রোনাল্ড রস এর জীবনী - Ronald Ross Biography in Bengali
রোনাল্ড রস এর জীবনী - Ronald Ross Biography in Bengali

রোনাল্ড রস এর জীবনী

Ronald Ross Biography in Bengali

রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali : বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রােনাল্ড রসম্যালেরিয়ার রােগজীবাণুআবিষ্কার করে পৃথিবীর মানুষকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন । বিজ্ঞানের জগতে রােনাল্ড রস হচ্ছেন একটা বিখ্যাত নাম । রোনাল্ড রস (Ronald Ross) দীর্ঘকাল ধরে রােগজীবাণু নিয়ে গবেষণা করেন এবং ম্যালেরিয়া সংক্রান্ত বহুতথ্য আবিষ্কার করেন । রোনাল্ড রস (Ronald Ross) এর এই গবেষণা ও আবিষ্কারকে ভিত্তি করেই বিশ্ব থেকে ম্যালেরিয়া রােগকে বিদূরিত করা সম্ভবপর হয়েছে । 

 ম্যালেরিয়ার রােগ – জীবানু আবিষ্কারক বিজ্ঞানী রোনাল্ড রস এর একটি সংক্ষিপ্ত জীবনী । রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali বা রোনাল্ড রস এর আত্মজীবনী বা (Ronald Ross Jivani Bangla. A short biography of Ronald Ross. Ronald Ross Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) রোনাল্ড রস এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

রোনাল্ড রস কে ছিলেন ? Who is Ronald Ross ?

রোনাল্ড রস (Ronald Ross) ছিলেন একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। রোনাল্ড রস (Ronald Ross) তৃতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর রোনাল্ড রস (Ronald Ross) ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। 

ম্যালেরিয়ার রােগ – জীবানু আবিষ্কারক বিজ্ঞানী রােনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali :

নাম (Name) রোনাল্ড রস (Ronald Ross)
জন্ম (Birthday) ১৩ মে ১৮৫৭ (13th May 1857)
জন্মস্থান (Birthplace) আলমােড়া, ব্রিটিশ ভারত
জাতীয়তা ব্রিটিশ 
পরিচিতির কারণ আবিষ্কার করে যে ম্যালেরিয়া পরজীবী মশা দ্বারা প্রেরণ করা হয়
দাম্পত্য সঙ্গী (Spouse) Rosa Bessie Bloxam
উল্লেখযোগ্য পুরস্কার এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের থেরাপিউটিক্সের জন্য ক্যামেরন পুরস্কার (1901)

 FRS (1901)

 ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার (1902)

 অ্যালবার্ট মেডেল (1923)

 ম্যানসন পদক (1929)

কর্মক্ষেত্র মেডিসিন
মৃত্যু (Death) ১৬ সেপ্টেম্বর ১৯৩২ (16th September 1932)

রোনাল্ড রস এর জন্ম ও পরিচয় – Ronald Ross Birthday and Intro :

 রােনাল্ড রস ১৮৫৭ সালের ১৩ ই মে ভারতের আলমােড়ায় জন্মগ্রহণ করেন । তবে তার পিতা- মাতা ছিলেন ব্রিটিশ । তিনি লেখাপড়াও শেখেন ইংল্যান্ডে । তিনি লন্ডনের সেন্ট বার্থ লেমিউ হাসপাতালে ডাক্তারি পড়েন । 

ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান – Joined Indian Medical Sarvice :

 ১৮৮১ সালে ডাক্তারি পাস করে তিনি ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যােগদান করেন । তিনি ভারতবর্ষে আসার আগে থেকেই মশা নিয়ে গবেষণা করেন ।

রোনাল্ড রস এর মশা নিয়ে গবেষণা – Ronald Ross Research on Mosquitoes :

 কলকাতায় এসেও রােনাল্ড রস ম্যালেরিয়া রােগের কারণ ও প্রতিকার নিয়ে গবেষণা করতে থাকেন । সেই সময় সারা বাংলা ম্যালেরিয়া রােগে ভুগছে । গ্রামে গঞ্জেও হাজার হাজার মানুষ ম্যালেরিয়া রােগে মৃত্যুপথযাত্রী পেটভর্তি পিলে । এইসব দেখে রােনাল্ড রসের মন দুঃখে ব্যথিত হয়ে ওঠে । তিনি ভাবেন ম্যালেরিয়া রােগের মূল কারণ হচ্ছে মশাই । সেইতখন থেকেই তিনি ম্যালেরিয়া রােগে আক্রান্ত মানুষের দেহ থেকে রক্ত নিয়ে গবেষণা শুরু করেন । 

