স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী - Don Bradman Biography in Bengali
স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী - Don Bradman Biography in Bengali

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী

Don Bradman Biography in Bengali

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali : ক্রিকেট জগতের প্রবাদপুরুষ স্যার ডোনাল্ড ব্রাম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসাবে স্বীকৃত । মাত্র বিশ বছর বয়সকালে ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) জীবনের প্রথম ক্রিকেট টেস্ট খেলায় অংশগ্রহণ করেন । বিপক্ষ দল ছিলো ইংল্যান্ড । এরপর থেকে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের প্রথমেই বিশ্ব ক্রিকেট থেকে অবসর প্রহণকারী ডোনাল্ড ব্র্যাডম্যান ক্রিকেট জগতে একজন প্রবাদপুরুষ হিসাবে বিবেচিত হন । 

  অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ডোনাল্ড ব্র্যাডম্যান এর একটি সংক্ষিপ্ত জীবনী । ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali বা ডোনাল্ড ব্র্যাডম্যান এর আত্মজীবনী বা (Don Bradman Jivani Bangla. A short biography of Don Bradman. Don Bradman Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ডোনাল্ড ব্র্যাডম্যান কে ছিলেন ? Who is Don Bradman ?

ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) ছিলেন একজন অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল অব্দি ব্র্যাডম্যানের খেলোয়াড়ী জীবনের টেস্ট ব্যাটিং গড় ৯৯.৯৪ ছিল, যা যে কোন ক্রীড়াবিদের যে-কোন বড় ধরনের ক্রীড়ায় সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali :

নাম (Name) ডোনাল্ড র্জজ ব্র্যাডম্যান বা ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman)
জন্ম (Birthday) ২৭ আগস্ট ১৯০৮ (27th August 1908)
জন্মস্থান (Birthplace) কুটামুন্ড্রা, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ডাকনাম দ্য ডন, দ্য বয় ফ্রম বোওরাল, ব্রাডেলস্, শ্বেতাঙ্গ হ্যাডলি
উচ্চতা 5 ft. 8
ব্যাটিংয়ের ধরন ডানহাতি
বোলিংয়ের ধরন ডানহাতি লেগ ব্রেক
ভূমিকা ব্যাটসম্যান, অধিনায়ক, প্রশাসক
দাম্পত্য সঙ্গী (Spouse) জেসি মার্থা মেঞ্জিস 
সন্তান জন (পুত্র), শার্লি (কন্যা)
মৃত্যু (Death) ২৫ ফেব্রুয়ারি ২০০১ (25th February 2001)

ডোনাল্ড ব্র্যাডম্যান এর জন্ম – Don Bradman Birthday :

 ক্রিকেট জগতে অসাধারণ ব্যাট্সম্যান হিসাবে অনন্য কৃতিত্বের অধিকারী ডোনাল্ড ব্রাড্‌ম্যান ১৯০৮ সালের ২৭ শে আগষ্ট অস্ট্রেলিয়ার নিউ – সাউথ ওয়েলস প্রদেশে জন্মগ্রহণ করেন । 

ডোনাল্ড ব্র্যাডম্যান এর ক্রিকেট জীবন – Don Bradman Cricket Life :

 ডোনাল্ড ব্রাম্যান তার অপূর্ব ক্রীড়াশৈলী ও ব্যাটিং নৈপুণ্য দিয়ে জগতের সব বিখ্যাত বোলারদের সমীহ আদায় করতে সক্ষম হয়েছিলেন ৷ ব্র্যাম্যান তাঁর ক্রিকেট টেস্ট কেরিয়ারে মোট ৫২ টি টেস্টে অংশগ্রহণ করে সর্বমোট ৫৯৯৬ রান সংগ্রহ করেছিলেন । ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) এর রানের গড় ৯৯.৯৪ । আর মাত্র ৪ টি রান সংগ্রহ করতে পারলেই টেস্টে তার ব্যাটিং গড় ১০০ ছাড়িয়ে যেতো ।

ডোনাল্ড ব্র্যাডম্যান এর টেস্ট ক্রিকেট ক্যারিয়ার – Don Bradman Test Cricket Career :

 ডোনাল্ড ব্রাম্যান ৫২ টি টেস্টে অংশগ্রহণ করে মোট ২৯ বার সেঞ্চুরি ( শতরান ) করেন । এই অনন্যসাধারণ রেকর্ড একমাত্র একজন ভাঙতে পেরেছিলেন — ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) একদা ভারতীয় ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র ও অধিনায়ক আর এক কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার ।

 সর্বোচ্চ রানের গড়ের বিস্ময়কর কৃতিত্বের জন্য ব্র্যাডম্যান ‘ রান মেসিন ‘ হিসাবে পরিচিতি অর্জন করেন । এক সময় অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) এর অংশগ্রহণ একরকম অপরিহার্য ছিলো । অর্থাৎ ডোনাল্ড ব্র্যাডম্যানকে (Don Bradman) ছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেট দল গঠন করা সম্ভব ছিলো না ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

ডোনাল্ড ব্র্যাডম্যান এর রেকর্ড – Don Bradman Record :

 ব্রাডম্যান ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার সর্বোচ্চ রান ৩৩৪ করেন , সেটিও একটা রেকর্ড হিসাবে বিবেচিত হয় । পরে ব্রায়ান লারা এবং জয়সূর্যা অবশ্য এই রেকর্ড ভেঙ্গে দেন ৷ 

ডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া দলের অধিনায়ক – Don Bradman Captain of Australian Team :

 ১৯৩৬ খ্রীস্টাব্দে ডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয় ক্রিকেট টীমের অধিনায়ক নির্বাচিত হন । প্রথম শ্রেণীর ক্রিকেটের এক মৌসুমে তিনি ৬ টি ডবল সেঞ্চুরির দুর্লভ কৃতিত্ব অর্জন করেন । এছাড়া টেস্টে ৩০০ রান করার গৌরবও তাঁর আছে । মাত্র ২৪ বলে শতরান করার অসাধারণ কৃতিত্বও তার করায়ত্ব । 

[আরও দেখুন, মারাদোনা এর জীবনী – Diego Maradona Biography in Bengali]

ডোনাল্ড ব্র্যাডম্যান এর স্যার উপাধি :

 ব্রিটিশ সরকার ক্রিকেটে তার অসাধারণ নৈপুণ্য ও কৃতিত্ব সৃষ্টির জন্য তাঁকে স্যার উপাধিতে সম্মানিত করে। 

ডোনাল্ড ব্র্যাডম্যান এর বইগুলি – Don Bradman Books :

 ডোনাল্ড ব্রাম্যান , ক্রিকেট খেলার উপর কয়েকটি বই লিখেছেন , যার মধ্যে তাঁর আত্মজীবনী ‘ ক্রিকেট হতে বিদায় ’ “ আর্ট অর ক্রিকেট ” একটি উল্লেখযোগ্য সংযোজন । 

 ব্রাম্যান নির্জনে থাকতে ভালোবাসেন । ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) সঙ্গীত প্রিয় ছিলেন । ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) খুব সুন্দর পিয়ানো বাজাতে পারতেন । পিয়ানো বাজিয়ে ডোনাল্ড ব্র্যাডম্যান (Don Bradman) তাঁর অবসর সময় কাটাতেন । 

 সব শেষে বলা যায় , ঊনবিংশ শতাব্দীর টেষ্ট ক্রিকেটের ইতিহাসে কোনো বাটসম্যানই তাঁকে ছাড়িয়ে যেতে পারেননি ।

ডোনাল্ড ব্র্যাডম্যান এর মৃত্যু – Don Bradman Death :

 ২৫ শে ফেব্রুয়ারী ২০০১ সালে এই কিংবদন্তী ক্রিকেটারের জীবনাবসান হয় ।

 এখনও অ্যাডিলেডে বেঁচে আছেন কিংবদন্তীর এই মহানায়ক । এই মুহূর্তে হয়তো আর চেতনার সমুদ্রে তোলপাড় করে না হারানো দিনের স্মৃতিরা , তবুও কি মাঝে মধ্যে সেই সবুজ ঘাসের জাজিমের ওপর দিয়ে ছুটে যাওয়া লাল বল আর সাদা উইলো কাঠের ব্যাট ব্রাডম্যানের মনে হারানো দিনগুলিকে ফিরিয়ে নিয়ে আসে ।

ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali FAQ :

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান কে ছিলেন ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান ছিলেন অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান এর জন্ম কোথায় হয় ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান এর জন্ম হয় অস্ট্রেলিয়াতে।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান মোট কয়টি টেস্ট ক্রিকেট খেলেন ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান মোট ৫২ টি টেস্ট ক্রিকেট খেলেন ।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান এর উল্লেখযোগ্য বইটির নাম কী ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান এর উল্লেখযোগ্য বইটির নাম “ আর্ট অর ক্রিকেট ” ।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান এর স্ত্রীর নাম কী ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান এর স্ত্রীর নাম জেসি মার্থা মেঞ্জিস ।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান এর কোন দলের অধিনায়ক ছিলেন ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেট এ কতগুলি শতক করেন ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেট এ ২৯ টি শতক করেন করেন ।

  1. ডোনাল্ড ব্র্যাডম্যান কবে মারা যান ?

Ans: ডোনাল্ড ব্র্যাডম্যান মারা যান ২৫ ফেব্রুয়ারি ২০০১ সালে ।

[আরও দেখুন, শৈলেন মান্নার জীবনী – Sailen Manna Biography in Bengali

আরও দেখুন, ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার এর জীবনী – Franz Beckenbauer Biography in Bengali

আরও দেখুন, ধ্যান চাঁদ এর জীবনী – Dhyan Chand Biography in Bengali

আরও দেখুন, মহাত্মা গান্ধীর জীবনী – Mahatma Gandhi Biography in Bengali

আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই ডোনাল্ড ব্র্যাডম্যান এর জীবনী – Don Bradman Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।