Daily GK – General knowledge

First In India Women

১) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি — প্রতিভা পাটিল।
২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — ইন্দিরা গান্ধী।
৩) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল — সরোজিনী নাইডু।
৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী — সুচেতা কৃপালিনী।
৫) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড — রিতা ফারিয়া।
৬) ভারতের প্রথম মিস ইউনিভার্স — সুস্মিতা সেন।
৭) ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক — জিনাত আমন।
৮) ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল — লারা দত্ত।৯) ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড — অদিতি গোয়িত্রিকার।
১০) ভারতের প্রথম মিস আর্থ — নিকোলে ফারিয়া।
১১) ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী — মাদার টেরেসা।
১২) ভারতের প্রথম মহিলা স্নাতক — কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।
১৩) ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) — কামিনী রায়।
১৪) ভারতের প্রথম মহিলা ট্রেন চালক — সুরেখা যাদব।
১৫) ভারতের প্রথম মহিলা আইনজীবী — কর্নেলিয়া সোরাবজী।
১৬) ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) — লেয়লা শেঠ।
১৭) ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) — এম. ফতিমা বিবি।
১৮) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু — আরতি সাহা।
১৯) ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী — রাজকুমারী অমৃতা কৌর।
২০) ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) — মীরা কুমার।
২১) ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা — বাচেন্দ্রী পাল।
২২) ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) — কোনেরু হাম্পি।
২৩) ভারতের প্রথম মহিলা IAS অফিসার — ঈশা বসন্ত যোশী।
২৪) ভারতের প্রথম মহিলা IPS অফিসার — কিরন বেদী।
২৫) ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট — পি. টি. উষা।
২৬) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী — মমতা ব্যানার্জী।
২৭) ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. — কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।
২৮) ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) — হরিতা কৌর দেওল।
২৯) ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা — কমলজিৎ সাঁধু।
৩০) ভারতের প্রথম মহিলা ডক্টরেট (বিজ্ঞান) — অসীমা চ্যাটার্জী।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha


         ” জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে । 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে