সত্যেন্দ্রনাথ বসুর জীবনী - Satyendra nath Bose Biography in Bengali
সত্যেন্দ্রনাথ বসুর জীবনী - Satyendra nath Bose Biography in Bengali

সত্যেন্দ্রনাথ বসুর জীবনী

Satyendra nath Bose Biography in Bengali

সত্যেন্দ্রনাথ বসুর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali : বিশ্বখ্যাত আইনস্টাইনের সঙ্গে যে স্বনামধন্য বিজ্ঞানীর নাম একযােগে উচ্চারিত হয় , তিনি হলেন বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু । সত্যেন্দ্রনাথ শুধুমাত্র অগ্রগামী বিজ্ঞানীই ছিলেন না , সত্যেন্দ্রনাথ বসু (Satyendra nath Bose) ছিলেন মাতৃভাষা বাংলায় বিজ্ঞানচর্চার প্রাণপুরুষ , বিশিষ্ট বাণী , রুরালী ও জার্মান ভাষায় পারদর্শী ও বিশিষ্ট শিক্ষাব্রতী । এছাড়া বাংলা ভাষায় জনপ্রিয় বিজ্ঞানচর্চা প্রসারের ক্ষেত্রেও সত্যেন্দ্রনাথ বসু (Satyendra nath Bose) ছিলেন একনিষ্ঠ সাধক ও সংগঠক । বােসন নামে মৌলিক কণায় তার অস্তিত্ব সারা দুনিয়ার বিজ্ঞানীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

 বিশ্ববিজ্ঞান ইতিহাসের মহাসাধক সত্যেন্দ্রনাথ বসু এর একটি সংক্ষিপ্ত জীবনী । সত্যেন্দ্রনাথ বসু এর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali বা সত্যেন্দ্রনাথ বসু এর আত্মজীবনী বা (Satyendra nath Bose Jivani Bangla. A short biography of Satyendra nath Bose. Satyendra nath Bose Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) সত্যেন্দ্রনাথ বসু এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

সত্যেন্দ্রনাথ বসু কে ছিলেন ? Who is Satyendra nath Bose ?

সত্যেন্দ্রনাথ বসু (Satyendra nath Bose) ছিলেন একজন বাঙালি পদার্থবিজ্ঞানী। সত্যেন্দ্রনাথ বসুর (Satyendra nath Bose) গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী সত্যেন্দ্রনাথ কর্মজীবনে সংযুক্ত ছিলেন বৃহত্তর বাংলার তিন শ্রেষ্ঠ শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, মারি ক্যুরি প্রমুখ মনীষীর। 

বিশ্ববিজ্ঞান ইতিহাসের মহাসাধক সত্যেন্দ্রনাথ বসুর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali :

নাম (Name) সত্যেন্দ্রনাথ বসু (Satyendra nath Bose)
জন্ম (Birthday) ১ লা জানয়ারি ১৮৯৪ (1St January 1994)
জন্মস্থান (Birthplace) কলকাতা, ভারত 
অভিভাবক (Parents)/ পিতা ও মাতা সুরেন্দ্রনাথ বসু (বাবা)

আমোদিনী বসু  (মা)

দাম্পত্য সঙ্গী (Spouse) উষাবতী বসু
জাতীয়তা  ভারতীয়
কর্মক্ষেত্র পদার্থ বিজ্ঞান
প্রতিষ্ঠান  ঢাকা বিশ্ববিদ্যালয়(বাংলাদেশ) 

কলকাতা বিশ্ববিদ্যালয় 

বিশ্বভারতী 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

শিক্ষা হিন্দু স্কুল 
পরিচিতির কারণ বোস-আইনস্টাইন ঘনীভবন

বোস-আইনস্টাইন পরিসংখ্যান

বসু-আইনস্টাইন বন্টন

বসু-আইনস্টাইন অনুবন্ধ

বোসন গ্যাস

বোসন

আদর্শ বসু সমীকরণ

ফোটন গ্যাস

উল্লেখযোগ্য পুরস্কার পদ্মবিভূষণ

ফেলো অফ দ্য রয়েল সোসাইটি

মৃত্যু (Death) ৪ ফেব্রুয়ারি ১৯৭৪ (4th February 1994)

