans: (C) আলিপুরদুয়ার
Explanation: ডুয়ার্স অঞ্চলে। - জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ কী?
(A) বাঘ
(B) তৃণভূমি ও গণ্ডার
(C) মরুভূমি
(D) জলাভূমি
Ans: (B) তৃণভূমি ও গণ্ডার
Explanation: Grassland ecosystem। - উত্তরবঙ্গের একটি টাইগার রিজার্ভ কোনটি?
(A) সুন্দরবন
(B) বক্সা
(C) নামদাফা
(D) পেরিয়ার
Ans: (B) বক্সা
Explanation: আলিপুরদুয়ার জেলায়। - বক্সা টাইগার রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ?
(A) মরু প্রাণী
(B) পাহাড়ি বন ও বাঘ সংরক্ষণ
(C) উপকূল
(D) শিল্প
Ans: (B) পাহাড়ি বন ও বাঘ সংরক্ষণ
Explanation: ইকোট্যুরিজম কেন্দ্র। - উত্তরবঙ্গের একটি পাহাড়ি জাতীয় উদ্যান কোনটি?
(A) গরুমারা
(B) জলদাপাড়া
(C) সিংঅলিিলা
(D) সুন্দরবন
Ans: (C) সিংঅলিিলা
Explanation: দার্জিলিং জেলায়। - সিংঅলিিলা ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত?
(A) সাগর
(B) রেড পান্ডা ও ট্রেকিং
(C) মরু
(D) আগ্নেয়গিরি
Ans: (B) রেড পান্ডা ও ট্রেকিং
Explanation: সান্দাকফু ট্রেক রুট। - উত্তরবঙ্গের জনপ্রিয় হ্রদ পর্যটন কেন্দ্র কোনটি?
(A) চিলিকা
(B) লোকটাক
(C) মিরিক
(D) ভেম্বানাদ
Ans: (C) মিরিক
Explanation: সামেন্দু লেক। - মিরিক কোন জেলায় অবস্থিত?
(A) জলপাইগুড়ি
(B) দার্জিলিং
(C) কোচবিহার
(D) মালদা
Ans: (B) দার্জিলিং
Explanation: পাহাড়ি লেক অঞ্চল। - উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি?
(A) দামোদর
(B) সুবর্ণরেখা
(C) তিস্তা
(D) মহানদী
Ans: (C) তিস্তা
Explanation: উত্তরবঙ্গের জীবনরেখা। - তিস্তা নদী কোন খাতে গুরুত্বপূর্ণ?
(A) খনি
(B) পর্যটন ও জলবিদ্যুৎ
(C) বন্দর
(D) শিল্প
Ans: (B) পর্যটন ও জলবিদ্যুৎ
Explanation: পাহাড়ি নদী। - উত্তরবঙ্গের নিকটতম বিমানবন্দর কোনটি?
(A) কলকাতা
(B) বাগডোগরা
(C) গুয়াহাটি
(D) গয়া
Ans: (B) বাগডোগরা
Explanation: শিলিগুড়ির কাছে। - দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন স্বীকৃতি পেয়েছে?
(A) Ramsar Site
(B) Biosphere Reserve
(C) UNESCO World Heritage Site
(D) Tiger Reserve
Ans: (C) UNESCO World Heritage Site
Explanation: ঐতিহাসিক রেলপথ। - উত্তরবঙ্গ পর্যটনের সঙ্গে কোন শিল্প ঘনিষ্ঠভাবে যুক্ত?
(A) পাট
(B) চা
(C) খনি
(D) জাহাজ
Ans: (B) চা
Explanation: দার্জিলিং ও ডুয়ার্স চা। - উত্তরবঙ্গের চা বাগান প্রধানত কোথায় অবস্থিত?
(A) মালদা
(B) দার্জিলিং ও ডুয়ার্স
(C) সুন্দরবন
(D) কলকাতা
Ans: (B) দার্জিলিং ও ডুয়ার্স
Explanation: Tea Tourism। - উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ পর্যটন কেন্দ্র কোনটি?
(A) কালিঘাট
(B) ঘুম মনাস্ট্রি
(C) পুরী
(D) বেলুড়
Ans: (B) ঘুম মনাস্ট্রি
Explanation: দার্জিলিংয়ে অবস্থিত। - উত্তরবঙ্গ পর্যটনে ট্রেকিংয়ের জন্য কোন রিজ বিখ্যাত?
(A) আরাবল্লি
(B) সিংঅলিিলা
(C) বিন্ধ্য
(D) পশ্চিমঘাট
Ans: (B) সিংঅলিিলা
Explanation: সান্দাকফু ট্রেক। - উত্তরবঙ্গ পর্যটনের শ্রেষ্ঠ সময় কোনটি?
