শৈলেন মান্নার জীবনী - Sailen Manna Biography in Bengali
শৈলেন মান্নার জীবনী - Sailen Manna Biography in Bengali

শৈলেন মান্নার জীবনী

Sailen Manna Biography in Bengali

শৈলেন মান্নার জীবনী – Sailen Manna Biography in Bengali : কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্না সব অর্থেই তিনি ছিলেন এক কিংবদন্তী খেলোয়াড় । তাঁকে বাদ দিয়ে ভারত তথা বাংলার ফুটবল জগতের কথা চিন্তাই করা যায় না । তাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে তাঁকে সহস্রাব্দের সেরা খেলোয়াড়ের সম্মান দেওয়া হয়েছে । তিনি যে বাঙালী , এই কথাটা ভাবলেই আমাদের বুক গর্বে ভরে ওঠে । তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তিনি কে , তিনি হলেন কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্না ।

  কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্না এর একটি সংক্ষিপ্ত জীবনী । শৈলেন মান্না এর জীবনী – Sailen Manna Biography in Bengali বা শৈলেন মান্না এর আত্মজীবনী বা (Sailen Manna Jivani Bangla. A short biography of Sailen Manna. Sailen Manna Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) শৈলেন মান্না এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

শৈলেন মান্না কে ছিলেন ? Who is Sailen Manna ?

শৈলেন মান্না (Sailen Manna) ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন ফুটবল খেলোয়াড়। ইনি ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মূলত কলকাতার মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছেন। ১৯৪১ সালে হাওড়া ইউনিয়ন ক্লাবের হয়ে তার খেলোয়াড় জীবন হয় শুরু হয়। ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা (পশ্চিমবঙ্গ) ফুটবল দলের এবং একসাথে ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিলেন। শৈলেন মান্না (Sailen Manna) এর অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায় ৷ ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক্‌সে ফ্রান্সের কাছে ভারতের ২-১ গোলে পরাজয়ের পর অনেকের কাছে শৈলেন মান্না (Sailen Manna) নিন্দিত হন। ঐ খেলায় শৈলেন মান্না (Sailen Manna) একটি পেনাল্টি মিস করেন। ১৯৬০ সালে ফুটবল থেকে অবসর নেন ৷

কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার জীবনী – Sailen Manna Biography in Bengali :

নাম (Name) শৈলেন মান্না (Sailen Manna) 
জন্ম (Birthday) ১ সেপ্টেম্বর ১৯২৪ (1st September 1924)
জন্মস্থান (Birthplace) হাওড়া, বেঙ্গল, ভারতবর্ষ
মাঠে অবস্থান রক্ষণাত্মক খেলুয়ার
জাতীয় দল  ভারতীয় জাতীয় ফুটবল দল
মৃত্যু (Death) ২৭ ফেব্রুয়ারি ২০১২ (27 th February 2012)

শৈলেন মান্নার জন্ম – Sailen Manna Birthday :

 ১৯২৪ সালের ১ লা সেপ্টেম্বর তারিখে হাওড়ায় শৈলেন মান্নার জন্ম হয়েছিল । ছোটো থেকেই ফুটবল খেলতে ভালবাসতেন শৈলেন মান্না (Sailen Manna) । হাওড়াকে আমরা ফুটবলের আঁতুড়ঘর বলে থাকি । হাওড়ার পথে প্রান্তরে , সবুজ ঘাসের ময়দানে কত ফুটবলার নিরলস পরিশ্রম করে চলেছেন কে তার খবর রাখে ? শৈলেন মান্নাও হয়তো সেই স্রোতে হারিয়ে যেতেন । কিন্তু ঈশ্বর বোধ হয় শৈলেন মান্না (Sailen Manna) এর জীবনের ধারা অন্যভাবে লিখে রেখেছেন । 

শৈলেন মান্নার ক্রীড়া জীবন – Sailen Manna Sports Life :

 ১৯৪০ সালে মাত্র ষোল বছর বয়সে , সেকেন্ড ডিভিশনে খেলতে এলেন কলকাতার ফুটবল লিগে । হাওড়া ইউনিয়নের হয়ে খেলা শুরু করেছিলেন শৈলেন মান্না । প্রথম থেকেই ছিলেন ডিফেন্সের একজন স্তম্ভ । 

শৈলেন মান্নার মোহনবাগান দলে যোগদান – Sailen Manna Joined Mohanbagan Team :

 দুবছর হাওড়া ইউনিয়নের হয়ে খেলার পর মোহনবাগান কোচের নজরে পড়ে যান । ১৯৪২ সালে চলে এলেন মোহনবাগানে । পরবর্তী কালে মোহনবাগানের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত হয়েছিলেন । শৈলেন মান্না নামটি বলার সঙ্গে সঙ্গে মোহনবাগানের ছবি আমাদের মনের ক্যানভাসে ভেসে ওঠে ।

 দীর্ঘ ১৯ বছর ধরে শৈলেন মান্না (Sailen Manna) এই জাতীয় ক্লাবের হয়ে খেলেছিলেন , অবশেষে ১৯৬০ সালে শৈলেন মান্না (Sailen Manna) সরকারী ভাবে অবসর গ্রহণ করেন । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

শৈলেন মান্নার ভারতীয় দলের অধিনায়ক – Sailen Manna Captain of Indian Football Team :