সত্যেন্দ্রনাথ বসুর জন্ম – Satyendra nath Bose Birthday :

 বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু ১৮৯৪ খ্রীষ্টাব্দের ১ লা জানুয়ারি কলকাতার গােয়াবাগান পল্লিতে জন্মগ্রহণ করেন । 

সত্যেন্দ্রনাথ বসুর পিতামাতা – Satyendra nath Bose Parents :

 পিতার নাম সুরেন্দ্রনাথ বসু । মায়ের নাম আমােদিনী বসু । সুরেন্দ্রনাথের পৈতৃকবাড়ি ছিল চব্বিশ পরগনা জেলার বড়জাগুলিয়া গ্রামে ।

সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষাজীবন – Satyendra nath Bose Education Life :

 সত্যেন্দ্রনাথের বাল্যশিক্ষা শুরু হয় নর্মাল স্কুলে । পরে কয়েক বছর তিনি নিউ ইন্ডিয়ান স্কুলে পড়েন । অবশেষে তাকে হিন্দু স্কুলে ভর্তি করে দেওয়া হয় । এন্ট্রালের টেস্ট পরীক্ষায় সত্যেন্দ্রনাথ গণিতের সবগুলি প্রশ্ন সঠিক সমাধান করেছিলেন । জ্যামিতির সমস্যাগুলির অনেক রকম ভাবে সমাধান করে দেখিয়েছিলেন । এজন্য গণিতের শিক্ষক সন্তুষ্ট হয়ে সত্যেন্দ্রনাথকে ১০০ -র মধ্যে ১১০ নম্বর দিয়েছিলেন ! এইস্কুল থেকেই পঞ্চম স্থান অধিকার করে সত্যেন্দ্রনাথ এন্ট্রান্স পরীক্ষা পাশ করেছিলেন । 

সত্যেন্দ্রনাথ বসুর কলেজ জীবন – Satyendra nath Bose College Life :

 এন্ট্রান্স পাশ করে সত্যেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের ক্লাসে ভর্তি হয়েছিলেন । আই , এস – সি , বি.এস – সি . এবং এম , এস সি . এই তিন পরীক্ষাতেই সত্যেন্দ্রনাথ প্রথম স্থান অধিকার করেছিলেন । মিশ্র গণিত বিষয়ে এম . এস – সি , পরীক্ষায় তিনি যে নম্বর পেয়েছিলেন , কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষায় তেমন আর কেউ পাননি । 

সত্যেন্দ্রনাথ বসুর কর্মজীবন – Satyendra nath Bose Work Life : 

 এম.এস – সি . পাশ করেই সত্যেন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের অধ্যাপক হয়েছিলেন । কয়েক বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হন । এসময় তিনি তার একটি বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠিয়েছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে । সত্যেন্দ্রনাথের গবেষণালব্ধ তত্ত্বটি তিনি মেনে নিয়েছিলেন । তিনি এই তত্ত্বটির নাম দেন ‘ বােস সংখ্যায়ন ‘ । সেই থেকে জগতের বিজ্ঞানী মহলে সত্যেন্দ্রনাথের নাম ছড়িয়ে পড়ে । সত্যেন্দ্রনাথ গণিতবিদ্যার , পদার্থবিদ্যার এবং বিজ্ঞানের অন্য অনেক জটিল । বিষয়কে অনায়াসে সমাধান করে দিতে পারতেন । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গীত চর্চা – Satyendra nath Bose Music Practice :

 বিজ্ঞানাচার্যসত্যেন্দ্রনাথ বসু ছিলেন নিরভিমান , আত্মপ্রচার বিমুখ এক আদর্শ শিক্ষক । তিনি পদার্থবিদ্যা ও গণিত চর্চা ছাড়াও সাহিত্য , ইতিহাস , দর্শন , সঙ্গীত ও কাব্যচর্চা করেছেন । মহাবিজ্ঞানী আইনস্টাইন যেমন বেহালার সুরঝঙ্কারে মােহিত হতেন , সত্যেন্দ্রনাথও তেমনি আনন্দ পেতেন সেতার ও এসরাজে সুরের লহরী তুলে । আইনস্টাইনের মতােই ছেলেবেলা থেকে সত্যেন্দ্রনাথের সঙ্গীতের প্রতি একটা স্বাভাবিক অনুরাগ ছিলাে । পিতা ও মাতার কাছ থেকে তিনি শিখেছিলেন উদারতা , মানুষের প্রতি বিশ্বাস ও গভীর ভালােবাসা । তার মামার বাড়িতেও নিয়মিত সঙ্গীতচর্চা হতাে ।