(A) জুন–আগস্ট
(B) অক্টোবর–মে
(C) জানুয়ারি–ফেব্রুয়ারি
(D) সারাবছর
Ans: (B) অক্টোবর–মে
Explanation: বর্ষা বাদে। - উত্তরবঙ্গ পর্যটনের একটি প্রধান প্রাকৃতিক সমস্যা কী?
(A) খরা
(B) ভূমিধস
(C) সুনামি
(D) আগ্নেয়গিরি
Ans: (B) ভূমিধস
Explanation: পাহাড়ি ঢাল। - ভূমিধসের প্রধান কারণ কী?
(A) আগ্নেয়গিরি
(B) অতিবৃষ্টি ও খাড়া ঢাল
(C) মরুকরণ
(D) খরা
Ans: (B) অতিবৃষ্টি ও খাড়া ঢাল
Explanation: হিমালয় অঞ্চল। - উত্তরবঙ্গ পর্যটনে হোমস্টের গুরুত্ব কী?
(A) নগণ্য
(B) স্থানীয় আয় বৃদ্ধি
(C) বন উজাড়
(D) শিল্পায়ন
Ans: (B) স্থানীয় আয় বৃদ্ধি
Explanation: কমিউনিটি ট্যুরিজম। - উত্তরবঙ্গ পর্যটনের একটি ইতিবাচক প্রভাব কী?
(A) দূষণ
(B) কর্মসংস্থান সৃষ্টি
(C) বন উজাড়
(D) ভূমিধস
Ans: (B) কর্মসংস্থান সৃষ্টি
Explanation: পরিষেবা খাত। - উত্তরবঙ্গ পর্যটনের একটি নেতিবাচক প্রভাব কী?
(A) শিক্ষা বৃদ্ধি
(B) অতিরিক্ত পর্যটন চাপ
(C) আয় বৃদ্ধি
(D) সংস্কৃতি সংরক্ষণ
Ans: (B) অতিরিক্ত পর্যটন চাপ
Explanation: Carrying Capacity সমস্যা। - Carrying Capacity কেন গুরুত্বপূর্ণ?
(A) পর্যটক বাড়াতে
(B) পরিবেশ ভারসাম্য রক্ষায়
(C) আয় কমাতে
(D) শিল্পায়নে
Ans: (B) পরিবেশ ভারসাম্য রক্ষায়
Explanation: টেকসই পর্যটন। - Responsible Tourism কেন জরুরি?
(A) শিল্প উন্নয়ন
(B) পরিবেশ ও সমাজ রক্ষায়
(C) খনি উন্নয়ন
(D) নগরায়ণ
Ans: (B) পরিবেশ ও সমাজ রক্ষায়
Explanation: টেকসই উন্নয়ন। - উত্তরবঙ্গের একটি জনপ্রিয় বনবাংলো অঞ্চল কোনটি?
(A) দীঘা
(B) জলদাপাড়া
(C) কলকাতা
(D) মালদা
Ans: (B) জলদাপাড়া
Explanation: ডুয়ার্স অঞ্চলে। - উত্তরবঙ্গ পর্যটনে কোন খাবার জনপ্রিয়?
(A) ধোসা
(B) মোমো ও থুকপা
(C) ইডলি
(D) পিজ্জা
Ans: (B) মোমো ও থুকপা
Explanation: পাহাড়ি খাবার। - উত্তরবঙ্গ পর্যটনে কোন জনগোষ্ঠীর সংস্কৃতি গুরুত্বপূর্ণ?
(A) মারাঠা
(B) লেপচা ও নেপালি
(C) তামিল
(D) পাঞ্জাবি
Ans: (B) লেপচা ও নেপালি
Explanation: স্থানীয় সংস্কৃতি। - উত্তরবঙ্গ পর্যটন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করে?
(A) দক্ষিণবঙ্গ
(B) উত্তরবঙ্গ
(C) রাঢ়
(D) উপকূল
Ans: (B) উত্তরবঙ্গ
Explanation: পর্যটন ও চা। - উত্তরবঙ্গ পর্যটনে জীববৈচিত্র্যের গুরুত্ব কী?
(A) নগণ্য
(B) ইকোট্যুরিজম ও সংরক্ষণ
(C) খনি
(D) শিল্প
Ans: (B) ইকোট্যুরিজম ও সংরক্ষণ
Explanation: বন ও প্রাণী। - উত্তরবঙ্গ পর্যটনে কোন ধরনের পর্যটন বাড়ছে?
(A) শিল্প পর্যটন
(B) ইকোট্যুরিজম ও অ্যাডভেঞ্চার
(C) মরু পর্যটন
(D) উপকূলীয় পর্যটন
Ans: (B) ইকোট্যুরিজম ও অ্যাডভেঞ্চার
Explanation: ট্রেকিং ও বনভ্রমণ। - উত্তরবঙ্গ পর্যটনের ভবিষ্যৎ কোনটির উপর নির্ভরশীল?
