গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer : গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Bengali Gacher Kotha Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Bengali Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | অষ্টম শ্রেণী (WB Class 8) |
বিষয় (Subject) | অষ্টম শ্রেণীর বাংলা (Class 8 Bengali) |
গল্প (Golpo) | গাছের কথা (Gacher Kotha) |
লেখক (Writer) | জগদীশচন্দ্র বসু |
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Bengali Gacher Kotha Question and Answer
MCQ | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Gacher Kotha MCQ Question and Answer :
- বীজগুলি যেন গাছের –
(A) ডিম
(B) শিশু
(C) প্রজন্ম
(D) আত্মজ
Ans: (A) ডিম।
- গাছের জীবন মানুষের জীবনের
(A) অনুরূপ
(B) বিপরীত
(C) ছায়ামাত্র
(D) প্রতিরূপ
উত্তর- (C) ছায়ামাত্র।
- ধান, যব ইত্যাদির বীজ পাকে –
(A) বৈশাখ
(B) আষাঢে
(C) পৌষ – মাঘে
(D) আশ্বিন – কার্তিকে
Ans: (D) আশ্বিন – কার্তিকে ।
- বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়
(A) মাটির তলায়
(B) বীজের কঠিন ঢাকনায়
(C) পাথরের নীচে
(D) ফলের ত্বকে
Ans: (B) বীজের কঠিন ঢাকনায়।
- অঙ্কুর বের হবার জন্য জল-মাটির সঙ্গে চাই –
(A) হাওয়া
(B) উত্তাপ
(C) সার
(D) অন্ধকার
Ans: (B) উত্তাপ।
অতি সংক্ষিপ্ত | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Gacher Kotha VSAQ Question and Answer :
- জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসারে উল্লেখ করো।
Ans: জীবিতের একটি লক্ষণ হল গতি।
- ‘বৃক্ষশিশু নিরাপদে নিদ্রা যায়।’ – বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায়?
Ans: উদ্ভিদের বীজের উপর একটি কঠিন ঢাকনা থাকে, তার আড়ালে ‘বৃক্ষশিশু নিরপদে নিদ্রা যায়’।
- গাছের জীবন কেমন বলে লেখক বলেছেন ?
Ans: লেখক বলেছেন গাছের জীবন মানুষের ছায়ামাত্র।
- মানুষের সর্বোচ্চ গুণ কী ?
Ans: মানুষের সর্বোচ্চ গুণ হলো স্বার্থত্যাগ ।
- শুল্ক ভাল এবং জীবিত ডালের মধ্যে কী পার্থক্য রয়েছে ?
Ans: শুষ্ক ডালে গতি নেই , জীবিত ডালে গতি আছে ।
- ডিমে জীবন কী অবস্থায় থাকে ?
Ans: ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না , ডিমে জীবন ঘুমিয়ে থাকে ।
- কোথায় বীজ নিরাপদে নিদ্রা যায় ?
Ans: বীজের উপর কঠিন ঢাকনা থাকে , তার মধ্যে বীজ নিরাপদে নিদ্রা যায় ।
- বীজ দেখে গাছ কতো বড়ো হবে বলা যায় কি ? উদাহরণ দাও !
Ans: না , তা বলা যায় না । কারণ ছোট্ট সরিষার মতো বীজ থেকে প্রকান্ড বড়ো গাছের জন্ম হয় ।
- বৃক্ষশিশু কীভাবে জন্ম নেয় ?
Ans: মাটি , উত্তাপ ও জল পেলে বীজ বেরিয়ে থেকে বৃক্ষশিশু জন্ম নেয় ।
- লেখক কবে থেকে গাছদের অনেক কথা বুঝতে পারেন?
Ans: লেখক শ্রী জগদীশচন্দ্র বসু যবে থাকে গাছ, পাখি এবং কীটপতঙ্গকে ভালোবাসতে সিখেছেন তবে থেকে তিনি গাছদের অনেক কথা বুঝতে পেরেছেন।
- ‘ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়।’ – কি দেখা যায়?
Ans: মানুষের মধ্যে যেমন কিছু সদ্গুণ লক্ষ্য করা যায়, লেখকের মতে গাছেদের মধ্যেও সদগুণ লক্ষ্য করা যায়।
- ‘ এই প্রকারে জনমানবশূন্য দ্বীপে গাছ জন্মে থাকে ’ এটি কীভাবে সম্ভব হয় ?
Ans: পাখিরা ফল খেয়ে দূর দেশে বীজ নিয়ে যায় । এইভাবে জনমানবশূন্য দ্বীপে গাছ জন্মায় ।
- শিমূল ফল কীভাবে ফাটে এবং ফাটলে কী হয় ?
Ans: শিমুল ফল রৌদ্রে ফেটে যায় এবং তার মধ্যে থেকে বীজ বেরিয়ে তুলোর সঙ্গে উড়তে থাকে ।
- কঠিন পাথরের উপর বীজ পড়লে কী হয় ?
Ans: কঠিন পাথরের উপর বীজ পড়লে সেখানে তার অঙ্কুর বার হতে পারে না ।
- ডিম উত্তাপ পেলে কী হয় ?
Ans: উত্তাপ পেলে ডিম থেকে পাখির ছানা জন্ম নেয় ।
- আশ্বিন মাসের শেষে কী হয় ? তাতে পাতা ও ডালের কী হয়ে থাকে ?
Ans: আশ্বিন মাসের শেষে বড়ো ঝড় হয় । সেই ঝড়ে পাতা ও ছোটো ছোটো ডাল ছিঁড়ে চারিদিকে পড়তে থাকে ।
- সাহিত্য ছাড়া আর কোন্ কোন্ বিষয়ে লেখকের দক্ষতা ছিল ?
Ans: লেখক জগদীশচন্দ্র একজন বিখ্যাত বিজ্ঞানী , জীববিজ্ঞানী ও পদার্থবিদ ছিলেন ।
- লেখক কার অন্তরঙ্গ ছিলেন ?
Ans: লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথের অন্তরঙ্গ ছিলেন ।
- মা কীভাবে সন্তানকে রক্ষা করেন ?
Ans: মা নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন ।
- অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন?
Ans: অঙ্কুর বের হবার জন্য উত্তাপ, জল ও মাটি প্রয়োজন।
সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Gacher Kotha Question and Answer :
- নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলােচনা করাে।
Ans: বীজ ছড়ানাের প্রক্রিয়া সম্পর্কে লেখক জানিয়েছেন প্রথমত, পাখিরা ফল খেয়ে দূর দূর দেশে বীজ নিয়ে যায়। ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে। এ ছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিশেষত, শিমুল গাছের ফল রৌদ্রে ফেটে যাওয়ার পর তার বীজ তুলাের সঙ্গে উড়ে বেড়াতে থাকে। এইভাবে দিনরাত দেশদেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে।
- ‘আগে এসব কিছুই জানিতাম না।’ – কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল?
Ans: আলোচ্য উক্তিটি শ্রী জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা প্রবন্ধের অন্তর্গত। লেখক উল্লেখ করেছেন যে আগে যখন তিনি মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন, তখন তাঁর সব খালি – খালি লাগত। কিন্তু সময়ের সাথে সাথে তিনি গাছ, পাখি, কীটপতঙ্গ অর্থাৎ প্রকৃতিকে ভালোবাসতে শিখেছেন। তিনি বুঝেছেন যে গাছেদের একটা জীবন কাছে, তারাও মানুষের মতো আহার করে, দিন দিন বৃদ্ধি পায়।
- ‘ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়।’ – কাদের কথা বলা হয়েছে? তাদের মধ্যে কি লক্ষ করা যায়?
Ans: আলোচ্য উক্তিটি শ্রী জগদীশচন্দ্র বসু তাঁর গাছের কথা প্রবন্ধে গাছেদের সম্পর্কে বলেছেন।
সময়ের সাথে সাথে তিনি বুঝেছেন যে গাছেরা কথা বলতে না পারলেও, গাছেদেরও মানুষের মতো অভাব, দুঃখ, কষ্ট আছে, তাদের জীবনধারণ করবার জন্য সর্বদা ব্যাস্ত থাকতে হয়। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে, গাছেদের মধ্যেও তার কিছু লক্ষন দেখা যায়।
[আরও দেখুন, জগদীশ চন্দ্র বসুর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali]
- ‘গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র।’ – লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো।
Ans: মানুষের জীবন কর্মময়; জীবনধারণ করবার জন্য আমাদের সর্বদা ব্যস্ত থাকতে হয়। গাছেদের জীবনও কিন্তু এর ব্যাতিক্রম নয়। মানুষের ন্যায় তাদের মধ্যেও অভাব, দুঃখ, কষ্ট আছে, আবার তাদের মধ্যে কিছু সদ্গুণও আছে। যেমন মানুষ অপরের উপকার করতে চায়, ঠিক তেমনই ভাবে বৃক্ষরাও একে অপরকে সাহায্য করে। মা যেমন তার নিজ জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, ঠিক তেমন ব্যাপার উদ্ভিদের মধ্যেও দেখা যায়। মানুষের জীবন এবং উদ্ভিদের জীবনের এই মিল লক্ষ্য করেই লেখক শ্রী জগদীশচন্দ্র বসু বলেছেন – ‘গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র’
- ‘জীবনের ধর্ম’ কীভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো।
Ans: লেখক আচার্য জগদীশচন্দ্র বসু তাঁর ‘গাছের কথা’ প্রবন্ধে জীবনের ধর্ম সম্পর্কে কিছু কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন জীবনের প্রধান ধর্ম হল বৃদ্ধি ও গতি। উদ্ভিদ প্রসঙ্গে তিনি বলেছেন যে ছোট একটি চারা গাছ থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বিশাল মহীরুহে পরিণত হয় উদ্ভিদ। জীবিত বস্তু বিকশিত হয় বোঝাতে তিনি ডিমের উদাহরণ দিয়েছেন, পাখির ডিম যেমন সঠিক উত্তাপ ও যত্ন পেলে প্রস্ফুটিত হয়ে পাখি জন্মলাভ করে, ঠিক তেমনভাবে গাছের বীজও সঠিক পরিবেশ পেলে তা থেকে অঙ্কুরোদগম ঘটে। জীবিতের অন্যতম লক্ষণ গতি, প্রাণীদের মতো উদ্ভিদও কিন্তু গতিশীল, তা বোঝাতে লেখক লতানে গাছের উদাহরণ দিয়েছেন।
- ‘নানা উপায়ে গাছের বীজ ছড়াইইয়া যায়।’ – উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো।
Ans: আচার্য জগদীশচন্দ্র বসু তাঁর ‘গাছের কথা’ প্রবন্ধে গাছের বীজ বিস্তারের নানান উপায়ের কথা উল্লেখ করেছেন। যেমন পাখিরা ফল খেয়ে সেই বীজ দূর দেশে নিয়ে যায়, তা থেকে জনমানবশূন্য দ্বীপেও গাছ জন্ম নেয়। আবার বীজ বাতাসে উড়েও অনেক দূর দেশে ছড়িয়ে পড়ে। উদাহরণ হিসাবে লেখক শিমূল গাছের কথা উল্লেখ করেছেন। শিমূল ফল যখন রোদের তাপে ফেটে যায় তখন তার মধ্যের বীজ তুলোর সাথে উড়তে থাকে। এই ভাবে দিনরাত্রি দেশদেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে।
- লেখক তাঁর ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন, তা আলোচনা করো।
Ans: আলচ্য প্রবন্ধে লেখক তাঁর ছেলেবেলার কথা দুইবার স্মরণ করেছেন। প্রথমত, তাঁর ছেলেবেলায় যখন তিনি একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখন তাঁর খালি খালি লাগতো। অর্থাৎ তিনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারতেন না।
দ্বিতীয়ত, বীজের নানা ভাবে ছড়িয়ে পড়ার প্রসঙ্গে লেখকের ছেলেবেলার একটি ঘটনার কথা উল্লেখ করেছেন, রোদের তাপে শিমূল তুলোর ফেটে তার থেকে তুলো ভেসে বেড়ালে, ছেলেবেলায় লেখক তার পেছনে ছুটতেন। হাত বাড়িয়ে ধরতে গেলেই হালকা শিমূল তুলো বীজকে উপরে ভাসিয়ে নিয়ে যেত। এভাবেই লেখক পাঠ্যাংশে তাঁর ছেলেবেলার কথা স্মরণ করেছেন।
- পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন।’ – বিশ্বপ্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলবন্ধি উদ্ধৃতিটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো।
