আলফ্রেড নােবেল এর জীবনী
Alfred Nobel Biography in Bengali
আলফ্রেড নােবেল এর জীবনী – Alfred Nobel Biography in Bengali : ‘নোবেল পুরস্কার’, শব্দযুগল কানে আসলেই চোখে ভেসে ওঠে সেরাদের মধ্যে সেরা পদার্থবিজ্ঞানী, সাহিত্যিক, রসায়নবিদ, চিকিৎসাবিদ দের কথা। নিজেদের কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মুকুট হিসেবেই প্রতি বছর নোবেল পুরস্কার পান গুটিকয়েক জ্ঞানীগুণী। এই পুরস্কারটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক, ঈর্ষণীয় এবং দামী পুরস্কার। কি বিজ্ঞানী, কি সাহিত্যিক, সকলের মনেই নিজ কাজের জন্য সম্মানিত হবার বাসনা থাকে। এক্ষেত্রে নোবেল পুরস্কার যেন একটি সার্বজনীন স্বপ্নের নাম। আর এই নামটি, এই পুরস্কারটি আজ এত সম্মানিত, এত জনপ্রিয় যার জন্য, তিনি আলফ্রেড নোবেল।
ডিনামাইটের জনক আলফ্রেড নোবেল এর একটি সংক্ষিপ্ত জীবনী । আলফ্রেড নোবেল এর জীবনী – Alfred Nobel Biography in Bengali বা আলফ্রেড নোবেল এর আত্মজীবনী বা আলফ্রেড নোবেল এর (Alfred Nobel Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
আলফ্রেড নোবেল কে ছিলেন ? Who is Alfred Nobel ?
আলফ্রেড নােবেল (Alfred Nobel) ছিলেন একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। বিখ্যাত ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বোফোর্স এর মালিক ছিলেন অনেকদিন, প্রতিষ্ঠানটিকে এক সময় অন্যতম বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত করেন। আলফ্রেড নােবেল (Alfred Nobel) এর নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন পেটেন্ট ছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ডায়নামাইট। মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা।
ডিনামাইটের জনক আলফ্রেড নোবেলের জীবনী – Alfred Nobel Biography in Bengali :
নাম (Name) | আলফ্রেড বের্নহার্ড নোবেল বা আলফ্রেড নােবেল (Alfred Nobel) |
জন্ম (Birthday) | ২১ ডিসেম্বর ১৮৩৩ (21st December 1833) |
জন্মস্থান (Birthplace) | স্টকহোম, সুইডেন |
অভিভাবক (Parents)/পিতামাতা | এমানুয়েল নােবেল (পিতা)
আন্দ্রিয়েতি নোবেল (মাতা) |
পেশা (Occupation) | রসায়নবিদ, প্রকৌশলী, প্রবর্তক, আর্নামেন্ট প্রস্তুতকারক এবং ডায়নামাইটের আবিষ্কারক। |
জাতীয়তা | সুইডিস |
পরিচিতির কারণ | ডিনামাইটের জনক ও নোবেল পুরস্কার এর দাতা |
আন্দোলন | নোবেল স্মৃতিস্তম্ভ |
মৃত্যু (Death) | ১৮৯৫ সালের ২৭ শে নভেম্বর (27th November 1895) |
আলফ্রেড নোবেলের জন্ম ও পরিবার – Alfred Nobel Birthday and Family :
চিরকুমার আলফ্রেড নােবেল ১৮৩৩ সালের ২১ শে অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহােমে জন্মগ্রহণ করেন । বাবার নাম এমানুয়েল নােবেল ।
আলফ্রেড নোবেলের পরিচিতির কারণ – Known for :
নবেল বিশ্ববিখ্যাত হন ডিনামাইট আবিষ্কার করে । পরবর্তীকালে অমর হয়ে আছেন তার অর্জিত অর্থ থেকে নােবেল পুরস্কারের বিশেষ ব্যবস্থা করে যেতে পারায় । তার নামানুসারে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে নােবেল পুরস্কার দেওয়া হয় । নােবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নিজেও বিশ্ববিখ্যাত ও অমর হয়ে যান ।
নােবেল – এর পুরাে নাম আলফ্রেডবার্নার নােবেল । নােবেল ১৮৯৬ সালে ৬৩ বছর বয়সে মারা যান । মারা যাবার কয়েক বছর পূর্বে ১৮৯০ সালে তিনি ৯০ লাখ ডলার রেখে যান এবং এই অর্থের সুদ থেকে পাওয়া অর্থ দিয়ে প্রতি বছর ৫ টি বিশেষ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরপ বিশিষ্ট ব্যক্তিদেরকে নােবেল পুরস্কার দেওয়া হবে । ৫ টি বিশেষ ক্ষেত্র হলাে ( ১ ) পদার্থবিদ্যা , ( ২ ) রসায়নশাস্ত্র ( ৩ ) চিকিৎসাশাস্ত্র বা শরীর বিজ্ঞান ( ৪ ) সাহিত্য এবং ( ৫ ) বিশ্বশান্তির ক্ষেত্রে মৌলিক অবদান রাখা ।