রোনাল্ড রস এর ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার – Ronald Ross Discover the cause of malaria :

 ১৮৯৭ সালে তিনি আবিষ্কার করেন ম্যালেরিয়া রােগের কারণ । জানা যায় এনােফিলিস জাতীয় স্ত্রীমশার লালাস্রাবী গ্রন্থিতে এই রােগজীবাণু লুকিয়ে থাকে । এনােফিলিস জাতীয় স্ত্রীমশা কামড়ালেই সুস্থ দেহে ম্যালেরিয়া রােগজীবাণু প্রবেশ করে এবং মানুষের । ম্যালেরিয়া রােগের সৃটি হয় কিছুদিনের মধ্যেই । এরপর স্যার রােনাল্ড রস আবিষ্কার করেন যে কিউলেক্স মশার কামড়ে পাখিদের দেহে ম্যালেরিয়া রােগ সংক্রামিত হয়। 

 রােনাল্ড রস তার গবেষণা ও আবিষ্কারের জন্য বিশ্বখ্যাতি লাভ করেন । তিনি ইন্ডিয়া মেডিকেল সার্ভিস থেকে অবসর নিয়ে আফ্রিকা গিয়েও ম্যালেরিয়ার রােগজীবাণু নিয়ে গবেষণা করেন । পরে ওখান থেকে তিনি লন্ডনে চলে যান । তিনি আর কখনাে ভারতে ফিরে আসেন নি । লন্ডন ও লিভারপুলে প্রতিষ্ঠিত হয়েছিলাে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন । 

রোনাল্ড রস এর অধ্যাপক পদে আসন গ্রহণ – Ronald Ross Joined Liverpool School As a Professor :

 ১৮৯৯ সালে তিনি লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপকের পদে আসন গ্রহণ করেন ।

[আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali]

রোনাল্ড রস এর পুরস্কার সমুহ – Ronald Ross Prizes :

 রােনাল্ড রস ১৯০১ সালে রয়াল পদক পান । ১৯০২ সালে তিনি নােবেল পুরস্কার অর্জন করেন । 

নাইট উপাধি – 

 ১৯১১ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি নাইট উপাধি লাভ করেন ।

ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল ফর ট্রপিক্যাল ডিজিজেস – 

 তিনি লন্ডনের কিংস কলেজ হাসপাতালে যােগদান করেন । এবং তিনি গড়ে তােলেন ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল ফর ট্রপিক্যাল ডিজিজেস ।

 বাকি জীবনটা তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত ছিলেন । স্যার রােনাল্ড রস শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানী ছিলেন না , তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সুদক্ষ ও অভিজ্ঞ ছিলেন । অঙ্কশাস্ত্র ও মনস্তত্ব সম্পর্কে তার বিশেষ আগ্রহ ও জ্ঞান ছিলাে । 

রোনাল্ড রস এর বইগুলি – Ronald Ross Books :

 রােনাল্ড রস অনেকগুলাে বইও লিখেছিলেন । বইগুলাের মধ্যে । GARCUS 2011 Prevension of Maleria ! 

রোনাল্ড রস এর মৃত্যু – Ronald Ross Death :

 বিশ্ববিশ্রুত এই মহান চিকিৎসাবিজ্ঞানী ১৯৩২ সালের ১৬ ই সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে মহাপ্রয়াত হন মহাবিজ্ঞানী স্যার রােনাল্ড রস । 

রোনাল্ড রস এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Ronald Ross Biography in Bengali (FAQ):

  1. রোনাল্ড রস কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: ভারতবর্ষের আলমোরাই ।

  1. রোনাল্ড রস এর পিতামাতা কে ছিলেন ?

Ans: তার পিতা মাতা ব্রিটিশ ছিলেন ।

  1. রোনাল্ড রস কবে জন্মগ্রহণ করেন ?

Ans: ১৩ মে ১৮৫৭ সালে ।

  1. রোনাল্ড রস এর বই এর নাম কী ?

Ans: GARCUS 2011 Prevension 

of Maleria ! 

  1. রোনাল্ড রস কত সালে নোবেল পুরস্কার পান ?

Ans: ১৯০২ সালে ।

  1. রোনাল্ড রস কবে নাইট উপাধি পান ?

Ans: ১৯১১ সালে ।

  1. রোনাল্ড রস কত সালে ডাক্তারি পাস করেন ?

Ans: ১৮৮১ সালে ।

  1. রোনাল্ড রস কবে রয়েল পদক পান ?

Ans: ১৯০১ সালে ।

  1. রোনাল্ড রস কবে মারা যান ?

Ans: ১৬ সেপ্টেম্বর ১৯৩২ সালে ।

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali

আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali]

রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।