অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
শক্তি সম্পদ | Power – Generation – Economic Geography (Geography) Question and Answer in Bengali
শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) : অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) শক্তি সম্পদ – Power – Generation প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (শক্তি সম্পদ – Power – Generation – অর্থনৈতিক ভূগোল Economic Geography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা শক্তি সম্পদ – Power – Generation – অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
শক্তি সম্পদ (Power – Generation) অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. বিশ্বের দুটি প্রধান কয়লা উৎপাদনকারী দেশের বিবরণ দাও ।
দেশ | উৎপাদক অঞ্চল | উৎপাদক/কোটি মে. টন | বিশ্বে স্থান |
1. চীন | শেনসি, শানসি, অন্তমঙ্গোলিয়া, গানসু, হেনান, হেবেই, শ্যান্ডং, ফেনহে, হেগাং | 219.00 | প্রথম |
2. U.S.A | অ্যাপেলিসিয়ান ক্ষেত্র, রকি অঞ্চল, উপসাগরীয় ক্ষেত্র, প্রশান্ত মহসাগরীয় অঞ্চল | 102.00 | দ্বিতীয় |
2. বর্তমানে কয়লার গুরুত্ব হ্রাসের কারণ কী ?
Ans: বর্তমানে পরমাণু বিদ্যুৎ , জলবিদ্যুৎ , খনিজ তেলের ব্যবহার বৃদ্ধির জন্য কয়লার গুরুত্ব হ্রাস পাচ্ছে বলে কয়লাকে সিংহাসনচ্যুত রাজা বলে । কারণ- ( i ) অধিক ওজন হ্রাসকারী বলে পরিবহন ব্যয় বেশি । ( ii ) অন্যান্য শক্তি অপেক্ষা কয়লার ইশ্বনশক্তি কম । ( iii ) খনি থেকে আহরণ ব্যয় খুব বেশি । ( iv ) খনি ভরাট , গন্ধক মুক্ত করা প্রভৃতি কাজে অনেক ব্যয় বেশি পড়ে । ( v ) নির্গত ধোঁয়া খুব বেশি বলে পরিবেশ দূষণ বেশি হয় । ( vi ) এর গুণগত মানও কম অন্যান্য শক্তি অপেক্ষা ।
3. পুল কী ?
Ans: পাললিক শিলাস্তরে উর্দ্ধ ভাঁজের উপরিভাগে খনিজ তৈলের অবস্থান থাকে ; নিচের দিকে থাকে জল – কাদাযুক্ত পলির মিশ্রণ । ঊর্ধ্বভাগের যে স্থানে খনিজ তেলের অবস্থান থাকে ঐ স্থানকে গুল বলা হয় ।
4. অপ্রচলিত শক্তির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কারণ ।
Ans: জোয়ার – ভাঁটাশক্তি , বায়ুশক্তি , সৌরশক্তি , জৈবগ্যাস শক্তি প্রভৃতি অপ্রচলিত শক্তির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । এরুপ বৃদ্ধির কারণ হল অফুরন্ত ভাণ্ডার প্রচলিত শক্তির মতো এগুলোর ভাণ্ডার সীমিত নয় ; তাই এই শক্তির গুরুত্ব ক্রমশ পাচ্ছে । পরিবেশ বন্ধু : এই শক্তি থেকে কোনরূপ পরিবেশ দূষণ ঘটে না । সর্বত্র প্রাপ্য : এই শক্তির কোন না কোন উৎস পৃথিবীর সর্বত্রই প্রাপ্ত বলে এর গুরুত্ব অধিক । কম ব্যয় : এর থেকে শক্তি উৎপাদন খরচ খুবই কম । তাই এই শক্তির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।
5. জৈব গ্যাস শক্তির সুবিধা কী কী ?
Ans: জৈব গ্যাস শক্তির প্রধান সুবিধাগুলো হলো
1 . পুরণশীল : এই সম্পদ পুনর্ভব সম্পদ হিসেবে বিবেচিত হয় । 2. বিবিধ সুবিধা : এই শক্তি থেকে আলো জ্বালানো এবং রান্নাও সম্ভব হয় । 3 . পরিবেশ বন্ধু : এই শক্তি থেকে পরিবেশ দূষণ ঘটে না । 4 . সার প্রস্তুত : জৈব গ্যাস থেকে সার উৎপাদনও সম্ভব হয় ।
6. পারমাণবিক শক্তির সুবিধা কী ?
Ans: এই শক্তির সুবিধাগুলো হল 1. কম কাঁচামাল : এই শক্তির কাঁচামাল কম ও কুদ্রায়তনযুক্ত হয় । 2. পরিবহন সহজ : ক্ষুদ্রায়তন ও কম কাঁচামাল বলে সহজে পরিবহণ সম্ভব হয় । 3 . কম উৎপাদন ব্যয় : এই শক্তি উৎপাদন করতে খরচ খুবই কম হয় । 4 . 5 . দূরে নিয়ে যাওয়া সম্ভব পরিমাণ কম বলে সহজেই বহু দূরে নিয়ে যাওয়া যায় । পরিবেশ দূষণ কম : সতর্কতার সাথে ব্যবহার করলে পরিবেশ দূষণ খুবই কম হয় ।
7. পারমাণরিক শক্তির অসুবিধা কী ?
Ans: 1. কাঁচামালের অভাব : এই শক্তির প্রধান কাঁচামাল ইউরেনিয়াম পৃথিবীর সর্বত্র প্রাপ্ত নয় ।
- তেজস্ক্রিয় দূষণ : এই শক্তির তেজস্ক্রিয় দূষণের ফলে মানব দেহে দুরারোগ্য রোগ সৃষ্টি হয় । 3. প্রযুক্তির অভাব এই শক্তি উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তির প্রাপ্যতা সকল দেশেই সুলভ নয় । 4. অনৈতিক : এই শক্তি কেন্দ্র থেকে গোপনে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা থাকে বলে তা মানব সমাজের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক হয় ।
8. জলবিদ্যুৎ শক্তির সুবিধা কী কী ?
Ans: 1 ) প্রবহমান শক্তি : এই শক্তির উৎস প্রবহমান বলে ইহা নিঃশেষের সম্ভাবনা নেই । ii ) কম উৎপাদন ব্যয় কাঁচামাল ক্রয়জনিত ব্যয় নেই বলে এই শক্তির উৎপাদন ব্যয় খুবই কম । iii ) পরিবেশ বন্ধু : এই শক্তি উৎপাদনের ফলে কোনরূপ পরিবেশ দূষণ হয় না । iv ) পরিবহণ ও শ্রমিক সাশ্রয় । এই শক্তি উৎপাদনের জন্য কাঁচামাল পরিবহণজনিত ব্যয় যেমন নেই তেমনি খুবই কম শ্রমিকের প্রয়োজন হয় ।
9. জলবিদ্যুৎ শক্তির অসুবিধা কী ?
Ans: i ) সঞ্চয়হীন : এই শক্তি সঞ্চয় করে রাখা সম্ভব হয় না । ii ) উপজাত দ্রব্য নেই : এই শক্তিকেন্দ্র থেকে কোনরূপ উপজাত দ্রব্য পাওয়া যায় না । iii ) প্রাথমিক খরচ বেশি : জলাধার নির্মাণ , বিদ্যুৎ কক্ষ স্থাপন , স্তম্ভ , তার প্রভৃতির জন্য জলবিদ্যুৎ শক্তিকেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিক খরচ খুব বেশি হয় । iv ) . খরস্রোতা নদী : এই শক্তিকেন্দ্র স্থাপন করার জন্য খরস্রোতা নদী আদর্শ ; যা সকল দেশে নেই । বলে সর্বত্র স্থাপন করা সম্ভব নয় , যেমন- বাংলাদেশ , মঙ্গোলিয়া ।
10. বায়ুশক্তির সুবিধা ও অসুবিধা কী ?
Ans: সুবিধা : i ) প্রবহমান সম্পদ : ইহা প্রবহমান সম্পদ বলে নিঃশেষের সম্ভাবনা নেই । ii ) বায়ুদূষণ নেই : তাপ ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো এতে কোন গ্রীনহাউস গ্যাস । নির্গত হয় না বলে পরিবেশ দূষণের সম্ভাবনা নেই । iii ) কম উৎপাদন ব্যয় যন্ত্রপাতি , রক্ষণাবেক্ষণ ও কাঁচামালজনিত ব্যয় নেই বলে এই শক্তি উৎপাদনের জন্য প্রাথমিক ও পৌনঃপুনিক ব্যয় নেই বললেই চলে । সর্বত্র হয় না : বায়ুর গতিবেগ সর্বত্র সমান নয় বলে ইহা সর্বত্র স্থাপন করা যায় , অসুবিধা : i ) না । ii ) সঞ্চয় নয় । এই শক্তি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা যায় না । iii ) শব্দ দূষণ : উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ শব্দ দূষণ ঘটে । ( iv ) যোগাযোগের অসুবিধা : টারবাইন থেকে ইলেকট্রো ম্যাগনেটিক দুর্বল করে বলে টেলিভিশন ও টেলিফোন যোগাযোগের অসুবিধা ঘটে ।
11. পরিকল্পনা অঞ্চল কী ?
Ans: প্রকল্প অঞ্চল হল পৃথিবীর স্থানের সেই বিশেষ ব্যাপ্তি ও বিস্তৃতি , যেখানে পরিকল্পনা রূপায়নের অবস্থা সম প্রকৃতির হয় । GLASSON প্রকল্প অঞ্চলের চরিত্র নিরূপনের ক্ষেত্রে বলেছেন— উক্ত অঞ্চলে পরিকল্পনার প্রয়োজনীয়তাকে সমানভাবে বিচার করে তার সীমা নির্ধারণ করতে হবে । সমচরিত্রের প্রয়োজনীয়তা ও কার্যকরী ব্যবস্থায় অঞ্চল প্রকল্প অঞ্চলের সীমা । প্রকল্প অঞ্চল বিশেষ উদ্দেশ্য নিয়ে গঠিত হয় ; তাই প্রকল্প অঞ্চলের সাথে অন্য কোন প্রকল্প অঞ্চলের চরিত্র ও ব্যাপ্তিজনিত পার্থক্য থাকে । SMITH একটি কৃষি প্রকল্প অঞ্চলকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন— সাধারণত সেচের প্রয়োজনীয়তা , মূলধন বিনিয়োগের সম্ভাবনা ও ক্ষেত্র এবং কৃষিজাত বাজারের ভিত্তিতে গড়ে ওঠে কোন প্রকল্প অঞ্চলের সীমা ও চরিত্র । আবার উন্নত পরিকাঠামো , পরিষেবা , পরিবহন প্রভৃতির উপর কোন পর্যটনের প্রকল্প অঞ্চল গড়ে ওঠে ।
FILE INFO : শক্তি সম্পদ – Power – Generation | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
File Details:
PDF Name : শক্তি সম্পদ – Power – Generation | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Economic Geography – Question and Answer | ভূগোল – অর্থনৈতিক ভূগোল – শক্তি সম্পদ (Power – Generation) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – শক্তি সম্পদ – Power – Generation “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – শক্তি সম্পদ – Power – Generation / শক্তি সম্পদ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) SAQ / Short Question and Answer / শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) Quiz / শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) QNA / শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” শক্তি সম্পদ (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Power – Generation (Economic Geography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।