(A) খনি
(B) টেকসই পরিকল্পনা
(C) শিল্পায়ন
(D) নগরায়ণ
Ans: (B) টেকসই পরিকল্পনা
Explanation: পরিবেশ সুরক্ষা জরুরি। - উত্তরবঙ্গ পর্যটনে কোন পরিবহন বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
(A) নৌপথ
(B) পাহাড়ি সড়ক ও রেল
(C) সমুদ্রপথ
(D) মেট্রো
Ans: (B) পাহাড়ি সড়ক ও রেল
Explanation: পাহাড়ি ভূপ্রকৃতি। - উত্তরবঙ্গ পর্যটনে কোন রেলপথ বিশেষ আকর্ষণ?
(A) হাওড়া–দিল্লি
(B) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
(C) মুম্বাই লোকাল
(D) কনকন রেল
Ans: (B) দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
Explanation: টয় ট্রেন। - উত্তরবঙ্গ পর্যটনে কোন লেকটি গুরুত্বপূর্ণ?
(A) চিলিকা
(B) সামেন্দু (মিরিক)
(C) লোকটাক
(D) ভেম্বানাদ
Ans: (B) সামেন্দু (মিরিক)
Explanation: পাহাড়ি হ্রদ। - উত্তরবঙ্গ পর্যটনে কোন প্রাকৃতিক দৃশ্য জনপ্রিয়?
(A) মরুভূমি
(B) কাঞ্চনজঙ্ঘা দৃশ্য
(C) সমুদ্র
(D) বদ্বীপ
Ans: (B) কাঞ্চনজঙ্ঘা দৃশ্য
Explanation: দার্জিলিং–সান্দাকফু অঞ্চল। - উত্তরবঙ্গ পর্যটনে কোন প্রাণীটি প্রতীকী?
(A) উট
(B) রেড পান্ডা
(C) সিংহ
(D) তিমি
Ans: (B) রেড পান্ডা
Explanation: পার্বত্য বনাঞ্চল। - উত্তরবঙ্গ পর্যটনে শিক্ষামূলক গুরুত্ব কী?
(A) বিনোদন
(B) ভূগোল ও পরিবেশ শিক্ষা
(C) শিল্প শিক্ষা
(D) খনি শিক্ষা
Ans: (B) ভূগোল ও পরিবেশ শিক্ষা
Explanation: হিমালয় অঞ্চল। - উত্তরবঙ্গ পর্যটনে পরিবেশ সংরক্ষণের একটি উপায় কী?
(A) গণপর্যটন
(B) বর্জ্য ব্যবস্থাপনা
(C) খনি
(D) বন উজাড়
Ans: (B) বর্জ্য ব্যবস্থাপনা
Explanation: দূষণ নিয়ন্ত্রণ। - উত্তরবঙ্গ পর্যটনে কোন আন্তর্জাতিক পর্যটক আকৃষ্ট হয়?
(A) কেবল ব্যবসায়ী
(B) প্রকৃতিপ্রেমী
(C) ক্রীড়াবিদ
(D) শিল্পপতি
Ans: (B) প্রকৃতিপ্রেমী
Explanation: পাহাড় ও বন। - North Bengal Tourism কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ?
(A) SSC
(B) NDA
(C) WBCS/PSC/UPSC
(D) CDS
Ans: (C) WBCS/PSC/UPSC
Explanation: ভূগোল ও পর্যটন অধ্যায়।
◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
| Exam Groups | Click Here to Join |
আরোও দেখুন:-
1000 Geography Question and Answer in Bengali PDF Click Here
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here
আরোও দেখুন:-
৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ Free PDF Download
File Details:
| File Name | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ PDF Download |
| Prepared by | Experienced Teachers |
| Price | FREE |
| Download Link | Click Here To Download |
| Download PDF | Click Here To Download |
Important General Knowledge GK For All Competitive Exam | North Bengal Tourism – West Bengal Geography MCQ in Bengali | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
” পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | GK North Bengal Tourism – West Bengal Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / North Bengal Tourism – West Bengal Geography MCQ / North Bengal Tourism – West Bengal Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / North Bengal Tourism – West Bengal Geography MCQ in Bengali / North Bengal Tourism – West Bengal Geography MCQ in Bangla / General Knowledge MCQ / North Bengal Tourism – West Bengal Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / North Bengal Tourism – West Bengal Geography MCQ / GK Quiz / North Bengal Tourism – West Bengal Geography MCQ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ) সফল হবে।
North Bengal Tourism – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর
North Bengal Tourism – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর : North Bengal Tourism – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর । GK North Bengal Tourism – West Bengal Geography MCQ | পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ : এই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ । পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | North Bengal Tourism – West Bengal Geography MCQ উপরে দেওয়া রয়েছে।
Info : পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – North Bengal Tourism – West Bengal Geography MCQ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পর্যটন – পশ্চিমবঙ্গ ভূগোল MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – North Bengal Tourism – West Bengal Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।




