 ফুটবল খেলোয়াড় হিসাবে শৈলেন মান্না একাধিক কৃতিত্বের অধিকারী । শৈলেন মান্না (Sailen Manna) ছিলেন ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক । সেবার তার খেলা দেখে বিশ্বের তাবৎ সমালোচকেরা মুগ্ধ হয়েছিলেন । শৈলেন মান্না (Sailen Manna) দুটি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন । ১৯৫১-১৯৫৬ সাল পর্যন্ত শৈলেন মান্না (Sailen Manna) ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক । 

 বাংলার অধিনায়ক ছিলেন ১৯৪৯-১৯৫৪ পর্যন্ত । মোহনবাগানের অধিনায়ক ছিলেন ১৯৫০-১৯৫৫ সাল পর্যন্ত এশিয়াডেও অংশ নিয়েছিলেন । 

শৈলেন মান্নার রেকর্ড – Sailen Manna Records :

 তিন বার কোয়াট্র্যাঙ্গুলার কাপ জিতেছেন । মোহনবাগানের হয়ে খেলে আটবার লিগ জিতেছেন । শিল্ড চারবার একবার রোভার্স , একবার ডুরান্ড । এর পাশাপাশি বাংলার নেতৃত্ব দিয়েছেন ছবার । সম্ভোষ ট্রফি জিতেছেন মোট ছবার এ এক অসাধারণ রেকর্ড। 

[আরও দেখুন, মারাদোনা এর জীবনী – Diego Maradona Biography in Bengali]

শৈলেন মান্না ভারতীয় দলের কোচ – Sailen Manna Coach of Team India :

 ভারতের কোচ হয়েছিলেন ১৯৬১ এবং ১৯৬৮ সালে মারডেকা কাপে খেলতে খেলতে অনেক সম্মান পেয়েছেন শৈলেন মান্না (Sailen Manna) , পেয়েছেন পদ্মশ্রী ১৯৭১ সালে । মোহনবাগান রত্ন ২০০১ সালে । শুধু তাই নয় ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের বিচারে শৈলেন মান্নাকে (Sailen Manna) বিশ্বের সেরা , দশ অধিনায়কের একজন হিসাবে চিহ্নিত করা হয়েছে ।

শৈলেন মান্নার মৃত্যু – Sailen Manna Death :

 শৈলেন মান্না (Sailen Manna) মোহনবাগানের প্রশাসক হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন । একাধিক বিষয়ে শৈলেন মান্না (Sailen Manna) অত্যন্ত দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন । অবশেষে ২০১২ সালের ২৬ শে ফেব্রুয়ারী ভারত তথা এশিয়ার কিংবদন্তী খেলোয়াড় শৈলেন মান্না পরলোক গমন করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর । 

 কিংবদন্তী ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না ফুটবল প্রেমিক মানুষের মনের মনিকোঠায় চিরভাস্বর হয়ে থাকবেন ।

শৈলেন মান্নার জীবনী – Sailen Manna Biography in Bengali FAQ :

  1. শৈলেন মান্না কে ছিলেন ?

Ans: শৈলেন মান্না ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ।

  1. শৈলেন মান্নার জন্ম কোথায় হয় ?

Ans: শৈলেন মান্নার জন্ম হয় ভারতের হাওড়াতে ।

  1. শৈলেন মান্না কবে জন্মগ্রহণ করেন ?

Ans: শৈলেন মান্না জন্মগ্রহণ করেন ১ সেপ্টেম্বর ১৯২৪ সালে ।

  1. শৈলেন মান্নার মাঠে অবস্থান কী ছিল ?

Ans: শৈলেন মান্নার মাঠে অবস্থান ছিলো রক্ষণাত্মক খেলুয়ার।

  1. শৈলেন মান্না কত সাল পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ?

Ans: শৈলেন মান্না ১৯৫১ – ১৯৫৬ সাল পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ।

  1. শৈলেন মান্না কত সাল পর্যন্ত বাংলা দলের অধিনায়ক ছিলেন ?

Ans: শৈলেন মান্না ১৯৪৯ – ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা দলের অধিনায়ক ছিলেন ।

  1. শৈলেন মান্না কত সালে পদ্মশ্রী পান ?

Ans: শৈলেন মান্না ১৯৭১ সালে পদ্মশ্রী পান ।

  1. শৈলেন মান্না কত সালে মোহনবাগান রত্ন পান ?

Ans: শৈলেন মান্না ২০০১ সালে মোহনবাগান রত্ন পান।

  1. শৈলেন মান্না কবে মারা যান ?

Ans: শৈলেন মান্না ২৬ ফেব্রুয়ারি ২০১২ সালে মারা যান।

[আরও দেখুন, ফ্রান্ৎ‌স বেকেনবাউয়ার এর জীবনী – Franz Beckenbauer Biography in Bengali

আরও দেখুন, ধ্যান চাঁদ এর জীবনী – Dhyan Chand Biography in Bengali

আরও দেখুন, মহাত্মা গান্ধীর জীবনী – Mahatma Gandhi Biography in Bengali

আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali]

শৈলেন মান্না এর জীবনী – Sailen Manna Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” শৈলেন মান্না এর জীবনী – Sailen Manna Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। শৈলেন মান্না এর জীবনী – Sailen Manna Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই শৈলেন মান্না এর জীবনী – Sailen Manna Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।