বার্ট্রান্ড রাসেল এর জীবনী - Bertrand Russell Biography in Bengali
বার্ট্রান্ড রাসেল এর জীবনী - Bertrand Russell Biography in Bengali

বার্ট্রান্ড রাসেল এর জীবনী

Bertrand Russell Biography in Bengali

বার্ট্রান্ড রাসেল এর জীবনী – Bertrand Russell Biography in Bengali : বার্ট্রান্ড রাসেল, পুরো নাম আর্থার উইলিয়াম রাসেল একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। রাসেল ছিলেন আদর্শবাদের বিরুদ্ধে, এবং বার্ট্রান্ড রাসেলকে (Bertrand Russell) বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়।

বিশ্ববিখ্যাত মানবতাবাদী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি সংক্ষিপ্ত জীবনী । বার্ট্রান্ড রাসেল জীবনী – Bertrand Russell Biography in Bengali বা বার্ট্রান্ড রাসেলের আত্মজীবনী বা বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

বার্ট্রান্ড রাসেল কে ছিলেন ? Who is Bertrand Russell ?

বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell) ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।

বিশ্ববিখ্যাত মানবতাবাদী দার্শনিক বাট্রান্ড রাসেলের জীবনী – Bertrand Russell Biography in Bengali :

নাম (Name) বারট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল বা বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell)
জন্ম (Birthday) ১৮ মে ১৮৭২ (18th May 1872)
যুগ ২০ শতকের দার্শনিক
অঞ্চল পাশ্চাত্য দর্শন
পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার 

১৯৫০ 

আগ্রহ এথিকস, এপিস্টেমোলজি, যুক্তি, গণিত, ভাষার দর্শন, বিজ্ঞানের দর্শন, ধর্ম
প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ, কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স
অবদান বিশ্লেষণী দর্শন, যৌক্তিক পরমাণুবাদ, বর্ণনার তত্ত্ব, নলেজ বাই একুইন্টেন্স এবং নলেজ বাই ডেস্ক্রিপশান, রাসেলের হেঁয়ালি, রাসেলের চায়ের পট।
মৃত্যু (Death) ২ ফেব্রুয়ারি ১৯৭০ (2nd February 1970)

বার্ট্রান্ড রাসেলের জন্ম – Bertrand Russell’s Birthday :

একান্তভাবে মানবতাবাদী দার্শনিক , মহান জ্ঞানতাপস বার্ট্রান্ড রাসেল ১৮৭২ খ্রীষ্টাব্দের ১১ ইমেইল্যান্ডের এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন । 

বার্ট্রান্ড রাসেলের শৈশবকাল – Bertrand Russell’s Childhood :

 বাল্যকাল থেকেই রাসেল অত্যন্ত মেধাবী ছিলেন । গণিতশাস্ত্রের প্রতি ছিলাে প্রবল আগ্রহ । সেই বালক বয়সেই তিনি ইউক্লিডের জ্যামিতি পড়তে শুরু করেন । 

বাট্রান্ড রাসেলের শিক্ষাজীবন – Bertrand Russell’s Education Life :

প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে । 

বাট্রেন্ড রাসেলের গ্রন্থ প্রকাশ ও কারাদন্ড – Bertrand Russell’s Book Published and Imprisonment :

 এখানেই তার মেধার পূর্ণ বিকাশ ঘটতে থাকে । শিক্ষাজীবন শেষ করে রাসেল ট্রিনিটি কলেজে অধ্যাপনা পেশায় নিযুক্ত হন । এই সময় থেকেই তিনি গবেষণামূলক গ্রন্থ রচনা শুরু করেন । ১৯১৮ সাল তার একটি লেখা নিয়ে শুরু হয় প্রচন্ড বিতর্ক । বিতর্ক শেষ পর্যন্ত তার জন্য কিছুটা ভােগান্তি ডেকে আনে । ছ’মাসের কারাদন্ড হয় তার । 

বার্ট্রান্ড রাসেলের An Introduction to Mathematical Philosophy গ্রন্থ :

 কারাভােগের সময়টা অবশ্য তিনি কাজে লাগিয়েছিলেন । কারারুদ্ধ অবস্থায় তিনি An Introduction to Mathematical Philosophy নামক এক গবেষণা গ্রন্থ লিখে শেষ করেন । 

 বার্ট্রান্ড রাসেল ছিলেন বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা আলােচিত একজন মানবদরদী দার্শনিক । তিনি ছিলেন যুদ্ধ – বিগ্রহ , অশান্তি , অন্যায় , অত্যাচার ও ধর্মান্ধতার ঘােরতর বিরােধী । তিনি একদিকে যেমন চাইতেন সর্বপ্রকার শাসন – শােষণ উৎপীড়ন নির্যাতন – মুক্ত মানুষের জীবন , তেমনি তিনি ছিলেন প্রথাগত নৈতিকতারও বিরােধী । তিনি তার Marriage and Morality গ্রন্থে স্বামী – স্ত্রীর মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন বটে , তবে তিনি সমাজের সনাতন বিবাহপ্রথাকে মানতে চাননি । তিনি চেয়েছিলেন নর – নারীর একটি মুক্ত ও স্বাধীন সমাজ । যারা পরস্পরকে ভালােবাসে তারাই স্বামী স্ত্রী । 

 বিশ্ব এখন এদিকেই যাত্রা শুরু করেছে । সবচেয়ে বড় কথা রাসেলের চিন্তা – ভাবনার মধ্যে কোনাে রকম গোড়ামি ছিলাে না । প্রগতিশীল হয়েও তিনি গণতন্ত্র বিরােধী সমাজতন্ত্রকে সমর্থন করতে পারেননি । তেমনি তিনি ছিলেন পুঁজিবাদের এবং ধর্মান্ধতার ঘােরতর বিরােধী ।

