লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী - Lakshmi Narayan Mittal Biography in Bengali
লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী - Lakshmi Narayan Mittal Biography in Bengali

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী

Lakshmi Narayan Mittal Biography in Bengali

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali : ভারতের সেরা ধনকবেরের মধ্যে একজন হচ্ছেন লক্ষ্মী নারায়ণ মিত্তাল (Lakshmi Narayan Mittal)। বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরসেলরমিত্তালের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। জুলাই ২০১০ পর্যন্ত হিসাব মতে মিত্তাল ইউরোপের প্রথম এবং বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী এবং তার ব্যক্তিগত সম্পদের মূল্যমান ২৮.৭ বিলিয়ন ইউএস ডলার বা ১৯.৩ বিলিয়ন ইউরো। দি ফাইন্যান্সিয়াল টাইমস তাকে ২০০৬ সালের “পার্সন অফ দ্য ইয়ার” ঘোষণা করে।

  ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর একটি সংক্ষিপ্ত জীবনী । লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali বা লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর আত্মজীবনী বা (Lakshmi Narayan Mittal Jivani Bangla. A short biography of Lakshmi Narayan Mittal. Lakshmi Narayan Mittal Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল কে ? Who is Lakshmi Narayan Mittal ?

লক্ষ্মী নারায়ণ মিত্তাল (Lakshmi Narayan Mittal) একজন ভারতীয় ইস্পাত ব্যবসায়ী। লক্ষ্মী নারায়ণ মিত্তাল (Lakshmi Narayan Mittal) বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তালের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali :

নাম (Name) লক্ষ্মী নারায়ণ মিত্তাল (Lakshmi Narayan Mittal)
জন্ম (Birthday) ১৫ জুন ১৯৫০ (15th June 1950)
জন্মস্থান (Birthplace) রাজস্থান, ভারত 
পিতামাতা (Parents) মোহন লাল মিত্তাল 
জাতীয়তা  ভারতীয়
নাগরিকত্ব  ভারতীয়
পেশা (Occupation)  চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, আর্সেলরমিত্তাল
সন্তান  ভানিশা মিত্তাল

আদিত্য মিত্তাল

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জন্ম – Lakshmi Narayan Mittal Birthday : 

লক্ষ্মী মিত্তালের জন্ম ১৯৫০ সালের ১৫ জুন রাজস্থনে হয় ।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর পিতামাতা – Lakshmi Narayan Mittal Parents : 

বাবা মোহন লাল মিত্তাল ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। লক্ষ্মী নারায়ণ মিত্তাল (Lakshmi Narayan Mittal) এর স্টিল কোম্পানির নাম ছিল ‘নিপ্পন ডেনরো ইস্পাত’। আর তাই মিত্তাল পারিবারিকভাবেই বেড়ে ওঠেন একটি ব্যবসায়িক আবহে।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর শিক্ষাজীবন – Lakshmi Narayan Mittal Education Life : 

ইউনিভার্সিটি অব ক্যালকাটা থেকে মিত্তাল ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করে ব্যবসায় মনোযোগী হন।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর কর্মজীবন – Lakshmi Narayan Mittal Work Life : 

লক্ষ্মী নারায়ণ মিত্তাল (Lakshmi Narayan Mittal) এর পরিবারের দীর্ঘদিনের ইস্পাতশিল্পের অভিজ্ঞতা তাকে ১৯৭৬ সালে মিত্তাল ইস্পাত কারখানা স্থাপনে সাহায্য করে। মিত্তালের প্রথম স্টিল ফ্যাক্টরি ছিল ইন্দোনেশিয়ায়। বিশ্বজুড়ে ইস্পাতের চাহিদার কথা বিবেচনা করেই তার এ কারখানা স্থাপন। যদিও তিনি ভারতে বসবাস করেন তবু পৃথিবীজুড়ে তার ব্যবসা ছড়িয়ে আছে। আমেরিকা ও লন্ডনসহ ১৪টির বেশি দেশে মিত্তাল তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

লক্ষ্মী নারায়ণ মিত্তাল স্টিল মেকিং কোম্পানির সিইও : 

আমেরিকায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ স্টিলমেকিং কোম্পানি আরসেলরমিত্তাল-এর সিইও।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর সন্মান ও স্বীকৃতি : 

২০০৪ সালে মিত্তাল ৪২ দশমিক ১ মিলিয়ন টন ইস্পাত রপ্তানি করেন এবং তার মুনাফা দাঁড়ায় ২২ বিলিয়ন ডলার। ২০০৪ সালে ইউরোপ সেরা ব্যবসায়ীর পুরস্কার জিতে নেন তিনি। এ ছাড়া ১৯৯৬ সালে ‘শ্রেষ্ঠ ইস্পাত প্রস্তুতকারক’, ১৯৯৮ সালে ‘উইলি কর্ফ স্টিল ভিশন’ পুরস্কার পান। 

[আরও দেখুন, মুকেশ আম্বানির জীবনী – Mukesh Ambani Biography in Bengali]

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর আর্থিক পরিমাণ – Laskhmi Narayan Mittal Net Worth : 

২০১০ সালের পঞ্চম এবং ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ ধনী হলেন লক্ষ্মী মিত্তাল। ইউরোপে বেশ কয়েকবারই তিনি সেরা ধনীদের একজন হয়েছিলেন। ২০১০ সালের জুলাই পর্যন্ত হিসাব মতে, মিত্তাল ইউরোপের প্রথম ও বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী এবং তার ব্যক্তিগত সম্পদের মূল্যমান ২৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বা ১৯ দশমিক ৩ বিলিয়ন ইউরো। দ্য ফিন্যান্সিয়াল টাইমস তাকে ২০০৬ সালে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে।

[আরও দেখুন, রতন টাটার জীবনী – Ratan Tata Biography in Bengali]

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর ব্যাক্তিগত জীবন – Lakshmi Narayan Mittal Personal life : 

তিনি সেইন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন লন্ডন চ্যাপ্টারেরও একজন সদস্য। কাজের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে ২০০৭ সালে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে। তিনি কিংস কলেজ লন্ডন থেকে ফেলোশিপ গ্রহণ করেন। ২০০৪ সালে ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃক এন্ট্রিপ্রেনার অব দ্য ইয়ার নির্বাচিত হন, ফোর্বস কর্তৃক ইউরোপিয়ান বিজনেসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন। তা ছাড়া ২০০৭ সালে টাইমস ম্যাগাজিন তাদের ‘হানড্রেড মোস্ট ইনফুয়েনশিয়াল পিপল অব দ্য ওয়ার্ল্ড’র তালিকায় তাকে স্থান দিয়েছে।

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali FAQ :

  1. লক্ষ্মী নারায়ণ মিত্তাল কে ?

Ans: লক্ষ্মী নারায়ণ মিত্তাল একজন ভারতীয় ইস্পাত ব্যবসায়ী।

  1. লক্ষ্মী নারায়ণ মিত্তাল জন্ম কবে হয় ?

Ans: লক্ষ্মী নারায়ণ মিত্তাল জন্ম হয় ১৫ জুন ১৯৫০ সালে।

  1. লক্ষ্মী নারায়ণ মিত্তাল কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: লক্ষ্মী নারায়ণ মিত্তাল জন্মগ্রহণ করেন রাজস্থানে।

  1. লক্ষ্মী নারায়ণ মিত্তাল পিতার নাম কী ?

Ans: লক্ষ্মী নারায়ণ মিত্তাল পিতার নাম মোহন লাল মিত্তাল ।

  1. লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর নেট ওয়ার্থ কত ?

Ans: লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর নেট ওয়ার্থ ২৮.৭ বি. ডলার ।

  1. লক্ষ্মী নারায়ণ মিত্তাল কত সালে পদ্মবিভূষণ পান ?

Ans: লক্ষ্মী নারায়ণ মিত্তাল ২০০৭ সালে পদ্মবিভূষণ পান ।

[আরও দেখুন, জেফ বেজোস এর জীবনী – Jeff Bezos Biography in Bengali

আরও দেখুন, ইলন মাস্ক এর জীবনী – Elon Musk Biography in Bengali

আরও দেখুন, বিল গেটস এর জীবনী – Bill Gates Biography in Bengali

আরও দেখুন, সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali]

লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই লক্ষ্মী নারায়ণ মিত্তাল এর জীবনী – Lakshmi Narayan Mittal Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।