Ans: বিশ্বপ্রকৃতি তার সকল সৃষ্টির প্রতিই সমান যত্নশীল। লেখক শ্রী জগদীশচন্দ্র বসু তাঁর ‘গাছের কথা’ প্রবন্ধে বিশ্বপ্রকৃতি সম্পর্কে তাঁর মনের ভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, যদি কোন বীজ বা লেখকের ভাষায় বৃক্ষশিশু মূলউদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন অরক্ষনীয় স্থানে পৌঁছে যায়, সেখানে কেউ তার খেয়াল না রাখলেও প্রকৃতি তার খেয়াল রাখে। যাতে ঐ বীজ বিনষ্ট না হয় তাই প্রকৃতি তার উপর ধুলো ও মাটির প্রলেপ দিয়ে দেয়, এর ফলে বহুদিন অবধি ঐ বীজ সংরক্ষিত থাকে। লেখক এই ঘটনাকেই ‘পৃথিবীমাতার কোলে টেনে নেওয়ার’ সাথে তুলনা করেছেন।
- প্রত্যেক বীজ হইতে গাছে জন্মে কিনা, কেহ বলিতে পারে না। – বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো।
Ans: উদ্ভিদের বীজ নানা উপায়ে ছড়িয়ে পড়লেও প্রত্যেক বীজ থেকে কিন্তু উদ্ভিদ জন্ম নেয় না। কারণ বীজ থেকে অঙ্কুর বের হবার জন্য সঠিক উত্তাপ, জল ও মাটি। তাই যদি কোন বীজ কঠিন পাথর বা কোন অপ্রতিকুল অবস্থার মধ্যে পড়ে, সেক্ষেত্রে সেই বীজ থেকে অঙ্কুরোদগম নাও হতে পারে।
- ‘তখন সব খালি খালি লাগিত।’ – কখনকার অনুভূতির কথা বলা হলো? কেন তখন সব খালি-খালি লাগত? ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও।
Ans: লেখক শ্রী জগদীশচন্দ্র বসু যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন, তখন তাঁর সব ‘খালি খালি’ লাগতো। অর্থাৎ লেখক তখন প্রকৃতির সাথে একাত্ম হতে পারতেন না।
কিন্তু সময়ের সাথে সাথে তিনি যখন গাছ, পাখি, কীটপতঙ্গকে ভালোবাসতে শিখলেন, বুঝতে শিখলেন তখন তাঁর একাকিত্ম চলে গেল। তিনি প্রকৃতির এই বৃহৎ কর্মশালায় প্রকৃতির নানান জীবের জীবনসংগ্রাম উপলব্ধি করলেন। তিনি ক্রমশ বুঝতে পারেন যে মানুষের মতন উদ্ভিদেরও জীবন আছে। তাদের মধ্যেও নানারকম দোষ, ত্রুটি দুঃখ, কষ্ট আবার সদগুণ আছে। ফলে লেখকের প্রকৃতির সঙ্গে এক হার্দিক নিবিঢ় সম্পর্ক গড়ে উঠেছিল।
বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Gacher Kotha Broad Question and Answer :
1. পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন। —বিশ্বপ্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলােচনা করাে।
Ans: জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী হলেও তাঁর মধ্যে ভারতীয় দর্শন চেতনা ছিল প্রবল। ভারতীয় দর্শনে প্রকৃতির মধ্যে মাতৃত্বসত্তার প্রকাশ লক্ষ করা যায় । তাই গাছের কথা’ প্রবন্ধে প্রাকৃতিক ঘটনার মধ্যে মাতৃসত্তার বিকাশকে লক্ষ করেছেন লেখক। বিশ্ব প্রকৃতিকে লেখক মায়ের সঙ্গে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে, বিশ্ব প্রকৃতিও তেমনই গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয়। তার ধুলাে ও মাটি দ্বারা তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে। মায়ের মতাে বিশ্বপ্রকৃতিও বীজরূপী সন্তানকে ধীরে ধীরে জল-আলাে-বাতাস ও মাটি দ্বারা ছােট্ট চারা গাছ থেকে বৃহৎ বৃক্ষে পরিণত করে। এভাবে বিশ্বপ্রকৃতি যথার্থ মায়ের ভূমিকা পালন করে।
2. প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা, কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলােচনা করাে।
Ans: বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি হল—উত্তাপ, জল ও মাটি। প্রতিটি বীজ থেকে গাছ। জন্মায় কিনা তা কেউ বলতে পারে না। কারণ, কোনাে। বীজ হয়তাে পাথরের ওপর পড়ল, ফলে সেখানে সেই বীজ থেকে অঙ্কুর বের হওয়া সম্ভব হল না। যতক্ষণ মাটির সংস্পর্শে উপযুক্ত স্থানে বীজ পড়ে—ততক্ষণ পর্যন্ত তা থেকে অঙ্কুর জন্মাতে পারে না। জল ছাড়া বীজের অঙ্কুরােদগম সম্ভব হয় না। জল শােষণ করেই বীজ থেকে গাছ জন্মায়। অতিরিক্ত উন্নতা বা শীতলতা। বীজের অঙ্কুরােদগমের পক্ষে সহায়ক নয়। যথােপযুক্ত অনুকুল উয়তা প্রয়ােজন। সর্বোপরি যথােপযুক্ত অনুকূল পরিবেশেই বীজের অঙ্কুরােদগম ঘটে।
3. ‘তখন সব খালি খালি লাগিত।’—কখনকার অনুভূতির কথা বলা হল ? কেন তখন সব খালি-খালি লাগত ? ক্রমশ তা কীভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও।
Ans: লেখক জগদীশচন্দ্র বসু যখন একা একাই মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন, তখনকার অনুভূতির কথা বলা হয়েছে।
তখন সব খালি খালি লাগত। কারণ তখন তিনি গাছ পাখি বা কীটপতঙ্গদেরকে নিবিড়ভাবে ভালােবাসতে পারেননি। ফলে তাদের সঙ্গে তাঁর হার্দিক সম্পর্কও গড়ে ওঠেনি। তাই সব খালি খালি লাগত।
লেখক যখন থেকে গাছ, পাখি ও কীটপতঙ্গদের গভীরভাবে ভালােবেসেছেন, তখন থেকেই তাদের জীবনের অনেক কথা তিনি বুঝতে পারেন। তারাও যে আমাদের মতাে আহার করে, দিন দিন বেড়ে ওঠে, মানুষের মতাে তাদেরও যে আলাদা আলাদা চরিত্র-বৈশিষ্ট্য আছে, তা তিনি বুঝতে পারলেন। ফলে, তার একাকিত্ব আর হয় না।
4. ‘গাছের জীবন মানুষের ছায়ামাত্র। – লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করাে।
Ans: লেখক জগদীশচন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে ভালােবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করেছেন। এর থেকে তাঁর মনে হয়েছে, গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেকার নানান স্বভাব বৈশিষ্ট্যের অনুরূপ। মানুষের মতাে এদের জীবনেও অভাব-অনটন এবং দুঃখকষ্ট আছে। অভাবে পড়ে এরাও মানুষের মতাে চুরি-ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদগুণ আছে, এদের মধ্যেও সেই সগুণের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে। এদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে দেখা যায়। মানুষের প্রধান গুণ। হল— স্বার্থত্যাগ। এই গুণটি গাছেদের মধ্যেও লক্ষ করা যায়। মনুষ্য সমাজে মা তার নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে। উদ্ভিদের ক্ষেত্রেও এই মানবিক বৈশিষ্ট্যের পরিচয় মেলে। এই সমস্ত লক্ষণের প্রতি দৃষ্টিপাত করে জগদীশচন্দ্র বসু বলেছেন, “গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র”।
5. জীবনের ধর্ম কীভাবে রচনাংশটিতে আলােচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করাে।
Ans: ‘গাছের কথা’ নামক রচনায় বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের জীবনধর্মের আলােচনা প্রসঙ্গে জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন। শুকনাে ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন— বিকাশ, বৃদ্ধি ও গতি হল জীবনের ধর্ম। শুকনাে ডালের এই বৈশিষ্ট্য নেই।‘গতি’ বােঝাতে লেখক লতানাে গাছের উদাহরণ দিয়েছেন। বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম— তা বােঝাতে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন। উত্তাপ, জল ও মাটির সংস্পর্শে বীজ থেকে অঙ্কুরােদগম হয় এবং তা থেকে যথাসময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। অনুরূপভাবে, মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Bengali Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
অষ্টম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ – Class 8 Suggestion 2023
আরোও দেখুন:-
Class 8 Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Class 8 Science Suggestion 2023 Click here
FILE INFO : গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
Info : গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Bengali Question and Answer Suggestion
” গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 8 Bengali Suggestion / Class 8 Bengali Gacher Kotha Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Bengali Suggestion / Bengali Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Bengali Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Bengali Suggestion / Class 8 Bengali Gacher Kotha Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Bengali Exam Guide / Class 8 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 8 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু প্রশ্ন ও উত্তর
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – প্রশ্ন ও উত্তর | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু প্রশ্ন ও উত্তর।
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বাংলা
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন ও উত্তর | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন উত্তর।
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 8 Bengali Gacher Kotha
অষ্টম শ্রেণি বাংলা (Class 8 Bengali Gacher Kotha) – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – প্রশ্ন ও উত্তর | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু | Class 8 Bengali Gacher Kotha Suggestion অষ্টম শ্রেণি বাংলা – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু প্রশ্ন উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু | অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Gacher Kotha Question and Answer, Suggestion | Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion | Class 8 Bengali Gacher Kotha Question and Answer Notes | West Bengal Class 8th Bengali Question and Answer Suggestion.
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Bengali Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু । Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion.
WBBSE Class 8th Bengali Gacher Kotha Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু
WBBSE Class 8 Bengali Gacher Kotha Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু | Class 8 Bengali Gacher Kotha Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Gacher Kotha Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 8 Bengali Gacher Kotha Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 8 Bengali Gacher Kotha Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 8 Bengali Suggestion Download WBBSE Class 8th Bengali short question suggestion . Class 8 Bengali Gacher Kotha Suggestion download Class 8th Question Paper Bengali. WB Class 8 Bengali suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 8 Bengali Gacher Kotha Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 8 Bengali Gacher Kotha Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Bengali Suggestion with 100% Common in the Examination .
Class Eight VIII Bengali Gacher Kotha Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam
Class 8 Bengali Gacher Kotha Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Bengali Suggestion is provided here. Class 8 Bengali Gacher Kotha Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” গাছের কথা (গল্প) জগদীশচন্দ্র বসু – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Gacher Kotha Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।