অবনীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী
Abanindranath Tagore Biography in Bengali
অবনীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী – Abanindranath Tagore Biography in Bengali : পিতামহ ও পিতা ছিলেন অ্যাকাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এ সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindranath Tagore)। ১৮৮১ থেকে ৮৯ পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। ১৮৮৯ সালেই সুহাসিনী দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ১৮৯০ এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindranath Tagore) কবিতা পড়েছেন, নাটক করেছেন। ১৮৯৬ সালে কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই মর্যাদা লাভ করেন।
চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি সংক্ষিপ্ত জীবনী । অবনীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Abanindranath Tagore Biography in Bengali বা অবনীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী বা অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindranath Tagore Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন ? Who is Abanindranath Tagore ?
অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindranath Tagore) প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র । বিশ্বকবি রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র হলেন অবনীন্দ্রনাথ।
চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী – Abanindranath Tagore Biography in Bengali :
নাম (Name) | অবনীন্দ্রনাথ ঠাকুর (Abanindranath Tagore) |
জন্ম (Birthday) | ৭ আগস্ট ১৮৭১ (7th August 1871) |
জন্মস্থান (Birthplace) | কলকাতা, ভারতবর্ষ |
অভিভাবক (Parents)/পিতামাতা | গুণেন্দ্রনাথ ঠাকুর (পিতা)
সৌদামিনী ঠাকুর (মাতা) |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭)
ভারত (১৯৫০) |
শিক্ষা | গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফট, কলকাতা
সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় |
নিয়োগকারী | কলকাতা বিশ্ববিদ্যালয় |
আন্দোলন | বঙ্গীয় শিল্পকলা |
পুরস্কার | Honorary doctor of the university of calcutta |
মৃত্যু (Death) | ৫ ডিসেম্বর ১৯৫১ (5th December 1951) |
অবনীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ও পরিবার – Abanindranath Tagore Birthday and Family :
বিখ্যাত চিত্রশিল্পী এবং সাহিত্যিক হিসাবে অবনীন্দ্রনাথ পরিচিত । জোড়াসাঁকোর ঠাকুরবাড়ীতে তার জন্ম হয়েছিল ১৮৭১ খ্রীস্টাব্দের ৭ ই আগষ্ট । দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠপুত্র গিরীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র গুণেন্দ্র নাথের ছােট ছেলে ছিলেন অবনীন্দ্রনাথ ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রশিক্ষা – Abanindranath Tagore Painting Classes :
ঠাকুর পরিবারের বৈচিত্র্যময় পরিবেশে , ইংরাজী , ফার্সী , সংস্কৃত এবং বাংলা ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে চিত্রশিল্পের প্রতি তার এক সহজাত আকর্ষণ গড়ে ওঠে । আর্ট স্কুলের শিক্ষক গিলার্ড ছিলেন তার প্রথম শিক্ষক । প্যাসটেল , ড্রয়িং , জলরঙ প্রভৃতি প্রশিক্ষণও তিনি নিয়েছিলেন তাঁর কাছে । দ্বিতীয় শিক্ষক পার্মারের কাছে শিখেছিলেন তৈলচিত্র এবং লাইফ স্টাডি সম্পর্কে শিক্ষা ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম ছবি – Abanindranath Tagore First Painting :
বিদেশী শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণের ফলে প্রাথমিক পর্যায়ে তিনি বিদেশী রীতিতে স্টুডিও তৈরী করার সিদ্ধান্ত নিয়েছিলেন । কিন্তু সেই সময় কতগুলি দেশীয় ছবির সূক্ষ্ম কারুকাজ , ঔজ্জ্বল্য ও বর্ণসমাবেশ তার মনকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি দেশীয় পদ্ধতিতে ছবি আঁকার সিদ্ধান্ত নেন । দেশীয় আদর্শে তার প্রথম কাজ হলাে , কৃষ্ণলীলার চিত্রাবলী ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর কলেজ জীবন – Abanindranath Tagore College Life :
