Daily GK – General knowledge

1. কোন দ্রবণে চর্বি দ্রবীভূত হয় ?
– ক্লোরোফর্ম ।

2. যে কোনো নক্ষত্রে পদার্থ কি অবস্থায় থাকে ?
– প্লাজমা অবস্থায় ।

3. উদ্ভিদের অন্ধকার দশায় কী উৎপন্ন হয় ?
– গ্লুকোজ ।

4. আইসোটোপ নেই এমন একটা পদার্থ এর নাম ?
– ফ্লোরিন ৷

5. কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাসটি জ্বলে ?
– আসিটিলেন ।

6. সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলের নাম কী ?
– সিজিয়াম ।

7. পেন বা কলমের আবিস্কার কে ?
– ওয়াটার ম্যান ।

8. জলের পতিসরণক কত ?
– 1.33

9. দুষ্ট মৌল বলা হয় কাকে ?
– হাইড্রোজেন ।

10. দীপন মাত্রার একক কী ?
– লাক্স ।

11. জাতীয় বন্য প্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে ?
– 1972

12. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে ?
– ম্যাক্স প্লাঙ্ক ।

13. কোন ধাতু আঘাত করলে শব্দ হয় না ?
– আন্টিমনি ।

14. পৃথিবীর বৃহত্তম জীববৈচিত্র্য দেখা যায় কোথায় ?
– ব্রাজিল ।

15. মন্ট্রিও প্রোটোকল কিসের সঙ্গে জড়িত ?
– ওজনস্তর বা ওজন গ্যাস ।


16. সারদা আইন কোন বিষয়ের সাথে যুক্ত ?
– বাল্য বিবাহ ।

17. ডিনামাইট এর আবিস্কারক কে ?
– আলফ্রেড নোবেল ।

18. আফিমের মূল উৎস কী ?
– পপি ।

19. পদার্থবিজ্ঞান এর জনক কে ?
– নিউটন ।

20. ‘ভাইকিং’ কোন দেশের উপজাতি ?
– নরওয়ে ।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে