উইলিয়াম জোন্স এর জীবনী
William Jones Biography in Bengali
উইলিয়াম জোন্স এর জীবনী – William Jones Biography in Bengali : দ্য এশিয়াটিক সোসাইটি কলকাতার একটি অগ্রণী গবেষণা সংস্থা। ১৭৮৪ সালের ১৫ জুলাই ভারততত্ত্ববিদ স্যার উইলিয়াম জোনস ব্রিটিশ ভারতের তদানীন্তন রাজধানী কলকাতার ফোর্ট উইলিয়ামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ভারতের তদানীন্তন গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক। ১৮০৮ সালে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিটের একটি ভবনে সংস্থাটি স্থানান্তরিত হয়।
এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স এর একটি সংক্ষিপ্ত জীবনী । উইলিয়াম জোন্স এর জীবনী – William Jones Biography in Bengali বা উইলিয়াম জোন্স এর আত্মজীবনী বা উইলিয়াম জোন্স এর (William Jones Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
উইলিয়াম জোন্স কে ছিলেন ? Who is William Jones ?
উইলিয়াম জোন্স (William Jones) ছিলেন অ্যাংলো-ওয়েলশ ভাষাতত্ত্ববিদ, বাংলার ফোর্ট উইলিয়ামের সুপ্রিম কোর্টের বিচারিক আদালতের নিম্ন বিচারক এবং প্রাচীন ভারতের একজন পণ্ডিত, বিশেষ করে ইউরোপীয় ও ভারতীয় ভাষার মধ্যে সম্পর্ক আবিস্কারে তার প্রস্তাবের জন্য উইলিয়াম জোন্স (William Jones) পরিচিত, পরে যেটি ইন্দো-ইউরোপীয় ভাষা নামে পরিচিত হয়।
এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স এর জীবনী – William Jones Biography in Bengali :
নাম (Name) | উইলিয়াম জোন্স (William Jones) |
জন্ম (Birthday) | ১৭৪৬ সালের ২৮ শে সেপ্টেম্বর (28th September 1746) |
জন্মস্থান (Birthplace) | লন্ডন, ইংল্যান্ড |
শিক্ষা | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
দাম্পত্য সঙ্গী (Spouse) | এ্যানা মারিয়া |
প্রতিষ্ঠান | এশিয়াটিক সোসাইটি |
ইংরেজিতে অনুবাদ | ‘শকুন্তলা’, ‘হিতোপদেশ’, জয়দেবের ‘গীতগোবিন্দ’ ইত্যাদি। |
কাজের মেয়াদ | 22 October 1783 – 27 April 1794 |
মৃত্যু (Death) | এপ্রিল ২৭, ১৭৯৪ (29th April 1798) |
উইলিয়াম জোন্স এর জন্ম – William Jones Birthday :
উইলিয়াম জোন্স ১৭৪৬ সালের ২৮ শে সেপ্টেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন ।
উইলিয়াম জোন্স এর পরিচয় – Introduction :
তিনি এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা এবং অষ্টাদশ শতকে সবচাইতে বিদ্বান এবং সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ হিসাবে বিপুল খ্যাতি অর্জন করেন ।
তার ভাষাজ্ঞান ছিলাে কিংবদন্তীর মতাে । তিনি প্রায় ২৮-২৯টি ভাষা জানতেন । তিনি ফরাসী , ইংরেজী , গ্রীক , ল্যাটিন , হিব্রু , স্প্যানিশ , রাশিয়ান , পর্তুগীজ , আরবী , ফার্সী , তুর্কী , রুনিক , সিরিয়াক , এথিওপিক , কপটিক , ওয়েল্স , সুইডিস , ডাচ , বাংলা , সংস্কৃত , হিন্দী , তিব্বতি , পালি , পাহুবি , জাপানী , চীনা প্রভৃতি ভাষায় লিখতে পড়তে জানতেন । এমনকি সাহিত্য রচনা করতে পারতেন ।
উইলিয়াম জোন্স এর শৈশব – William Jones Childhood :
উইলিয়াম জোন্স জীবিতকালেই অর্জন করেছিলেন বিরাট সাফল্য । বিশ্বের চোখে তিনি ছিলেন প্রতিভাবান এক মূর্তিমান বিস্ময় । তার স্মৃতিশক্তিও ছিলাে অনন্যসাধারণ । তেরাে – চোদ্দ বছর বয়স থেকেই । তিনি বিরাট একটা বই পড়ে তা আবার লিখে ফেলতেও পারতেন ।
উইলিয়াম জোন্স এর শিক্ষাজীবন – William Jones Education Life :
১৭৪৬ সালে উইলিয়াম জোন্স ম্যাট্রিকুলেশন পাশ করে অক্সফোর্ডে ভর্তি হন । তাকে দেখে অক্সফোর্ডের শিক্ষকরা বুঝতে পারেন জোন্স এক অসাধারণ প্রতিভাধর ছাত্র । এর ফলে কলেজে তার দৈনিক উপস্থিতি মওকুফ হয়ে যায় । পড়ালেখার জন্য তাকে নিত্য নিয়মিত ক্লাসে না এলেও চলতাে ।
ইনাদিরী ফরাসি অনুবাদ :
অক্সফোর্ডে থাকতেই তিনি শিখলেন আরবী ভাষা । ১৭৬৮ খ্রিঃ শিখলেন ফারসী ভাষা এই সময়েই তিনি ডেনমার্কের রাজা সপ্তম ক্রিশ্চিয়ানের অনুরােধে মির্জা মেহেদীর নাদির শাহের ইতিহাস তারিখ “ ইনাদিরী – এর ফরাসী অনুবাদ করে দেন । সেই অনুবাদ পড়ে ফ্রান্সের রাজা ষোড়শ লুই সবিস্ময়ে বলেছিলেন — এ ছেলে তাে ফরাসী ভাষা আমার চেয়েও ভালাে জানে দেখছি ।
উইলিয়াম জোন্স এর কলেজ জীবন – William Jones College Life :
১৭৬৮ সালে জোন্স গ্র্যাজুয়েট পাস করে ব্যারিস্টারী পড়া শুরু করেন ।
উইলিয়াম জোন্স এর ফরাসীতে বই অনুবাদ – William Jones’s book translation into Persi :
১৭৭১ থেকে ১৭৭৪ খ্রিঃ মধ্যে ছাপা হলাে তার ফারসী ব্যাকরণ ও কবিতাগুচ্ছ । নানা ভাষার কবিতার অনুবাদ । তারপর বের হয় কবি হাফিজের কবিতার অনুবাদ — এ পার্সিয়ান সং অব হাফিজ ‘ । ১৮২৮ সালের মধ্যে তার ফারসী ব্যাকরণ বইটির নবম সংস্করণ প্রকাশিত হয় । বইটি প্রকাশের সাথে সাথে জোন্সের তিনটি খেতাব জুটে গেলাে — ফারসী জোন্স , ভাষাবিদ জোন্স এবং ওরিয়েন্টাল জোন্স ।
উইলিয়াম জোন্স রয়াল সোসাইটির ফেলো – William Jones Fellow of the Royal Society :
উইলিয়াম জোন্স ১৭৭২ খ্রিঃ এপ্রিল মাসের ৩০ তারিখে ২৬ বছর বয়সে লন্ডন রয়াল সােসাইটির ফেলো হন ১৭৭৩ খ্রিঃ । ডঃ জনসন ক্লাবের সদস্য । ওই বছরের জুন মাসে তিনি এম . এ . ডিগ্রী লাভ করেন । ১৭৭৪ খ্রিঃ আইনজীবীর পেশা শুরু করেন ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
উইলিয়াম জোন্স কলকাতা সুপ্রিম কোর্টের জজ – William Jones Judge of the Supreme Court :
১৭৮৩ খ্রিঃ জোন্স ভারতবর্ষে আসেন । জজ হয়ে যােগদান করেন কলকাতার সুপ্রিম কোর্টে । এখানে প্রেরণের পূর্বে তাকে ‘ নাইট ’ উপাধিতে সম্মানিত করা হয় ১৭৮৩ খ্রিঃ । স্ত্রী এ্যানা মারিয়াকে সঙ্গে নিয়েই তিনি কর্মস্থল কলকাতায় আসেন ।
উইলিয়াম জোন্স এর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা – Establishment of the Asiatic Society :
উইলিয়াম জোন্স ভারতে এসে খুঁজে পেলেন সংস্কৃত সাহিত্যের রত্নভান্ডার । ভারত যেন সাহিত্য , সংস্কৃতি , দর্শন এবং বিজ্ঞানশাস্ত্রের এক বিশাল রত্নখনি । তিনি লন্ডনের রয়াল সােসাইটির মতাে কলকাতায় এশিয়াটিক সােসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করলেন । তিনি সর্বসম্মতিক্রমে এর সভাপতি নির্বাচিত হলেন ।
উইলিয়াম জোন্স এরপর সংস্কৃত ভাষা শিক্ষা শুরু করেন । তিনি বেনারসে গিয়ে খোঁজ পেলেন বৈদিক ঋষি মনুর মানবধর্ম শাস্ত্রের । শুরু করলেন অধ্যয়ন , গবেষণা । তিনি দেখলেন ভারতের সংস্কৃত এবং ইউরােপের অনেক ভাষাই মূলত একই ভাষা থেকে এসেছে । ১৭৮৬ খ্রিঃ তিনি প্রকাশ করেন তার গবেষণার ফসল । তার ফলে জন্ম নিলাে তুলনামূলক ভাষাতত্ত্ব বিজ্ঞান ।
উইলিয়াম জোন্স সারাক্ষণ মেতে রইলেন সংস্কৃত সাহিত্যের গবেষণা নিয়ে । তিনি মহাকবি কালিদাসের নাম দিলেন ভারতের শেক্সপীয়র ” । ইউরােপে শকুন্তলার কাহিনী ম্লান করে দিলাে ফরাসী বিপ্লবের গল্পকে ।
এই মহান কিংবদন্তী পুরুষের জীবনকাল ছিলাে খুবই সংক্ষিপ্ত । ১৭৯৩ সালে স্ত্রী এ্যানা মারিয়া কলকাতা ছেড়ে লন্ডনে চলে যান । পরের বছর অর্থাৎ ১৭৯৪ খ্রিঃ জোন্স কৃত মনু সংহিতার অনুবাদ প্রকাশিত হয় । ঐ বছরের ১৭ ই এপ্রিল উইলিয়াম জোন্স ।
উইলিয়াম জোন্স এর মৃত্যু – William Jones Death :
টিউমার রােগে আক্রান্ত হয়ে মাত্র এপ্রিল ২৭, ১৭৯৪, ৪৮ বছর বয়সে কলকাতার একহাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । কিন্তু তিনি অমর হয়ে আছেন বিদ্যানুরাগীদের মাঝে । বেঁচে আছেন তার সৃষ্ট প্রতিষ্ঠান এসিয়াটিক সােসাইটির নামের মধ্য দিয়ে ।
উইলিয়াম জোন্স এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – William Jones Biography in Bengali (FAQ):
- উইলিয়াম জোন্স এর জন্ম কবে হয় ?
Ans: ১৭৪৬ সালের ২৮ শে সেপ্টেম্বর ।
- উইলিয়াম জোন্স কবে ভারতে আসেন ?
Ans: ১৭৮৩ খ্রিস্টাব্দে ।
- উইলিয়াম জোন্স কোথায় জন্মগ্রহণ করেন ?
Ans: ইংল্যান্ড এর লন্ডনে ।
- উইলিয়াম জোন্স এর স্ত্রীর নাম কী ?
Ans: এ্যানা মারিয়া ।
- উইলিয়াম জোন্স মূলত কে ছিলেন ?
Ans: বহু ভাষাবিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ।
- উইলিয়াম জোন্স কত সালে পারসি ভাষায় নাদির শাহের জীবনী অনুবাদ করেন ?
Ans: ১৭৭০ সালে ।
- উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন ?
Ans: ১৭৮৪ সালে ।
- উইলিয়াম জোন্স কোন কোন গ্রন্থ সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেন?
Ans: ‘শকুন্তলা’, ‘হিতোপদেশ’, জয়দেবের ‘গীতগোবিন্দ’ ইত্যাদি ।
- উইলিয়াম জোন্স প্রাচ্যভাষা শেখেন কোথা থেকে ?
Ans: অক্সফোর্ড থেকে ।
- উইলিয়াম জোন্স কবে মারা যান ?
Ans: এপ্রিল ২৭, ১৭৯৪ সালে ।
[আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali
আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
উইলিয়াম জোন্স এর জীবনী – William Jones Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উইলিয়াম জোন্স এর জীবনী – William Jones Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।