জহরলাল নেহেরু জীবনী - Jawaharlal Nehru Biography in Bengali
জহরলাল নেহেরু জীবনী - Jawaharlal Nehru Biography in Bengali

জহরলাল নেহেরু জীবনী

Jawaharlal Nehru Biography in Bengali

জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali :   ইন্দিরা গান্ধীর পিতা , রাজীব গান্ধীর পিতামহ পন্ডিত জওহরলাল নেহরু ১৯৪৭ সনে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে ১৯৬৪ সালে মৃত্যু পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন । দীর্ঘসতেরাে বছর জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবেভারতপরিচালনার মুখ্য দায়িত্বে ছিলেন । জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) মােট পাঁচবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন । ভারতের স্বাধীনতা আন্দোলনে জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) নেতৃত্ব দেন । 

 ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর একটি সংক্ষিপ্ত জীবনী । জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali বা জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) আত্মজীবনী বা জহরলাল নেহেরুর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ।

জহরলাল নেহেরু কে ছিলেন ? Who is Jawaharlal Nehru ?

জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পণ্ডিত এবং কূটনীতিবিদ নেহেরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসেবেও নেহেরু ছিলেন বিশিষ্ট। ইংরেজিতে লেখা জহরলাল নেহেরু (Jawaharlal Nehru) এর তিনটি বিখ্যাত বই- ‘একটি আত্মজীবনী‘, ‘বিশ্ব ইতিহাসের কিছু চিত্র‘, এবং ‘ভারত আবিষ্কার‘ চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু এর জীবনী – Jawaharlal Nehru’s Biography in Bengali :

নাম (Name) জহরলাল নেহেরু (Jawaharlal Nehru)
জন্ম (Birthday) ১৪ নভেম্বর ১৮৮৯ (14th November 1889)
জন্মস্থান (Birthplace) এলাহাবাদ, ভারত
অভিভাবক (Parents)/ পিতা ও মাতা মতিলাল নেহেরু (বাবা)

স্বরূপরানী (মা)

পেশা (Occupation) আইন ব্যাবসায়ী, রাজনীতি
সন্তান ইন্দিরা গান্ধী
কাজের মেয়াদ ১৫ ই আগস্ট ১৯৪৭ – ২৭ মে ১৯৬৪
ধর্ম  নাস্তিক
মৃত্যু (Death) ২৭ মে ১৯৬৪ (27th May 1964)

জহরলাল নেহেরু এর জন্ম ও পিতামাতা – Jawaharlal Nehru’s Birthday And His Parents :

 প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম এলাহাবাদে , ১৮৮৯ খ্রিঃ ১৪ ই নভেম্বর । তার পিতা মতিলাল নেহরু , মাতা স্বরূপরানী । 

 মতিলাল নেহরু ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী । ভারতের রাজনীতিতেও তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছিলেন । স্বাধীনতা আন্দোলনে যােগ দেবার ফলে বহুবার তাকে কারাদণ্ড ভােগ করতে হয়েছিল ।

 মতিলাল নিজে জাতীয়তাবােধে প্রাণিত হলেও তার পরিবারের পরিবেশ ছিল বিদেশানুগত ।

জহরলাল নেহেরু এর শৈশব – Jawaharlal Nehru’s Childhood : 

 এই আবহাওয়াতেই ধনীর বিলাস ও আদরের লালিত হয়েছিলেন । জওহরলাল।তার বাল্যের শিক্ষালাভহয়েছিল ইংরেজ টিউটরের কাছে ।

জহরলাল নেহেরু এর কলেজ জীবন – Jawaharlal Nehru’s College Life :

 ১৯০৫ খ্রিঃ জওহরলালকে বিলেত পাঠানাে হল । সেখানে । হ্যারােস্কুল , ট্রিনিটি কলেজ , কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষে লন্ডন স্কুল অব ইকনমিক্স – এ সর্বমােট সাত বছর অধ্যয়ন করেন।

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

জহরলাল নেহেরু এর শিক্ষাজীবন – Jawaharlal Nehru’s Education Life :

 রসায়ন , ভূতত্ত্ব , পদার্থবিদ্যা নিয়ে পড়তে পড়তে তিনি সহসা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়া আরম্ভ করেন । পরে লন্ডন থেকে ১৯২২ খ্রিঃ দেশে ফিরলেন ব্যারিষ্টার হয়ে । 

