Madhyamik Geography Suggestion | মাধ্যমিক ভূগোল সাজেশন

Madhyamik Geography Suggestion | মাধ্যমিক ভূগোল সাজেশন | হিমবাহ MCQ প্রশ্নউত্তর

 

Madhyamik Geography Suggestion (মাধ্যমিক ভূগোল সাজেশন) – হিমবাহ MCQ প্রশ্নউত্তর  দেওয়া হল নিচে। এই Madhyamik Geography Suggestion (মাধ্যমিক  ভূগোল সাজেশন) – হিমবাহ MCQ প্রশ্নউত্তর গুলি আগামী সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মাধ্যমিক দশম শ্রেণীর  ভূগোল পরীক্ষার সাজেশন খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 

প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-৩ হিমবাহ – MCQ প্রশ্নউত্তর

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে । 
1. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল — ক ) আলাস্কার হুবার্ড ” খ ) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক গ ) আলাস্কার মালাসপিনা ঘ ) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট 

 

উত্তরঃ ঘ) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট ।

 

2. পৃথিবীর দ্রুততম হিমবাহ হল  ক ) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট খ) গ্রিনল্যান্ডের ইয়াকভশান গ ) ভারতের সিয়াচেন ঘ ) আলাস্কার হুবার্ড 

 

উত্তরঃ খ) গ্রিনল্যান্ডের ইয়াকভশান 

 

3. পৃথিবীর মন্থরতম হিমবাহ হল — ক) কুমেরুর মেসার্ভ খ) আলাস্কার হুবার্ড গ ) কুমেরুর ল্যাম্বার্ট ঘ ) গ্রিনল্যান্ডের কওয়ারায়াক 

 

উত্তরঃ ক) কুমেরুর মেসার্ভ ।

 

4. পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল — ক ) আলাস্কার হুবার্ড ( খ ) ইউরােপের অ্যালিস গ ) ভারতের সিয়াচেন ঘ ) কুমেরুর ল্যাম্বার্ট ।

 

উত্তরঃ ক ) আলাস্কার হুবার্ড 

 

5. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল — ক ) আলাস্কার হুবার্ড  খ) আলাস্কার মালাসপিনা গ) গ্রিনল্যান্ডের পিটারম্যান ঘ ) গ্রিনল্যান্ডের স্টরস্ট্রম    

 

উত্তরঃ খ) আলাস্কার মালাসপিনা

 

6.  ভারতের দীর্ঘতম হিমবাহ হল – ক ) গঙ্গোত্রী খ ) সিয়াচেন গ)বিয়াফো  ঘ) জেমু

 

উত্তরঃ খ ) সিয়াচেন

 

7.  পৃথিবীর অন্যতম উপকুলীয় হিমবাহ হল — ক ) অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট খ ) কুমেরুর রস গ) গ্রিনল্যান্ডের পিটারম্যান ঘ) আলাস্কার মালাসপিনা

 

উত্তরঃ খ ) কুমেরুর রস

 

8. নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা –  ক ) ৩৯৬০ মিটার খ ) ২৭০০ মিটার গ ) ৫৪৩০ মিটার ঘ ) ৫৫৫০ মিটার ।

 

উত্তরঃ ঘ ) ৫৫৫০ মিটার ।

 

9. সমুদ্রজলে ভাসমান বরফস্তুপকে কী বলে ? . . . ক) হিমবাহ খ ) হিমশৈল গ) হিমরেখা ঘ ) কোনােটাই নয় 

 

উত্তরঃ খ ) হিমশৈল

 

10.  ইউরােপের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম –  ক ) ল্যাম্বার্ট খ ) হুবার্ড গ ) অ্যালিস ঘ ) মালাসপিনা

 

উত্তরঃ গ ) অ্যালিস

 

11. Glacier শব্দের উৎস শব্দ ‘ Glacies ‘ শব্দটি এসেছে ক ) লাতিন শব্দ থেকে ( খ ) ফরাসি শব্দ থেকে গ্র ) গ্রিক শব্দ থেকে ( ঘ ) পাের্তুগিজ শব্দ থেকে 

 

উত্তরঃ ক ) লাতিন শব্দ থেকে

 

12. হিমশৈলের মােট আয়তনের মধ্যে জলে ভাসমান থাকে —  ক) ১/৯ ভাগ খ ) ১/৮ ভাগ গ) ১/৭ ভাগ ঘ ) ১ /১০ ভাগ 