বার্ট্রান্ড রাসেলের প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থ :

 বাট্রান্ড রাসেল গণিত এবং দর্শনশাস্ত্রের মিলন সাধনের জন্যও বিস্তর গবেষণা করেছিলেন । মাত্র ৩৮ বছর বয়সে তিনি রচনা করেছিলেন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ‘ গ্রন্থটি । এই গ্রন্থে রাসেল গণিতের সূক্ষ্ম যুক্তিকে যেভাবে বিশ্লেষণ করেছিলেন , তা বিশেষ মহলে সেদিন প্রচন্ড বিতর্ক ও আলােড়ন সৃষ্টি করেছিলাে ।

 রাসেল প্রথম জীবনে জার্মান দার্শনিক ও চিন্তাবিদ ইমানুয়েল কান্ট ও হেগেলের মতের অনুসারী ছিলেন । কিন্তু পরে একত্ববাদে বিশ্বাসী হয়ে ওঠেন । বাট্রান্ড রাসেল তার আত্মজীবনীগ্রন্থ ‘ দ্য অটোবায়ােগ্রাফিতে নিজের সম্বন্ধে বলেছেন একেবারে সাধারণ কিন্তু তিনটি প্রচন্ড শক্তিশালী । অনুভূতি আমার জীবনকে পরিচালিত করেছে- প্রেমের জন্য প্রবল । আকাংক্ষা , জ্ঞানের জন্য সীমাহীন অনুসন্ধিৎসা এবং আর্তমানবতার জন্য দুঃসহ মর্মবেদনা ।

 এই আবেগগুলােই তাকে সব সময় প্রবল বেগে আপন স্বেচ্ছাচারিতার দিকে ভাসিয়ে নিয়ে গেছে । এই প্রচন্ড আবেগ দ্বারা তাড়িত হয়েই তিনি করেছেন জ্ঞানের সাধনা , আকুল হয়েছেন প্রেমের জন্য । এই প্রেম এবং জ্ঞানসাধনাইতাকে কখনাে আকাশচারী করেছে । কিন্তু মানবতার দুঃখকাতরতার্তাকে আবার মাটির পৃথিবীতে টেনে । এনেছে । মানবতা তথা মানবপ্রেমকে রাসেল সকলের উপর স্থান দিয়েছেন । 

 ১৯৬১ সালে নব্বই বছর বয়সেও তিনি পারমাণবিক অস্ত্রসজ্জার । বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কারাবরণ করেছিলেন । যুদ্ধোন্মাদ সাম্রাজ্যবাদী কয়েকটি পাশবিক শক্তি তার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে উঠেছিলাে , কিন্তু পৃথিবীর সকল শান্তিপ্রিয় মানুষ তাকে সেদিন শ্রদ্ধা জানিয়েছিলেন । শ্রদ্ধাবনতচিত্তে অভিনন্দিত করেছিলেন । 

বার্ট্রান্ড রাসেলের নোবেল পুরস্কার – Bertrand Russell’s Novel Prize :

 দর্শন এবং মানবতার ক্ষেত্রে অবদানের জন্য বাট্রান্ড রাসেলকে ১৯৫০ সালে নােবেল পুরস্কারে ভূষিত করা হয় । 

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

বার্ট্রান্ড রাসেলের উল্লেখযোগ্য গ্রন্থ – Bertrand Russell’s Famous Books :

 বাট্রান্ড রাসেলের সবচেয়ে বেশি আলােড়ন সৃষ্টি করা দুটি গ্রন্থ 26 The Autobiography ( 99 My Philosophical De velopment । দুটি বইই আজীবনীমুলক ।

বার্ট্রান্ড রাসেলের মৃত্যু – Bertrand Russell’s Death :

 মানবতাবাদী এই জ্ঞানতাপস , দার্শনিক , মহামনীষী ১৯৭০ সালে । ৯৮ বছর বয়সে পরলােকগমন করেন ।

বার্ট্রান্ড রাসেলের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Bertrand Russell’s Biography in Bengali (FAQ):

  1. বার্ট্রান্ড রাসেলের জন্ম কবে হয় ?

Ans. ১৮৭২ সালে ।

  1. বার্ট্রান্ড রাসেল কবে নোবেল পুরস্কার পান ?

Ans. ১৯৫০ সালে ।

  1. বার্ট্রান্ড রাসেলের উল্লেখযোগ্য গ্রন্থের  নাম কী ?

Ans. 26 The Autobiography ( 99 My Philosophical De velopment । 

  1. বার্ট্রান্ড রাসেল ৩৮ বছর বয়সে কী রচনা করেছেন ?

Ans. ৩৮ বছর বয়সে তিনি রচনা করেছিলেন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা ‘ গ্রন্থটি । 

  1. বার্ট্রান্ড রাসেলের শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?

Ans. ট্রিনিটি কলেজ, কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স ।

  1. বার্ট্রান্ড রাসেলের কবে কারাদন্ড হয় ?

Ans. ১৯১৮ সালে ।

  1. কারাদন্ড থাকা অবস্থায় তিনি কী গ্রন্থ লেখেন ?

Ans. কারারুদ্ধ অবস্থায় তিনি An Introduction to Mathematical Philosophy নামক এক গবেষণা গ্রন্থ লিখে শেষ করেন । 

  1. বার্ট্রান্ড রাসেলের মৃত্যু কবে হয় ?

Ans. ১৯৭০ সালে ।

  1. বার্ট্রান্ড রাসেল কত বছর বয়সে মারা যান ?

Ans. ৯৭ বছর বয়সে ।

 [আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

বার্ট্রান্ড রাসেল জীবনী – Bertrand Russell Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বার্ট্রান্ড রাসেল জীবনী – Bertrand Russell Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।