রজার ফেদেরার এর জীবনী - Roger Federer Biography in Bengali
রজার ফেদেরার এর জীবনী - Roger Federer Biography in Bengali

রজার ফেদেরার এর জীবনী

Rorger Federer Biography in Bengali

রজার ফেদেরার এর জীবনী – Rorger Federer Biography in Bengali : বিশ্বের অবিসংবাদিত টেনিস তারকা রজার ফেদেরার এই মুহূর্তে টেনিস বিশ্বের অবিসংবাদিত পুরুষ টেনিস তারকা হলেন রজার ফেদেরার (Rorger Federer) । ২০০৪ সালে ফেদেরার ম্যাট্‌স উইলান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ২০০৬ ও ২০০৭ সালে রজার ফেদেরার (Rorger Federer) এই সাফল্যের পুনরাবৃত্তি করেন। রজার ফেদেরার (Rorger Federer) এ পর্যন্ত ২০ টি গ্র্যান্ড স্ল্যাম, ৪টি টেনিস মাস্টার্স কাপ, ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজ শিরোপা জিতেছেন। রজার ফেদেরার (Rorger Federer) একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) ও ইউ এস ওপেন (২০০৪-২০০৮) শিরোপা জিতেছেন। 

  বিশ্বের অবিসংবাদিত টেনিস তারকা রজার ফেদেরার এর একটি সংক্ষিপ্ত জীবনী । রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali বা রজার ফেদেরার এর আত্মজীবনী বা (Roger Federer Jivani Bangla. A short biography of Roger Federer. Roger Federer Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) রজার ফেদেরার এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

রজার ফেদেরার কে ? Who is Roger Federer ?

রজার ফেদেরার (Rorger Federer) হলেন একজন সুইস পেশাদারী টেনিস খেলোয়াড়। রজার ফেদেরার (Rorger Federer) ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। রজার ফেদেরার (Rorger Federer) বর্তমানে এটিপি র‌্যাংকিং অনুযায়ী বিশ্বের ২ নম্বর খেলোয়াড় । পিট সাম্প্রাস সহ অনেক টেনিস কিংবদন্তী, টেনিস সমালোচক, তার সমসাময়িক খেলোয়াড়সহ অনেকেই মনে করেন রজার ফেদেরার (Rorger Federer) সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় । রজার ফেদেরার (Rorger Federer) ২রা ফেব্রুয়ারি, ২০০৪ তারিখ ত্থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড ।

বিশ্বের অবিসংবাদিত টেনিস তারকা রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali :

নাম (Name) রজার ফেদেরার (Rorger Federer)
জন্ম (Birthday) ৮ আগস্ট ১৯৮১ (8th August 1981)
জন্মস্থান (Birthplace) সুইজারল্যান্ড
দেশ সুইজারল্যান্ড
বাসস্থান বতমিনগেন, সুইজারল্যান্ড
উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি
খেলার ধরন  ডানহাতি
প্রশিক্ষক এডলফ কাকভস্কি (১৯৯১)

পিটার কার্টার (১৯৯১–২০০০)

পিটার লুন্দগ্রিন (২০০০–০৩)

টনি রোচ (২০০৬–০৭)

সেভেরিন লুথি (২০০৭–বর্তমান)

জোসে হিগুয়েরাস (২০০৮)

পল এনাকোন (২০১০–১৩)

স্টেফান এডবার্গ (২০১৪–২০১৫)

“‘ইভান জুবাইসিগ”‘ (২০১৬-বর্তমান)

পুরস্কার $ ১৩,০৫,৯৪,৩৩৯

রজার ফেদেরার এর জন্ম – Roger Federer Birthday :

 ১৯৮১ সালের ৮ আগস্ট রজার ফেদেরার (Rorger Federer) এর জন্ম হয় । তাঁকে স্যুইজারল্যান্ডের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় বলা হয় । রজার ফেদেরার (Rorger Federer) স্যুইজারল্যান্ডের হয়ে ২৮৭ সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বিশ্বের এক নম্বর হিসাবে স্বীকৃতি পেয়েছেন । এটি একটি বিশ্বরেকর্ড । তাঁর পয়েন্ট ( ১১০৭৫ ) ।

রজার ফেদেরার এর শৈশবকাল – Roger Federer Childhood :