জহরলাল নেহেরু এর বিবহজীবন – Jawaharlal Nehru’s Marriage Life :

 এলাহাবাদে আইন ব্যবসায়ে কিছুকাল লিপ্ত থাকার সময়ে দিল্লির ময়দাকল মালিকের কন্যা কমলার সঙ্গে জওহরলালের বিবাহ হয় ।

 ১৯১৭ খ্রিঃ তাদের কন্যা ইন্দিরার জন্ম হয় । ১৯২৫ খ্রিঃ এই দম্পতি এক পুত্রসন্তান লাভ করেন , কিন্তু দ্বিতীয় দিনেই তার মৃত্যু হয় । 

জহরলাল নেহেরুর কর্মজীবন – Jawaharlal Nehru’s Work Life :

 ১৯২২ সালে জওহরলাল নেহরু এলাহাবাদ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন । আইন ব্যবসাছাড়াও পাশাপাশি তিনি পারিবারিক ঐতিহ্য । অনুযায়ী রাজনীতিতেও পরিপক্কতা অর্জন করতে থাকেন ।

জহরলাল নেহেরুর রাজনীতি জীবন – Jawaharlal Nehru’s Politics Life :

  ১৯১৬ সালে বিয়ের পর তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন । এবং তার রাজনৈতিক গুরু এবং পরবর্তীকালে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন । তিনি ভারতের স্বাধীনতা । সংগ্রামে সবসময় সর্বাবস্থায় গান্ধীজীর সঙ্গে সহযােগিতা করেন। 

 বৃটিশ সরকারের নীতির বিরােধিতা করায় এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দান করায় জওহরলাল নেহরু গান্ধীর মতাে বহুবার কারারুদ্ধ হন এবং সর্বমােট প্রায় ১৭ বছর জেল খাটেন । জেলে বসেই তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেন । যেগুলাে পরে বিখ্যাত হয়েছিলাে । 

জহরলাল নেহেরু এর বই – Jawaharlal Nehru’s Books :

 তিনি শুধু ভারতেই নয় , বিশ্বের বিভিন্ন দেশেও পন্ডিত ও জ্ঞানী ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । তার বইগুলাের মধ্যে আছে ‘ ডিসকভারি অব ইন্ডিয়া ’ , ‘ গ্লিম্পসেস অব ওয়ার্লড হিস্ত্রী এবং অটোবায়ােগ্রাফী ।

 তিনি জেলে বসেনানা বিষয়ে কন্যা ইন্দিরা গান্ধিকে অনেক চিঠি লেখেন । সেগুলাে নিয়ে পরে একটা সংকলন – গ্রন্থও প্রকাশিত হয় । তার আত্মজীবনীর একটা অংশ স্কুলপাঠ্যও হয়েছিলাে নাম ছিলাে My childhood . 

জহরলাল নেহেরু কংগ্রেস দলের বিজয় প্রধান স্থাপক :

 জওহরলাল নেহরুর সভাপতিত্বেই অনুষ্ঠিত এক সভায় ১৯২৯ সালে ভারতীয় কংগ্রেস দল স্বাধীনতার পক্ষে সর্বাত্মক রায় দেয় । ১৯৩৭ সালে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস দলের বিজয়ের প্রধান স্থপক ছিলেন জওহরলাল নেহরু।

জহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী : India’s first Prime minister Jawaharlal Nehru :

 ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট ভারত স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহরু প্রথম দেশের প্রধানমন্ত্রী মনােনীত হন । এরপর ১৯৬২ সাল পর্যন্ত অনুষ্ঠিত সল নির্বাচনেই তার সমর্থিতঙ্কংগ্রেস জওহরলাল নেহরু যদিও আজীবনরাজনীতিতে গান্ধীর শিষ্য সম্বল’ৰালভারে এবং তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন আজীবন । 

 জওহরলাল নেহেরু যদিও আজীবন রাজনীতিতে গান্ধীর শিষ্য ছিলেন, কিন্তু ভারতের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় দু’জনের মধ্যে বেশ মতপার্থক্য ছিলাে । গান্ধী ছিলেন পল্লীনির্ভর অর্থনীতির পক্ষে , কিন্তু নেহরু পাশ্চাত্যের মতাে শিল্পে উন্নত করে আধুনিক ভারত গড়ার পক্ষপাতি ছিলেন । ভারত স্বাধীন হওয়ার কয়েকমাস । পরে মহাত্মা গান্ধী আততায়ীর হাতে নিহত হলে তাদের এই মতপার্থক্য জটিল রূপ নিতে পারেনি ।