১৮৯৮ সালে তিনি আর্ট কলেজে অধ্যক্ষ হ্যাডেলের চেষ্টায় সহকারী অধ্যক্ষ স্থাপন করে ওরিয়েন্টাল আর্ট সােসাইটি । এই সােসাইটির মাধ্যমে অবনীন্দ্রনাথের প্রবর্তিত শিল্পাদর্শকে জাতীয় জীবনের সাথে যুক্ত করার প্রচেষ্টা শুরু করেছিলেন ।
১৯১৩ সালে লন্ডন এবং প্যারিসে অবনীন্দ্রনাথ এবং তার অনুগামীদের একটি চিত্রপ্রদর্শনী হয় । ১৯১৯ সালে এই প্রদর্শনী শুরু হয় টোকিও শহরে । এই প্রদর্শনীগুলির মাধ্যমে তিনি বিদেশে চিত্রশিল্প বিকাশে স্থায়ী আসন লাভ করেছিলেন ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর খৈয়াম চিত্রাবলী :
অবনীন্দ্রনাথ এরপর আঁকেন ওমর খৈয়াম চিত্রাবলী ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
অবনীন্দ্রনাথ ঠাকুর এর কর্মজীবন – Abanindranath Tagore Work Life :
১৯২১ সালে স্যার আশুতােষ অবনীন্দ্রনাথকে রানী বাগেশ্বরী অধ্যাপক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন । তিনি প্রায় ৮ বছর ছিলেন এই পদে । এখানে তিনি সর্বমােট ৩৫ টি বক্তৃতা দিয়েছিলেন । অবনীন্দ্রনাথের কলম থেকে সৃষ্টি হয় একে একে শকুন্তলা , ক্ষীরের পুতুল , নালক , রাজকাহিনী , ভূত পতরীর দেশও বুড়াে আংলা প্রভৃতি ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর বইগুলি – Abanindranath Tagore Books :
অবনীন্দ্রনাথ শিশুদের কথা ভেবে যে কয়টি বই লিখেছিলেন তা বাংলা সাহিত্যে চিরকালের সম্পদ হয়ে রয়েছে ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রশিল্পের গ্রন্থ গুলি :
চিত্র শিল্পের উপরেও অবনীন্দ্রনাথ বহু গ্রন্থ রচনা করেছেন । এগুলির মধ্যে উল্লেখযােগ্য ‘ ভারত শিল্প এবং ‘ বাগীশ্বরী শিল্প প্রবন্ধমালা ’ নির্বাসিত যক্ষ ‘ , ‘ বুদ্ধ ও সুজাতা ’ , ‘ কচ ও দেবযানী ’ , শাজাহানের মৃত্যু প্রভৃতি অবনীন্দ্রনাথের আঁকা বিখ্যাত চিত্র ।
অবনীন্দ্রনাথ ঠাকুর এর মৃত্যু – Abanindranath Tagore Death :
১৯৫১ সালের ৫ ই ডিসেম্বর ৮০ বছর বয়সে আধুনিক যুগের অন্যতম সেরা শিল্পীর মৃত্যু ঘটে ।
অবনীনন্দ্রনাথ ঠাকুর এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Abanindranath Tagore Biography in Bengali (FAQ):
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম কবে হয় ?
Ans: ৭ আগস্ট ১৮৭১ সালে ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর পিতার নাম কী ?
Ans: গুনেন্দ্রনাথ ঠাকুর ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর মায়ের নাম কী ?
Ans: সৌদামিনী ঠাকুর ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম কোথায় হয় ?
Ans: কলকাতার জোড়াসাঁকো ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ?
Ans: ১৯২১ সালে ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর বইগুলির নাম কি ?
Ans: ‘ ভারত শিল্প এবং ‘ বাগীশ্বরী শিল্প প্রবন্ধমালা ’ নির্বাসিত যক্ষ ‘ , ‘ বুদ্ধ ও সুজাতা ’ ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাজ কী ছিল ?
Ans: কৃষ্ণলীলার চিত্রাবলী ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর এর শিক্ষাজীবন কোথায় ?
Ans: কলকাতা বিশ্ববিদ্যালয় , সংস্কৃত কলেজ ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর কবে মারা যান ?
Ans: ১৯৫১ সালের ৫ ই ডিসেম্বর ।
- অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন ?
Ans: একজন বিখ্যাত চিত্রশিল্পী ।
[আরও দেখুন, জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali
আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali]
অবনীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Abanindranath Tagore Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অবনীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Abanindranath Tagore Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।