 রজার ফেদেরার ছোটো থেকেই লন টেনিস খেলতে ভালোবাসতেন । মা বাবা দুজনেই ছিলেন টেনিস প্রেমিক । তাই ছোটোবেলার দিনগুলিতে টেনিস খেলতে কোনো অসুবিধা হয়নি রজার ফেদেরারের । যখন রজার ফেদেরার (Rorger Federer) এর বয়স পাঁচ বছর তখন তাঁর হাতে টেনিস র্যাকেট তুলে দিয়েছিলেন তার বাবা । বাবা এক স্বচ্ছল ব্যবসায়ী । এমন বাবাকে পাওয়াতে রজার ফেদেরারের জীবন মসৃণ ভাবে এগিয়ে যায় । সাত বছর বয়সে জুনিয়ার টুর্নামেন্টে যোগ দেন এবং জয়লাভ করেন । সেই ছোট্ট বয়সে তাঁর প্রচন্ড পাওয়ার দেখে উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে গিয়েছিলেন । বর্ষীয়ান কোচেরা মন্তব্য করেছিলেন , একদিন ফেদেরার টেনিস বিশ্ব শাসন করবেন । তাঁদের এই অনুমান সত্যি বলে প্রমাণিত হয়েছে ।

রজার ফেদেরার এর খেতাব গুলি – Roger Federer Titles :

 জীবনে অনেকগুলি গ্র্যান্ডস্লাম খেতাব জিতেছেন রজার ফেদেরার । উড়িয়ে দিয়েছেন বিপক্ষ প্রতিদ্বন্দ্বীকে । অস্ট্রেলিয়ান ওপেনের চারবারের চ্যাম্পিয়ান —২০০৪ , ২০০৬ , ২০০৭ এবং ২০১০ সুইস টেনিস তারকা রজার ফেদেরার চতুর্থ বার অস্ট্রেলীয় ওপেন জিতেছেন । ৩১ শে জানুয়ারি ২০১০ মেলবোর্ণে ব্রিটেনের অ্যান্ডিমারেকে পুরুষদের সিঙ্গলস ফাইনালে হারিয়েছেন তিনি , এই নিয়ে সব মিলিয়ে ফেদেরারের ১৭ টি গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছেন । ফরাসি ওপেন জিতেছেন ২০০৫ সালে । উইম্বলডন জিতেছেন মোট ২০০৩ , ২০০৪ , ২০০৫ , ২০০৬ , ২০০৭ , ২০০৯ সাতবার ও ২০১২। মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন পাঁচবার – ২০০ ২০০৫ , ২০০৬ , ২০০৭ এবং ২০০৮। একাধিক ক্রমে পাঁচবার জেতার এমন রেকর্ড আর কারোর নেই ।

২০১০ লন্ডন এ টি পি ওয়ার্ল্ড ট্যুর : 2010 A T P World Tour :

 নভেম্বর ২০১০ লন্ডনের এ টি পি ওয়ার্ল্ড ট্যুর জিতেছেন রজার রজার ফেদেরার (Rorger Federer)রজার ফেদেরার (Rorger Federer) ৬-৩ , ৩-৬ , ৬-১ স্ট্রেট সেটে হারিয়েছেন চির প্রতিদ্বন্দ্বী টেনিস তারকা রাফায়েল নাদালকে ।

অলিম্পিক গেমস :

রজার ফেদেরার (Rorger Federer) ২০০৪ সালের অলিম্পিকে চতুর্থ স্থান পেয়েছিলেন । ২০০৮ সালে ডাবলস – এ চ্যাম্পিয়ান হন ।

রজার ফেদেরার এ টি পি মাস্টার্স টেনিস খেতাব – Roger Federer A T P Masters Tenis Title :

 ১৯ শে মার্চ ২০১২ জন ইসনারকে ৭-৬ , ৬-৩ ফলাফলে হারিয়ে টানা তিনবার ইন্ডিয়ান্স ওয়েলস এটিপি মাস্টার্স টেনিস খেতাব জিতেছেন রজার ফেদেরার (Rorger Federer)

গ্র্যান্ড স্লামে ম্যাচ জয় – Win Match in Grand Slam :

 ২৮ শে মে ২০১২ ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে থাকা জার্মানির তোবিয়াস কামকেকে ৬-২ , ৭-৫ , ৬-৩ ফলাফলে হারিয়ে গ্র্যান্ড স্লামে ২৩৩ তম ম্যাচ জিতেছেন ।

রজার ফেদেরার এর ওয়ার্ল্ড রেকর্ড – Roger Federer World Record :

