আব্বাস উদ্দিনের জীবনী - Abbasuddin Ahmed Biography in Bengali
আব্বাস উদ্দিনের জীবনী - Abbasuddin Ahmed Biography in Bengali

আব্বাস উদ্দিনের জীবনী

Abbasuddin Ahmed Biography in Bengali

আব্বাস উদ্দিনের জীবনী – Abbasuddin Ahmed Biography in Bengali : পল্লীগীতি , ভাওয়াইয়া , ভাটিয়ালী গানের ক্ষেত্রে আব্বাসউদ্দিন যে খ্যাতি ও সুনাম অর্জন করেছিলেন , তা এক কথায় তুলনাহীন । ভাটিয়ালী ও পল্লীগীতির গায়ক হিসাবে ইতিহাসে আব্বাস উদ্দিন (Abbasuddin Ahmed) চিরদিন অমর হয়ে থাকবেন । আব্বাস উদ্দিনের (Abbasuddin Ahmed) কণ্ঠে যে যাদু ছিলাে , তেমন জাদু আর কারাে কণ্ঠে দেখা যায়নি । আব্বাসউদ্দিন কোনাে রাজসভার গায়ক ছিলেন না , আব্বাস উদ্দিন (Abbasuddin Ahmed) বিভিন্ন সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে যেতেন । তিনি যে সভায় গান গাইতে যেতেন , সে সভায় যেন মানুষের ঢল নামতাে । আব্বাস উদ্দিন (Abbasuddin Ahmed) সাধারণ মানুষ থেকে শহুরে মানুষ সবার প্রিয় অতিপ্রিয় গায়ক ছিলেন । নজরুলের ইসলামী ভাবধারার গানকেও তিনি জনপ্রিয় করেছিলেন । 

 পল্লীগীতি ও ভাটিয়ালী সঙ্গীতের অমর কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের একটি সংক্ষিপ্ত জীবনী । আব্বাস উদ্দিন জীবনী – Abbasuddin Ahmed Biography in Bengali বা আত্মজীবনী বা জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আব্বাস উদ্দিন কে ছিলেন ? Who is Abbasuddin ?

আব্বাস উদ্দিন (Abbasuddin Ahmed) ছিলেন একজন বাঙালি লোক সঙ্গীতশিল্লী, সঙ্গীত পরিচালক, ও সুরকার। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স (১৯৬০), শিল্পকলা একাডেমী পুরস্কার (১৯৭৯) এবং স্বাধীনতা পুরস্কারে (১৯৮১) ভূষিত হন।

পল্লীগীতি ও ভাটিয়ালী সঙ্গীতের অমর কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের সংক্ষিপ্ত জীবনী – Abbasuddin Ahmed Biography in Bengali :

নাম (Name) আব্বাসউদ্দীন আহমদ (Abbasuddin Ahmed)
জন্ম (Birthday) ২৭ শে অক্টোবর ১৯০১ (27th October 1901)
জন্মস্থান (Birthplace) তুফানগঞ্জ, কুচবিহার, পশ্চিমবঙ্গ
অভিভাবক (Parents)/ পিতামাতা  জাফর আলী আহমদ
পেশা (Occupation) লোকসঙ্গীত শিল্পী, সরকারী কর্মকর্তা,
দম্পতসঙ্গী (Spouse) লুৎফুন্নেসা
পরিচিতির কারণ গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক 
পুরস্কার স্বাধীনতা পুরস্কার (১৯৮১)
সন্তান মােস্তফা কামাল ও ফেরদৌসী রহমান
মৃত্যু (Death)  ৩০ ডিসেম্বর ১৯৫৯ (30th December 1959)

আব্বাস উদ্দিনের জন্ম – Abbasuddin’s Birthday :

 এই অমর কণ্ঠশিল্পী আব্বাসউদ্দিন ১৯০১ সালে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বলরামপুরে জন্মগ্রহণ করেন । তিনি শৈশবে বলরামপুরে , কুচবিহারে এবং রাজশাহীতে লেখাপড়া করেন । 

আব্বাস উদ্দিনের পিতামাতা – Abbasuddin’s Parents :

তাঁর পিতা জাফর আলী আহমদ ছিলেন তুফানগঞ্জ মহকুমা আদালতের উকিল।

তাঁর দুই সন্তান ফেরদৌসী রহমান এবং মুস্তাফা জামান আব্বাসী। দুজনও গান গেয়ে খ্যাতি লাভ করেছেন।।

আব্বাস উদ্দিনের সঙ্গীত রচনা – Abbasuddin’s Songs :