আলফ্রেড নোবেলের নোবেল পুরস্কার – Nobel prize :
১৯০০ সাল থেকে নােবেল পুরস্কার প্রদান শুরু হয় । ১৯৬৯ সাল থেকে অর্থনীতি বিজ্ঞানেও একটি নােবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে ।
নােবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং সম্মানজনক পুরস্কার ।
আলফ্রেড নোবেলের ডিনামাইটের আবিষ্কার – Alfred Nobel Invitation dynamite :
আলফ্রেড নােবেল ডিনামাইট আবিষ্কার করেন সম্পূর্ণ ভাগ্যের জোরে ।
একদিন তিনি তার গবেষণাগারে নাইট্রোগ্লিসারিন নামের একটা শক্তিশালী বিস্ফোরক তৈরি করছিলেন খুব সতর্কতার সাথে । কারণ । সামান্য একটু ঝাকুনিতে ঐ বিস্ফোরকটি ফেটে গিয়ে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে ।
এক সময় ঐ তরল বিস্ফোরকের কিছুটা উপচিয়ে মাটির উপর রাখা একটা পাউডারের উপর গিয়ে পড়ে এবং সেটাকে দ্রবিভূত করে আঠালাে বস্তুতে পরিণত করে । সেটাকে হাতে নিয়ে ছােট্ট একটা গােল ক্রিকেট বলের আকার দেন তিনি । পরে ঘর থেকে বের হয়ে বাইরে ফাঁকা জায়গায় ছুঁড়ে মারেন সেটা । সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায় বিকট শব্দে এবং নিক্ষিপ্ত জায়গায় একটা গর্তের সৃষ্টিকরে ।
এইভাবে আশ্চর্যজনকভাবে ডিনামাইট নামের বােমা তৈরি করতে সক্ষম হন আলফ্রেড নােবেল ।
আলফ্রেড নােবেল ডিনামাইটের মতাে ভয়াবহ বােমার আবিষ্কারক হলেও তিনি কিন্তু চাইতেন তার আবিষ্কৃত বােমা ধ্বংসাত্মক কাজে নয় , বিশ্বের বিভিন্ন শান্তি প্রচেষ্টায় ব্যবহৃত হােক । যেমন পাহাড় পর্বতে , সড়ক পথ নির্মাণ করতে , কয়লা ও বিভিন্ন খনিতে ডিনামাইট ব্যবহৃত হয় ।
আলফ্রেড নোবেলের ঐতিহাসিক উইল – Alfred Nobel Historical Will :
১৮৯৫ সালের ২৭ শে নভেম্বর তিনি নিজের হাতে এক ‘ ঐতিহাসিক উইল তৈরি করেন ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
নোবেল পুরস্কার এর ইতিহাস – History of Nobel Prize :
তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে তারই নামে তার দেশের সরকার কমিটি গঠন করে নােবেল পুরস্কার চালু করেন । এমনকি তার মৃত্যুদিনেই প্রতিবছর নােবেল পুরস্কার মনােনীত কৃতী ব্যক্তিদের প্রদান করা হয় ।
ইতিহাসখ্যাত এমন অমরকীর্তিরচনা করে নােবেল শুধু বৈজ্ঞানিক হিসেবেই নাম পেলেন না একজন মহান , মানবপ্রেমিক , শান্তকামী দূত হিসেবেও অমর হয়ে রইলেন ।
আলফ্রেড নোবেলের মৃত্যু – Alfred Nobel Death :
উইল তৈরি করবার একমাস তেরাে দিন পর তিনি পৃথিবী ত্যাগ করেন । সময়টা ১৮৯৫ সালের ২৭শে ডিসেম্বর ।
আলফ্রেড নোবেলের জীবনী (প্রশ্ন ও উত্তর)- Alfred Nobel Biography in Bengali (FAQ):
- আলফ্রেড নোবেলের জন্ম কবে হয় ?
Ans: ২১ ডিসেম্বর ১৮৩৩ সালে ।
- আলফ্রেড নোবেলের পিতার নাম কী ?
Ans: এমানুয়েল নােবেল ।
- আলফ্রেড নোবেলের মাতার নাম কী ?
Ans: আন্দ্রিয়েতি নোবেল ।
- আলফ্রেড নোবেলের জন্ম কোথায় হয় ?
Ans: স্টকহোম, সুইডেন এ ।
- নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয় ?
Ans: ১৯০০ সাল থেকে ।
- আলফ্রেড নোবেল কবে আইতিহাসিক উইল তৈরি করেন ?
Ans: ১৮৯৫ সালের ২৭ শে নভেম্বর ।
- আলফ্রেড নোবেলের পুরো নাম কী ?
Ans: আলফ্রেড বের্নহার্ড নোবেল ।
- আলফ্রেড নোবেলের মৃত্যু কবে হয় ?
Ans: ১৮৯৫ সালের ২৭শে নভেম্বর ।
[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali
আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali]
আলফ্রেড নোবেল এর জীবনী – Alfred Nobel Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” আলফ্রেড নোবেল এর জীবনী – Alfred Nobel Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। আলফ্রেড নোবেল এর জীবনী – Alfred Nobel Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই আলফ্রেড নোবেল এর জীবনী – Alfred Nobel Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।