লর্ড বায়রন এর জীবনী - Lord Byron Biography in Bengali
লর্ড বায়রন এর জীবনী - Lord Byron Biography in Bengali

লর্ড বায়রন এর জীবনী

Lord Byron Biography in Bengali

লর্ড বায়রন এর জীবনী – Lord Byron Biography in Bengali : তিনি ছিলেন একজন ইংরেজ পিয়ার, তিনি ছিলেন কবি ও রাজনীতিবিদ। তিনি রোমান্টিক আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং ইংরেজির অন্যতম সেরা কবি হিসাবে বিবেচিত হন।

 ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি লর্ড বায়রনের একটি সংক্ষিপ্ত জীবনী । লর্ড বায়রন জীবনী – Lord Byron Biography in Bengali বা লর্ড বায়রনের আত্মজীবনী বা লর্ড বায়রন (Lord Byron Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

লর্ড বায়রন কে ছিলেন ? Who is Lord Byron ?

লর্ড বায়রন (Lord Byron) ছিলেন একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। লর্ড বায়রন (Lord Byron) একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়।

ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি লর্ড জর্জ গর্ডন বায়রন এর জীবনী – George Gordon Byron Biography in Bengali :

নাম (Name) জর্জ গর্ডন বায়রন বা লর্ড বায়রন (Lord Byron)
জন্ম (Birthday) জানুয়ারি ২২, ১৭৮৮ (22 January 1788)
জন্মস্থান (Birthplace) লন্ডন, ইংল্যান্ড
অভিভাবক (Parents)/পিতামাতা ক্যাপ্টেন জন “ম্যাড জ্যাক” বায়রন ও ক্যাথরিন গর্ডন 
পেশা (Occupation) কবি, রাজনীতিবিদ 
জাতীয়তা ব্রিটিশ
উল্লেখযোগ্য রচনাবলী  Don Juan, Childe Harold’s Pilgrimage
দাম্পত্য সঙ্গী (Spouse) অ্যান ইসাবেলা মিলবান
সন্তান অ্যাডা লাভলেস

অ্যালেগ্রা বায়রন

এলিজাবেথ মেডোরা লেইহ 

মৃত্যু (Death) ১৯ এপ্রিল ১৮২৪ (19th April 1824)

লর্ড বায়রন এর জন্ম – Lord Byron Birthday :

 উনবিংশ শতাব্দীর বিশ্ববিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রন একটি খোড়া পা নিয়ে ১৭৮৮ খ্রীস্টাব্দে জন্মগ্রহণ করেন । 

লর্ড বায়রন এর পিতা ও মাতা – Lord Byron parents :

 তার পিতা ছিলেন মানসিক রােগগ্রস্ত । লােকে তাকে বলতাে ম্যাড জাক বায়রন । মা অবশ্য ছেলের খোড়া পায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখালেন । কিন্তু পা ভালাে হল না । বরং তার পঙ্গুত্ব যেন স্থায়ী হয়ে গেল । কিন্তু সেখানেই শেষ হলাে না বায়রনের দুঃখ । তিন বছর বয়সে তার মানসিক রােগগ্রস্ত পিতা মারা গেলেন। 

লর্ড বায়রন এর শৈশবকাল – Lord Byron Childhood : 

 শােকগ্রস্ত মায়ের মনের অবস্থা ছেলের উপর বিরূপ প্রতিক্রিয়া । দেখা দিল । বায়রনের চেহারা ছিলাে খুব সুন্দর , শুধু একটা পা খোড়া — তা সত্বেও নিজের মা এই অজুহাতে তাকে কর্কশ নিষ্ঠুর ভাষায় গালমন্দ করতেন । 

 মায়ের দুর্ব্যবহারে বায়রন মুষড়ে পড়লেন না । তিনি ছিলেন শক্তমনের মানুষ । জেদী , আত্মবিশ্বাসে বলীয়ান এবং একগুঁয়ে । তিনি প্রতিজ্ঞা করলেন যেমন করেই হােক তিনি জীবনে মানুষের মতাে মানুষ হবেন । আজমের দুঃখকে জয় করবেন । 

লর্ড বায়রন এর শিক্ষাজীবন – Lord Byron Education Life :

 বায়রন জন্মগ্রহণ করেন লন্ডন শহরে , কিন্তু পিতার মৃত্যুর পর মফঃস্বলে মায়ের সঙ্গে থেকে গ্রামের এক স্কুলে পড়াশুনা করলেন । সেখানে থাকতেই তার কাকা মারা গেলে উত্তরাধিকার । সূত্রে তিনি মাত্র দশ বছর বয়সে লর্ড হয়ে গেলেন । 

লর্ড বায়রন এর কলেজ জীবন – Lord Byron College Life :

 এরপর তিনি পড়তে গেলেন বিখ্যাত হ্যারাে স্কুলে । পারিবারিক বাড়ি নিউস্টেড এ্যাবিতে গিয়ে উঠলেন । স্কুলের পড়া শেষ করে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হলেন । 

 সেখানে তিনি একটি ভাল্লুক পুষতেন এবং তার পিছনে প্রচুর অর্থ ব্যয় করতেন । এছাড়া তিনি ঘােড়া দৌড়াতেন , শিকার করতেন এবং মুষ্টিযুদ্ধ ও সাঁতার অভ্যাস করতেন ।