  কাজী নজরুল ইসলামের সহায়তায় কলকাতায় গিয়ে তিনি গ্রামােফান রেকর্ডে গান করেন । তার রেকর্ডকরা গানের সংখ্যা প্রায় সাতশাে । তিনিই লােকসঙ্গীতকে শহুরে মানুষের কাছে জনপ্রিয় করে তােলেন । তার প্রথম ও দ্বিতীয় রেকর্ডকরা গান যথাক্রমে কোন ‘কোন বিরহের নয়ন জলে/ /বাদল ঝরে গো’। স্মরণ পারে ওগো প্রিয় /তােমার মাঝেই আপনহারা ‘। 

 আব্বাসউদ্দিনের কণ্ঠে লােকগীতির নানা রূপই খুবই সুখশ্রাব্য ও শ্রুতিমধুর হতাে । ভাটিয়ালী , ভাওয়াইয়া , জারি , সারি , মুর্শিদী , দেহতত্ত্ব , বিচ্ছেদি , চা , ক্ষিরােল প্রভৃতি নানা শ্রেণীর অজস্র লােকগীতি গেয়েছেন তিনি । বিখ্যাত দোতারা বাদক কানাইলাল শীল আব্বাসউদ্দিনকে লােকগীতি প্রচারে ও প্রসারে বিশেষ সহায়তা করেন ।

সিনেমা জগতে আব্বাস উদ্দিন – Abbasuddin’s Movies :

 আব্বাসউদ্দিন দেখতে খুব সুদর্শন ছিলেন । তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন । ছবিগুলাে হচ্ছে — বিষ্ণুমায়া , মহানিশা , একটি কথা ও ঠিকাদার। 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

আব্বাস উদ্দিনের সন্তান ও স্ত্রী – Abbasuddin’s Wife and Childrens :

 আব্বাসউদ্দিনের স্ত্রীর নাম লুৎফুন্নেসা । সঙ্গীতশিল্পী মােস্তফা জামান আব্বাসী , ব্যারিস্টার মােস্তফা কামাল ও ফেরদৌসী রহমান আব্বাস উদ্দিনের সুযােগ্য পুত্র কন্যা । 

 ১৯৪৭ সালে আব্বাসউদ্দিন কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসেন । এবং এখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন । 

আব্বাস উদ্দিনের মৃত্যু – Abbasuddin’s Death :

 ১৯৫৪ সালের ৩০ শে ডিসেম্বর আব্বাসউদ্দিন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

আব্বাস উদ্দিনের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Abbasuddin’s Biography in Bengali (FAQ):

  1. আব্বাস উদ্দিন কবে জন্মগ্রহণ করেন?

Ans: ১৭ অক্টোবর ১৯০১ সালে ।

  1. আব্বাস উদ্দিনের পিতার নাম কী?

Ans: জাফর আলী আহমদ ।

  1. আব্বাস উদ্দিনের স্ত্রীর নাম কী?

Ans: লুৎফুন্নেসা ।

  1. আব্বাস উদ্দিনের উল্লেখযোগ্য পুরস্কার কী?

Ans: স্বাধীনতা পুরস্কার ।

  1. আব্বাস উদ্দিন কত সালে স্বাধীনতা পুরস্কার পান?

Ans: ১৯৮১ সালে ।

  1. আব্বাস উদ্দিন কত সালে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন?

Ans: ১৯৪৭ সালে ।

  1. আব্বাস উদ্দিনের অভিনয় করা ছবির নাম কী?

Ans: বিষ্ণুমায়া , মহানিশা , একটি কথা ও ঠিকাদার ।

  1. আব্বাস উদ্দিন কার সহায়তায় গান রেকর্ড করেন?

Ans: কাজী নজরুল ইসলামের সহায়তায় ।

  1. আব্বাস উদ্দিনের প্রথম রেকর্ড করা গান কী?

Ans: ‘কোন বিরহের নয়ন জলে/ /বাদল ঝরে গো’। স্মরণ পারে ওগো প্রিয় /তােমার মাঝেই আপনহারা ‘। 

  1. আব্বাস উদ্দিন কত সালে মারা যান?

Ans: ১৯৫৪ সালের ৩০ শে ডিসেম্বর ।

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

আরও দেখুন, রাজা রামমোহন রায় জীবনী – Ram Mohan Roy Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]

প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
Join Our Telegram Channel Click Here
Subscribe Our YouTube Channel Click Here
Like Our Facebook Page Click Here

আব্বাস উদ্দিন জীবনী – Abbasuddin Ahmed Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” আব্বাস উদ্দিন জীবনী – Abbasuddin Ahmed Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।