 ৮ ই জুলাই ২০১২ উইম্বলডন ফাইনালে রজার ফেদেরার ৪-৬ , ৭-৫ , ৬-৩ , ৬-৪ সেটে বৃটিশ খেলোয়াড় অ্যান্ডি মারেকে হারিয়ে সপ্তমবার উইম্বলডন খেতাব জিতে পিট সাম্প্রাসকে ছুঁয়েছেন । যাঁর রেকর্ড ছুঁয়ে ফেদেরার জানিয়েছেন যে সাম্প্রাসই ওঁর আদর্শ । সেই সঙ্গে সাম্প্রাসের বিশ্ব র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সপ্তাহ ( ২৮৬ ) এক নম্বরে থাকার বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেলেছেন ফেদেরার ।

[আরও দেখুন, মেরি কম এর জীবনী – Mary Kom Biography in Bengali]

২৯ জানুয়ারি ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেন গেমস :

 ২৯ শে জানুয়ারি ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সিঙ্গলসের ফাইনালে সুইস তারকা রজার ফেদেরার ৬-৪ , ৩-৬ , ৬-১ , ৩-৬ , ৬-৩ ফলাফলে হারিয়েছেন স্পেনের রাফায়েল নাদালকে । এটি ফেদেরার ১৮৩ তম গ্র্যান্ডস্লাম জয় । 

রজার ফেদেরার এর লন্ডন অলিম্পিকে রূপো জয় – Roger Federer Win Silver in London Olympic :

 ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রজার ফেদেরার অলিম্পিক টেনিস ফাইনালে ২-৬ , ১-৬ , ৪-৬ সেটে বৃটিশ খেলোয়াড় অ্যান্ডি মারের কাছে পরাস্ত হয়ে রৌপ্য পদক লাভ করেন । 

৯২ তম খেতাব – 92nd Title :

 ২৫ শে জুন ২০১৭ আলেকজান্ডার জেরেভকে ৬-১ , ৬-৩ এ হারিয়ে টুর্নামেন্টের নবম খেতাব জিতেছেন রজার ফেদেরার (Rorger Federer) । এই নিয়ে ৯২ তম খেতাব জিতেছেন রজার ফেদেরার (Rorger Federer)

[আরও দেখুন, মিলখা সিং এর জীবনী – Milkha Singh Biography in Bengali]

২০১৮ অস্ট্রেলিয়ান ওপেনে – 2018 Australian Open :

 ২০১৮ জানুয়ারি , ২০ নম্বর গ্র্যান্ড স্লাম । ৬ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবও জিতেছেন রজার ফেদেরার ।

 সারা বিশ্বে ছড়িয়ে আছে রজার ফেদেরার (Rorger Federer) এর অসংখ্য অনুরাগী । সত্যিই তো , পাওয়ার টেনিসের যুগে রজার ফেদেরার (Rorger Federer) এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব ।

রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali FAQ :

  1. রজার ফেদেরার কে ?

Ans: রজার ফেদেরার হলেন একজন সুইস পেশাদারী টেনিস খেলোয়াড় ।

  1. রজার ফেদেরার কবে জন্মগ্রহণ করেন ?

Ans: রজার ফেদেরার ৮ আগস্ট ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন ।

  1. রজার ফেদেরার এর বাসস্থান কোথায় ?

Ans: রজার ফেদেরার এর বাসস্থান সুইজারল্যান্ড ।

  1. কত সালে রজার ফেদেরার ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেন ?

Ans: ২০১৮ সালে রজার ফেদেরার ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতেন ।

  1. কত সালে রজার ফেদেরার লন্ডনে রূপো জিতেন ?

Ans: ২০১২ সালে রজার ফেদেরার লন্ডনে রূপো জিতেন ।

  1. রজার ফেদেরার এর উচ্চতা কত ?

Ans: রজার ফেদেরার এর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।

  1. রজার ফেদেরার কত সালে ৯২ নম্বর খেতাব জিতেন ?

Ans: রজার ফেদেরার ২৫ জুন ২০১৭ সালে ৯২ নম্বর খেতাব জিতেন ।

  1. রজার ফেদেরার কত সালে ১৮৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতেন ?

Ans: রজার ফেদেরার ২৯ জানুয়ারি ২০১৭ সালে ১৮৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ।

[আরও দেখুন, সুনীল গাভাস্কারের জীবনী – Sunil Gavaskar Biography in Bengali

আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

আরও দেখুন, পি. টি. উষা এর জীবনী – P. T. Usha Biography in Bengali]

রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই রজার ফেদেরার এর জীবনী – Roger Federer Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।