 

উত্তরঃ ক)  ১/৯ ভাগ

 

13.আল্পইয় হিমবাহ বলতে বােঝায় – ক ) পাদদেশীয় হিমবাহকে  খ ) মহাদেশীয় হিমবাহকে গ ) উপত্যকা হিমবাহকে ঘ ) উপকুলীয় হিমবাহকে 

 

উত্তরঃ গ ) উপত্যকা হিমবাহকে 

 

14. হিমবাহ ও পর্বতগাত্রের মাঝে সংকীর্ণ ফাককে কী বলে ? ক) ক্রেভাস  খ ) রান্ডক্র্যাফট গ) এরিটি ঘ) রসে মতানে 

 

উত্তর : খ ) রান্ডক্র্যাফট

 

15.  করির মধ্যে দেয়ালে আগে জমে থাকা বরফ ও হিমবাহের মধ্যে ফাঁক হল – ক ) ক্রেভাস খ)   বার্গশ্রুন্ড গ) সার্ক ঘ) হিমদ্রোণী 

 

উত্তরঃ খ)   বার্গশ্রুন্ড

 

16.  আউটওয়াশ প্লেন গঠিত হয় – ক) হিমবাহের ক্ষয় খ ) হিমবাহের সঞ্চয় গ)  জলধারা ও হিমবাহের মিলিত কার্য ঘ) হিমবাহের ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে 

 

উত্তরঃ  গ) জলধারা ও হিমবাহের মিলিত কার্য

 

17. হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ  উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় , তাকে বলে — ক ) বােল্ডার ক্লে খ ) গ্রাবরেখা গ ) ভ্যালি ট্রেন  ঘ ) ড্রামলিন 

 

উত্তরঃ গ ) ভ্যালি ট্রেন

 

18.  ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় —  ক) জলপ্রপাত খ) গিরিখাত গ) হিমশৈল  ঘ) আঁকাবাঁকা গতিপথ 

 

উত্তরঃ ক)  জলপ্রপাত

 

19. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল – ক) গ্রাবরেখা  খ) ঝুলন্ত উপত্যকা গ) ড্রামলিন ঘ ) এসকার 

 

উত্তরঃ খ) ঝুলন্ত উপত্যকা

 

20.  হিমবাহের সঞ্চয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের মধ্যে উল্লেখযােগ্য হল — ক)  সার্ক খ) হিমসিঁড়ি গ) ড্রামলিন ঘ) ক্রাগ এন্ড টেল

 

উত্তরঃ গ)  ড্রামলিন

 

21. দুটি সার্ক পাশাপাশি গড়ে উঠলে তাদের মাঝখানের পর্বতশিরাকে বলে — ক ) ফিয়র্ড  খ ) অ্যারেটি গ) পিরামিড চূড়া ঘ ) এস্কার 

 

উত্তরঃ খ ) অ্যারেটি

 

22. ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কোন্ কার্য দ্বারা ? ক ) ক্ষয়কার্য ” খ) বহনকার্য গ ) সঞ্চয়কার্য  ঘ ) ক্ষয় ও সয়কার্য 

 

উত্তরঃ ক ) ক্ষয়কার্য

 

23. “ Basket of eggs topography ” কোন অঞ্চলকে বলা হয় ? ক) এস্কার খ) গ্রাবরেখা  গ) ড্রামলিন ঘ ) ক্রেভাস

 

উত্তরঃগ)  ড্রামলিন

 

 24. আয়তনে সবচেয়ে বড়াে হয় — ক) পার্বত্য খ ) উপকূলীয় গ)  মহাদেশীয় ঘ ) পাদদেশীয় হিমবাহ 

 

উত্তরঃ গ)  মহাদেশীয়

 

25.  হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় — ক) নিরক্ষীয় অঞ্চলে খ ) নাতিশীতােষ্ণ অঞ্চলে গ) উপক্ৰান্তীয় অঞ্চলে ঘ)মেরু অঞ্চলে 

 

উত্তরঃ ঘ)মেরু অঞ্চলে

 

26. আলাস্কার বেরিং হিমবাহ হল — যার উদাহরণ ক ) পার্বত্য হিমবাহের খ ) মহাদেশীয় হিমবাহের গ ) পাদদেশীয় হিমবাহের ঘ ) উপকুলীয় হিমবাহের 