লর্ড বায়রন এর কবিতার বই – Lord Byron poetry Book :

 এ কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন । এসবের মধ্যে তিনি আবার নিজের লেখা একটি কবিতার বই ছাপলেন । নাম দিলেন Hours of Idleness । 

 স্কুল জীবনে পড়ার ফাকে ফাকে তিনি কবিতা লিখতেন – এটা তারইসংকলন । এই বইটাতে তিনি মােটামুটি সুনাম অর্জন করলেন । কবি হিসাবে পরিচিত পেলেন । 

লর্ড বায়রন এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ – Lord Byron Best Novel :

 কিন্তু এডিনবরা রিভিউতে তার বইয়ের বিরূপ সমালােচনা বের হলাে । তা দেখে ক্ষেপে গিয়ে বায়রন তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ English Birds and Scotch Reviewers প্রকাশ করলেন । 

লর্ড বায়রন এর দেসভ্রমন – Lord Byron Word Tour :

 এরপর বায়রন দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন । তিনি দীর্ঘ দু’বছর স্পেন , পর্তুগাল , গ্রীস ও তুরষ্ক ঘুরলেন । তারপর দেশে ফিরে এলেন । 

লর্ড বায়রন এর child Harold’s Pilgrimage কাব্যগ্রন্থ : 

 দেশে ফেরার পর বের হলাে তার অপরূপ প্রাণবন্যা প্লাবিত কাব্যগ্রন্থ child Harold’s Pilgrimage । এই গ্রন্থ তঁাকে রাতারাতি সারা ইউরােপে এক শক্তিশালী কবিপ্রতিভা হিসাবে চিহ্নিত করলাে । তার নিজের কথায় চোখ মেলে দেখি সারা বিশ্ব ভরে গেছে আমার খ্যাতিতে । 

 এরপর বায়রন বেলজিয়াম , জার্মানী , সুইজারল্যান্ড ও ভেনিস গেলেন । কবি শেলীর সঙ্গে দেখা হলাে পরিচয় হলাে । সেখানে তিনি একের পর এক লেখা তৈরি করলেন । তিনি সর্বমােট বারাে তেরােটি কাব্যগ্রন্থ ও পাঁচটি নাটক লিখেছিলেন । 

লর্ড বায়রন এর দেশ ত্যাগ – Lord Byron Leave Country :

 জীবনের শেষ ছয় বছরের সাহিত্য – সাধনা তাকে তার সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে স্বীকৃতি এনে দেয় । তিনি শেষজীবনে স্বদেশ ও স্ব – সমাজের ঈর্ষাকাতর মানুষের দ্বারা । মানসিকভাবে নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করে গ্রীসে চলে যান । মৃত্যুর পূর্বে তিনি আর দেশে ফিরে আসেন নি ।

লর্ড বায়রন এর মৃত্যু – Lord Byron Death :

 তিনি মাত্র ছত্রিশ বছর বয়সে ১৮২৪ সালে ১৯ শে এপ্রিল গ্রীসে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

 স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে নৈতিকভাবে সহযােগিতা করার জন্য যুদ্ধোত্তর গ্রীসেতাকে রাজার আসনে বসানাের পক্ষে জনমত গড়ে উঠেছিলাে । কিন্তু তার আকস্মিক মৃত্যু তাকে সেই বিরল মাদা থেকে বঞ্চিত করে গ্রীস সরকার । এক যুদ্ধজাহাজ করে তার মরদেহ তার স্বদেশে প্রেরণ করে ।

লর্ড বায়রন এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Lord Byron Biography in Bengali (FAQ):

  1. লর্ড বায়রন কবে জন্মগ্রহণ করেন ?

Ans. ২২ জানুয়ারি ১৭৮৮ সালে ।

  1. লর্ড বায়রন এর পিতার নাম কী ?

Ans. ক্যাপ্টেন জন “ম্যাড জ্যাক” বায়রন ।

  1. লর্ড বায়রন এর মায়ের নাম কী ?

Ans. ক্যাথরিন গর্ডন ।

  1. লর্ড বায়রন কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

Ans. লন্ডন ইংল্যান্ড এ ।

  1. লর্ড বায়রন এর স্ত্রীর নাম কী ?

Ans. অ্যান ইসাবেলা মিলবান ।

  1. লর্ড বায়রন এর উল্লেখযোগ্য রচনাবলীর নাম কী ?

Ans. Don Juan, Childe Harold’s Pilgrimage .

  1. লর্ড বায়রন এর শ্রেষ্ট কাব্যগ্রন্থ এর নাম কী ?

Ans. English Birds and Scotch Reviewers .

  1. লর্ড বায়রন এর সন্তানের নাম কী ?

Ans. অ্যাডা লাভলেস, অ্যালেগ্রা বায়রন, এলিজাবেথ মেডোরা লেইহ ।

  1. লর্ড বায়রন কবে মারা যান ?

Ans. ১৮২৪ সালে ১৯ শে এপ্রিল ।

  1. লর্ড বায়রন কোথায় মারা যান ?

Ans. গ্রিস ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]

লর্ড বায়রন জীবনী – Lord Byron Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” লর্ড বায়রন জীবনী – Lord Byron Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।