জহরলাল নেহেরু এর বিশ্বরাজনীতি :

 বিশ্বরাজনীতিতে নেহরু সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে গেছেন । তিনি জোট নিরপেক্ষ রাজনীতির পক্ষ অবলম্বন করেন । ১৯৬১ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট কর্নেল নাসের , ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ এবং যুগােশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর সঙ্গে একযােগে কাজ করে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তােলেন । বাংলাদেশ জোটনিরপেক্ষ দেশসমূহের অন্তর্ভূক্ত । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

১৪ ই নভেম্বর শিশুদিবস পালন – 14th November Child’s day :

 জওহরলাল নেহরু শিশুদের খুব ভালােবাসতেন । এইজন্য তার । জন্মদিন ১৪ ইনভেম্বরকে ভারতে ‘ শিশুদিবস ’ হিসাবে পালিত হয় । জওহরলাল নেহরুর কোনাে পুত্রসন্তান ছিলাে না । একমাত্র মেয়ে । ইন্দিরা গান্ধীকে তিনি ভারতের সুযােগ্য ভাবী নেত্রী হিসাবে গড়ে তােলেন । তার মৃত্যুর কয়েক বছর পর ইন্দিরা গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন । 

জহরলাল নেহেরু এর মৃত্যু – Jawaharlal Nehru’s Death :

 ১৯৬৪ সালের ২৭ শে মে ৭৫ বছর বয়সে ভারতের এই মহান । নেতা জওহরলাল নেহরু মৃত্যুবরণ করেন ।

 রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের নানা ব্যস্ততা সত্ত্বেও জওহরলালের সাহিত্যপ্রান হৃদয়টি নানা রচনায় নিয়ােজিত হয়েছিল । 

 Soviet Russia ( ১৯২৮ খ্রিঃ ) , কন্যা ইন্দিরাকে লেখা Let ters from a Father to his Daughter ( ১৯২৪ খ্রিঃ ) , Glimpses of World History ( ১৯৩৪ খ্রিঃ ) , China , Spain and the War ( ১৯৪০ খ্রিঃ ) The Discovery India ( ১৯৪৬ খ্রিঃ ) প্রভৃতি গ্ৰছে জওহরলালের সাহিত্য প্রতিভার পরিচয় পাওয়া যায় ।

 পরবর্তীকালে তার আত্মজীবনী ও Discovery of India গ্রন্থের বঙ্গানুবাদ হয় । তার ভাষণাবলীর সংকলন Speeches চারখন্টে ১ প্রকাশিত হয় ( ১৯৪৬-৬৪ ) ।

জহরলাল নেহেরু এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Jawaharlal Nehru’s Biography in Bengali (FAQ) :

  1. জহরলাল নেহেরু কবে জন্মগ্রহণ করেছিলেন ?

Ans : ১৪ ই নভেম্বর ১৮৮৯ সালে ।

  1. জহরলাল নেহেরু এর পিতার নাম কী ?

Ans : মতিলাল নেহেরু ।

  1. জহরলাল নেহরু এর মাতার নাম কী ?

Ans : স্বরূপরানী ।

  1. জহরলাল নেহেরু কবে পৌরসভার চেয়ারম্যান হন ?

Ans : ১৯২২ সালে ।

  1. জহরলাল নেহেরু কবে ভারতের প্রধানমন্ত্রী হন ? 

Ans : ১৯৪৭ সালে ।

  1. কবে শিশুদিবস পালন করা হয় ?

Ans : ১৪ ই নভেম্বর ।

  1. জহরলাল নেহেরু কবে রাজনীতিতে সক্রিয় হন ?

Ans : ১৯১৬ সালে ।

  1. জহরলাল নেহেরুর সন্তানের নাম কী ?

Ans : ইন্দিরা গান্ধী ।

  1. জহরলাল নেহেরুর স্ত্রীর নাম কী ?

Ans : কমলা দেবী ।

  1. জহরলাল নেহেরু কবে মারা যায় ?

Ans : ১৯৬৪ সালে ২৭ মে ।

[আরও দেখুন, রাজা রামমোহন রায় জীবনী – Ram Mohan Roy Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography in Bengali]

🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন 🔘
Join Our Telegram Channel Click Here
Subscribe Our YouTube Channel Click Here
Like Our Facebook Page Click Here

জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।