Daily GK – General knowledge

আন্তর্জাতিক নদ নদী বিষয়ক প্রশ্নাবলী


1. প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
ইয়াং সি কিয়াং (৬৩০০ কি.মি.)।

2. প্রশ্ন: ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
চীন।

3. প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
সালউইন।

4. প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
ইয়াং সি কিয়াং(৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ কি.মি.), ইনিসি (৪৫০৬ কি.মি.), হোয়াং হো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)।

5. প্রশ্ন: আমুর নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ইয়াব্লোনর পর্বত।

6. প্রশ্ন: আমুর নদীর দৈর্ঘ্য কত ?
২৮২৪ কি.মি.।

7. প্রশ্ন: আমুর নদী কোথায় পতিত হয়েছে ?
ওখটস্ক উপসাগরে।

8. প্রশ্ন: দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ?
সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।

9. প্রশ্ন: সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
পাকিস্তান।

10. প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
আরব সাগরে।

11. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে ?
পদ্মা (গঙ্গা) নদীতে।

12. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
সানপো।

13. প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
ভারত ও পাকিস্তান।

14. প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
আরব সাগরে।

15. প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
বঙ্গোপসাগরে।

16. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
তিব্বত, ভারত ও বাংলাদেশ।

17. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ?
তিব্বত থেকে।

18. প্রশ্ন: টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত ?
ইরাক (১,৮৯৯ কি.মি.) ।

19. প্রশ্ন: টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে ?
পারস্য উপসাগরে।

20. প্রশ্ন: ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি ?
ফোরাত নদী।

21. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ?
ভলগা (৩৬৯০ কি.মি.) ।

22. প্রশ্ন: ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
রাশিয়া।

23. প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ?
কাস্পিয়ান সাগরে।

24. প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ?
দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।

25. প্রশ্ন: দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ব্ল্যাক ফরেস্ট থেকে ।

26. প্রশ্ন: দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
রুমানিয়া ও যুগোশ্লাভিয়া।

27. প্রশ্ন: দানিউব নদী কোথায় পতিত হয়েছে ?
কৃষ্ণ সাগর।

28. প্রশ্ন: আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে ?
দানিউব নদীকে।

29. প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ?
টেমস।

30. প্রশ্ন: রাইন নদী উৎপত্তিস্থল কোথায় ?
আল্পস পর্বতে।

31. প্রশ্ন: রাইন নদী কোথায় প্রবাহিত ?
জার্মানী ও হল্যান্ড (৮২০ কি.মি.)।

32. প্রশ্ন: রাইন নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তর সাগরে।

33. প্রশ্ন: উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ?
রাশিয়া (২৫৩৩ কি.মি.)।

34. প্রশ্ন: উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে ?
ক্যাস্পিয়ান সাগরে।

35. প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
নীলনদ (৬৬৫০ কি.মি.)।

36. প্রশ্ন: নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
ইথিওপিয়া, সুদান, ও মিশর।

37. প্রশ্ন: নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত ?
১০ টি।

38. প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি?
নীলনদ, কঙ্গো (৪৮০০ কি.মি.), জাম্বেসী (৩৫৪০ কি.মি.)।

39. প্রশ্ন: জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
জাম্বিয়া ও মোজাম্বিক।

40. প্রশ্ন: জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে ?
ভারত মহাসাগরে।

41. প্রশ্ন: কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে ?
উত্তর প্রশান্ত মহাসাগরে।

42. প্রশ্ন: নাইজার নদী কোথায় পতিত হয়েছে ?
দিনি উপসাগরে।

43. প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)

44. প্রশ্ন: মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
যুক্তরাষ্ট্র।

45. প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ?
ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.)।

46. প্রশ্ন: দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
আমাজান (৬৪৩৭ কি.মি.)।

47. প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ?
আমাজান।

48. প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ?
আমাজান।

49. প্রশ্ন: আমাজান নদী কোথায় পতিত হয়েছে ?
আটলান্টিক মহাসাগরে।

50. প্রশ্ন: কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় ?
আমাজান।

51. প্রশ্ন: আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পানি প্রবাহিত হয ?
৭২ লক্ষ ঘনফুট।

52. প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.)।

53. প্রশ্ন: মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে ?
ভারত মহাসাগরে।

54. প্রশ্ন: নদীর জল প্রবাহ পরিমাপের একক কি ?
কিউসেফ।

55. প্রশ্ন: আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে ?
পামীর মালভূমি।

56. প্রশ্ন: শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে ?
তিয়েনশান পর্বত।

57. প্রশ্ন: আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে ?
আরল হ্রদে।

58. প্রশ্ন: কোন নদীতে মাছ বাঁচতে পারে না ?
জর্ডান নদীতে।

59. প্রশ্ন: কোন নদী নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চলছে ?
রিও গেনডে নদী।


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে