উইলবার রাইট এবং অরভিল রাইট এর জীবনী - Wilbur and Orville Wright Biography in Bengali
উইলবার রাইট এবং অরভিল রাইট এর জীবনী - Wilbur and Orville Wright Biography in Bengali

উইলবার রাইট এবং অরভিল রাইট এর জীবনী

Wilbur and Orville Wright Biography in Bengali

উইলবার রাইট এবং অরভিল রাইট এর জীবনী – Wilbur and Orville Wright Biography in Bengali : ১৯০৩ খ্রিস্টাব্দে ১৭ ই ডিসেম্বর আকাশ অভিযানের ইতিহাসে একটি লাল আখরে লিখে রাখার দিন । সেদিনই মানুষ প্রথম তার আকাশে ভেসে থাকার স্বপ্নকেসফল করেছিল । হয়তাে পাখির মতাে । দুটি ডানা সেলাগাতে পারেনি তার দুটি হাতের সঙ্গে , কিন্তু ইস্পাতের উড়ানপাখির সওয়ার হয়ে সে ভেসে গিয়েছিল অনেক অনেক দূরে ।

 দুই মহান বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে এই অভিযানের সঙ্গে । তারা হলেন রাইট ভ্রাতৃদ্বয় — উইলবার এবং অরভিল রাইট । 

  অরভিল ও উইলবার রাইট এর একটি সংক্ষিপ্ত জীবনী । অরভিল ও উইলবার রাইট এর জীবনী – Orville and Wilbur Wright Biography in Bengali বা অরভিল ও উইলবার রাইট এর আত্মজীবনী বা (Orville and Wilbur Wright Jivani Bangla. A short biography of Orville and Wilbur Wright. Orville and Wilbur Wright Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) অরভিল ও উইলবার রাইট এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

অরভিল ও উইলবার রাইট কে ছিলেন ? Who is Orville and Wilbur Wright ?

উইলবার রাইট এবং অরভিল রাইট (Wilbur and Orville Wright) ছিলেন দু’জন মার্কিন প্রকৌশলী, যাদের উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। তারা ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চাইতে ভারী সুস্থিত মানুষ-বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন। পরবর্তী দু’বছর তারা তাদের উড়ন-যন্ত্রটিকে অনড়-পাখাবিশিষ্ট উড়োজাহাজে রূপান্তরিত করেন। পরীক্ষামূলক বিমানপোত নির্মাণে সর্বপ্রথম না হলেও, উইলবার রাইট এবং অরভিল রাইট (Wilbur and Orville Wright) আবিষ্কৃত উড়োজাহাজ নিয়ন্ত্রকের সাহায্যই প্রথম অনড়-পাখাবিশিষ্ট উড়োজাহাজ নির্মাণ সম্ভবপর হয়।

অরভিল এবং উইলবার রাইট এর জীবনী – Orville and Wilbur Wright Biography in Bengali :

আর্বিল রাইট এর জীবনী – Orville Wright Biography in Bengali :

নাম (Name) অর্বিল রাইট বা অরভিল রাইট (Orville Wright)
জন্ম (Birthday) ১৯ আগস্ট ১৮৭১ (19th August 1871)
জন্মস্থান (Birthplace) ডেটন, ওহাইও
পেশা (Occupation) ছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক
মৃত্যু (Death) ৩০ জানুয়ারি ১৯৪৮ (30 th January 1948)

উইলবার রাইট এর জীবনী – Wilbur Wright Biography in Bengali :

নাম (Name) উইলবার রাইট (Wilbur Weight)
জন্ম (Birthday) ১৬ এপ্রিল ১৮৬৭ (16th April 1867)
জন্মস্থান (Birthplace) ডেটন, ওহাইও
পেশা (Occupation) ছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক
মৃত্যু (Death) ৩০ মে ১৯১২ (30 may 1912)

রাইট ব্রাদার্স এর জন্ম – Wright Brother Birthday :

ছােট্টবেলা থেকেই তারা যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকতে ভালােবাসতেন । জন্মেছিলেন আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে । উইলবারের জন্ম ১৮৬৭ খ্রিস্টাব্দে । ছােটো ভাই অরভিল পৃথিবীর আলাে দেখেন তার চার বছর বাদে ১৮৭১ খ্রিস্টাব্দে ।

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali]

রাইট ব্রাদার্স এর শৈশবকাল – Wright Brother Childhood : 

 চার বছরের তফাত থাকলে কী হবে , হঠাৎ দেখলে মনে হত তারা দুটি যমজ ভাই । একে অন্যকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারতেন না । নিজেরাই নানা যন্ত্রের মডেল তৈরি করতেন । ভীষণ ধৈর্য ছিল তাদের দুজনেরই । আর ছিল উৎসাহ । স্কুলের পড়া শেষ হলে দৌড়ে বাড়িতে চলে আসতেন । আর তারপর খাওয়া – ঘুম ভুলে লেগে থাকতেন ওই কাজে । 

রাইট ব্রাদার্স এর শিক্ষাজীবন – Wright Brother Education Life :

 স্কুলের পড়াশােনাতে খুব – একটা ভালাে ফল দেখাতে পারেননি তাঁরা । মােটামুটিভাবে পাশ করতেন । দেখাবেন কী করে ? পাঠক্রমের বােঝা মাথার ওপর চেপে বসেছে । এর থেকে তাদের যে অনেক ভালাে লাগে হাতেকলমে পরীক্ষা – নিরীক্ষা করতে যন্ত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করতে । আর , কলেজে এসে তাই করতে শুরু করলেন ওঁরা দুজন ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