 

উত্তরঃ গ ) পাদদেশীয় হিমবাহের 

 

27. কুমেরু মহাদেশের মাউন্ট তাকাহি হল একটি ক) পিরামিড চুড়া খ)  নুনাটকস গ) ফিয়র্ড ঘ) এস্কার 

 

উত্তরঃ খ)  নুনাটকস

 

28. পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় ক)  ইউরােপে খ) উত্তর আমেরিকায় গ) অ্যান্টার্কটিকায় ঘ) এশিয়ায় 

 

উত্তরঃ গ) অ্যান্টার্কটিকায়

 

29. মাউন্ট তাকাহি নুনাটকস  অবস্থিত- ক) ইউরােপে এশিয়ায় গ) উত্তর আমেরিকা ঘ) অ্যান্টার্কটিকায়

 

উত্তরঃ ঘ) অ্যান্টার্কটিকায়

 

 30. পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় — ক ) হিমালয় – এ  খ)আল্পস -এ গ)আন্দিজ – এ ঘ ) গ্রেট ডিভাইডিংরেঞ্জ – এ 

 

উত্তরঃ ক ) হিমালয় – এ

 

31. হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ ? ক) I খ) V গ) U ঘ) S 

 

উত্তরঃ গ) U

 

32. করি ভূমিরূপ ফ্রান্সে কী নামে পরিচিত ? ক) হর্ন  খ ) এরিটি গ) কার ঘ ) সার্ক 

 

উত্তরঃ ঘ ) সার্ক

 

33. দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশ হল — ক ) ভার্ব খ) নব গ) এসকার  ঘ )গ্রাবরেখা 

 

উত্তরঃ খ) নব 

 

34 .ক্র্যাগ – এর পিছনে প্রলম্বিত শিলাস্তরকে বলা হয় — ক)  টেল খ ) ভ্যালিট্রেন গ) রসে মতানে ঘ ) কেম । 

 

উত্তরঃ ক)  টেল

 

35. কোন দেশকে ‘ The land of fjords ‘ বলা হয় ? ক) আইসল্যান্ড  খ) ফিনল্যান্ড গ) নরওয়ে ঘ ) কানাডা 

 

উত্তরঃ গ)  নরওয়ে

 

 36. কোন মহাদেশের বেশিরভাগটাই হিমবাহে ঢাকা । ক) উত্তর আমেরিকা খ ) এশিয়া গ ) ইউরােপ  ঘ ) অ্যান্টার্কটিকা

 

উত্তরঃ ঘ ) অ্যান্টার্কটিকা

 

 37. কোন প্রকার হিমবাহে নুনাটাক দেখা যায়-  ক ) মহাদেশীয় খ ) পার্বত্য গ ) পাদদেশীয় ঘ ) উপকূলীয়

 

উত্তরঃ ক ) মহাদেশীয়

 

 38. ম্যালাসপিনা কোন প্রকার হিমবাহের উদাহরণ ? ক ) পার্বত্য খ ) উপত্যকা গ ) পাদদেশীয় ঘ ) মহাদেশীয়

 

উত্তরঃগ ) পাদদেশীয়

 

39. কোন নামটি হিমবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ? ক) গিলবার্ট খ ) অ্যালম্যান গ)  চেম্বারলিন ঘ ) ডেভিস

 

উত্তরঃ খ ) অ্যালম্যান

 

40. পৃথিবীর মােট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ ? ক) ২ . ৫ % খ ) ৪ . ৮ % গ ) ৫ . ৮ % ঘ) ৫.২%

 

উত্তরঃ ক) ২ . ৫ %

 

41.  হর্ন ভূমিরূপটি কোনটির অপর নাম-  ক) এরিটি খ ) সার্ক গ) পিরামিড চুড়া ঘ ) রসে মতানে 

 

উত্তরঃ  গ) পিরামিড চুড়া

 

42. কোন্ বিষয়টি জাহাজ চলাচলে বিপদ ঘটায় ?  ক ) বার্গশ্রুন্ড খ) হিমশৈল গ) ক্রেভাস ঘ ) এরিটি

 

উত্তরঃ খ)  হিমশৈল

 

 43. কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যে গঠিত নয় ? ক ) এরিটি খ)হিমসিড়ি গ)  গ্রাবরেখা ঘ ) ক্রাগ ও টেল 

