Daily Current Affairs – 23 April 2019

1.Cancer Preparedness Index 2019-এ ভারতের স্থান ১৯তম।

2.হায়দ্রাবাদে ডেটা সেন্টার তৈরী করলো ফ্লিপকার্ট।

3.ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন বিখ্যাত কমেডিয়ান Volodymyr Zelensky.

4.ইরানের রাষ্ট্রপতি Hassan Rouhani পাকিস্তানের সঙ্গে যৌথ ভাবে সীমান্ত অঞ্চলে Reaction Force গঠন করার ঘোষণা করলেন।


5.সংযুক্ত আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো।
6.Asia Badminton Championships শুরু হলো চিনের  Wuhan-এ এবং এটি চলবে ২৮শে এপ্রিল পর্যন্ত।

7.Jet Airways board ছেড়ে দিলেন Nasim Zaidi.

8.বিশ্ব বই এবং কপিরাইট দিবস পালন করা হয় ২৩শে এপ্রিল।

9.ত্রিপুরার বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হলেন Vinod Zutshi.

10.SBI General ব্যবসায়ীদের জন্য লঞ্চ করলো Defence Insurance.

তথ্যসূত্রঃ- স্বপ্ন
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে