গোষ্ঠ পাল এর জীবনী
Gostha Pal Biography in Bengali
গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali : চাইনিজওয়াল গোষ্ঠ পাল (Gostha Pal) বাংলার সর্বকালের প্রিয় ফুটবলার গোষ্ঠ পালের নাম বাঙালী জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে । সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাক হিসেবে এই বরেণ্য বঙ্গ সন্তানকে তখনকার দিনে ‘ চাইনিজওয়াল ‘ আখ্যা দেওয়া হয়েছিল । বস্তুত গোষ্ঠ পাল (Gostha Pal) রক্ষণভাগে যে ব্যূহ রচনা রতেন তা ভেদ করা কখনোই প্রতিপক্ষের সাধ্যে কুলিয়ে উঠত না ।
বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পাল এর একটি সংক্ষিপ্ত জীবনী । গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali বা গোষ্ঠ পাল এর আত্মজীবনী বা (Gostha Pal Jivani Bangla. A short biography of Gostha Pal. Gostha Pal Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) গোষ্ঠ পাল এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
গোষ্ঠ পাল কে ছিলেন ? Who is Gostha Pal ?
গোষ্ঠ পাল (Gostha Pal) ছিলেন একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় ছিলেন। রক্ষণে খেলার জন্য খ্যাতিলাভ করেছিলেন। দৈনিক ইংলিশম্যান তাকে চিনের প্রাচীর উপাধিতে ভূষিত করেছিল।
গোষ্ঠ বিহারী পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali :
নাম (Name) | গোষ্ঠ বিহারী পাল বা গোষ্ঠ পাল (Gostha Pal) |
জন্ম (Birthday) | ২০ আগস্ট ১৮৯৬ (20th August 1896) |
জন্মস্থান (Birthplace) | ফরিদপুর, বেঙ্গল প্রেসিডেন্সি |
অভিভাবক (Parents) | শ্যামপাল |
মাঠে অবস্থান | রক্ষক |
জাতীয়দল | ভারত |
মৃত্যু (Death) | ৮ এপ্রিল ১৯৭৬ (8th April 1976) |
মৃতুস্থান (Deathplace) | কলকাতা, ভারত |
গোষ্ঠ পাল এর জন্ম – Gostha Pal Birthday :
অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলার জোভেম্বর গ্রামে ১৮৯৬ খ্রিঃ ২০ শে আগস্ট গোষ্ঠ পাল জন্মগ্রহণ করেন । গোষ্ঠ পাল (Gostha Pal) ছিলেন পিতামাতার একমাত্র সন্তান । কিন্তু জন্মের মাত্র দুমাস পরেই পিতৃহারা হন । বিধবা মায়ের স্নেহ আদরে ও সতর্ক যত্নে বড় হতে থাকেন গোষ্ঠ পাল (Gostha Pal)।
গোষ্ঠ পাল এর শৈশবকাল – Gostha Pal Childhood :
বাল্যবয়স থেকেই গ্রামের মাঠে সমবয়সী বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শুরু করেন । স্কুল ছিল গ্রাম থেকে অনেক দূরে । তাই যাতায়াতের অসুবিধার জন্য মায়ের তত্ত্বাবধানেই বাল্যশিক্ষা সমাপ্ত করেন ।
গোষ্ঠ পাল এর শিক্ষাজীবন – Gostha Pal Education Life :
আটবছর বয়সে , ১৯০৪ খ্রি : পড়াশুনার জন্য মা গোষ্ঠ পালকে (Gostha Pal) নিয়ে চলে আসেন কলকাতার কুমোরটুলিতে । এখানেই বাড়ির কাছে সারদাচরণ এরিয়ান ইনসৃটিটিউশনে পড়াশুনো শুরু হয় গোষ্ঠ পাল (Gostha Pal) এর ।
ফুটবল খেলার প্রতি ঝোক বরাবরের । এখানে এসেও ভিড়ে গেলেন ফুটবল দলের সঙ্গে ।
গোষ্ঠ পাল এর ফুটবল খেলার প্রতি আকৃষ্ট :
স্কুলের অন্তরঙ্গ বন্ধু ছিলেন সরোজ রায় । গোষ্ঠ পাল (Gostha Pal) এর সঙ্গে কুমোরটুলি পার্কের পশ্চিমদিককার গোলপোস্টের পেছনে নিয়মিত ফুটবল খেলা শুরু করেন গোষ্ঠ পাল । বস্তুত : প্রকৃত ফুটবল খেলার সঙ্গে পরিচয় তার এখানেই ঘটে এবং খেলার প্রতি ক্রমশই আকৃষ্ট হতে থাকেন ।
মোহনবাগানের খেলোয়াড় রাজেন সেনের আনুকূল্যেই গোষ্ঠ পালের জীবনে উত্থান সম্ভব হয়ে ওঠে ।
১৯১১ খ্রি : ২৯ শে জুলাই আই . এফ . এ শিল্ড বিজয়ী মোহনবাগানের ঐতিহাসিক খেলায় রাজেন সেন ছিলেন সেন্টার হাফ । তিনিই আকস্মিকভাবে আবিষ্কার করেছিলেন গোষ্ঠ পালকে । সেদিন তাঁর নজরে না পড়লে গোষ্ঠ পাল চায়নিজওয়াল হতে পরতেন কিনা সন্দেহ ! অবশ্য প্রত্যেক ক্ষেত্রেই প্রতিভার বিকাশ লাভের অনুকূলে কারো না কারো অবদান থাকেই । গোষ্ঠপালের জীবনে ছিলেন তেমনি রাজেন সেন ।
গোষ্ঠপাল বরাবরই সুস্বাস্থ্যের অধিকারী । তিনি তখন হাফের প্লেয়ার । অথচ তার ট্যাকলিং ক্ষমতা ভেল্কি দেখায় । পায়েও রয়েছে রক্ষণভাগের প্লেয়ারের লম্বা জোরালো কিক । এই নিয়েই গোষ্ঠ পাল (Gostha Pal) ১৯১৩ খ্রিঃ থেকে মোহনবাগানের হয়ে খেলতে শুরু করেন ।
গোড়ায় বৃষ্টিভেজা মাঠে ব্ল্যাক ওয়াচের বিরুদ্ধে রাইট হাফে খেলতে নেমে গোষ্ঠপাল পুরোপুরি ব্যর্থ হন ।
গোষ্ঠ পাল এর ডালহৌসির সাথে ম্যাচ – Gostha Pal Plying with Dalhousi :
গোষ্ঠ পাল (Gostha Pal) এর পরের ম্যাচ ছিল ডালহৌসির সঙ্গে । কর্মকর্তারা গোষ্ঠ পালের পজিশন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছিলেন । রাজেন সেন সকলের সব আপত্তি উপেক্ষা করে একরকম জোর করেই গোষ্ঠপালকে ব্যাকে নিজের পাশে খেলালেন ।
রীতিমত চ্যালেঞ্জ ছিল সামনে গোষ্ঠ পাল কিন্তু সসম্মানেই এবারে উত্তীর্ণ হয়ে গেলেন । এরপর থেকে এই পজিশনেই সারা জীবনের মত স্থায়ী আসন নিয়ে নিলেন গোষ্ঠ পাল (Gostha Pal) । ১৯১২ খ্রিঃ থেকে ১৯৩৫ খ্রি : পর্যন্ত দীর্ঘ ২৩ বছর দলের হয়ে রাইট ব্যাকে খেলেছেন গোষ্ঠ পাল (Gostha Pal) ।
গোষ্ঠ পাল এর অবসর জীবন – Gostha Pal Retirement Life :
ফুটবল খেলা থেকে গোষ্ঠ পাল অবসর নেন ১৯৩৫ খ্রিঃ । গোষ্ঠ পাল (Gostha Pal) এর আগের দিন পর্যন্ত এই জায়গায় তাঁকে ছাড়া আর কাউকে ভাবা যেত না ।
খেলতেন ব্যাকে কিন্তু অনেকখানি জায়গা জুড়ে । মাঠে দাপিয়ে বেড়াতেন সিংহের বিক্রমে । গোষ্ঠ পাল (Gostha Pal) এর ট্যাকলিং কভারিং এবং অনুমান ক্ষমতা ছিল অসাধারণ । তার সাইডপুশ সেই সময়ের শক্তিশালী ইংরেজদের কাছেও ছিল জীবন্ত আতঙ্কের মত । মিলিটারি সাহেবদের যম ছিলেন গোষ্ঠপাল ।
পরাধীন দেশের ব্রিটিশ রাজকে লাঞ্ছিত অপমানিত ও কোনঠাসা দেখার জন্য চির বিদ্রোহী বাঙালী জাতির মন উদগ্রীব হয়ে থাকত ৷ তাঁদের আকাঙ্খিত নায়কের সন্ধান তারা পেয়েছিলেন খেলার মাঠে গোষ্ঠ পালের মধ্যে । গোষ্ঠ পাল (Gostha Pal) এর দুরন্ত খেলার কাছে ব্রিটিশদের বারবার ভূলুণ্ঠিত অপমানিত হতে দেখে বাঙালিজাতি আঞ্চলিকতা ও ধর্মীয় ভেদাভেদ ভুলে পরম আদরে তাঁকে বুকে তুলে নিয়েছিল । এই বিচারেও , পরাধীন যুগে জাতীয় চেতনা উজ্জীবনেও গোষ্ঠ পালের পরোক্ষ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় ।
গোষ্ঠ পালের খেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল তার শটের জোর । চাইনিজওয়ালের শট ছিল প্রবাদের মত ।
একবার বাহবা নেবার লোভে দশম মিডলসেক্সের সেন্টার ফরোয়ার্ড এলসন কাছ থেকে গোষ্ঠ পালের কামানের গোলার মত শট বুক দিয়ে আটকাবার চেষ্টা করেন । কিন্তু বুকে বল লাগবার সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে যান ।
আর একবার কায়দা করে লাফিয়ে দেহের পিছন দিক দিয়ে গোষ্ঠপালের শট আটকাবার চেষ্টা করেছিলেন ডালহৌসির লেফট আউট । বেচারা বলের সঙ্গে ১০-১৫ হাত দূরে ক্যালকাটার মেম্বার স্ট্যান্ডে উড়ে গিয়ে ছিটকে পড়েছিলেন । সেই যুগে গোষ্ঠ পাল (Gostha Pal) সমকক্ষ শক্তিমান ফুটবলার দ্বিতীয় কেউ ছিলেন না ।
[আরও দেখুন, মারাদোনা এর জীবনী – Diego Maradona Biography in Bengali]
গোষ্ঠ পাল মোহনবাগানের প্রতিনিধিত্ব – Gostha Pal Captain of Mohon Bangan :
ফুটবল ছাড়াও হকি , ক্রিকেট এবং টেনিস খেলাতেও গোষ্ঠ পাল যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন । এই খেলাগুলিতেও গোষ্ঠ পাল (Gostha Pal) মোহনবাগানের প্রতিনিধিত্ব করেছিলেন ।
সেই সময়ে বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ছিলেন সারদারঞ্জন রায় । এই কলেজে পড়বার সময় তার উৎসাহে গোষ্ঠ পাল এই সব খেলায় পারদর্শী হয়ে ওঠেন । গোষ্ঠ পাল (Gostha Pal) মোহনবাগানের হয়ে হকি খেলেছেন পাঁচ ছয় বছর ধরে , টেনিস ক্লাবে চ্যাম্পিয়ান হয়েছেন । ক্লাবের হয়ে ক্রিকেট খেলাতেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছেন ।
[আরও দেখুন, পেলের জীবনী – Pele Biography in Bengali]
গোষ্ঠ পাল এর পুরস্কার – Gostha Pal Prizes :
ভারত সরকার সর্বকালের প্রিয় ফুটবলার গোষ্ঠপালের প্রতিভার স্বীকৃতি জানিয়েছেন ১৯৬২ খ্রিঃ পদ্মশ্রী সম্মানে ভূষিত করে । ফুটবল খেলোয়াড়দের মধ্যে গোষ্ঠ পাল (Gostha Pal) প্রথম এই সম্মান লাভ করেন ।
গোষ্ঠ পাল এর মৃত্যু – Gostha Pal Death :
দীর্ঘ ফুটবল জীবনে খেলার মাঠে গোষ্ঠ পাল “ চীনের প্রাচীর ” নামে খ্যাতিলাভ করেছিলেন । তৎকালীন দৈনিক ইংলিশম্যান তাকে প্রথম এই উপাধি দিয়ে ছিল সময়টা ছিল ১৯২০ খ্রিঃ । ১৯৭৬ খ্রিঃ গোষ্ঠ পালের গৌরবময় জীবনের পরিসমাপ্তি ঘটে ।
গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali FAQ :
- গোষ্ঠ পাল কে ছিলেন ?
Ans: গোষ্ঠ পাল ছিলেন একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় ছিলেন ।
- গোষ্ঠ পাল এর জন্ম কবে হয় ?
Ans: গোষ্ঠ পাল এর জন্ম হয় ২০ আগস্ট ১৮৯৬ সালে।
- গোষ্ঠ পাল এর পিতার নাম কী ?
Ans: গোষ্ঠ পাল এর পিতার নাম শ্যামপাল ।
- গোষ্ঠ পাল কী উপাধি পান ?
Ans: গোষ্ঠ পাল চীনের প্রাচীর উপাধি পান ।
- গোষ্ঠ পাল এর মাঠে অবস্থান কী ছিল ?
Ans: গোষ্ঠ পাল এর মাঠে অবস্থান ছিল রক্ষক ছিলেন ।
- গোষ্ঠ পাল কবে পদ্মশ্রী পান ?
Ans: গোষ্ঠ পাল ১৯৬২ সালে পদ্মশ্রী পান ।
- গোষ্ঠ পাল কত সালে কলকাতায় আসেন ?
Ans: গোষ্ঠ পাল ১৯০৪ সালে কলকাতায় আসেন ।
- গোষ্ঠ পাল কবে মারা যান ?
Ans: গোষ্ঠ পাল মারা যান ৮ এপ্রিল ১৯৭৬ সালে ।
[আরও দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী – Sourav Ganguly Biography in Bengali
আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, গৌতম বুদ্ধের জীবনী – Gautam Buddha Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই গোষ্ঠ পাল এর জীবনী – Gostha Pal Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।