রাইট ব্রাদার্স এর কলেজ জীবন – Wright Brother College Life : 

  কলেজের পড়া বেশিদূর এগােতে পারেননি তারা । কেন-না , দিন থেকে রাত কেটে যাচ্ছে শুধু পরীক্ষা করতে করতে । প্রথমে ছাপার  যন্ত্র , তারপর বাইসাইকেল নিয়ে নানা গবেষণা করেছিলেন তাঁরা । 

রাইট ব্রাদার্স এর গবেষণা – Wright brothers Research : 

 তখন অটো লিলিয়েনথাল নামে এক জার্মান ইঞ্জিনিয়ার গুপ্ত যান নিয়ে গবেষণা করছেন । বেশ কিছুটা অগ্রসর হয়েছিলেন তিনি এই পথে । হঠাৎ তার মৃত্যু হল । গবেষণা সেখানেই থেমে গেল । রাইট ভাইয়েরা ভাবতে থাকলেন , লিলিয়েনথালের পথ ধরে এগিয়ে গেলে কী হয় ! 

 লিলিয়েনথালের উড়ন্ত যানের নকশা নিয়ে পরীক্ষা – নিরীক্ষা করতে করতে তারা এর কয়েকটি সম্ভাব্য ক্রটিকে চিহ্নিত করেছিলেন । এবার শুরু হল ত্রুটি পরিশােধনের কাজ ।

 দু – ভাই স্বপ্ন দেখতেন , একদিন সত্যি সত্যি মানুষ পাখির মতাে আকাশে ভাসবে । সেদিন আর তাকে তাকিয়ে থাকতে হবে না নীল আকাশের দিকে । দীর্ঘশ্বাস ফেলতে হবে না । বলতে হবে না – হায় । ঈশ্বর , তুমি কেন আমাকে দুটি পাখনা দিলে না ? আমার বড়াে সাধ । জাগে উড়তে উড়তে চলে যাব অচিন দেশে।

রাইট ব্রাদার্স এর আবিষ্কার – Wright Brothers Invention :

 শেষ অবধি রাইট ভাইদের এই পরিশ্রম সফল হয়েছিল । তাদের আবিষ্কার আজ আমাদের কাছেনতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে । অবশ্য রাইট ভাইয়েরা যে আকাশযান নিয়ে পাখি হবার স্বপ্ন সফল করেছিলেন , আজকের ইস্পাতের পাখি তার থেকে অনেক উন্নত হয়েছে । আজ শব্দের থেকে দ্রুতগামী এরােপ্লেন চোখের নিমেষে লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছে যাচ্ছে । কনকর্ড বিমান কত সহজে মানুষকে পৌঁছে দিচ্ছে দূর থেকে দূরান্তরে । জাম্বােজেট একসঙ্গে ৩৫০ জন যাত্রী বহন করছে । সেইসব বিমানের বিলাস এবং আভিজাত্যও দেখবার মতাে !

রাইট ব্রাদার্স এর মৃত্যু – Wright brothers Death :

 উইল বার রাইট ১৯১২ খ্রিস্টাব্দে পরলােক গমন করেন ও অরভিল রাইট ১৯৪৮ খ্রিস্টাব্দে এই ধরা ধাম থেকে চিরবিদায় নিয়েছেন ।

 তবুও প্রতিটি টেক – অফের সময় আমরা স্মরণ করি উইলবার এবং অরভিলকে । তারা না থাকলে মানুষ বােধহয় আজও মাটিতে হেঁটে বেড়াত , আর তাকিয়ে থাকতআকাশের দিকে অবাক চোখে ।

রাইট ব্রাদার্স এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Wright brothers Biography in Bengali (FAQ):

  1. অরভিল রাইট এর জন্ম কবে হয় ?

Ans: ১৯ আগস্ট ১৮৭১ সালে ।

  1. উইলবার রাইট এর জন্ম কবে হয় ?

Ans: ১৬ এপ্রিল ১৮৬৭ সালে ।

  1. রাইট ব্রাদার্স এর জন্ম কোথায় হয় ?

Ans: ডেটন, ওহাইও তে ।

  1. রাইট ব্রাদার্স কী আবিষ্কার করেছিলেন ?

Ans: আকাশযান ।

  1. রাইট ব্রাদার্স পেশায় কী ছিলেন ?

Ans: ছাপাকারক/প্রকাশক, বাইসাইকেল বিক্রেতা/উৎপাদক, উড়োজাহাজ আবিষ্কারক/উৎপাদক, পাইলট প্রশিক্ষক ।

  1. আকাশ অভিযান এর দিনটি কী ছিল ?

Ans: ১৯০৩ খ্রিস্টাব্দে ১৭ ই ডিসেম্বর ।

  1. অরভিল রাইট কবে মারা যান ?

Ans: ৩০ জানুয়ারি ১৯৪৮ সালে ।

  1. উইলবার রাইট কবে মারা যান ?

Ans: ৩০ মে ১৯১২ সালে ।

[আরও দেখুন, রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali

আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali

আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali

আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali]

অরভিল ও উইলবার রাইট এর জীবনী – Orville and Wilbur Wright Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” অরভিল ও উইলবার রাইট এর জীবনী – Orville and Wilbur Wright Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। অরভিল ও উইলবার রাইট এর জীবনী – Orville and Wilbur Wright Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই অরভিল ও উইলবার রাইট এর জীবনী – Orville and Wilbur Wright Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।