জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 277
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 277

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 277  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 277  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 277  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 277 

 

  1. ভারতের প্রবেশদ্বার কোন্ শহরকে বলা হয় ?

Ans :  মুম্বাইকে । 

  1. নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখ ।

Ans :  মাউন্ট এভারেস্ট । 

  1. ভারতের কোন্ অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয় ?

Ans :  তামিলনাড়ু উপকুল / করমন্ডল উপকুল । 

  1. ভারতের দুটি প্রধান অর্থকারী ফসলের নাম কি কি ? 

Ans :  পাট এবং কার্পাস / ইন্দু ।

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন্ দ্বীপে সম্প্রতি অগ্ন্যুৎপাত ঘটেছে ?

Ans :  ব্যারেন দ্বীপে । 

  1. ভারতের কোন্ শহর ‘ গােলাপী শহর ‘ নামে পরিচিত ? 

Ans :  জয়পুর । 

  1. পাকিস্তানের একটি গিরিপথের নাম কি ?

Ans :  খাইবার গিরিপথ । 

  1. একটি লৌহ সংকর ধাতুর নাম কি ? 

Ans :  ম্যাঙ্গানিজ । 

  1. অফুরন্ত শক্তির উৎস কি কি ?

Ans :  সৌরশক্তি , জল , বায়ু , সমুদ্রস্রোত , বায়ুগ্যাস প্রভৃতি । 

  1. পালঘাট গ্যাপ কোন্ পর্বতে অবস্থিত ? 

Ans :  নীলগিরিতে । 

  1. ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম কর । 

Ans :  পশ্চিমবঙ্গের দার্জিলিং অঞ্চলের অরণ্য । 

  1. ভারতের মােট আয়তনের সাপেক্ষে কত শতাংশ কৃষিজমি ? 

Ans :  ৪৩ শতাংশ । 

  1. জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগরী কোনটি ? 

Ans :  মুম্বাই ।

  1. ভুটানের রাজধানীর নাম কি ? 

Ans :  থিম্পু । 

  1. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ? 

Ans :  পুরুলিয়া ।

  1. নেপালের প্রধান প্রধান নদীগুলির নাম লেখ ।

Ans :  কালীগন্ডক , সপ্তকেশী , কর্ণালী , সারদা , বাগমতী প্রভৃতি । 

  1. বিশ্ব পরিবেশ দিবস কোনটি ? 

Ans :  ৫ ই জুন । 

  1. কোরবা কয়লা খনি অঞ্চল কোথায় অবস্থিত ? 

Ans :  ছত্তিশগড় রাজ্যে । 

  1. পশ্চিমবঙ্গের কোথায় তৈল শােধনাগার আছে ? 

Ans :  হলদিয়া । 

  1. পশ্চিমবঙ্গের ‘নয়াচর দ্বীপ’টি কোন্ নদীর মধ্যে অবস্থিত ?

Ans :  হলদি । 

  1. নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত ? 

Ans :  কাশ্মীরের উত্তর – পশ্চিম ভাগে নাঙ্গা পর্বত অবস্থিত । 

  1. ভারতের কোন্ রাজ্যে সর্বাধিক রৰার বাগিচা আছে ? 

Ans : কেরালা রাজ্যে । 

  1. তামিলনাড়ুর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কি ? 

Ans :  কালাপক্কম।

  1. নুনমাটি কি জন্য বিখ্যাত ? 

Ans :  অসমের তৈল শােধনাগার হিসাবে বিখ্যাত । 

  1. ভারতের কোন্ তিনটি ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার প্রয়ােগ করা হয় ?

Ans :  ধান , গম , আখ । 

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 277 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 277 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।