 

উত্তরঃ গ)  গ্রাবরেখা

 

44. করি ভূমিরূপটি জার্মানিতে কী নামে পরিচিত ? ক) এরিটি খ ) সার্ক গ)  কাম ঘ) কার

 

উত্তরঃ খ ) সার্ক

 

 45.  বদ্রিনাথের নীলকণ্ঠ ও নেপালের মাকালু কোন ভূমিরূপের উদাহরণ- ক) হর্ন খ) এরিটি গ ) ড্রামলিন ঘ ) এস্কার

 

উত্তরঃ ক) হর্ন

 

46. কোন অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায় — ক)  নিম্ন অক্ষাংশ খ ) মধ্য অক্ষাংশ গ) নিম্ন ও মধ্য অক্ষাংশ ঘ ) উচ্চ অক্ষাংশ

 

উত্তরঃ ঘ ) উচ্চ অক্ষাংশ

 

47. কোন প্রকার ভূমিরূপে ঝুলন্ত উপত্যকা গঠিত হয় — ক ) ড্রামলিন  খ) গ্রাবরেখা গ ) ঝুলন্ত উপত্যকা ঘ ) এরিটি

 

উত্তরঃ গ ) ঝুলন্ত উপত্যকা

 

 48. হিমবাহ উপত্যকা ‘ U ’ আকৃতির হয় কেন ? ক ) নিম্নক্ষয় বেশি বলে খ ) পার্শ্বক্ষয় বেশি বলে গ)  সঞ্চয় বেশি বলে ঘ ) পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান বলে

 

উত্তরঃঘ ) পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান বলে
49.  দুটি করির মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত – ক) এরিটি খ)  এস্কার গ ) ড্রামলিন ঘ ) কেম

 

উত্তরঃ  ক) এরিটি

 

50. কোন প্রকার হ্রদ হিমবাহ সঞ্চয়কার্যে সষ্ট –  ক) করি হ্রদ খ) কেটল হ্রদ গ) প্যাটার্নস্টার হ্রদ ঘ ) প্লায়া হদ 

 

উত্তরঃ খ) কেটল হ্রদ

Madhyamik Suggestion 2024 | মাধ্যমিক সাজেশন ২০২৪

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Suggestion 2024 Click here

হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Himobaho Question and Answer

হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়)
1 হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Himobaho Question and Answer Click Here
2 হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Himobaho MCQ Click Here
3 হিমবাহ (বহির্জাত প্রক্রিয়া – প্রথম অধ্যায়) SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Himobaho Short Question and Answer Click Here
5 Madhyamik Geography Suggestion | মাধ্যমিক ভূগোল সাজেশন | হিমবাহ – রোচনাধর্মী প্রশ্নউত্তর Click Here
6 Madhyamik Geography Suggestion | মাধ্যমিক ভূগোল সাজেশন | হিমবাহ – এককথায় প্রশ্নউত্তর SAQ Click Here
7 Madhyamik Geography Suggestion | মাধ্যমিক ভূগোল সাজেশন | হিমবাহ MCQ প্রশ্নউত্তর Click Here
Madhyamik Geography (মাধ্যমিক ভূগোল) Click Here

Madhyamik Geography Suggestion | West Bengal WBBSE Madhyamik Geography Qustion and Answer.

মাধ্যমিক ভূগোল সাজেশন | দশম শ্রেণীর ভূগোল – হিমবাহ MCQ প্রশ্নউত্তর

 

” মাধ্যমিক  ভূগোল – হিমবাহ MCQ প্রশ্নউত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion / Class X Geography Suggestion / Madhyamik Pariksha Geography Suggestion / Geography Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion / Class X Geography Suggestion / Madhyamik Pariksha Geography Suggestion / Madhyamik Geography Exam Guide / MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Madhyamik Geography Suggestion FREE PDF Download) সফল হবে।

 

    স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। এছাড়াও সাধারণ-জ্ঞান, পরীক্ষা প্রস্তুতি, ভ্রমণ গাইড, আশ্চর্যজনক তথ্য, সফল ব্যাক্তিদের জীবনী, বিখ্যাত ব্যাক্তিদের উক্তি,  প্রাণী জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান ও বিবিধ প্রবন্ধের মাধ্যমে ছাত্রছাত্রীদের মননকে বিকশিত করে তোলা।
        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে