দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী - Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী - Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী

Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী – Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali : বাংলা শিশুসাহিত্যে রূপকথার জনক হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (Dakshinaranjan Mitra Majumder )। ‘ঠাকুরমার ঝুলি’র স্রষ্টা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কেবল রূপকথার জনকই ছিলেন না, বাঙালি সমাজে তিনি পরিচিত লোক-সাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, চিত্রশিল্পী হিসেবেও।

 রূপকথার জাদুকর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনীের একটি সংক্ষিপ্ত জীবনী । দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী জীবনী – Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali বা আত্মজীবনী বা জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কে ছিলেন ? Who is Dakshinaranjan Mitra Majumder ? 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (Dakshinaranjan Mitra Majumder) ছিলেন বাংলা ভাষার রূপকথার প্রখ্যাত রচয়িতা এবং সাংগ্রহক। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (Dakshinaranjan Mitra Majumder) এর সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত। খণ্ডগুলো নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে এবং দাদামাশয়ের থলে।

রূপকথার জাদুকর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর জীবনী – Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali :

নাম (Name) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (Dakshinaranjan Mitra Majumder)
জন্ম (Birthday) ১৫ এপ্রিল, ১৮৭৭ (15 April, 1877)
জন্মস্থান (Birthplace) ঢাকা জেলার সাভার উপজেলায়
অভিভাবক (Parents)/পিতামাতা  রমদাররঞ্জন মিত্র মজুমদার, কুসুমময়ী দেবী
পেশা (Occupation) লেখক 
জাতীয়তা ভারতীয়
দাম্পত্য সঙ্গী (Spouse) গিরিবালা দেবী
উল্লেখযোগ্য কাজ ঠাকুমার ঝুলি
ধরন (Genre) লোকসাহিত্য, শিশুসাহিত্য
মৃত্যু (Death) ৩০ শে মার্চ ১৯৫৬ (30th March 1956)

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম – Dakshinaranjan Mitra Majumder’s Birthday:

 বাংলা শিশুসাহিত্যে রূপকথার যাদুকর আখ্যায় ভূষিত দক্ষিণারঞ্জনের জন্ম ১৫ ই এপ্রিল ১৮৭৭ ঢাকার উলাইল গ্রামে এক সম্রান্ত পরিবারে । তার পিতার নাম রমদারঞ্জন মিত্র মজুমদার ।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের শিক্ষাজীবন – Dakshinaranjan Mitra Majumder’s Education Life :

 গ্রামের স্কুলে পড়া শেষ করে তিনি পিতার কর্মস্থল মুর্শিদাবাদে চলে আসেন । এখানে বাসকালেই তিনি প্রদীপ ও বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রবন্ধ লেখা আরম্ভ করেন । পরে বন্ধুদের সঙ্গে মিলে সুধা নামে একটি পত্রিকাও প্রকাশ করেন । 

 মুর্শিদাবাদে পাঁচ বছর থাকার পর দক্ষিণারঞ্জণ ময়মনসিংহে চলে আসেন । এখানে ছিল তার পিসীমার বাড়ি । তার বিশাল জমিদারি

তত্ত্বাবধানের দায়িত্ব পড়ে দক্ষিণারঞ্জনের ওপরে । 

 জমিদারি কাজের সুযােগেই পল্লীপ্রকৃতি ও গ্রামের সাধারণ মানুষের ঘনিষ্ঠসান্নিধ্যলাভের সুযােগ ঘটে । বাংলার পল্লীগ্রামে প্রচলিত লােক কাহিনী , ছড়া গান ইত্যাদির সহজ সরল কথা ও সুরের প্রতি তার আগ্রহ জন্মে ।

 তিনি লক্ষ্য করেন মানুষের মুখে মুখে ফেরে যে সব গল্প – কথা তার আকর্ষণ এমনই যে প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে বয়ােবৃদ্ধদের ঘিরে বসে আসর , সেখানে মন্ত্রমুগ্ধের মত সকলে উপভােগ করে রূপকাহিনীগুলি । এসব লােক – সাহিত্যের কোন লিখিত রূপ নেই । মানুষের সঙ্গে সঙ্গে কালের স্রোতে সেসব কাহিনীও হারিয়ে যায় । 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সাহিত্যকর্ম : Dakshinaranjan Mitra Majumder’s Literary work :

 দক্ষিণারঞ্জন বাংলার লুপ্তপ্রায় লােকসাহিত্য সংগ্রহের কাজে উদ্বুদ্ধ হন । দীর্ঘ দশ বছর ধরে ঘুরে ঘুরে তিনি লােকসাহিত্য সংগ্রহ ও গবেষণার কাজে নিজেকে নিযুক্ত করেন । তার এই সংগ্রহ চারভাগে বিভক্ত করা হয়েছে । সেগুলাে হল , রূপকথা , গীতিকাব্য , রসকথা ও ঐতকথা । এর সবইপুর্ববঙ্গের পল্লী অঞ্চলের লুপ্তপ্রায় কথা -সাহিত্য । 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গ্রন্থ – Dakshinaranjan Mitra Majumder’s Books :

 দীনেশচন্দ্র সেনের উপদেশে দক্ষিণারঞ্জণ এই কাহিনীগুলিকে স্থায়ী রূপদান করেন বিভিন্ন নামে । রূপকাহিনীগুলি স্থান পায় ঠাকুরমার ঝুলি গ্রন্থে।গীতিকাহিনীগুলি নিয়ে রচিত হয় ঠাকুরদার ঝুলি , রসকথা । স্থান পায় দাদামশায়ের থলে গ্রন্থে এবং প্রচলিত ব্রতকথা নিয়ে । লিখিত হয় ঠানদিদির থলে । সেই প্রথম বাংলার লােক কাহিনীগুলি পুস্তকাকারে প্রকাশিত হয় এবং সর্বস্তরের মানুষের কাছে বিপুলভাবে সমাদর লাভ করে । 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রচনা – Dakshinaranjan Mitra Majumder’s Writing :

 দক্ষিণারঞ্জণ ছোটদের জন্য আরও যেসব বই লিখে বাংলার শিশুসাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তার মধ্যে উল্লেখযােগ্য হল । চারু ও হারু , ফার্স্টবয় , লাস্টবয় , বাংলার সােনার ছেলে , সবুজ লেখা , আমার দেশ প্রভৃতি । 

বৈজ্ঞানিক পরিভাষা সমিতির সভাপতি রূপে বিজ্ঞানের বহু পরিভাষা রচনা :

 দক্ষিণারঞ্জন কর্মসূত্রে বঙ্গীয় বিজ্ঞান – পরিষদের সঙ্গে যুক্ত হয়েছিলেন । তিনি এই সংস্থার সহকারী সভাপতির পদ অলঙ্কৃত করেন এবং মুখপত্র পথ- এর সম্পাদনার দায়িত্ব পালন করেন । পরবর্তী কালে পরিষদের বৈজ্ঞানিক পরিভাষা সমিতির সভাপতি রূপে বাংলায় বিজ্ঞানের বহু পরিভাষা রচনা করেন । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের পরিচিতির কারণ: 

দক্ষিণারঞ্জন স্মরণীয় হয়ে আছেন তার শিশু সাহিত্যের অবদানের জন্য।বিশেষ করে ঠাকুরমার ঝুলি , ঠাকুরদার থলে প্রভৃতি গ্রন্থগুলির জন্য । রূপ – কাহিনীগুলিকে তিনি এমন মনােরম সুরেলা ভাষায় ব্যক্ত করেছেন যে তার আকর্ষণ অপ্রতিরােধ্য । পল্লীগ্রামে প্রচলিত এমন অনেক শব্দ ও কথা তিনি হু প্রয়ােগ করে তার লেখনীকে আরও সমৃদ্ধ ও মনােগ্রাহী করে তুলেছেন ।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু – Dakshinaranjan Mitra Majumder’s Death :

 বাংলার রূপকথার যাদুকর ও শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র । মজুমদার কলকাতায় ৩০ শে মার্চ ১৯৫৬ পরলােক গমন করেন ।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Dakshinaranjan Mitra Majumder’s Biography in Bengali (FAQ):

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কবে জন্মগ্রহণ করেন?

Ans: ১৫ এপ্রিল, ১৮৭৭ সালে ।

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের পিতামাতার নাম কি ?

Ans: রমদাররঞ্জন মিত্র মজুমদার, কুসুমময়ী দেবী ।

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের স্ত্রীর নাম কি ?

Ans: গিরিবালা দেবী।

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের উল্লেখযোগ্য রচনা কী ? 

Ans: ঠাকুমার ঝুলি ।

  1. ঠাকুমার ঝুলি কবে রচিত হয় ? 

Ans: ১৯০৯ সালে ।

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের জন্ম কোথায় হয় ?

Ans: ঢাকা জেলার সাভার উপজেলায় ।

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের প্রথম বই কবে প্রকাশিত হয়?

Ans: ১৯০৯ সালে ।

  1. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কবে মারা যান?

Ans: ৩০ শে মার্চ ১৯৫৬ সালে ।

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

আরও দেখুন, আব্বাস উদ্দিনের জীবনী – Abbasuddin Ahmed Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]

🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন🔘
Join Our Telegram Channel Click Here
Subscribe Our YouTube Channel Click Here
Like Our Facebook Page Click Here

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী জীবনী – Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী জীবনী – Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।