সত্যেন্দ্রনাথ বসুর পুরস্কার সমুহ – Satyendra nath Bose Prizes :

 সত্যেন্দ্রনাথ বসু ১৯৫৪ খ্রীষ্টাব্দে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পদ্মভূষণ ’ উপাধি লাভ করেন । ১৯৫৭ খ্রিষ্টাব্দেকলকাতা বিশ্ববিদ্যালয় এবং ১৯৫৮ খ্রিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে । ১৯৫৮ খ্রিষ্টাব্দেই ইংল্যান্ডের রয়্যাল সােসাইটি তাকে ফেললা মনােনীত করে । 

রবীন্দ্রনাথের বিশ্বপরিচয় কাব্যগ্রন্থ – Rabindranath’s Novel :

  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত কাব্যগ্রন্থ “ বিশ্বপরিচয় সত্যেন্দ্রনাথ বসুর নামে উৎসর্গ করেছিলেন । তিনি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত ছিলেন । 

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

আইনস্টাইন এফেক্ট – Einstein Effect :

 আইনস্টাইনের সাথে যুক্ত হয়ে তিনি যে গবেষণা করেছিলেন তা ‘ বােস আইনস্টাইন এফেক্ট ‘ নামে পরিচিত । 

সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু – Satyendra nath Bose Death :

 বিশ্ববিজ্ঞান ইতিহাসের এই মহাসাধক ১৯৭৪ খ্রিঃ ৪ ঠা ফেব্রুয়ারী কলকাতায় আশিবছর বয়সে লােকান্তরিত হন ।

সত্যেন্দ্রনাথ বসুর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Satyendra nath Bose Biography in Bengali (FAQ):

  1. সত্যেন্দ্রনাথ বসুর জন্ম কবে হয় ?

Ans: ১ লা জানুয়ারি ১৯৯৪ সালে ।

  1. সত্যেন্দ্রনাথ বসুর পিতার নাম কী ?

Ans: সুরেন্দ্রনাথ বসু ।

  1. সত্যেন্দ্রনাথ বসুর মাতার নাম কী ?

Ans: আমোদিনী বসু ।

  1. সত্যেন্দ্রনাথ বসুর স্ত্রীর নাম কী ?

Ans: উষাবতী বসু ।

  1. সত্যেন্দ্রনাথ বসু কবে পদ্মভূষণ পান ?

Ans: ১৯৫৪ সালে ।

  1. সত্যেন্দ্রনাথ বসু কবে ডক্টরেট ডিগ্রী পান ?

Ans: ১৯৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

  1. আইনস্টাইন এফেক্ট কাকে বলে ?

Ans: আইনস্টাইনের সাথে যুক্ত হয়ে তিনি যে গবেষণা করেছিলেন তা ‘ বােস আইনস্টাইন এফেক্ট ‘ নামে পরিচিত । 

  1. সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষাজীবন কোথায় ?

Ans: হিন্দু স্কুল ।

  1. সত্যেন্দ্রনাথ বসু কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: কলকাতায় ।

  1. সত্যেন্দ্রনাথ বসু কবে মারা যান ?

Ans: ১৯৭৪ খ্রিঃ ৪ ঠা ফেব্রুয়ারী ।

[আরও দেখুন, জগদীশ চন্দ্র বসুর জীবনী – Jagdish Chandra Bose Biography in Bengali

আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, সি. ভি. রমন এর জীবনী – C.V. Raman Biography in Bengali

আরও দেখুন, Bankim Chandra Chatterjee Biography in Bengali | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী]

সত্যেন্দ্রনাথ বসু এর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” সত্যেন্দ্রনাথ বসু এর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। সত্যেন্দ্রনাথ বসু এর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই সত্যেন্দ্রনাথ বসু এর জীবনী – Satyendra nath Bose Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।