1 . কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে গঠিত হয় ?
উত্তরঃ 1994 সালে ।
2 . পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?
উত্তরঃ 294 টি ( + 1 টি মনােনীত ) ।
3 . পশ্চিমবঙ্গের মােট মহকুমার সংখ্যা কত ?
উত্তরঃ 117 টি ।
4 . পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাস হয় ?
উত্তরঃ 1956 সালে ।
5 . পশ্চিমবঙ্গে কবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1973 সালে ।
6 . পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের কোন উচ্চতায় আল্পীয় উদ্ভিদ জন্মায় ?
উত্তরঃ 4 , 000 মিটার এর অধিক উচ্চতায় ।
7 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি ?
উত্তরঃ পর্ণমােচী প্রকৃতির ।
8 . পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা ।
9 . পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিঃমিঃ অবস্থিত ?
উত্তরঃ 520 কিঃমিঃ প্রায় ।
10 . গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ?
উত্তরঃ রাজমহল পাহাড়ের নিকট ।

11 . পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়?
উত্তরঃ মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের নিকট ।
12 . গঙ্গার প্রধান শাখাটির নাম কি ?
উত্তরঃ পদ্মা ।
13 . গঙ্গার দ্বিতীয় শাখাটি কি নামে পরিচিত ?
উত্তরঃ ভাগীরথী – হুগলি নদী ।
14 . গঙ্গার কোন অংশ ভাগীরথী নামে পরিচিত ?
উত্তরঃ মুর্শিদাবাদ থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত অংশ।
15 . গঙ্গার কোন অংশ হুগলি নদী নামে পরিচিত ?
উত্তরঃ নবদ্বীপ থেকে মােহনা পর্যন্ত অংশ ।
16 . হুগলি নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যটি কি ?
উত্তরঃ এই নদীর দক্ষিণাংশে জোয়ার – ভাটার প্রভাব দেখা যায় ।
17 . মূল দামােদর কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ হুগলি নদীতে ।
18 . মুণ্ডেশ্বরী কোথায় পতিত হয়েছে ?
উত্তরঃ রূপনারায়ণ নদীতে ।
19 . দামােদর নদী কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ?
উত্তরঃ পঞ্চেৎ এর নিকট বাঁদা তে ।
20 . উত্তর বঙ্গের প্রধান নদীর নাম কি ?
উত্তরঃ তিস্তা ।
21 . গঙ্গার কোন অংশের জল লবণাক্ত ?
উত্তরঃ মােহনা অংশের ।
22 . তিস্তা , তাের্সা ও মহানন্দার পলি সঞ্চিত হয়ে গঠিত সমভূমির নাম কি ?
উত্তরঃ উত্তরের সমভূমি অঞ্চল ।
23 . ভূমির প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ তিনভাগে ।
24 . উত্তরের পার্বত্যাঞ্চল মূলতঃ কোন কোন জেলায় বিস্তৃত ?
উত্তরঃ দার্জিলিং , জলপাইগুড়ি এবং কালিম্পং ।
25 . উত্তরের পার্বত্যাঞ্চলের উচ্চতা কীরূপ ?
উত্তরঃ 600 – 4 , 000 মিটারের মধ্যে ।
26 . কোন নদী উত্তরের পার্বত্যাঞ্চলকে পূর্ব ও পশ্চিমে দুই ভাগে ভাগ করেছে ?
উত্তরঃ তিস্তা নদী ।
27 . উত্তরের পার্বত্যাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ সান্দাকফু ( 3 , 630 মিঃ ) ।
28 . দার্জিলিং হিমালয় কটি পর্বত শ্রেণী নিয়ে গঠিত ?
উত্তরঃ দুটি , সিঙ্গালীলা এবং দার্জিলিং ।
29 . সান্দাকফু শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত ?
উত্তরঃ সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে ।
30 . দার্জিলিং পর্বত শ্রেণীর দক্ষিণে কোন ভূমিরূপ অবস্থিত ?
উত্তরঃ তরাই অঞ্চল ।

       ” পশ্চিমবঙ্গের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ পশ্চিমবঙ্গের ভূগােলের প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন । এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ l

সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com